Baby Care - শিশুর যত্ন

Baby Care -  শিশুর যত্ন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।

আসলে বিএনপি এদের বিপক্ষে দাঁড়াবে এটা প্রথম থেকেই বুঝা যাচ্ছিলো, জুলাই -২৪ এর নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করবে এটা স...
12/08/2025

আসলে বিএনপি এদের বিপক্ষে দাঁড়াবে এটা প্রথম থেকেই বুঝা যাচ্ছিলো, জুলাই -২৪ এর নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করবে এটা সবার জানা কিন্তু ক্ষমতায় আসার আগেই?
বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি দল প্রচুর সাফার করছে গত ১৬ বছর।জুলাই এ এই আন্দোলন সফল হয়েছে কিন্তু এই ছেলেদের ডাকে সারা দিয়েই। সবার অংশগ্রহণ ছিলো, সবার ত্যাগ আছে কিন্তু জনগণ রাজনীতিবীদদের ডাকে রাস্তায় আসেনি।
সারাদেশে বিএনপির ধান্দা বাজ নেতা কর্মীরা যেভাবে চাঁদাবাজি, জবরদখল,লুটপাট খুন সহ জঘন্য অপরাধের সাথে জড়িত হয়েছে, এদের কে নিয়ে যারা কথা বলছে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি বা হত্যা করার মতোও ঘটনা ঘটছে।
বিভিন্ন ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে সুবিধাবাদীদেরকে বিভিন্ন দলীয় পজিশন দিচ্ছে।
টাকার কাছে অসহায় হয়ে পড়ছে দলের নেতা কর্মীরা।
নিজের দলের কাউন্সিল করে যোগ্য ব্যক্তিদের হাতে দল পরিচালনার সুযোগ দিন।দেশের গণতন্ত্র নিয়ে সারাদিন বুলি উড়ান আপনাদের দলের গণতন্ত্র কেথায়?
হাবিবুর রহমান হাবিব ভাই, ফজলু পাগলা, রুমিন ফারহানা এদেরকে না থামালে আগামীতে কি হবে বলা যায় না।
সারজিস আলমের বিপক্ষে মামলা না করে দল গোছান, কাজে লাগবে।

১ ডোজ টিসিভি টিকা নিন, টাইফয়েড রুখে দিন।সরকারি উদ্যোগে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে। প্রথম...
12/08/2025

১ ডোজ টিসিভি টিকা নিন, টাইফয়েড রুখে দিন।

সরকারি উদ্যোগে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে। প্রথমবারের মতো দেশে প্রায় ৫ কোটি শিশু-কিশোর কিশোরীকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

৫ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোর কিশোরীদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

১ থেকে ৫ বছর বয়সী শিশুদের বাড়ির নিকটস্থ টিকা কেন্দ্রে টিকা দেওয়া হবে।

📌 সবার জন্য অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের পর টাইফয়েড টিকার কার্ড সংগ্রহ করে নির্ধারিত দিনে টিকা নিতে হবে।

টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। সঠিক সময়ে টিকা নেওয়া আপনার সন্তানকে এই রোগ থেকে সুরক্ষা দেবে।

নিবন্ধন শুরু হয়েছে ১ আগস্ট থেকে।।
পোস্ট টি শেযার করে সকলকে দেখার সুযোগ ও পরামর্শ দিয়ে সহায়তা করুন।
゚viralシ

09/08/2025

🤭🤭🤭🤭

09/08/2025

🤭🤭🤭

সবাই মরবে, চিন্তা নেই। একদল ***** বাচ্চা বলবে ঢাকার বাতাসে তো সীসা বেশি, তাই। ওটা খাবার থেকে আসেনি। *** বাচ্চারা কুড়িগ্র...
07/08/2025

সবাই মরবে, চিন্তা নেই। একদল ***** বাচ্চা বলবে ঢাকার বাতাসে তো সীসা বেশি, তাই। ওটা খাবার থেকে আসেনি।

*** বাচ্চারা কুড়িগ্রাম, লালমনিরহাটের গ্রামের বাচ্চাদের রক্ত পরীক্ষা করে দেখ কী আসে!!

গর্ভবতী মায়েদের রক্তে সীসার পরিমাণ পরীক্ষা করে দেখ, কী আসে!

আর শিশু কেন, বড়দেরও রক্ত পরীক্ষা করে দেখ কী আসে অমানু**** বাচ্চারা।

একটি পরিবারের নিঃশেষ হওয়ার গল্প: একটি উদাসীনতার ভয়াবহ পরিণতিসকালের আলোয় যখন আশার রঙ মেখে প্রবাসফেরত পরিবারটি দেশের মাটিত...
07/08/2025

একটি পরিবারের নিঃশেষ হওয়ার গল্প: একটি উদাসীনতার ভয়াবহ পরিণতি

সকালের আলোয় যখন আশার রঙ মেখে প্রবাসফেরত পরিবারটি দেশের মাটিতে পা রাখল, তখন কে জানত সেই আলোকময় পথই পরিণত হবে চিরতরের অন্ধকারে? বাহার নামের এক প্রবাসী ফিরছিলেন প্রাণের মানুষদের নিয়ে, নতুন জীবনের শুরুতে। চোখেমুখে ছিল স্বপ্ন, ভালোবাসা, আর ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু একটি সামান্য ভুল সবকিছু ছিন্নভিন্ন করে দিল।

মাইক্রোবাসের চালকের একটি অসতর্ক মুহূর্ত, একটি বেপরোয়া সিদ্ধান্ত—আর তাতেই শেষ হয়ে গেল সাতটি প্রাণের গল্প। এক নিমিষে নিঃশেষ হয়ে গেল একটি পরিবারের হাসি, হারিয়ে গেল স্বপ্ন, ভেঙে চুরমার হলো ভবিষ্যৎ।

এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল সাতটি জীবন কেড়ে নেয়নি, এটা আমাদের সকলকে নাড়া দিয়ে গেছে। স্বজন হারানোর শূন্যতা, সেই আহাজারি—যা ভাষায় প্রকাশ করা যায় না, তা আজ আমাদের সমাজে আরেকটি সংখ্যা হয়ে রয়ে যাবে কি?

আমরা কি এমন আরেকটি ঘটনা ঘটার অপেক্ষায় থাকব, না কি এখনই সময় এসছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার, চালকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলার? সড়ক কেবল গন্তব্যে পৌঁছানোর পথ নয়, এটি জীবনের পথ। আর এই পথে একজনের অসতর্কতা অনেক জীবনের পরিণতি নির্ধারণ করতে পারে।

নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি। সেই সঙ্গে শোকাহত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই—যাতে কেউ আর এমন উদাসীনতা দেখাতে সাহস না করে।

সড়ক নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন। সময় এসেছে, আমরা সবাই একসাথে সচেতন হই। একটি দুর্ঘটনা পুরো সমাজে কতটা আঘাত হানে, তা ভুলে গেলে চলবে না।

জীবনই সেরা অগ্রাধিকার। আসুন, সবাই মিলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনি।

07/08/2025

👨‍⚕️ এন্টিবায়োটিক সিরাপ মুখ খোলার ৭-১০ দিন পর আর ব্যাবহার করবেন না
👨‍⚕️প্যারাসিটামল সিরাপ মুখ খোলার ১৪ দিন পর আর ব্যাবহার করবেন না
👨‍⚕️কাশির সিরাপ মুখ খোলার ১৪ দিন পর আর ব্যাবহার করবেন না

সকালে এই খবরটা শুনে হৃদয়টা দুমড়েমুচড়ে গেল। আহারে কত স্বপ্ন নিয়ে আসছিলো, আজ পুরো পরিবার শেষ হয়ে গেলো
06/08/2025

সকালে এই খবরটা শুনে হৃদয়টা দুমড়েমুচড়ে গেল। আহারে কত স্বপ্ন নিয়ে আসছিলো, আজ পুরো পরিবার শেষ হয়ে গেলো

 #পেটে_কৃমি_আছে_কিনা_কীভাবে_বুঝবেন ? হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেম...
06/08/2025

#পেটে_কৃমি_আছে_কিনা_কীভাবে_বুঝবেন ?
হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার। সারাদিন শরীরে অ্স্বস্তি বোধ লেগেই রয়েছে।

এটার কারণ একটাই হতে পারে, আর সেটা হল কৃমি। কিন্তু পেট ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে, তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে।

কী সেই উপসর্গগুলি?

• অস্থিরতা, অকারণে অতিরিক্ত চিন্তা, অবসাদে ভোগা, আত্মহত্যাপ্রবণ হওয়া।
• মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অতিরিক্ত ইচ্ছা।
• রক্তাল্পতা এবং আয়রন ডেফিশিয়েন্সি। কৃমি থাকলে শরীরে রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে।
• ত্বকের রোগে আক্রান্ত হওয়া, র‌্যাশ, অ্যাকনে, চুলকুনি ইত্যাদি হওয়া।
• মাড়ি থেকে রক্তপাত হওয়া।
• ঘুমনোর সময়ে মুখ থেকে লালা পড়া।
• ফুড অ্যালার্জি।
• খিদে না পাওয়া।
• মেনস্ট্রুয়াল সাইকেলে সমস্যা।
• অকারণে ক্লান্ত হয়ে পড়া।
• গা-হাত-পা ব্যথা।
• নিশ্বাস নিতে কষ্ট হওয়া।
• স্মৃতিভ্রম হওয়া।

উপসর্গগুলি পড়ে অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন, কারণ সমীক্ষা বলেছে ৮৫ শতাংশ মানুষের পেটে কৃমি থাকে। কিন্তু কীভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে!

মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আব্রাম বের জানিয়েছেন, ওষুধ নয়, কিছু ঘরোয়া পদ্ধতিতেই কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে।

• কাঁচা রসুন— কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুন প্রায় ২০ ধরনের ব্যাকটেরিয়া এবং ৬০ ধরনের ফাংগাস মেরে ফেলতে পারে। তাই নিয়মিত কুচনো কাঁচা রসুন খান অথবা রসুনের জুস করে খান।

• লবঙ্গ— লবঙ্গ কলেরা, ম্যালেরিয়া, যক্ষ্মাকে প্রতিরোধ করতে পারে। এ ছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া,ভাইরাস, ফাংগাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।

• আদা— আদা হজমের সমস্ত রকমের সমস্যা মেটাতে সক্ষম। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন, ইত্যাদি দূর করতে আদার জুড়ি মেলা ভার। এই সমস্যাগুলিও কৃমি থেকে তৈরি হয়। তাই এই ধরনের সমস্যা দূর করতে কাঁচা আদার রস খান খালি পেটে।

• শশার বীজ— ফিতাকৃমি রুখতে শশার দানা সর্বশ্রেষ্ঠ। শশার দানাকে গুঁড়ো করে নিন। প্রতিদিন এক চা-চামচ করে খান।

• পেঁপে— পেটের সমস্যা দূর করতে পেঁপের থেকে ভাল কিছু হয় না। যে কোনও ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ। ভাল ফল পেতে পেঁপে এবং মধু খান।

• কাঁচা হলুদ— কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে।

শেয়ার করে ছড়িয়ে দিন

05/08/2025

অভিমানী পাগলিটা আজ এক বছর হলো বাপের দেশ ছেড়ে স্বামীর বাড়ি চলে গেছে।সেখানে কি খাচ্ছে, কিভাবে আছে, স্বামীর সাথে কেমন আছে?

Adresse

Ammi Moussa

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Baby Care - শিশুর যত্ন publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Baby Care - শিশুর যত্ন:

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram