Mim dental care

Mim dental care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mim dental care, Medical and health, milkvita Road, mirpur/7, Dhaka.

28/11/2023

২০ টাকার আদা-লেবু চা খেয়ে ২৩০ টাকা উধাও ! | https://goo.gl/sNmTXyfor latest news updates, sports news, eka...

18/10/2022
14/10/2022
12/10/2022

টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন,
__জননী তোমার কি বিয়ে হয়েছে?
"মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল"
__হ্যাঁ স্যার। আমার একটা দুই বছরের ছেলে
আছে।
টিচার চট করে দাঁড়ালেন। খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, "আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন,
__মা আজকে তুমিই টিচার। এই নাও চক, ডাষ্টার।
যাও তোমার প্রিয় দশ জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে দশ জন মানুষের নাম লেখলো। টিচার বললেন,
এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লেখলো।
সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু, প্রতিবেশীর নামও আছে। টিচার এবার বললেন,
–লিষ্ট থেকে পাঁচ জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, আর ক্লাশমেটদের নাম মুছে দিলো।
টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরো তিন জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো। ক্লাশের অন্য ষ্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিলো বিষয়টাকে। খুব মনযোগ
দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ
করছে। মেয়েটার হাত কাঁপছে।
সে ধীরে ধীরে তার বেষ্ট ফ্রেন্ডের নাম মুছলো।
এবং বাবা আর মায়ের নামও মুছে দিলো। এখন মেয়েটা রিতিমত
কাঁদছে।
যে মজা দিয়ে ক্লাশটা শুরু হয়েছিলো, সেই মজা আর
নেই। ক্লাশের অন্যদের মাঝেও টানটান উত্তেজন।
লিষ্টে আর বাকী আছে দুইজন। মেয়েটার হাজবেন্ড আর
সন্তান। টিচার এবার বললেন, আরো একজনের নাম মুছো।
কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইলো। কারো নাম মুছতে সে
আর পারছেনা। টিচার বললেন
–মা গো, এইটা একটা খেলা।
সাইকোলজিক্যাল খেলা। জাষ্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে
বলেছি, মেরে ফেলতে তো বলিনি!!!
মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিলো।
টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা
গিফ্ট বের করে বললেন– তোমার মনের উপর দিয়ে যে
ঝড়টা গেলো তার জন্য আমি দুঃখিত। আর এই গিফ্ট বক্সে
দশটা গিফ্ট আছে। তোমার সব প্রিয়জনদের জন্য।
এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে। মেয়েটা
বলল- প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম।
কারন তবু আমার কাছে বেষ্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই
রইলো। পরে যখন আরো তিন জনের নাম মুছতে
বললেন, তখন বেষ্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে
দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না। আর বেষ্ট
ফ্রেন্ড না থাকলে কি হয়েছে?
আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেষ্ট ফ্রেন্ড। কিন্তু
সবার শেষে যখন এই দুইজন থেকে একজনকে মুছতে
বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না।
পরে ভেবে দেখলাম, ছেলেতো বড় হয়ে একদিন
আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে। কিন্তু
ছেলের বাবাতো কোন দিনও আমাকে ছেড়ে যাবে না।

12/10/2022

শিশুর জন্য🍁

06/10/2022

কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে কাকরাইলের অফিসে আসছিলাম। মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলাম একজন ট্রাফিক পুলিশ (কনস্টেবল) হাসি মুখে আমাকে থামার জন্য হাত তুললেন যাতে অন্য দিকের গাড়ি যেতে পারে। আমি থেমে গেলাম।

ব্যাপারটা এখানেই শেষ নয়। তাঁর মুখের হাসি দেখে আমি তো অবাক। দেখলাম, সব যানবাহন এমন কি রিকশাওয়ালাকে থামানোর সময়ও তিনি হেসে হেসে সংকেত দিচ্ছেন। আমি তাঁর হাসি দেখে বিস্মিত হলাম। তাঁকে ডাকলাম কাছে। আমার পরিচয় দিলাম। সে মহা খুশী। Salute দিল হাসতে হাসতে। আমিও তাঁকে Salute করলাম। আসলে তিনি Salute পাওয়ার যোগ্যই বটে। এমন একজনকে Salute দিতে আমিও রাজি।

আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, "আপনি সব সময় হাসি মুখে ডিউটি করেন ?” জসীম উত্তরে জানালো, "জ্বী স্যার। জনগণকে হাসি মুখে কথা বললে, সিগনাল দিলে তারা আমাকে ভালবাসে, সম্মান করে। সরকারী কর্মচারীরা জনগণের সাথে হাসি মুখে কথা বলতে চায় না। কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হবে।”

আজ মনে হল, জসিম সাহেবের মত লক্ষ মানুষ দরকার যারা সরকারী কর্মচারী হবে। জসিম সাহেবকে বানাতে হবে সেসব নব নিয়োগপ্রাপ্ত সরকারী কর্মচারীদের ১ দিনের প্রশিক্ষক। তিনি শিখাবেন কি করে হেসে হেসে কথা বলতে হয় জনগণের সাথে।

ছবিটি তার অনুমতি নিয়ে তুলেছি। বলেছি Facebook দিব আজকের ঘটনা। তিনি সম্মতি দিয়ে আবার Salute দিলেন সিগন্যাল ছেড়ে। আসুন তাঁকে পরিচিত করি সবার কাছে সবাইকে তাঁর বিষয়টি শেয়ার করে।

দেশের অনেক আগাছারা শিখুক তাঁর কাছ থেকে। শাকিব খানকে ভাইরাল না করে জসিম সাহেবকে করুন।✍️

লিখেছেন : বজলুল কবির ভুঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার।

দুই জন বি.ডি.এস. ডাক্তার নিয়োগ দেয়া হবে। মিরপুর ১ও৬ ।০১৭১৬৩১৫৩৯০,০১৬১৬৩১৫৩৯০.
07/03/2022

দুই জন বি.ডি.এস. ডাক্তার নিয়োগ দেয়া হবে। মিরপুর ১ও৬ ।০১৭১৬৩১৫৩৯০,০১৬১৬৩১৫৩৯০.

Address

Milkvita Road, Mirpur/7
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim dental care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram