
07/10/2022
৬ টি বিষয় একসাথে বিশেষ ট্রেনিং নিয়ে আপনার কেরিয়ারকে উজ্বল করুন ও অর্থিক স্বাবলম্বী হোন।
১) মসলমানি বা সুন্নাতে খাৎনা( ডিভাইস কসমেটিক)
২) হিজামা বা কাপিং থেরাপি (ড্রাই ও ওয়েট কাপিং)
৩) বিনা অপারেশনে নাকের পলিপাস নির্মূল
৪) বিনা অপারেশনে পাইলস নির্মূল।
৫) বিনা অপারেশনে টনসিলাইটিস নির্মূল
৬) রোগীর রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্বতি।
⬇️আলহামদুল্লিল্লাহ এক মাত্র আমরাই
প্রজেক্টর মাধ্যমে ডিজিটাল পদ্বতিতে থিউরিক্যাল
ক্লাসের পাশাপাশি সরাসরী রোগীর উপর হাতে কলমে প্রাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে ৫ টি বিষয়ই প্রশিক্ষণ গ্রহনকারীকে নিশ্চিত দক্ষ করে গড়ে তুলি।
১) ডিভাইস বা কসমেটিক খাৎনায় কোন রকম ব্যথা হয় না, সেলাই লাগে না, রক্তপাত হয় না, পেন্ট পরতে পারবে। গোসল বা খেলাধুলায় কোনো সমস্যা হয় না।
২) হিজামাঃ মহান আল্লাহ পাক উনার হাবীব হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই হিজামাতে রোগমুক্তির উপায় বা শিফা রয়েছে, তাই সব ধরনে বাত ব্যথা সহ যেকোনো ব্যথা থেকে মুক্তির জন্য হিজামা করুন।
৩) অপারেশন ছাড়াই প্রাকৃতিক উপয়ে নাকের পলিপাস ও পাইলস বা অশ্ব গেইজ ফেসটুলা ও টনসিলাইটিস মুক্তি।
সুতরাং মানব সেবায় নিজেকে উজার করুন।
প্রশিক্ষণ মেয়াদঃ ৩ দিন ( ৩ দিনই থিউরিক্যাল ও প্রাক্টিক্যাল)
সময়ঃ সকাল ১০টা থেকে বিকাল ৫টা ( দুপুর ১-২ টা নামাজ ও খাওয়া)
প্রশিক্ষণ সুবিধাঃ
১) বিভিন্ন প্রশ্নোত্তরের সুযোগ।
২) প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান।
৩) দুপুরে ট্রনিং সেন্টারের পক্ষ থেকে লান্স।
৪) দুরের শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা।
৫) প্রশিক্ষণ পরর্বতীতে চিকিৎসা বিষয়ে সার্বিক সহযোগিতা।
প্রশিক্ষণের যোগ্যতাঃ
১) এ্যালোপ্যাথী চিকিৎসক বা
২) পল্লী চিকিৎসক বা
৩) ইউনানী, আযূর্বেদিক চিকিৎসক বা
৪) হোমিও চিকিৎসক বা
৫) ফার্মাসিস্ট বা
৬) ফিজিওথেরাপিষ্ট বা
৭) দক্ষ হাফিজ ক্বারী, আলিম বা এসএসসি পাস (শর্ত প্রযোজ্য)
প্রশিক্ষণ ফিঃ ৬০০০/- মাত্র (৬বিষয় এক সাথে)
রেজিষ্ট্রেশনঃ ৫০০/-
আসন সংখ্যা সীমিত তাই আগে সিট বুকিংএর আগের ভিত্তিতে সিট বুকিং করুন।
সিট বুকিংঃ অফিসে সরাসরি এসে বা বিকাশ / নগদ নাম্বারে টাকা পাঠিয়ে রেজিষ্ট্রেশন করা যায়।
চেম্বারঃ ইহসান আয়ুর্বেদিক এন্ড হিজামা সেন্টার, ঢাকা।
১৯৫, শান্তিবাগ পানির পাম্প, মালিবাগ মোড় ঢাকা।
মোবাঃ ০১৭১৬৮৮১৫৫৭; ০১৮৩৮৫৭১০১১(বিকাশ/নগদ)