Rightlifepartner.com

Rightlifepartner.com RightLifePartner.com is an international matrimonial web portal and one of the best online matchmakin Definitely AI and machine learning help to match better.

It believes in providing the most secure and convenient matchmaking experience to all its members by ensuring 100% screening, exclusive privacy options, photo protection features, and verification of phone numbers and more information. While the online the matrimonial site connects millions of people directly, Right Life Partner also maintains a dedicated Customer Care team and offers offline Matc

h Point Centers across the country, for deeper and personal interaction with prospective brides, grooms, and or families. Today, millions use online matrimony services to search for a life partner and millions have successfully found their life partner online. There have been a few instances reported in the media about fraudsters cheating some people on online matrimony sites. While we take every possible step to make your search on our site safe. We are using analytics and AI in the match-making process based on their viewing and communication patterns, we show sections of prospects that will lead to a higher contact initiation and mutual value creation for the users. We also keep spam in check to ensure that the user gets only relevant matches and communication, to help them with a faster turnaround in finding their desired partner. Artificial intelligence (AI) algorithm is helping the users on matrimony sites to find a match not only based on their preferences but also by observing and understanding user's behavior and suggesting real-time appropriate profiles. The diversity and the numerous factors that come to play during matchmaking -- ranging from personal interests, education, language, career, family, lifestyle to horoscopes is what makes it interesting for AI to understand behavior, history, and more to match. Our main objective to provide its members with a secured environment and expanded opportunities in finding their potential life partners thus helping them in making the right choice. In our portal, you can create your profile with the least registration fee. We have an extensive search option that offers you the control you need to find the right match, every time. The portal allows the members to search, communicate, interact, and finally choose the right person for themselves. Our website features an exhaustive and authentic database of eligible brides and grooms. So, it’s proven that you can find your life partner with the assistance of the World's Best Matchmaking Service. Join the "Right Life Partner" portal and begin your happy journey today. Right Life Partner ultimately aims at providing you all matrimony related service with a complete event management solution to prospective Bengali brides and grooms. We hereby declare that; the Right Life Partner website is not a dating website and it is strictly for matrimonial purposes only.

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনা...
14/10/2022

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
__হযরত মুহাম্মদ (সাঃ)

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী।ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক ।"লা-তাহজান"অতীত নিয়ে কখনো হতাশ হবেন না ।"লা-তাখাফ"ভ...
12/10/2022

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী।ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক ।

"লা-তাহজান"
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না ।

"লা-তাখাফ"
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না ।
তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহ'র কাছে ।

"লা-তাগদাব"
জীবন চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে । রাগ করবেন না ।

"লা-তাসখাত"
আল্লাহ'র কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না ।

প্রশ্ন: কোনো মেয়ে যদি বিয়ে না করে একাকী জীবন কাটাতে চায় , ইসলামে কী সেটি জায়েজ আছে ? আমাদের কোনো সাহাবি কি এভাবে অবিবাহি...
11/10/2022

প্রশ্ন:
কোনো মেয়ে যদি বিয়ে না করে একাকী জীবন কাটাতে চায় , ইসলামে কী সেটি জায়েজ আছে ? আমাদের কোনো সাহাবি কি এভাবে অবিবাহিত থেকেছেন ?

উওর :

একাকী জীবনযাপন করা হারাম বা নিষিদ্ধ নয় । বিয়ে না করাটাও নিষিদ্ধ নয়। কিন্তু সেটা নির্ভর করছে ব্যক্তির অবস্থার ওপর । যেমন -বিয়ে যদি তাঁর জন্য অপরিহার্য হয়ে যায় ,অথচ সে বিয়ে না করে , তাহলে সে গুনাহগার হবে , এটি হারাম কাজ হবে ।
কিন্তু যদি দেখেন যে , শারীরিক কারণে খুব বেশি প্রয়োজন মনে করছেন না , তাহলে সে বিয়ে না করলেও সেটি নিষিদ্ধ কাজ নয় । অর্থাৎ এটি পরিস্থিতি এবং ব্যক্তির অবস্থার ওপর নির্ভর করছে ।
তবে যদি কারো আশঙ্কা থাকে হারাম কাজে লিপ্ত হওয়ার ,তাহলে বিয়ে করা তাঁর জন্য ওয়াজিব। এ অবস্থায় যদি তিনি বিয়ে না করে থাকেন , তাহলে তিনি গুনাহগার হবেন । এতে কোনো সন্দেহ নেই ।

রাইট লাইফ পার্টনার যেভাবে পাত্র পাত্রী দেখায়*১/আপনি যদি আমাদের পেজে লাইক দিয়ে মেম্বার না হয়ে থাকেন তবে কোনে রকম সেবা পাব...
27/09/2022

রাইট লাইফ পার্টনার যেভাবে পাত্র পাত্রী দেখায়*

১/আপনি যদি আমাদের পেজে লাইক দিয়ে মেম্বার না হয়ে থাকেন তবে কোনে রকম সেবা পাবেননা।
২/ফ্রিতে পাত্র পাত্রীর বায়োডাটা ও ফটো পেতে অবশ্যই আপনার কিংবা প্রার্থীর পরিপূর্ণ বায়োডাটা ও রিসেন্ট তোলা ফুল ফটো আমাদের নিকট আগেই জমা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।প্রার্থীর ডাটা ও ফটো না পাওয়া পর্যন্ত আমরাও আপনাকে পাত্র পাত্রী দেখাতে অক্ষম।
৩/পাত্র-পাত্রীর বায়োডাটা,ফটো পেতে অবশ্যই আপনার কিংবা প্রার্থীর পরিপূর্ণ বায়োডাটা ও ফুল ফরমাল ফটো এবং অফেরতযোগ্য নগদ রেজিস্ট্রেশন ফি আমাদের নিকট আগেই জমা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।এসব না পাওয়া পর্যন্ত আমরাও আপনাকে পাত্র-পাত্রী দেখাতে অক্ষম।
৪/পাত্র পাত্রী দেখানোর ৪৮ ঘন্টার মধ্যে পছন্দ হওয়া বা না হওয়ার ব্যাপারে কনফার্ম করতে হবে,নয়তো আমরা পরবর্তীতে আপনাকে ফ্রি সেবা দিতে সক্ষম হবোনা।
৫/বায়োডাটার ক্ষেত্রে,যোগাযোগ নাম্বার, মা,বাবা,ভাই বোন,পেশা(কোম্পানির নাম,পদবি /ব্যবাসার ধরণ)স্থায়ী ও বর্তমান ঠিকানা,পড়ালেখা,উচ্চতা,গায়ের রং উল্লেখ করতে হবে,এবং ডিভোর্সের ক্ষেত্রে,ডিভোর্সের কারণ,সন্তান আছে কিনা,থাকলে কোথায়,কয় বছরের,বিয়ে হলো কয় বছর হলো এবং কয়দিন সংসার টিকে ছিলো এসব উল্লেখ করতে হবে এছাড়া ঐ বায়োডাটা বাতিল বলে গণ্য হবে।
৬/আমাদের ফেসবুক পেজে কোনো পাত্র পাত্রীর ডিরেক্ট বায়োডাটা পোস্ট করলে তা এপ্রুব করা হবেনা,আমাদেরকে দিলে আমরাই পোস্ট করে দিবো
৭/ রাত ১১ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ইনবক্সে SMS গুলোর উত্তর দেয়া হবেনা।এ সময়টাতে তাই ইনবক্স না করার অনুরধ রইলো।
৮/অশোভন আচরণকারীদের কোনো প্রকার সেবা দেওয়া হবেনা এবং মেম্বারশিপ বাতিল করা হবে।
৯/ইমার্জেন্সি পাত্র পাত্রী সন্ধানকারীদের শুরুতেই অফেরতযোগ্য নগদ ফি প্রদান করতে হবে।
১০/বিয়ের পূর্বে পাত্র পাত্রী উভয় পক্ষ সব রকমের যাচাই বাচাই নিজ দায়িত্বেই করতে হবে।
বিয়ের পর কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য " রাইট লাইফ পার্টনার " দ্বায়ভার বহন করিবেনা।

আপনি কী মনের মত জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজছেন   তাহলে ১০০% আস্থা/বিশ্বাস রাখুন আমাদের  রাইট লাইফ পার্টনার সেবায়।   সঠিক...
21/09/2022

আপনি কী মনের মত জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজছেন
তাহলে ১০০% আস্থা/বিশ্বাস রাখুন আমাদের রাইট লাইফ পার্টনার সেবায়।
সঠিক দিক নির্দেশনার মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন এবং দিতে পারে অনাবিল আনন্দ ও সুখময় জীবনযাপনের নিশ্চয়তা।
আমাদের জীবনের একটি গুরুত্তপূর্ণ ও অপরিহার্য অংশ হচ্ছে বিয়ে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে মনের মত জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার ও সুন্দর সাজানো- গুছানো একটি সংসারের।
বিয়ে মানেই দুটি মনের মিলন বা দুটি আত্মার একান্ত কাছাকাছি থাকা।একটি বিয়ের মাধমে দুটি মানুষ ও দুটি পরিবারের মধ্যে সৃষ্টি হয় নতুন সম্পর্কের বন্ধন ও তৈরি হয় এক নতুন অধ্যায়ের সূচনা।
কিন্তু উপযুক্ত তথ্য ও যোগাযোগের অভাব এবং তথ্যের স্বচ্ছতার অভাবে যা সবার জন্য সহজতর হয়ে ওঠে না আর সেই জন্য আমরা আমাদের সঠিক মানুষটাকে খুঁজে পাই না ।
আমাদের সংগ্রহে আছে বিয়ের জন্য উচ্চ শিক্ষিত, প্রতিষ্ঠিত ,সুযোগ্য, সুন্দর/সুন্দরী ভদ্র-মার্জিত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সহ যে কোন সম্প্রদায়ের এবং যে কোন পেশার সুযোগ্য পাত্র-পাত্রীর সন্ধান ।
---------------------------------------
যে ধরণের পাত্র ও পাত্রীর প্রোফাইল পাবেনঃ
Right Life Partner এ আপনি পাবেন যেকোন শিক্ষাগত যোগ্যতার যে কোন পেশার, যে কোন ধর্মের ও যে কোন বয়সের অবিবাহিত, ডিভোর্সি, বিধবা, প্রবাসী বাংলাদেশী, বিদেশে জন্ম নেয়া বাংলাদেশী ও বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী বিবাহযোগ্য ছেলে ও মেয়ের জীবনবৃত্তান্ত।
এছাড়াও রয়েছে সন্তানসহ বিধবা বা ডিভোর্সি ও ডিজেবেলিটি (শারিরীক প্রতিবন্ধী) নারী বা পুরুষের জন্য সুযোগ্য পাত্র-পাত্রীর তথ্য ভাণ্ডার। বিসিএস-ক্যাডার, ডাক্তার, বুয়েটের ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সামরিক কর্মকর্তা (আর্মি, নেভি, এয়ার ফোর্স), ফরনে সিটিজেন, ব্যবসায়ী, মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরিরত কর্মকর্তা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, ডিভোর্সী, বিধবা ও অবিবাহত সুন্দর/সুন্দরী ভদ্র-মার্জিত পাত্র-পাত্রীর জন্য দীর্ঘদিনের অভিজ্ঞ আস্থাশীল ও পূর্ণ গোপনীয়তা রক্ষাকারী প্রতিষ্ঠান।
-------------******-------------------------
কেন Right Life Partner তে পাত্র-পাত্রী খুঁজবেনঃ
Right Life Partner (রাইট লাইফ পার্টনার) এটি একটি বিশ্বব্যাপী আধুনিক সেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের সন্ধানে রয়েছে ৬৫ টির ও বেশি প্রফেশনের দেশে কিংবা বিদেশে শিক্ষিত, ডিভোর্সী, বিধবা ও অবিবাহত সুন্দর/সুন্দরী ভদ্র-মার্জিত প্রতিষ্ঠিত এবং সম্ভ্রান্ত পরিবারের যোগ্য পাত্র - পাত্রীর সন্ধান।
Right Life Partner এ থাকা অসংখ্য প্রোফাইল দেখে,শুনে, খুঁজে নিন আপনার পছন্দের মানুষটিকে। এতে যেমন আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা হবে,সময়ের অপচয় হবে না, তেমনি খরচও থাকবে আপনার হাতের নাগালে।
Right Life Partner এর বৈশিষ্ট্যঃ
1. আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার (অনলাইন ও অফলাইন) এর সহায়তায় বিশ্বব্যাপী পাত্র-পাত্রীর মাঝে যোগাযোগ স্থাপন করা।
2. আমাদের রয়েছে Social Media এর ব্যবহার।
3. আমাদের রয়েছে অভিজ্ঞ ম্যাচ মেকার।
4. আফিসেই প্রাথমিক সাক্ষাতের সু-ব্যবস্থা।
5. প্রয়োজনে হোম সার্ভিস।
6. আপনার প্রোফাইলের তথ্যের ১০০% গোপনীয়তা রক্ষা করা।
7. প্রত্যেক পাত্র-পাত্রী একটি পাবলিক প্রোফাইল ও একটি প্রাইভেট প্রোফাইল রাখা হয়।
8. প্রাইভেট প্রোফাইলে পাত্র-পাত্রীর পছন্দ অনুযায়ী সবরকমের তথ্য যেমনঃ ছবি, নাম, বয়স, মাসিক আয় ইত্যাদি গোপন রাখা হয়।
9. কেউ প্রাইভেট প্রোফাইলের কোন তথ্য জানতে চাইলে অবশ্যই অপর পক্ষের অনুমতি নিতে হবে।
10. প্রোফাইলের তথ্য সঠিক কিনা তা নিয়মতান্ত্রিকভাবে যাচাই বাছাই করার পর প্রোফাইলটি গ্রহন করা হয়।
আর এজন্যই Right Life Partner আছে সবসময় আপনার পাশে সর্বাত্মক সহযোগিতায়।
-------------******-------------------------
Right Life Partner এর একজন কাষ্টমার সাপোর্ট এক্সিকিউটিভ আপনার প্রদত্ত তথ্যগুলো ফোনে রিভিউ করে ৩-১০ দিনের জন্য Right Life Partner এর ফ্রী ট্রায়াল মেম্বারশীপ দিবে ও Right Life Partner এর সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা দিবে। ৩-১০ দিনের ফ্রী ট্রায়াল মেম্বারশীপে আপনি Right Life Partner এর তথ্য ভাণ্ডারের সবগুলো জীবনবৃত্তান্ত দেখে পছন্দের প্রোফাইল গুলোকে বাছাই করে পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করে যথাযথ সিদ্ধান্তে পৌছাতে সক্ষম হবেন।
আমাদের সার্ভিস পেতে আপনাকে আমাদের সদস্য হতে হবে, যাহা বিয়ে না হওয়া পর্যন্ত ভেলিড থাকবে।
সদস্য হওয়ার নিয়মাবলীঃ
১. সত্য ও সঠিক তথ্য প্রদান করতে হবে।
২. সদস্য ফী আলোচনা সাপেক্ষে।
৩. সদ্য তোলা এক কপি (4R Size) সুন্দর ও মার্জিত ছবি।
৪. এক কপি বিবাহ এর তথ্য সম্বলিত বায়োডাটা।
-------------******-------------------------
যেকোনো সহযোগিতার জন্য Right Life Partner এর কাস্টমার কেয়ার প্রতিনিধী রয়েছে সদাপ্রস্তুত।
পরবর্তীতে যে কোনো চমকপ্রদক আপডেট পাওয়ার জন্য ও আমাদের সহজে খুঁজে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এবং বিভিন্ন পোস্টে লাইক, কমন্টে,শোয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ।
---------------------------------------
পছন্দের পাত্র-পাত্রী খুঁজে পেতে এবং বিয়ে সংক্রান্ত যেকোন প্রয়োজনে বিস্তারিত জানতে আমাদের কল করুনঃ
(Direct / Imo / WhatSapp )
+8801886055127
E-mail : service@rightlifepartner.com
-------------******-------------------------
Our Office Address:
Right Life Partner (রাইট লাইফ পার্টনার)
* ** সরাসরি আমাদের অফিস ভিজিট করুনঃ-
Office Location: House: 1/B/1, (3rd floor), Road:1, Shyamoli, Dhaka-1207, Dhaka Division, Bangladesh.
অফিস সময়সূচীঃ সকাল ১০টা হতে বিকাল ৬টা।
সাপ্তাহিক বন্ধ - শুক্রবার।

অভিনন্দন বাঘিনীরা🥰🥰❤️❤️তোমাদের দমিয়ে রাখা সাধ্য কার.!!বিজয়ের এই যাত্রা অব্যহত থাকুক চিরকাল,অনেক অনেক শুভকামনা রইলে ।
20/09/2022

অভিনন্দন বাঘিনীরা🥰🥰❤️❤️
তোমাদের দমিয়ে রাখা সাধ্য কার.!!
বিজয়ের এই যাত্রা অব্যহত থাকুক চিরকাল,
অনেক অনেক শুভকামনা রইলে ।

সেলুট জানাই এমন সাহসীকতার ,এভাবে এগিয়ে যেতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে  কঠোর থেকে কঠরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
15/09/2022

সেলুট জানাই এমন সাহসীকতার ,এভাবে এগিয়ে যেতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে কঠোর থেকে কঠরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

"Happy marriages are based on a deep friendship. By this I mean a mutual respect for and enjoyment of each other’s compa...
15/09/2022

"Happy marriages are based on a deep friendship. By this I mean a mutual respect for and enjoyment of each other’s company."

বিয়ের সকল ভাবনা হয়ে যাবে কম,পাশে আছে "রাইট লাইফ পার্টনার ডটকম"
12/09/2022

বিয়ের সকল ভাবনা হয়ে যাবে কম,
পাশে আছে "রাইট লাইফ পার্টনার ডটকম"

How To Choose The Right Life PartnerClick Here : https://rightlifepartner.com/                         ❤️        ❤️👫  ❤️...
12/09/2022

How To Choose The Right Life Partner
Click Here : https://rightlifepartner.com/
❤️ ❤️👫 ❤️ ❤️💑 ❤️ 👫 ❤️ 👫

বর্তমানে তালাকের হার যেভাবে বাড়ছে, তাতে করে বিয়ে কতটা সফলতা পাচ্ছে সেটাই এখন গবেষণার বিষয়। এ কারণে অনেকে মনে করেন বিয়ের ...
08/09/2022

বর্তমানে তালাকের হার যেভাবে বাড়ছে, তাতে করে বিয়ে কতটা সফলতা পাচ্ছে সেটাই এখন গবেষণার বিষয়। এ কারণে অনেকে মনে করেন বিয়ের আগে যদি অন্তত ২ বছর সম্পর্ক ঝালাই করে নেওয়া যায় তবে সুখী ও দীর্ঘ দাম্পত্য জীবনের নিশ্চয়তা পাওয়া যেতে পারে।

মজার ব্যাপার হচ্ছে, প্রেমে পড়লে মস্তিষ্কের যে অংশটি সিদ্ধান্তগ্রহণ ও পরিকল্পনা করার মত যৌক্তিক বিষয় নিয়ে কাজ করে, তা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ সময়টাতে প্রিয়জন সম্পর্কে অনুভূতিগুলোর যৌক্তিক ব্যাখ্যা করা যায় না। ফলে তার মাঝে অসঙ্গতি থাকলেও তা চোখে পড়ে না। তাই বিয়ের আগে প্রেমটা যদি বেশ কিছু দিন চালিয়ে নেওয়া যায় তাহলে মানুষটি সঠিক সঙ্গী-সঙ্গিনী কিনা তা বুঝতে অনেক বেশি সুবিধা হয়।

বাস্তবিক জীবনে সঙ্গী-সঙ্গিনীর সম্পর্কে ভালো ধারণা সৃষ্টির জন্যে যথেষ্ট সময় ব্যয় করা উচিত। সেজন্যেই বিয়ের আগে অন্তত ২ বছর সম্পর্ক থাকলে একে অপর সম্পর্কে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সেই সঙ্গে নিজেকে সামলে নেওয়ার প্রক্রিয়াটিও রপ্ত হয়ে উঠবে।

ফিশার বলেন, তাই প্রেম করার অন্তত ২ বছর সময় দেওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি সঠিক মানুষটি খুঁজে পেয়েছেন এবং তাকে বিয়ে করা যেতে পারে, তখন আপনি নিশ্চিন্তে দাম্পত্য জীবন শুরু করতে পারেন।

প্রশ্ন : কোনো মেয়ে যদি বিয়ে না করে একাকী জীবন কাটাতে চায় , ইসলামে কী সেটি জায়েজ আছে ? আমাদের কোনো সাহাবি কি এভাবে অবিবাহ...
05/09/2022

প্রশ্ন : কোনো মেয়ে যদি বিয়ে না করে একাকী জীবন কাটাতে চায় , ইসলামে কী সেটি জায়েজ আছে ? আমাদের কোনো সাহাবি কি এভাবে অবিবাহিত থেকেছেন ?

উওর : একাকী জীবনযাপন করা হারাম বা নিষিদ্ধ নয় । বিয়ে না করাটাও নিষিদ্ধ নয়। কিন্তু সেটা নির্ভর করছে ব্যক্তির অবস্থার ওপর । যেমন -বিয়ে যদি তাঁর জন্য অপরিহার্য হয়ে যায় ,অথচ সে বিয়ে না করে , তাহলে সে গুনাহগার হবে , এটি হারাম কাজ হবে ।

কিন্তু যদি দেখেন যে , শারীরিক কারণে খুব বেশি প্রয়োজন মনে করছেন না , তাহলে সে বিয়ে না করলেও সেটি নিষিদ্ধ কাজ নয় । অর্থাৎ এটি পরিস্থিতি এবং ব্যক্তির অবস্থার ওপর নির্ভর করছে ।

তবে যদি কারো আশঙ্কা থাকে হারাম কাজে লিপ্ত হওয়ার ,তাহলে বিয়ে করা তাঁর জন্য ওয়াজিব। এ অবস্থায় যদি তিনি বিয়ে না করে থাকেন , তাহলে তিনি গুনাহগার হবেন । এতে কোনো সন্দেহ নেই ।

আপনি জানেন কি, বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে সফিস্টিকেটেড ও সাকসেসফুল ম্যাট্রিমোনিয়াল সাইট কোনটি?  নিঃসন্দেহে রাইট লাইফ ...
28/08/2022

আপনি জানেন কি, বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে সফিস্টিকেটেড ও সাকসেসফুল ম্যাট্রিমোনিয়াল সাইট কোনটি?

নিঃসন্দেহে রাইট লাইফ পার্টনার (Right Life Partner)!

কেননা, সমাজের সকল স্তরের মানুষের কথা মাথায় রেখে ও সুদীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ম্যাট্রিমোনিয়াল প্যাকেজগুলোকে সাজাই। যেন ধর্ম – বর্ণ নির্বিশেষে সকলে আমাদের সেবা গ্রহণ করতে পারেন।

যারা সরকারি চাকরিজীবীদের বিয়ের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকেন, তাদের জন্য যেমন আমাদের কাছে হাজার হাজার সমৃদ্ধ প্রোফাইল রয়েছে, তেমনি -এস্টাবলিশড, হাইলি এডুকেটেড ও সফিস্টিকেটেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ক্লায়েন্টদের জন্য রয়েছে ইন্ডাসট্রিয়ালিস্ট, পিএইচডি হোল্ডার, সচিব, উপসচিব, এভিয়েশন ইঞ্জিনিয়ার, হায়ার র্যাংকিং আর্মি ও নেভি অফিসারদের হাজারো প্রোফাইল। আমরা বহু বছর ধরে সাফল্যের সাথে রানিং এমপি, মন্ত্রী ও সিনিয়র গর্ভমেন্ট অফিসারদের ছেলে মেয়েদের বিয়ে এরেঞ্জ করে আসছি।

তাইতো, প্রতিমাসেই অন্তত ৫ থেকে ১০ টি বিয়ে আমরা এরেঞ্জ করি! যা আমাদের এই ফিল্ডে সর্বাধিক!

শুধু দেশেই নয়, আমরা প্রবাসী বাঙালীদের ও সেবা প্রদান করে থাকি। সুদীর্ঘ পাঁচ বছরের সফলতার অভিজ্ঞতা, ও পৃথিবীর ২৫+ টিরও অধিক দেশে ৩২+ হাজারেরও বেশি প্রোফাইল নিয়ে আমরা আছি আপনার অপেক্ষায় – অনলাইন, অফলাইন, উভয় মাধ্যমে। তাই আপনি নিজের পছন্দের পারফেক্ট ম্যাচ খুঁজে পেতে নিশ্চিন্তে রাইট লাইফ পার্টনারের (Right Life Partner) সহায়তা নিন, আজই।

যেকোন প্রয়োজনে কল করুন আমাদের হটলাইনে, বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে।

Our Office Address:
Right Life Partner (রাইট লাইফ পার্টনার)
আমাদের কল করুনঃ (Direct / Imo / WhatSapp )
Phone No: +8801886055127
E-mail : service@rightlifepartner.com

* ** সরাসরি আমাদের অফিস ভিজিট করুনঃ-
Office Location: House: 1/B/1, (3rd floor), Road:1, Shyamoli, Dhaka-1207, Dhaka Division, Bangladesh.
অফিস সময়সূচীঃ সকাল ১০টা হতে বিকাল ৬টা।
সাপ্তাহিক বন্ধ - শুক্রবার।

কেমনে সম্ভব??লোন দেওয়ার সময় এসব ব্যাংক কর্মকর্তারা কত যাচাই-বাছাই করে। আর নিজের ইজ্জত, মান সম্মান দিবার সময় একটুও যাচ...
27/08/2022

কেমনে সম্ভব??
লোন দেওয়ার সময় এসব ব্যাংক কর্মকর্তারা কত যাচাই-বাছাই করে। আর নিজের ইজ্জত, মান সম্মান দিবার সময় একটুও যাচাই-বাছাই করল না!!
কেনো দা : Why??? 😭😢😥

যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে তার জন্য ১০টি দিক নির্দেশনা▬▬▬▬◢◯◣▬▬▬▬প্রশ্ন: স্বামী বিদেশে থাকা অবস্থায় স্ত্রী যদি জিনায় ...
21/08/2022

যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে তার জন্য ১০টি দিক নির্দেশনা
▬▬▬▬◢◯◣▬▬▬▬
প্রশ্ন: স্বামী বিদেশে থাকা অবস্থায় স্ত্রী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি কী? এ ক্ষেত্রে সে কিভাবে জিনা-ব্যাভিচার ও পাপাচার থেকে নিজেকে রক্ষা করবে?
উত্তর:
ইসলামের দৃষ্টিতে পরকীয়া ও জিনা-ব্যভিচার অত্যন্ত জঘন্য কবিরা গুনাহ, দণ্ডনীয় অপরাধ এবং ঘৃণিত কাজ। ইসলামের যত প্রকার শাস্তি আছে, জিনার শাস্তি সবচেয়ে কঠিন।
আর তা হল, বিবাহিত ব্যক্তি জিনায় লিপ্ত হলে আদালতের মধ্যে যথোপযুক্ত সাক্ষ্য-প্রমাণ বা স্বীকারোক্তি সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে জিনাকারিকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা আর অবিবাহিত হলে একশত বেত্রাঘাত ও এক বছর দেশান্তর (বর্তমানে জেল)।
সুতরাং স্বামী দেশে থাকুক বা বিদেশে থাকুক স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে সে গুনাহগার হওয়ার পাশাপাশি শাস্তিযোগ্য অপরাধে অপরাধী বলে গণ্য হবে। প্রবাসী পুরুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
❐ স্বামী বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর প্রতি ১০টি দিকনির্দেশনা:
স্বামী বিদেশে থাকা অবস্থায় শরিয়হ দৃষ্টিকোণ থেকে স্ত্রীর করণীয় সংক্রান্ত ১০টি দিকনির্দেশনা তুলে ধরা হল:
✪ ১) স্ত্রী যদি প্রবল আশঙ্কা করে যে, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না বা জিনা-ব্যভিচার ও পাপাচারে জড়িয়ে পড়বে তাহলে শরিয়তের দৃষ্টিতে স্বামীর কাছে তার এ দাবী করার অধিকার আছে যে, হয় সে তাকে সাথে করে বিদেশে নিবে অথবা তাকে রেখেে একাকী বিদেশ সফর থেকে বিরত থাকবে। কারণ বিয়ের অন্যতম উদ্দেশ্য হল, নিজের ইজ্জত-সম্ভ্রম হেফাজত করা এবং গুনাহ থেকে আত্মরক্ষা করা।
✪ ২) স্বামী যদি স্ত্রীর দাবী বা নিষেধ উপেক্ষা করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিদেশ গমন করে তাহলে স্ত্রীর জন্য ‘খোলা তালাক’ নেয়া জায়েজ আছে। কেননা এতে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং ঈমান ও চরিত্র ক্ষতিগ্রস্ত হয়।
✪ ৩) তা যদি সম্ভব না হয় তাহলে ধৈর্য ধারণ করবে, নিয়মিত নফল রোজা রাখবে এবং নিজেকে ইবাদত বন্দেগি, কুরআন তিলাওয়াত, জ্ঞানার্জন, সাংসারিক ও অন্যান্য উপকারী কাজকর্মে ব্যস্ত রাখবে।
✪ ৪) স্বামীর সাথে ফোন, ইন্টারনেটে ইত্যাদির মাধ্যমে যথাসম্ভব নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।
✪ ৫) নাটক, সিনেমা, গানবাজনা, অশ্লীলতা ও অসৎসঙ্গ থেকে দূরে থাকবে। কারণ এগুলো মানুষের মনে কু প্রবৃত্তি ও কামনা-বাসনার আগুন প্রজ্বলিত করে দেয়।
✪ ৬) চারিত্রিক নির্মলতা ও মানসিক পবিত্রতা রক্ষায় কোনও পরপুরুষ ও নন মাহরাম ব্যক্তিকে-বিশেষ করে স্বামীর বা নিজের নিকটাত্মীয় নন মাহরাম পুরুষ যেমন: দেবর, ভাসুর, চাচাতো, ফুফাতো, মামাতো খালাতো ভাই, দুলাভাই, ভগ্নীপতি, বিয়াই ইত্যাদি ব্যক্তিকে তার ঘরে প্রবেশের সুযোগ দিবে না এবং তাদের সাথে নির্জনে দেখা-সাক্ষাত করবে না।
তাদের সাথে কথা বলার প্রয়োজন হলে, পর্দার আড়াল থেকে কথা বলবে এবং এ ক্ষেত্রে কোমল কণ্ঠ পরিহার করবে।
✪ ৭) নন মাহরাম পুরুষদের সাথে হাসি, দুষ্টামি, স্পর্শ এবং নিষ্প্রয়োজনীয় দৃষ্টিপাত, কথাবার্তা, ফোনালাপ, মেসেজিং, ভিডিও চ্যাটিং ইত্যাদি থেকে দূরে থাকবে। কারণ শয়তান এই সুযোগে দুজনের মাঝে ফিতনার বীজ বপন করে।
✪ ৮) শয়তানের কুমন্ত্রণা ও কু প্রবৃত্তির তাড়না থেকে বাঁচার স্বার্থে যে স্ত্রীর স্বামী প্রবাসে থাকে (প্রােষিতভর্তৃকা) তার একাকী বসবাস না করাই ভালো।
তাই সন্তানদের সাথে রাখার চেষ্টা করতে হবে। সন্তান না থাকলে সম্ভব হলে মা, বোন, ভাতিজী, ভাগ্নি, ননদ, শাশুড়ি ইত্যাদি কোনও নিকটাত্মীয় মহিলা সাথে থাকা উত্তম।
✪ ৯) একান্ত প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার হলে, পূর্ণ পর্দা রক্ষা করবে। এ ক্ষেত্রে অবশ্যই সুগন্ধি ব্যবহার ও সাজসজ্জা প্রদর্শনী থেকে দুরে থাকবে।
✪ ১০) সর্বোপরি আল্লাহর ভয় এবং জাহান্নামের শাস্তির কথা অন্তরে জাগ্রত রেখে ফিতনা থেকে দূরে থেকে সৎ ভাবে জীবন যাপন করবে।
আল্লাহ তাআলা প্রতিটি পুরুষ ও নারীকে পাপাচার থেকে রক্ষা করুন। আমিন।
▬▬▬▬◢◯◣▬▬▬▬

20/08/2022

.>>>আমাদের... আজকের সমাজের একটি দু:খজনক বাস্তবতা হলো আমরা বিবাহকে নানাবিধ অহেতুক খরচের বেড়াজালে বন্দী করে তাকে একটি বিভীষিকাময় কর্মযজ্ঞে পরিণত করেছে।

এখন বিয়ের নাম নিতে গেলেই আগে লাখ লাখ টাকার বান্ডিল হাতে রাখতে হবে। যার কারণে লক্ষ লক্ষ যুবক আজ বিবাহের নাম নিতেও ভয় পায়। এভাবে অনৈসলামিক আর অপসাংস্কৃতিক কালচার আমাদের যুব সমাজকে বিবাহের ব্যাপারে নিরুৎসাহিত করছে।

ইসলাম যেখানে বালেগ হওয়া এবং নুন্যতম আর্থিক সঙ্গতি থাকলে বিবাহের অনুমতি দিয়েছে সেখানে আমাদের সমাজ এখন বিবাহের ক্ষেত্রে মেয়েদের জন্য ২০ বছর এবং ছেলেদের জন্য ক্যারিয়ার গঠন নামক শর্তের বেড়াজালে ৩০/৩৫ বছরের অলিখিত শর্তারোপ করে রেখেছে।

>>>অথচ এর বহু আগেই ছেলে মেয়ে বালেগ ও প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। আমাদের বর্তমান সমাজে একটি তরুণ-তরুণীর সামনে অন্যায়-অশ্লীলতায় লিপ্ত হওয়ার সকল উপায়-উপকরণ খুবই সহজলভ্য। কিন্তু বিবাহ দুরূহ। যার কারণে যিনা-ব্যভিচারের বিস্তৃতি ঘটছে। পাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমাদের রাষ্ট্র ও বহুজাতিক কোম্পানী গুলো অব্যাহত প্রচেষ্টায় এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, যেখানে যুবক-যুবতীদের বিবাহ বহির্ভুত প্রেম-ভালোবাসা আর যিনা-ব্যভিচার খুব সহজ একটা বিষয় হয়ে গেছে। কিন্তু ধর্ম ও সমাজ স্বীকৃত বৈধ বিবাহকে দেয়া হয়েছে নির্বাসন। তাই দিন যত যাচ্ছে, যিনা-ব্যাভিচার, ইভটিজিং ও নারী নির্যাতন ততই বেড়ে চলছে।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিবাহকে সহজ ও সাবলীল করার বিকল্প নেই।

🤲আজ শুক্রবার😍সপ্তাহের সকল দিনের শ্রেষ্ঠ দিন💖সবাইকে পবিত্র জুম্মা মোবারক🕋                                                ...
12/08/2022

🤲আজ শুক্রবার😍
সপ্তাহের সকল দিনের শ্রেষ্ঠ দিন💖
সবাইকে পবিত্র জুম্মা মোবারক🕋


অভিনন্দন  চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ।পুত্রসন্তানের মা–বাবা হলেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ...
11/08/2022

অভিনন্দন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ।
পুত্রসন্তানের মা–বাবা হলেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা শরীফুল রাজ। তিনি জানান, মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন।

Address

House: 1/B/1, (3rd Floor), Road:1, Shyamoli
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801886055127

Alerts

Be the first to know and let us send you an email when Rightlifepartner.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rightlifepartner.com:

Share