Maj Gen Professor HR Harun

Maj Gen Professor HR Harun Maj Gen Prof. H R Harun (Retd.) MBBS, FCPS, FRCS (Glasg.), FRCS (Edin.),
D. Uro (London), WHO Fellow

#আপনার_চিকিৎসক_সম্পর্কে_জানুনঃ
দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন। তিনি ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ১৩তম BAUS CON-2019 আন্তর্জাতিক সম্মেলনে ইউরোলজিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এ্যাসোসিয়শেন অব ইউরোলজিক্যাল সার্জন্স এর পক্ষ থেকে প্রফেসর ইদ্রিস লস্কর মেমোরিয়াল স্বর্ণপদকে সম্মানিত হন। উক্ত সম্মেলনে তিনি ২১ বছরে তার ৫৩৩টি নেফরন স্পেয়ারিং সার্জারী (পুরো কিডনি না ফেলে শুধু টিউমার

অপসারণ) এর অভিজ্ঞতা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাপত্র (আছির মেমোরিয়াল লেকচার) উপস্থাপন করেন। ১৯৯৬ সালে বাংলাদেশে তিনিই প্রথম নেফরন স্পেয়ারিং সার্জারী (NSS) প্রচলন করেন।

কিডনি পাথরের বিভিন্ন চিকিৎসা (URS, ICPL, ICLL, PCNL, RIRS), লেজার সার্জারী, লেপারস্কপিক সার্জারী, পুরুষ বন্ধ্যাত্ব ও মাইক্রোসার্জারি, মহিলা ও শিশুদের ইউরোলজিক্যাল রোগ, যৌন রোগ, রি-কনস্ট্রাকটিভ ইউরোলজি, ও ইউরো অনকোলজিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ।

প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
মেজর জেনারেল হারুন ১৯৫৫ সালের ২১শে জুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পাঁচরা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হতে ১৯৭৯ সালে এমবিবিএস পাস করেন। ১৪ জুলাই ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরে কমিশন প্রাপ্ত হন। বিভিন্ন পর্যায়ের সামরিক প্রশিক্ষণ লাভের পাশাপাশি তিনি ১৯৮৩ সালে এএফএমআই হতে সার্জারী বিষয়ে গ্রেডিং কোর্স সম্পন্ন করেন।

১৯৮৮ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স হতে FCPS (Surgery) লাভ করেন। ১৯৯২-১৯৯৪ পর্যন্ত বিশ^ স্বাস্থ্য সংস্থার বৃত্তি নিয়ে তিনি যুক্তরাজ্যে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৩ সালে লন্ডনের The Royal College of Physicians and Surgeons of Glasgow এবং The Royal College of Surgeons of Edinburgh হইতে FRCS (Edin.) সফলতার সাথে সম্পন্ন করেন। ১৯৯৪ সালে লন্ডনের Institute of Urology & Nephrology, University College London (UCL) n‡Z Diploma in Urology ডিগ্রী অর্জন করেন। তিনি সেনাবাহিনীর জেনারেল সার্জারীর বিভিন্ন বিষয়ে ৩৪ বছরের এবং ইউরোলজিক্যাল সার্জারিতে ২৮ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন বিশিষ্ট শল্য চিকিৎসক।

প্রফেসর হারুন যুক্তরাজ্য ছাড়াও ভারত, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও সিঙ্গাপুরে ইউরোলজি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং বহুসংখ্যক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন মেডিক্যাল ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে সিনিয়র সার্জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় ইউরোলজির বিভাগীয় প্রধান ও চীফ সার্জন এর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ১১ জানুয়ারি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে কনসালট্যান্ট সার্জন জেনারেল ও চীফ ইউরোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালের ১০ জানুয়ারি স্বাভাবিক অবসর গ্রহণ করেন।

১৯৯৭ সালে মূত্রথলি ও যৌনাঙ্গের জন্মগত ত্রুটিজনিত বিরল (Adult Bladder Exstrophy and Epispadias Complex) রোগে আক্রান্ত এক ২৪ বছরের যুবকের ১৫ ঘন্টাব্যাপী অপারেশন করেন। পরবর্তীতে ঐ যুবক ২০০৩ সালে প্রথম কন্যা ও ২০১১ সালে দ্বিতীয় কন্যা সন্তানের পিতা হন, যা বাংলাদেশে প্রথম। ২০১৫ সালের সেপ্টেম্বরে চীনের সাংহাইতে অনুষ্ঠিত ইউরোলজিক্যাল এসোসিয়েশন অব এশিয়া’র ১৩তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্লেনারি সেশনে Adult Bladder Exstrophy and Epispadias Complex Male : Father of Two Children বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিপুলভাবে প্রসংশিত হন। এই বিরল অর্জনের জন্য ৫ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স কর্তৃক আয়োজিত ১৩তম সার্ক আন্তর্জাতিক সার্জিক্যাল কংগ্রেস এবং সার্ক সার্জিক্যাল কংগ্রেস কর্তৃক শল্য চিকিৎসায় বিশেষ অবদানের জন্য প্রতিযোগিতার মাধ্যমে তিনি "আছির মেমোরিয়াল স্বর্ণ পদক" লাভ করেন, যাহা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের ইউরোলজিক্যাল সার্জনদের মাঝে প্রথম।

৭ ডিসেম্বর ২০১৫ সালে তিনি চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য অনন্যা সোস্যাল ফাউন্ডেশন কর্তৃক "অনন্যা বিজয় সম্মাননা পদক - ২০১৫" লাভ করেন। ৮ জানুয়ারী ২০১৬ সালে তিনি বিচারপতি সৈয়দ মাহবুব মোর্সেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য "বিশেষ সম্মাননা", একই বছর তিনি "দানবীর হাজী মুহাম্মদ মহসীন সম্মাননা পদক ২০১৫" লাভ করেন। ২০১৬ সালে শেরে বাংলা স্মৃতি পরিষদ কর্তৃক "আজীবন সম্মাননা", "শেরে বাংলা গোল্ড মেডেল - ২০১৬" লাভ করেন।
মে ২০১৭ - জুলাই ২০২০ পর্যন্ত তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ধানমন্ডিস্থ সেন্ট্রাল হাসপাতাল লিঃ, ল্যাব এইড স্পেশালাইজ্ড হাসপাতাল, হাইটেক মাল্টিকেয়ার হাসপাতাল লিঃ, ঢাকা সেনানিবাস এবং সিরাজ খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতাল এর সিনিয়র কনস্যালট্যান্ট ইউরোলজিস্ট হিসেবে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও তিনি মাসে দু’বার কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা প্রদান করেন। উক্ত হাসপাতালের তিনি একজন উদ্যোক্তা পরিচালক ও সিনিয়র উপদেষ্টা। চৌদ্দগ্রাম ডায়াবেটিক সমিতি’র উপদেষ্টা ও সেবার মান উন্নয়ন ও আনুসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি। তিনি স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন (Health & Wellbeing for All) এর ভাইস চেয়ারম্যান। এছাড়াও প্রবীণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করেন। দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে তিনি শিশুসহ সব বয়সের মহিলা ও পুরুষের ইউরোলজী রোগের উপর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করেন। সামাজিক জীবনে তিনি বহু সমাজ সেবামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত।

আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে করোনার এই মহামারির মধ্যেও দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুন স্যার নিয়মিত বিশেষজ্ঞ #স্বাস্থ্য_পরামর্শ প্রদান করছেন।
• যে সকল ইউরোলজিক্যাল রোগসমূহের চিকিৎসা দেওয়া হয়
০১. কিডনিতে পাথর ( )
০২. হাইড্রোনেফ্রোসিস ( ),
০৩. কিডনি টিউমার ( )
০৪. সুপ্রারেনাল টিউমার ( )
০৫. ইরোথেলিয়াল টিউমার ( )
০৬. মুত্রথলির ক্যান্সার ( )
০৭. মুত্রথলি ও মুত্রনালিতে পাথর ( )
০৮. প্রস্টেট গ্লান্ড এর টিউমার ( ) প্রস্টেট ক্যান্সার
০৯. ইউরোলজিক্যাল জন্মগত অসুখ
যেমন: হাইপোসপেডিয়াস,
১০. অন্ডকোষের টিউমার
( ) ও অন্যান্য রোগসমূহ ( )
১১. শিশুদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১২. বিভিন্ন ধরনের ইউরিনারী ফিস্টুলা
(যেমন : )
১৩. পুরুষ বন্ধ্যাত্ব ( )
১৪. যৌনরোগ সমূহ (পুরুষ ও মহিলা)
১৫. মাইক্রোসার্জারী :
(a)
(b)
১৬. (ছিদ্র করে কিডনির পাথর অপারেশন),
১৭. লেজারের সাহায্যে পাথর ও প্রস্টেট এর চিকিৎসা,

১৮. মেয়েদের ইউরোলজিক্যাল রোগ সমূহ ( )
১৯. মুত্রনালীর রোগসমূহ ( )
২০. যে কোন বয়সের প্রসাবের ইনফেকশন ( )
২১. পেনাইল ইমপ্লান্টস (Pe**le Implants) : পেনাইল প্রস্থেসিস স্থাপনের মাধ্যমে যৌন ক্ষমতা ফিরে পাওয়া।

ইউরোলজিক্যাল সার্জন মেজর জেনারেল অধ্যাপক ডাঃ এইচ আর হারুন এর কাছে আপনার যেকোন ইউরোলজিক্যাল সমস্যায় স্বাস্থ্য পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন,
চেম্বার - সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, বাড়ী # ২, সড়ক # ৫, গ্রীণ রোড, #ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন : ০২৪১০৬০৮০০, ০২৪১০৬০৮০১, ০২৪১০৬০৮০২, ০২৪১০৬০৮০৩, ০২৪১০৬০৮০৪।
মোবাইল : ০১৭৩৮৮৮০১৩৪, ০১৭৩ ৮৮৮ ০১৩৪ (ওপিডি)

সিরিয়ালের জন্য অনুগ্রহ পূর্বক সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ফোন করুন)
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
: 01717472264 Saifullah Al Mamun (PS)

ছোট্ট অভিজ্ঞতা : বিমানে অনেকেই ভ্রমন করে থাকেন কিন্তু যুদ্ধ বিমানের ককফিটে ক' জনের বসার অভিজ্ঞতা আছে? ২০১৪ কিংবা ২০১৫ সা...
22/07/2025

ছোট্ট অভিজ্ঞতা :
বিমানে অনেকেই ভ্রমন করে থাকেন কিন্তু যুদ্ধ বিমানের ককফিটে ক' জনের বসার অভিজ্ঞতা আছে?

২০১৪ কিংবা ২০১৫ সালে চট্টগ্রাম বিমান ঘাঁটিতে একটি যুদ্ধ বিমানের সিট দূর্ঘটনাবসত বিমান ছাউনিতেই ইজেক্ট করে ছাদে আঘাত করে। তখন বিমান বাহিনীর চিকিৎসা সংক্রান্ত প্রিপেয়ার্ডনেস দেখার জন্য রুটিন পরিদর্শনে ঘাটিতে যাই । বৈমানিক কিরকম পরিবেশে বসে বিমান চালান এবং আকাশ যুদ্ধ করেন তা দেখার ইচ্ছা প্রকাশ করায় আমাকে একটি যুদ্ধ বিমানের ককফিটে বসতে দিলেন। তাঁদের সহায়তায় আমি বসতে গিয়ে যে যায়গায় পা ঢুকাতে হয় তা দেখে কিংকর্তব্যবিমূঢ়! আমি পরে কি ভাবে পা বের করবো? বহু চেষ্টা করে সবার সহযোগিতায় কোনরকমে বসলাম। পায়ের দিকে তাকিয়ে দেখি আমি স্রেফ একটি যন্ত্রের ভিতর বসে আছি। ফ্রী হওয়ার কোন সুযোগ নাই। আপনাকে মনে হবে আপনিও বিমানের একটি অংশ! ভাবতে বিশ্বাস হচ্ছিল না কতোটা সাহস থাকলে, কতোটা জীবনের ঝুঁকি নিয়ে একজন বৈমানিক একা আকাশে উড়েন। আমি একজন সার্জন হিসেবে ওটিতে কোন জটিল পরিস্থিতিতে কারো না কারো সাহায্য নেওয়ার সুযোগ থাকে কিন্তু আকাশে? সেদিন থেকে আমি বৈমানিকদের বিশেষ মর্যাদার চোখে দেখি।

গতকালকের বিমান দূর্ঘটনায় মৃত্যু হয়েছে টিচার সহ বহু শিক্ষার্থীর,বা- মা হারিয়েছেন তার প্রিয় সন্তান, পাইলটের সহধর্মিনী হয়েছেন বিধবা, সে সঙ্গে পুড়েছে তাদের স্বপ্ন! এমন মর্মান্তিক দৃশ্যে থমকে গেছে পুরো দেশ।

এ করুন দৃশ্য আমরা আর দেখতে চাই না। আমাদের শুভবুদ্ধির উদয় হোক। আসুন সচেতন হই আর অবহেলা নয়।

মহান আল্লাহ নিহত ও আহতদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দিন।

শ্রদ্ধান্জলি-আমার পরম শ্রদ্ধাভাজন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাহান হাফিজ স্যার আজ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না-লিল্লাহ ...
20/07/2025

শ্রদ্ধান্জলি-
আমার পরম শ্রদ্ধাভাজন ব্রিগেডিয়ার জেনারেল শাহজাহান হাফিজ স্যার আজ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তাঁকে প্রথম দেখি ১৯৮১ সালে আমি যখন এ এফ এম আই তে গ্রডিং কোর্স করি। তিনি AFMI - র কমান্ডেন্ট। ক্লিনিক্যাল মিটিং হতো ডিজি এম এস অফিসের ২য় তলার পশ্চিম পাশে ছোট একটি হলে। ডি জি এম এস সহ সকল সিনিয়র অফিসারই উপস্হিত থাকতেন। লোকসংখ্যা কম হলেও মিটিংয়ের গাম্ভীর্য ছিল দারুন। তখনও ক্লিনিক্যাল মিটিংয়ে স্কৃিপট লেখা হতো হাতে। আমি তেমনি একটি স্কৃিপ্ট প্রথম স্পাইরাল বাইন্ডিং করে জমা দেই। কমান্ডেন্ট স্কৃিপ্টটি হাতে নিয়ে নাম না বলে মিটিংয়ে জানিয়ে দিলেন সবারটা এমন হওয়া চাই। সেই দিন ক্যাপ্টেন হারুনের মনের অবস্থা আজও শ্রদ্ধার সাথে শ্মরন করি।

তাঁর ব্যক্তিত্ত, আচরণ, উপস্হাপনা সবই ছিল অসাধারণ। অন্য যে কোন অফিসার থেকে তিনি ছিলেন ভিন্ন। ম্যাডাম ও স্যার যে কোন অনুষ্ঠানে সবার নজর কাড়তো। কম কথা বলতেন কিন্তু ছিলেন অত্যন্ত মার্জিত। সব সময়ই ফরমাল থাকতেন যা রুচিসম্মত। তাঁর প্রশংসনীয় যে গুনটি সবাইকে আকৃষ্ট করতো সেটি রবিন্দ্র সংগীত। দারুন গাইতেন ভরা গলায়। তাঁর মতো একজন অলরাউন্ডার আজ বিরল!
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামন করি।
বিনম্র শ্রদ্ধায়-
হারুন সুরাইয়া।

আমরা কজন  অতি কাছের মানুষ!  শুভ সকাল।
25/06/2025

আমরা কজন অতি কাছের মানুষ!
শুভ সকাল।

 #বিশ্ব_যোগ_দিবস_উপলক্ষে_উত্তরায়_ইয়োগা_সেমিনার_ও_সেশন_অনুষ্ঠিতআন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ উপলক্ষে আজ শনিবার (২১ জুন) উত্...
23/06/2025

#বিশ্ব_যোগ_দিবস_উপলক্ষে_উত্তরায়_ইয়োগা_সেমিনার_ও_সেশন_অনুষ্ঠিত

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫ উপলক্ষে আজ শনিবার (২১ জুন) উত্তরার সেক্টর ৪-এ “ভোরে শুরু হোক যোগ, মুক্ত থাকুক রোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সেমিনার ও ইয়োগা সেশন অনুষ্ঠিত। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উত্তরা যোগা সোসাইটি ও উত্তরা কল্যাণ সমিতি সেক্টর -৪

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল প্রফেসর ডা. এইচ আর হারুন (অব.), যিনি একজন খ্যাতিমান ইউরোলজিস্ট, প্রাক্তণ- কনসালটেন্ট সার্জন জেনারেল, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ।

বিশেষ অতিথি ছিলেন শেখ আবদুন নূর, সভাপতি, বান্ধন সোসাইটি উত্তরা এবং চেয়ারম্যান, আরএসএস গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ডিসি), সিটিএসবি,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ(জিএমপি)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শহীদ সারওয়ার, সহ-সভাপতি, উত্তরা কল্যাণ সমিতি (সেক্টর ৪) এবং সার্বিক সমন্বয় নাসির উদ্দিন তন্ময় ও পরিচালনায় ছিলেন জনাব মাসুদুর রহমান মল্লিক সভাপতি, উত্তরা ইয়োগা সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও যোগা পরিচালকের ভূমিকা পালন করেন মোঃ আবু শাহদাৎ জাহিদ, যিনি ভারতের বর্ধমান সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন যোগ প্রশিক্ষক এবং উত্তরা যোগা সেন্টারের প্রতিষ্ঠাতা। তিনি যোগা, ধ্যান, প্রকৃতিপন্থী জীবনধারা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং একটি অংশগ্রহণমূলক যোগা সেশন পরিচালনা করেন।

উপস্থিত অতিথিদের বক্তব্যে সচেতন জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত যোগ সেশন, মেডিটেশন, প্রাণায়াম অনুশীলন ও সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।

এ আয়োজন উত্তরাবাসীর মাঝে একটি নতুন স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দেয় এবং সকল বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি স্পন্সর করেন অক্টালিংক গ্রুপ, মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভি।

নিচেlকিছু টেলিভিশন প্রোগ্রামের লিংক দেওয়া হলোঃ আশা করি অনেকের উপকারে আসবে, ইনশাল্লাহ।

মূত্রনালীর সমস্যা | Doctor's On Call | 09 April 2023 | Jamuna TV
https://youtu.be/C_AImFXLjGc

অন্ডকোষের রোগ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | 4 September 2021 | Channel 24
https://youtu.be/PMTVTgv2hjU

কিডনি রোগ নিয়েও সুস্থ থাকা যায় | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://www.youtube.com/watch?v=aayV0zxEEOk&t=1409s

কিডনি ক্যান্সার: উপসর্গ ও চিকিৎসা | সুস্থ থাকুন প্রতিদিন | Channel 24
https://youtu.be/Y0ecVgPLsvI

মনের খবর টিভি,, যৌনরোগ কতরকম?
http://surl.li/awssx

স্থুলতা সংক্রান্ত মূত্রনালির জটিলতা
https://www.facebook.com/harunurology/videos/882024280592365/?__tn__=%2CO-R

লজ্জা বা অবহেলা যেন না হয় ক্ষতির কারণ
https://www.facebook.com/harunurology/videos/315527527971938/?__tn__=%2CO-R

পুরুষ বন্ধ্যাত্ব ও পারিবারিক সচেতনতা
https://www.facebook.com/harunurology/videos/192036293965146/?__tn__=%2CO-R

মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=zOkqeTcqO8U&t=95s

মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) | ATN Bangla
https://www.youtube.com/watch?v=pPEDXRmYAg4

করোনা এবং করণীয় । মেজর জেনারেল প্রফেসর এইচ আর হারুন (অব.) ATN Bangla Program
https://www.youtube.com/watch?Llv=HYK6fFTJF_Q

করোনায় কিডনি রোগীর চিকিৎসা | ডাক্তার আছেন আপনার পাশে | NTV
https://youtu.be/DjO5VD0j0yA

ইউরোলজি_সমস্যা_ও_সচেতনতা | স্বাস্থ্য প্রহর EP 170 | SATV
https://youtu.be/WIq3_n5af6A

বাংলাদেশ অনকোলজি ক্লাব - মার্চ, ১২, ২০২০

https://www.youtube.com/watch?v=lWnMAoF4vdI

Great Professor SA Ashraf is no more with us! Innalillahe wa innaillihe rajeun.  He expired at about 8.45 pm today . He ...
17/06/2025

Great Professor SA Ashraf is no more with us! Innalillahe wa innaillihe rajeun. He expired at about 8.45 pm today . He was over 100 .There are endless stories about our togetherness as teacher n student. I saw him first in 1971 n remembered him as cardiac surgeon. Then from 3rd Yr MBBS till todate. He examined me during surgery grading in the Army in 1983, Final MBBS in 1979 & FCPS in 1988. Lastly I received Asir Memorial Gold Medal from him in 2015.
A great teacher, excellent human and a lion hearted surgeon indeed. May Allah grant him jannatul ferdous. Amin.
_ Harun

শুভ নববর্ষ ১৪৩২!!সুন্দর আগামীর প্রত্যাশায় - সবাইকে বৈশাখী শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩২!!সুন্দর আগামীর প্রত্যাশায় - সবাইকে ব...
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!!
সুন্দর আগামীর প্রত্যাশায় - সবাইকে বৈশাখী শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩২!!
সুন্দর আগামীর প্রত্যাশায় - সবাইকে বৈশাখী শুভেচ্ছা।

সেমিনার শেষে সুধু ঘুরাঘুরি -সবার জন্য শুভকামনা। বিমল নগর। নেপাল।
06/04/2025

সেমিনার শেষে সুধু ঘুরাঘুরি -
সবার জন্য শুভকামনা।
বিমল নগর। নেপাল।

Wishing all my friends, families n patients a year filled with good health, happiness n peace.Happy New Year 2025
31/12/2024

Wishing all my friends, families n patients a year filled with good health, happiness n peace.
Happy New Year 2025

আমাদের মহান বিজয় দিবস -২০২৪
17/12/2024

আমাদের মহান বিজয় দিবস -২০২৪

আমাদের সকলের প্রিয় জেনারেল ফার্মাসিটিক্যালস লিমিটেড এর  প্রাণভোমরা ডা: মোমেনুল হক আর নেই। আজ ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে ...
28/09/2024

আমাদের সকলের প্রিয় জেনারেল ফার্মাসিটিক্যালস লিমিটেড এর প্রাণভোমরা ডা: মোমেনুল হক আর নেই। আজ ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে রবের কাছে ফিরে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সৃষ্টিকর্তা ওনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুন। আমিন।
নামাজে জানাজা:
আজ বাদ যোহর। স্হান: আজাদ মসজিদ। গুলশান।

Pharmaceuticals Ltd.

দূর্গতদের পাশে থাকুন-*********************"হারুন ইউরোলজি"র উদ্যোগে গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যা-কবলিত এলাকায় প্রায় ...
31/08/2024

দূর্গতদের পাশে থাকুন-
*********************
"হারুন ইউরোলজি"র উদ্যোগে গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যা-কবলিত এলাকায় প্রায় এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার প্যাকেজিং ও বিতরনে ছিল পাঁচরা গ্রামের জেন-জেড এর তরুণ সদস্যবৃন্দ……….
স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

15/06/2024

Address

Dhaka

Opening Hours

Monday 12:00 - 16:00
Tuesday 12:00 - 04:00
Wednesday 12:00 - 04:00
Thursday 12:00 - 04:00
Saturday 12:00 - 16:00
Sunday 12:00 - 04:00

Telephone

+8801717472264

Alerts

Be the first to know and let us send you an email when Maj Gen Professor HR Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Maj Gen Professor HR Harun:

Share

Category

Consultant Urological Surgeon

Maj Gen Prof (Dr) HR Harun (Retd.)

born 21st of January 1955, Chauddagram, Comilla.

Education

He earned his MBBS degree from Dhaka Medical College in 1979 (K-31). He obtained a Fellowship in General Surgery (FCPS) from Bangladesh College of Physicians & Surgeons in 1988. Between 1992 and 1994, he was trained in Urology at the Institute of Urology & Nephrology, University College London under the WHO Fellowship Programme. During this time, he surpassed a double fellowship FRCS (Glasg.) from the Royal College of Surgeons & Physicians of Glasgow and FRCS (Edin.) from the Royal College of Surgeons of Edinburgh in 1993. In 1994, he obtained a Diploma in Urology from the University College London, UK. He has also received Post-Fellowship training in Urology from Austria, Switzerland, Germany & India.