21/09/2022
আপনি কী মনের মত জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজছেন
তাহলে ১০০% আস্থা/বিশ্বাস রাখুন আমাদের রাইট লাইফ পার্টনার সেবায়।
সঠিক দিক নির্দেশনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন এবং দিতে পারে অনাবিল আনন্দ ও সুখময় জীবনযাপনের নিশ্চয়তা।
আমাদের জীবনের একটি গুরুত্তপূর্ণ ও অপরিহার্য অংশ হচ্ছে বিয়ে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে মনের মত জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার ও সুন্দর সাজানো- গুছানো একটি সংসারের।
বিয়ে মানেই দুটি মনের মিলন বা দুটি আত্মার একান্ত কাছাকাছি থাকা।একটি বিয়ের মাধমে দুটি মানুষ ও দুটি পরিবারের মধ্যে সৃষ্টি হয় নতুন সম্পর্কের বন্ধন ও তৈরি হয় এক নতুন অধ্যায়ের সূচনা।
কিন্তু উপযুক্ত তথ্য ও যোগাযোগের অভাব এবং তথ্যের স্বচ্ছতার অভাবে যা সবার জন্য সহজতর হয়ে ওঠে না আর সেই জন্য আমরা আমাদের সঠিক মানুষটাকে খুঁজে পাই না ।
আমাদের সংগ্রহে আছে বিয়ের জন্য উচ্চ শিক্ষিত, প্রতিষ্ঠিত ,সুযোগ্য, সুন্দর/সুন্দরী ভদ্র-মার্জিত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সহ যে কোন সম্প্রদায়ের এবং যে কোন পেশার সুযোগ্য পাত্র-পাত্রীর সন্ধান ।
---------------------------------------
যে ধরণের পাত্র ও পাত্রীর প্রোফাইল পাবেনঃ
Right Life Partner এ আপনি পাবেন যেকোন শিক্ষাগত যোগ্যতার যে কোন পেশার, যে কোন ধর্মের ও যে কোন বয়সের অবিবাহিত, ডিভোর্সি, বিধবা, প্রবাসী বাংলাদেশী, বিদেশে জন্ম নেয়া বাংলাদেশী ও বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী বিবাহযোগ্য ছেলে ও মেয়ের জীবনবৃত্তান্ত।
এছাড়াও রয়েছে সন্তানসহ বিধবা বা ডিভোর্সি ও ডিজেবেলিটি (শারিরীক প্রতিবন্ধী) নারী বা পুরুষের জন্য সুযোগ্য পাত্র-পাত্রীর তথ্য ভাণ্ডার। বিসিএস-ক্যাডার, ডাক্তার, বুয়েটের ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সামরিক কর্মকর্তা (আর্মি, নেভি, এয়ার ফোর্স), ফরনে সিটিজেন, ব্যবসায়ী, মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরিরত কর্মকর্তা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ডিভোর্সী, বিধবা ও অবিবাহত সুন্দর/সুন্দরী ভদ্র-মার্জিত পাত্র-পাত্রীর জন্য দীর্ঘদিনের অভিজ্ঞ আস্থাশীল ও পূর্ণ গোপনীয়তা রক্ষাকারী প্রতিষ্ঠান।
-------------******-------------------------
কেন Right Life Partner তে পাত্র-পাত্রী খুঁজবেনঃ
Right Life Partner (রাইট লাইফ পার্টনার) এটি একটি বিশ্বব্যাপী আধুনিক সেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের সন্ধানে রয়েছে ৬৫ টির ও বেশি প্রফেশনের দেশে কিংবা বিদেশে শিক্ষিত, ডিভোর্সী, বিধবা ও অবিবাহত সুন্দর/সুন্দরী ভদ্র-মার্জিত প্রতিষ্ঠিত এবং সম্ভ্রান্ত পরিবারের যোগ্য পাত্র - পাত্রীর সন্ধান।
Right Life Partner এ থাকা অসংখ্য প্রোফাইল দেখে,শুনে, খুঁজে নিন আপনার পছন্দের মানুষটিকে। এতে যেমন আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা হবে,সময়ের অপচয় হবে না, তেমনি খরচও থাকবে আপনার হাতের নাগালে।
Right Life Partner এর বৈশিষ্ট্যঃ
1. আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার (অনলাইন ও অফলাইন) এর সহায়তায় বিশ্বব্যাপী পাত্র-পাত্রীর মাঝে যোগাযোগ স্থাপন করা।
2. আমাদের রয়েছে Social Media এর ব্যবহার।
3. আমাদের রয়েছে অভিজ্ঞ ম্যাচ মেকার।
4. আফিসেই প্রাথমিক সাক্ষাতের সু-ব্যবস্থা।
5. প্রয়োজনে হোম সার্ভিস।
6. আপনার প্রোফাইলের তথ্যের ১০০% গোপনীয়তা রক্ষা করা।
7. প্রত্যেক পাত্র-পাত্রী একটি পাবলিক প্রোফাইল ও একটি প্রাইভেট প্রোফাইল রাখা হয়।
8. প্রাইভেট প্রোফাইলে পাত্র-পাত্রীর পছন্দ অনুযায়ী সবরকমের তথ্য যেমনঃ ছবি, নাম, বয়স, মাসিক আয় ইত্যাদি গোপন রাখা হয়।
9. কেউ প্রাইভেট প্রোফাইলের কোন তথ্য জানতে চাইলে অবশ্যই অপর পক্ষের অনুমতি নিতে হবে।
10. প্রোফাইলের তথ্য সঠিক কিনা তা নিয়মতান্ত্রিকভাবে যাচাই বাছাই করার পর প্রোফাইলটি গ্রহন করা হয়।
আর এজন্যই Right Life Partner আছে সবসময় আপনার পাশে সর্বাত্মক সহযোগিতায়।
-------------******-------------------------
Right Life Partner এর একজন কাষ্টমার সাপোর্ট এক্সিকিউটিভ আপনার প্রদত্ত তথ্যগুলো ফোনে রিভিউ করে ৩-১০ দিনের জন্য Right Life Partner এর ফ্রী ট্রায়াল মেম্বারশীপ দিবে ও Right Life Partner এর সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা দিবে। ৩-১০ দিনের ফ্রী ট্রায়াল মেম্বারশীপে আপনি Right Life Partner এর তথ্য ভাণ্ডারের সবগুলো জীবনবৃত্তান্ত দেখে পছন্দের প্রোফাইল গুলোকে বাছাই করে পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করে যথাযথ সিদ্ধান্তে পৌছাতে সক্ষম হবেন।
আমাদের সার্ভিস পেতে আপনাকে আমাদের সদস্য হতে হবে, যাহা বিয়ে না হওয়া পর্যন্ত ভেলিড থাকবে।
সদস্য হওয়ার নিয়মাবলীঃ
১. সত্য ও সঠিক তথ্য প্রদান করতে হবে।
২. সদস্য ফী আলোচনা সাপেক্ষে।
৩. সদ্য তোলা এক কপি (4R Size) সুন্দর ও মার্জিত ছবি।
৪. এক কপি বিবাহ এর তথ্য সম্বলিত বায়োডাটা।
-------------******-------------------------
যেকোনো সহযোগিতার জন্য Right Life Partner এর কাস্টমার কেয়ার প্রতিনিধী রয়েছে সদাপ্রস্তুত।
পরবর্তীতে যে কোনো চমকপ্রদক আপডেট পাওয়ার জন্য ও আমাদের সহজে খুঁজে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এবং বিভিন্ন পোস্টে লাইক, কমন্টে,শোয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ।
---------------------------------------
পছন্দের পাত্র-পাত্রী খুঁজে পেতে এবং বিয়ে সংক্রান্ত যেকোন প্রয়োজনে বিস্তারিত জানতে আমাদের কল করুনঃ
(Direct / Imo / WhatSapp )
+8801886055127
E-mail : service@rightlifepartner.com
-------------******-------------------------
Our Office Address:
Right Life Partner (রাইট লাইফ পার্টনার)
* ** সরাসরি আমাদের অফিস ভিজিট করুনঃ-
Office Location: House: 1/B/1, (3rd floor), Road:1, Shyamoli, Dhaka-1207, Dhaka Division, Bangladesh.
অফিস সময়সূচীঃ সকাল ১০টা হতে বিকাল ৬টা।
সাপ্তাহিক বন্ধ - শুক্রবার।