Baby Care - শিশুর যত্ন

  • Home
  • Baby Care - শিশুর যত্ন

Baby Care -  শিশুর যত্ন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।

ভূমিকম্প? দৌড়াবেন না—বাঁচার চেষ্টা করুন!ঢাকার অধিকাংশ আবাসনই ৫–৭ তলার অ্যাপার্টমেন্ট। এ ধরনের ভবনে ভূমিকম্পে বাঁচা বা মা...
22/11/2025

ভূমিকম্প? দৌড়াবেন না—বাঁচার চেষ্টা করুন!
ঢাকার অধিকাংশ আবাসনই ৫–৭ তলার অ্যাপার্টমেন্ট। এ ধরনের ভবনে ভূমিকম্পে বাঁচা বা মারা যাওয়ার সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে—আপনার প্রথম ১০–২০ সেকেন্ডে নেওয়া সিদ্ধান্ত।
ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ির দিকে যাওয়াই সবচেয়ে সাধারণ ভুল—এবং এটিই সবচেয়ে বেশি মৃত্যুর কারণ।

❌ কম্পন শুরু হলে যে ভুলগুলো প্রাণঘাতী হতে পারে
১. সিঁড়ির দিকে দৌড়ানো
বিশ্বের বিভিন্ন স্ট্রাকচারাল রিসার্চ অনুযায়ী—
নিচের তলা ধসে পড়লে ওপরের তলা সরাসরি সিঁড়ির উপর ভেঙে পড়ে।

ধাক্কাধাক্কি, ভিড়, আলো নিভে যাওয়া—
৯০% মৃত্যু বা গুরুতর আঘাত সিঁড়িতেই ঘটে।

২. বারান্দায় যাওয়া
বারান্দার রেলিং ভূমিকম্পে একাধিক দিক থেকে চাপ পায়, যা সহজেই ভেঙে নিচে পড়ে যেতে পারে।
৩. লিফট ব্যবহার
কম্পনে লিফট জ্যাম, দড়ি ছিঁড়ে যাওয়া, মাঝপথে আটকে পড়া—সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করে।

✔️ বাঁচার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়: Drop – Cover – Hold On
১. বেডরুমে থাকলে
খাটের নিচে ঢুকে মাথা–ঘাড় ঢেকে রাখুন। খাট ভেঙে পড়লেও ভেতরে “লাইফ ট্রায়াঙ্গেল” তৈরি হয়, যা নিরাপদ।
২. ড্রয়িং/ডাইনিং
মজবুত টেবিলের নিচে আশ্রয় নিন।
কাঁচ, জানালা, বড় ফ্রেম, শোকেস থেকে দূরে থাকুন।
৩. কিছুই না পেলে
দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
একে বলা হয় “সেফ কর্নার পজিশন”—ভবন ধসে পড়লেও সাধারণত কোণার অংশ সম্পূর্ণ চাপে ভাঙে না।
৪. বাথরুম
অনেক সময় সবচেয়ে শক্ত অংশ। বালতি/হেলমেট মাথায় দিলে আঘাত কমে।
৫. মাথা রক্ষার ব্যবস্থা
হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা পাবেন তাই মাথার ওপর চেপে ধরুন।
ভূমিকম্পে যেকোনো ভাঙা বস্তু মাথা লক্ষ্য করে পড়ে।

🏠 ১ম বা ২য় তলায় থাকলে আপনি সবচেয়ে ভাগ্যবান
এই দুই তলায় থাকা মানুষদেরই নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে।
✔️ কম্পন শুরু হওয়ার সাথে সাথেই দরজা খুলে রাখুন, জ্যাম হয়ে গেলে বের হতে পারবেন না।
✔️ প্রথম ১৫–২০ সেকেন্ডে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামুন।
✔️ বাইরে এসে ভবন থেকে অন্তত ১০০ ফুট দূরে দাঁড়ান।
✔️ বিদ্যুতের খুঁটি, তার, গাছের নিচে দাঁড়ানো ❌
✔️ সম্ভব হলে খোলা মাঠে অবস্থান নিন।

🆘 ধ্বংসস্তূপে আটকে গেলে কী করবেন? (ইন্টারন্যাশনাল রেসকিউ প্রোটোকল)
✔️ চিৎকার করবেন না → ধুলো ফুসফুসে ঢুকে শ্বাসনালী বন্ধ করে দিতে পারে
✔️ হুইসেল থাকলে বাজান → দূর থেকে সহজে শোনা যায়
✔️ না থাকলে, দেয়াল বা পাইপে ৩ বার করে টোকা দিন → এটি আন্তর্জাতিক “SOS Rescue Signal”
✔️ মোবাইলের টর্চ অন রাখুন, কিন্তু কথা বলবেন না → ব্যাটারি বাঁচাতে হবে
✔️ মুখে কাপড় চেপে রাখুন → ধুলো কম ঢুকবে, শ্বাস নেওয়া সহজ হবে

আজ থেকেই ন্যূনতম কিছু প্রস্তুতি নিন
🔸 বিছানার পাশে জুতা, হেলমেট, হুইসেল রাখুন
🔸 ভারী আলমারি, ফ্রিজ, টিভি—দেয়ালে স্ক্রু দিয়ে ফিক্স করে রাখুন
🔸 গ্যাস সিলিন্ডার চেইন বা স্ট্যান্ড দিয়ে বেঁধে রাখুন
🔸 ঘরের দরজা যেন অটো-লক না হয়
🔸 চাবি সবসময় হাতের কাছে রাখুন
🔸 জরুরি নম্বর পরিবারে সবার ফোনে সেভ করুন

একটি লাইন মনে রাখুন:
🔸 ৪র্থ তলা বা তার উপরে থাকলে — দৌড়ানো মানে মৃত্যুর ঝুঁকি। আশ্রয় নিন।
🔸 ১ম–২য় তলায় থাকলে — প্রথম ২০ সেকেন্ডই আপনার জীবন। দ্রুত বের হন।

শেষ কথা
প্রস্তুতি ছাড়া বাঁচা ভাগ্যের উপর।
প্রস্তুতি থাকলে বাঁচা আমাদের হাতে।
প্রকৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয়—
মানুষ ভঙ্গুর, কিন্তু সচেতনতা আমাদের সবচেয়ে বড় শক্তি।
একটু প্রস্তুতি, একটু জ্ঞান— অনিশ্চিত এক মুহূর্তেও জীবন বাঁচাতে পারে।
#ভূমিকম্প

সরকারের উচিত স্কুল কলেজ অফিস ছুটি ঘোষণা করা, যাতে মানুষ নিজ নিজ গ্রাম বা ছোট শহরে চলে যেতে পারে—যেখানে উঁচু ভবনের ঝুঁকি ...
22/11/2025

সরকারের উচিত স্কুল কলেজ অফিস ছুটি ঘোষণা করা, যাতে মানুষ নিজ নিজ গ্রাম বা ছোট শহরে চলে যেতে পারে—যেখানে উঁচু ভবনের ঝুঁকি নেই বা খুব কম।

বড় কোনো ঢেউয়ের পর যে ক্ষতি হতে পারে, তা মোকাবেলার বাস্তব কোনো উপায় নেই বললেই চলে। ঢাকা এখন কার্যত বসবাসের অযোগ্য এবং শ্বাস নেওয়া কঠিন, আশ্রয় নেওয়ার মতো খোলা জায়গাও প্রায় নেই।
সবাই বেশি বেশি তওবা করুন এবং আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন।
ঢাকা ছেড়ে কয়েকদিন নিরাপদ কোথাও থাকতে পারেন যেমন গ্রাম

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশেনস জাহাজটি থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ...
08/10/2025

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশেনস জাহাজটি থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

আমরা অন্তবর্তীকালীন সরকারকে আহবান জানাই অনতিবিলম্বে শহিদুল আলম এর মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন। আল্লহ ভরশা, সবার কা...
07/10/2025

হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন। আল্লহ ভরশা, সবার কাছে দোয়া প্রার্থী।

23/09/2025

আমার মেয়ে স্কুলের Annual Cultural Programme 2025 এ স্টেজ প্রোগ্রাম অংশগ্রহণ করেছিলো।
আলহামদুলিল্লাহ মেয়ে অনেক খুশি।
ধন্যবাদ Mac Master English Medium School Authority

14/09/2025

ঘুম হলে স্ট্রোক ও হার্ট অ্যাটাক হতে পারে।

গতকাল হঠাৎ দেখি রাতে মোবাইলে একটা OTP নাম্বার এসেছে,  কোনো একটি ব্যাংকের ক্রেডিট কার্ড যেটা আমি ব্যবহার করি সেটা থেকে।  ...
28/08/2025

গতকাল হঠাৎ দেখি রাতে মোবাইলে একটা OTP নাম্বার এসেছে, কোনো একটি ব্যাংকের ক্রেডিট কার্ড যেটা আমি ব্যবহার করি সেটা থেকে। একটু অবাক হলাম কারন আমি অনলাইনে পারচেজ করার জন্য কোনো OTP চাই নাই। ইনবক্স চেক করে দেখলাম সকালেও এই রকম একটা ম্যাসেজ এসেছিলো।

তারাতারি ঐ ব্যাংক যেখানে এক সময়ে চাকরি করতাম সেখানে ফোন দিয়ে জানতে পারলাম কেউ বা কারা আমার কার্ড নাম্বার ব্যাবহার করতে চাইছে সেই ব্যাংকে এপস ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু এপস দিয়ে আমার আই ডি খুলতে পারে নাই। তারা বললো, চাইলে আমি সাময়িক ভাবে কার্ড ব্লক করতে পারি এবং কল সেন্টার এনসিউর করলো, আমি যদি OTP শেয়ার না করি তবে কার্ড ব্লক না করলেও রিস্ক নাই।

আজ সকালে কল সেন্টার নাম্বারের মতো নাম্বার থেকে ফোন এলো। এক মহিলা সেই ব্যাংকের কল সেন্টারের কর্মী পরিচয় দিয়ে বললো, আমার কার্ড টা ব্লক করতে হবে কারন হ্যাকার রা আমার কার্ড হ্যাক করতে চাইছে। আমি শংকিত হয়ে পরলাম। আমাকে বললো, স্যার ব্লক করতে হলে আপনার ই-মেইল নাম্বার এবং ন্যাশেনাল আই ডি কার্ড নাম্বার লাগবে কারন আমার কার্ডে নাকি এই গুলো আপডেট নাই। কার্ড টা আমি প্রায় ১৬ বছর ধরে ব্যবহার করছি। তাই তার কথায় বিশ্বাস করে, NID কার্ড নাম্বার আর e-mail নাম্বার শেয়ার করার আগ মূহুর্তে মনে পরলো, আরে আমি তো নিয়মিত ঐ ব্যাংকের থেকে e-mail পাই অর্থাৎ আমার email আপডেট আছে।

মহিলাকে বললাম, আমার e-mail আপডেট আছে। আর NID নাম্বার আমি ব্যাংক খুললে সরাসরি দিয়ে আসবো। মহিলা ভয় দেখালো, কার্ড ব্লক না করলে আমি বিপদে পরবো। আমি বললাম, থ্যাংকস আমি NID শেয়ার করবো না। মহিলা এক রকম হতাশ হয়ে ফোন ছেড়ে দিলো। আমি বুঝলাম, তারা আমার email এবং NID দিয়ে সেই ব্যাংকের এপ্সে লগ ইন করে ট্রানজেকশন করতে চাইছে।

কিছুক্ষণ পরে, আরেক নাম্বার থেকে ফোন এলো। ট্রু কলারে ভেসে এলো, হ্যাকার। ফোনটা রিসিভ করলাম। এক পুরুষ কন্ঠ নিজেকে ঐ ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে, নিজের নাম বললো রায়হান এবং বললো, আমি যদি কার্ড ব্লক না করি তবে সেই ব্যাংক কোনো ভাবেই দায়বদ্ধ থাকবে না এবং e-mail ও NID নাম্বার শেয়ার না করলে কার্ড ব্লক করা যাবে না। জিজ্ঞেস করলাম, NID কেনো লাগবে? উত্তরে বললো, কার্ডে NID আপডেট নাই এবং e-mail লাগবে কারন আমার email এ একটা নাম্বার আসবে যেটা তাদের সাথে শেয়ার করতে হবে যা দিয়ে তারা সার্ভারে আমার NID আপডেট করে দিবে।

যেহেতু, ট্রু কলার আগে থেকেই তার পরিচয় দিয়ে দিয়েছে তাই ভাবলাম, দেখি ফ্রডরা আর কি কি করতে পারে। আমি বললাম, সরি আমার email মনে নাই এবং NID সাথে নাই। তখন, সে বললো, স্যার সমস্যা নাই। আপনাকে Whatsapp এ একটা ম্যাসেজ দিচ্ছি। ওখানে একটা লিংক আছে, ওতে ক্লিক করবেন। এর পরে, আপনার মোবাইলের ক্যামেরার ঠিক নিচে একটা Arrow চিহ্ন আসবে, ওতে ক্লিক করলে আমরা মোবাইল কোম্পানি থেকে যাবতীয় ইনফরমেশন নিয়ে নিবো।

বুঝলাম, ভয়াবহ আপডেটেড হ্যাকারের পাল্লায় পরেছি যারা এখন আমার মোবাইলটা হ্যাক করতে চায়। আমি বললাম, ভাই আমি বাটন ফোন ব্যবহার করি। এই বার দেখলাম, বেশ ক্ষেপে গিয়ে চিবিয়ে চিবিয়ে বললো, বাটন ফোন ব্যবহার করলে কেনো আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি। আমায় ক্রেডিট কার্ড দেওয়া ব্যাংকের ভুল হয়েছে।

আমি বললাম, রায়হান সাহেব আপনি ব্যাংকের কর্মী হয়ে এই ধরনের কথা বলতে পারেন না। ব্যাটা, আরো উত্তেজিত হয়ে বললো, আমি যেনো আজকের মধ্যেই স্মার্ট ফোন কিনি এবং আমার কার্ডে সমস্যা হলে ব্যাংক দায়ী থাকবে না।

আমি বললাম, ভাই আপনার নাম ট্রু কলারে ফ্রড কেনো আসে? কি যেনো বাজে একটা কথা বলে, ফোনটা কেটে দিলো। আফসোস, তাকে প্রতি উত্তর দিতে পারলাম না। নাম্বার দুটো হচ্ছে, 09638-886096 এবং 01331404063

আমি ব্যাংকার হয়েও তাদের কথায় প্রায় কনভিন্স হয়ে গিয়েছিলাম। সুতরাং, সবাই সাবধানে থাকবেন এবং পারলে আমার পোস্ট শেয়ার করবেন যাতে কেউ ভুক্তভোগী না হয়।

©

28/08/2025

রাজনীতিতে জীবন দেয় ফকিন্নির বাচ্চারা,সুবিধা ভোগ করে এলিটরা।
এলিটরা তাদের স্বার্থ হাসিলের জন্য ফকিন্নির বাচ্চাদের সামনে মরা ও মারার জন্য এগিয়ে দেয়।আজ এই কৃষক, শ্রমিক চাষাভুষা, গরীব মানুষের ছেলেরা যদি ফকিন্নির বাচ্চা হয় তবে আমিও সেই দলের একজন সদস্য।
নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি,আর মন্ত্রীর ছেলে মন্ত্রী এটাই এলিট শ্রেণীর কালচার।
ওরা চায় সারাজীবন ফকিন্নির বাচ্চাদের ব্যবহার করে ক্ষমতার কেন্দ্রে যেতে। আর ক্ষমতায় গিয়েই ফকিন্নির বাচ্চাদের ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসায়,মাদকসেবন,হত্যা, টেন্ডারবাজি করে তারা হয় কোটি কোটি টাকার মালিক,আর ফকিন্নি কিন্তু ফকিন্নিই থেকে যায়।
আবার কোন ফকিন্নির বাচ্চা যদি প্রতিবাদ করে তাকে নিশ্চিত জেল, মামলা বা হত্যার ও স্বীকার হতে হয়।
ওরা আমাদের শাসন ও শোষণ করবে, তাচ্ছিল্যের করবে কিন্তু এই ফকিন্নির বাচ্চারা জাগ্রত হওয়া দেখে ওরা আতংকিত। সামনে আমাদের উচিত এই শ্রেণীর, বর্ণ বৈষম্য ভেঙে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।

যেসব সেলিব্রিটিরা বলতেছে, তারা আওয়ামী লীগ করে না, রাজনীতি করে না, বাংলাদেশকে ভালোবাসে তাই মুজিবকে ভালোবাসে, তাদের গত ১৭ ...
16/08/2025

যেসব সেলিব্রিটিরা বলতেছে, তারা আওয়ামী লীগ করে না, রাজনীতি করে না, বাংলাদেশকে ভালোবাসে তাই মুজিবকে ভালোবাসে, তাদের গত ১৭ বছরের টাইমলাইন দেখেন তো।

জিয়াউর রহমান আছে কি, কেন নাই..?

যদি বাংলাদেশকেই ভালোবাসে, যদি মুক্তিযুদ্ধকেই ভালোবাসে তাইলে জিয়াউর রহমানকে একবার স্মরণ করে না কেন..?

স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের ক্যাপ্টেনকে ভালো না বেসে মুক্তিযুদ্ধকে কি ভালোবাসা যায় আপনারাই বলেন..?

মুজিবকে আব্বা ডাকা কোন সেলিব্রিটি এখন পর্যন্ত কর্নেল এম জি ওসমানীকে নিয়ে একটা শব্দ লিখেছে, কেউ কি দেখাতে পারবেন কোথাও..?

পারবেন না।

খালেদ মোশাররফকে একবারের জন্য মনে করেছে কি..? করে নাই।

কর্ণেল তাহেরকে একবার শ্রদ্ধা জানাইসে.. ?

জানায় নাই।

তাইলে মুক্তিযুদ্ধকে ভালোবাসা কেমনে হইলো..?

শাকিব খান, জয়া আহসান বা খায়রুল বাশাররা একবারে জন্য জিয়াউর রহমানের নৃশংস হ'ত্যা'র বিরোধিতাও করেছে..শোক করেছে কি..?

করে নাই,কেন ?

যদি রাজনীতি নাই বুঝত, তাইলে তো জিয়া, মুজিব,তাহের, খালেদ মোশাররফ সবার জন্যই কাঁদত। শোক করত।

শুধু মুজিবের জন্যই কেন..?

শুধু মুজিব মানেই মুক্তিযুদ্ধ , মুজিব মানেই বাংলাদেশ এটা কাদের স্লোগান..?

আওয়ামী লীগের স্লোগান।

কাজেই, আমরা রাজনীতি বুঝি না, বংগবল্টু বুঝি, বলা প্রতিটা ই'ত'র একেকজন বাকশালী আওয়ামী লীগার।

এই দেশে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে, জিয়াউর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করার "অপরাধে" মানুষকে র'ক্তা'ক্ত করা হয়েছে।

তখন এই "রাজনীতি বুঝি না মুক্তিযুদ্ধ বুঝি" বলা ই'ত'রে'র দল কোথায় ছিল..?

জবাব দেন 😡

আসলে বিএনপি এদের বিপক্ষে দাঁড়াবে এটা প্রথম থেকেই বুঝা যাচ্ছিলো, জুলাই -২৪ এর নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করবে এটা স...
12/08/2025

আসলে বিএনপি এদের বিপক্ষে দাঁড়াবে এটা প্রথম থেকেই বুঝা যাচ্ছিলো, জুলাই -২৪ এর নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করবে এটা সবার জানা কিন্তু ক্ষমতায় আসার আগেই?
বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি দল প্রচুর সাফার করছে গত ১৬ বছর।জুলাই এ এই আন্দোলন সফল হয়েছে কিন্তু এই ছেলেদের ডাকে সারা দিয়েই। সবার অংশগ্রহণ ছিলো, সবার ত্যাগ আছে কিন্তু জনগণ রাজনীতিবীদদের ডাকে রাস্তায় আসেনি।
সারাদেশে বিএনপির ধান্দা বাজ নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি, জবরদখল,লুটপাট খুন সহ জঘন্য অপরাধের সাথে জড়িত হয়েছে, এদের কে নিয়ে যারা কথা বলছে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি বা হত্যা করার মতোও ঘটনা ঘটছে।
বিভিন্ন ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে সুবিধাবাদীদেরকে বিভিন্ন দলীয় পজিশন দিচ্ছে।
টাকার কাছে অসহায় হয়ে পড়ছে দলের নেতা কর্মীরা।
নিজের দলের কাউন্সিল করে যোগ্য ব্যক্তিদের হাতে দল পরিচালনার সুযোগ দিন।দেশের গণতন্ত্র নিয়ে সারাদিন বুলি উড়ান আপনাদের দলের গণতন্ত্র কেথায়?
হাবিবুর রহমান হাবিব ভাই, ফজলু পাগলা, রুমিন ফারহানা এদেরকে না থামালে আগামীতে কি হবে বলা যায় না।
সারজিস আলমের বিপক্ষে মামলা না করে দল গোছান, কাজে লাগবে।

১ ডোজ টিসিভি টিকা নিন, টাইফয়েড রুখে দিন।সরকারি উদ্যোগে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে। প্রথম...
12/08/2025

১ ডোজ টিসিভি টিকা নিন, টাইফয়েড রুখে দিন।

সরকারি উদ্যোগে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে। প্রথমবারের মতো দেশে প্রায় ৫ কোটি শিশু-কিশোর কিশোরীকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

৫ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোর কিশোরীদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

১ থেকে ৫ বছর বয়সী শিশুদের বাড়ির নিকটস্থ টিকা কেন্দ্রে টিকা দেওয়া হবে।

📌 সবার জন্য অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের পর টাইফয়েড টিকার কার্ড সংগ্রহ করে নির্ধারিত দিনে টিকা নিতে হবে।

টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। সঠিক সময়ে টিকা নেওয়া আপনার সন্তানকে এই রোগ থেকে সুরক্ষা দেবে।

নিবন্ধন শুরু হয়েছে ১ আগস্ট থেকে।।
পোস্ট টি শেযার করে সকলকে দেখার সুযোগ ও পরামর্শ দিয়ে সহায়তা করুন।
゚viralシ

Address

Mohammad Pur
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baby Care - শিশুর যত্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Baby Care - শিশুর যত্ন:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram