13/08/2022
হিজামা কাদের জন্য ও কেন করবেন?
(১) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(২) যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা আছে।
(৩) বৃদ্ধ বাবা-মা; যাদের বাতের ব্যথা আছে ।
(৪) যাদের প্রেসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে
(৫) যাদের শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৬) দূর্বল লোকদের জন্য;,যারা অল্পতেই ক্লান্ত হয়ে যান।
(৭) যারা প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন এবং যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
(৮) ধূমপায়ীদের জন্য, যারা সিগারেট এর নিকোটিন বের করতে চান,
(৯) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
(১০) যারা শরীরে বিষাক্ত টক্সিন (Toxin) আছে কিনা যাচাই করতে চান।
১১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
১২। রক্তদূষণ
১৩। উচ্চরক্তচাপ
১৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
১৫। স্মৃতিভ্রষ্টতা (perkinson’s disease)
১৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
১৭। ব্যাক পেইন
১৮। হাঁটু ব্যাথা
১৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
২০। ঘাড়ে ব্যাথা
২১। কোমর ব্যাথা
২২। পায়ে ব্যাথা
২৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain)
২৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
২৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
২৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
২৭। সাইনোসাইটিস
২৮। হাঁপানি (asthma)
২৯। হৃদরোগ (Cardiac Disease)
৩০। গ্যাস্ট্রিক পেইন
৩১। মুটিয়ে যাওয়া (obesity)
৩২। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseses)
৩৩। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
৩৪। ডায়াবেটিস (Diabetes)
৩৫। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩৬। চুল পড়া (Hair fall)
৩৭। মানসিক সমস্যা (Psycological disorder)
♦Toxin কী ?
Toxin হচ্ছে এক ধরনের বিষ যা আপনাকে একবারে মেরে ফেলবে না কিন্তু তিলে তিলে কষ্ট দিবে। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই toxin গুলো প্রবেশ করে। যেমন : খাবার খাওয়ার মাধ্যমে , বাহিরের ভাজা পোড়া, ফলে বা মাছে থাকা ফরমালিন , পানিতে থাকা আয়রন বা আর্সেনিক , ধূমপানের অভ্যাস থাকলে। এছাড়াও আমাদের দেশের গাছ পালা কমে যাওয়ায় বায়ু দূষণ হচ্ছে ,বায়ু ভারী হচ্ছে আর আমাদের শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা , অ্যালুমিনিয়াম এর মত ইত্যাদি ক্ষতিকারক বস্তু।
হিজামার জন্য আপ্যোয়েন্টমেন্ট নিতে হোয়াটসআ্যপ/কল করুন: 01316684511
হোম সার্ভিস মহিলাদের জন্য শুধু মাত্র ঢাকা সিটি।