Baby Care - শিশুর যত্ন

Baby Care -  শিশুর যত্ন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।

ভুইলেন না আমাদের জুলাই শহীদদের🇧🇩
20/07/2025

ভুইলেন না আমাদের জুলাই শহীদদের🇧🇩

নব্য ফ্যাসিবাদের পদধ্বনি রাজনীতি করতে আসছে আর সমালোচনা সহ্য করতে পারে না।ক্ষমতায় আসার আগেই এই অবস্থা, আর আসলে যে কি হবে?...
19/07/2025

নব্য ফ্যাসিবাদের পদধ্বনি
রাজনীতি করতে আসছে আর সমালোচনা সহ্য করতে পারে না।ক্ষমতায় আসার আগেই এই অবস্থা, আর আসলে যে কি হবে?
রাজনীতিতে বক্তব্যের জবাব বক্তব্যের মাধ্যমে দেওয়া উচিত। কিছুদিন আগে নুর ভাই তা দিয়ে দেখিয়েছেন। এখানেই রাজনীতির সৌন্দর্য রয়েছে। আজকে না হয় নাসিরুদ্দিন পাটোয়ারী ব্যক্তি আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। এর আগে বিএনপির নেতারা কি এমন বক্তব্য দেই নাই? দুধু সাহেব তো মুতে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছিল সবাইকে। তখন কি এনসিপির নেতারা কাউকে বাধা দিয়েছিল?

আপনারা ইচ্ছামত বলবেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে আর কেউ কোন কিছু বলতে পারবেনা এটা কেমন কথা? চকরিয়াতে হামলা করা হলো এবং একটু আগে বাঁশখালীর এনসিপির সংগঠক তানভীর সিকদারকে বিএনপির কর্মীরা বেধড়ক মারপিট করেছে। ক্ষমতায় গেলে বিএনপির কোন নেতাকে নিয়ে কিছু বললে তখন তো মেরেই ফেলবেন মনে হয়?

গোপালগঞ্জে মুজিব ধর্মের লোকদের হাতে শতশত অ'স্ত্র দেখা গেছে।তারপরও যদি আওয়ামী নি'ষিদ্ধ না হয়, তাহলে হাসিনাকে এনে বসায় দেন...
16/07/2025

গোপালগঞ্জে মুজিব ধর্মের লোকদের হাতে শতশত অ'স্ত্র দেখা গেছে।
তারপরও যদি আওয়ামী নি'ষিদ্ধ না হয়, তাহলে হাসিনাকে এনে বসায় দেন। সিদ্ধান্ত কি নবে সরকার।

*কুষ্টিয়া কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে* তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি! *একপর্যায়ে ছেলে...
13/07/2025

*কুষ্টিয়া কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে* তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি! *একপর্যায়ে ছেলের দিকে কাচি ছুরে মারে বাবা। মুহুর্তেই কাচিটি ছেলে মাথায় গেথে যায়! দ্রুত নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটির পর অবশেষে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও এখনো মাথা থেকে কাচি বেড় করা হয়নি, রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন এর কাচি বেড় করতে দেড় লাখ টাকা লাগতে পারে এবং ঝুঁকি রয়েছে! ছেলের এ অবস্থায় বাবাও ছুটাছুটি করে পাগল প্রায়! আসুন রাগকে কন্ট্রোল করতে শিখি ইনশাআল্লাহ।
ঘটনাটি ঘটেছে কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়ন এর ধলনগর গ্রামের ক্যানেল পাড়ায়।......

12/07/2025

আপনারা জেলায় জেলায় ব্যাংকে একাউন্ট খুলেন, আমরা লাইন ধরে চাঁদা দিয়ে আসব।

তাও আমাদের এইভাবে মেরে ফেইলেন না

হে বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম 😶
11/07/2025

হে বাংলাদেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগে স্বাগতম 😶

11/07/2025

“যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন সকল মানুষকেই হত্যা করলো। আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকান্ড থেকে রক্ষা করলো সে যেন সকল মানুষকেই রক্ষা করলো’’ (মা’য়িদাহ্ : ৩২)

আল্লাহর এই দুনিয়ায় কোন জালিমের পক্ষে আমি জীবন থাকতে দাঁড়াবো না । আল্লাহ আমাকে এমন দিন কোনদিনও না দিক । খুনি যে দলেরই হোক, জয় বাংলা হওয়াটাই ইনসাফ 🫵🏻

বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের নেতা ডিয়েগো জোতার জার্সি পরে মিছিল করতে পারবেন না।বলেছিলাম না?যত দিন যাবে,এরা এদেশের হাজ...
09/07/2025

বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের নেতা ডিয়েগো জোতার জার্সি পরে মিছিল করতে পারবেন না।

বলেছিলাম না?

যত দিন যাবে,এরা এদেশের হাজার হাজার তরুণদের টানতে শুরু করবে।

কারন, এরা নিজেরাও তরুণ। তারুণ্যের ভাষাটা বোঝে।

তাই তাসনিম জারা কোথাও গেলে মেয়েরা ঘিরে ধরে অটোগ্রাফের জন্য, নাহিদ আর সার্জিস আলম সেলফি নিতে নিতে বিরক্ত হয়ে যান, হাসনাত আব্দুল্লাহ আবরার ফাহাদের কবর আর মিছিলে হাজির হন ডিয়েগো জোতার লাল জার্সিটা পরে।

সিনিয়র নেতারা অবাক হবে, বিরক্ত হবে, ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলে বলবে, এসব জার্সি পরে রাজনীতি হয়?

অবাক হবে না রাত জেগে ইউরোপিয়ান ফুটবল দেখা উস্কো চুলের ছেলেটা।

সে এই জার্সির সাথে রিলেট করবে।

কে জানে, কোন একদিন হয়তো এই রাজনীতির সাথেও রিলেট করবে।

রাজনীতি মানে সময়ের ভাষায় কথা বলা, যুগকে ধরতে পারা।

এই হিসেব থেকেই বলি, বর্তমানটা কোট প্যান্ট পরা কেতাদুরস্ত রাজনীতিবিদদের হলেও, এ দেশের ভবিষ্যৎ ঐ জার্সি আর ট্রাউজার পরা রাজনীতিবিদদের হাতে থাকবে বলেই আমার বিশ্বাস

পাবনা শহিদ চত্ত্বরে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম সহ জুলাই বিপ্লবের অগ্রনায়কগণের আগমনে গভীর রাতেও জনতার উপচ...
07/07/2025

পাবনা শহিদ চত্ত্বরে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম সহ জুলাই বিপ্লবের অগ্রনায়কগণের আগমনে গভীর রাতেও জনতার উপচে পড়া উপস্থিতি।

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত...
07/07/2025

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।

একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—
মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।

অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার,
না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপন।

আল্লাহু আকবার

“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”

(সূরা আর-রহমান)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baby Care - শিশুর যত্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Baby Care - শিশুর যত্ন:

Share

Category