
22/07/2025
ছোট্ট অভিজ্ঞতা :
বিমানে অনেকেই ভ্রমন করে থাকেন কিন্তু যুদ্ধ বিমানের ককফিটে ক' জনের বসার অভিজ্ঞতা আছে?
২০১৪ কিংবা ২০১৫ সালে চট্টগ্রাম বিমান ঘাঁটিতে একটি যুদ্ধ বিমানের সিট দূর্ঘটনাবসত বিমান ছাউনিতেই ইজেক্ট করে ছাদে আঘাত করে। তখন বিমান বাহিনীর চিকিৎসা সংক্রান্ত প্রিপেয়ার্ডনেস দেখার জন্য রুটিন পরিদর্শনে ঘাটিতে যাই । বৈমানিক কিরকম পরিবেশে বসে বিমান চালান এবং আকাশ যুদ্ধ করেন তা দেখার ইচ্ছা প্রকাশ করায় আমাকে একটি যুদ্ধ বিমানের ককফিটে বসতে দিলেন। তাঁদের সহায়তায় আমি বসতে গিয়ে যে যায়গায় পা ঢুকাতে হয় তা দেখে কিংকর্তব্যবিমূঢ়! আমি পরে কি ভাবে পা বের করবো? বহু চেষ্টা করে সবার সহযোগিতায় কোনরকমে বসলাম। পায়ের দিকে তাকিয়ে দেখি আমি স্রেফ একটি যন্ত্রের ভিতর বসে আছি। ফ্রী হওয়ার কোন সুযোগ নাই। আপনাকে মনে হবে আপনিও বিমানের একটি অংশ! ভাবতে বিশ্বাস হচ্ছিল না কতোটা সাহস থাকলে, কতোটা জীবনের ঝুঁকি নিয়ে একজন বৈমানিক একা আকাশে উড়েন। আমি একজন সার্জন হিসেবে ওটিতে কোন জটিল পরিস্থিতিতে কারো না কারো সাহায্য নেওয়ার সুযোগ থাকে কিন্তু আকাশে? সেদিন থেকে আমি বৈমানিকদের বিশেষ মর্যাদার চোখে দেখি।
গতকালকের বিমান দূর্ঘটনায় মৃত্যু হয়েছে টিচার সহ বহু শিক্ষার্থীর,বা- মা হারিয়েছেন তার প্রিয় সন্তান, পাইলটের সহধর্মিনী হয়েছেন বিধবা, সে সঙ্গে পুড়েছে তাদের স্বপ্ন! এমন মর্মান্তিক দৃশ্যে থমকে গেছে পুরো দেশ।
এ করুন দৃশ্য আমরা আর দেখতে চাই না। আমাদের শুভবুদ্ধির উদয় হোক। আসুন সচেতন হই আর অবহেলা নয়।
মহান আল্লাহ নিহত ও আহতদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের এই শোক সহ্য করার শক্তি দিন।