
24/01/2021
পুরুষ ও মহিলাদের যৌন দূর্বলতা ও চিকিৎসা
পুরুষের যৌন অক্ষমতা বা দুর্বলতার বিষয়টিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে-
# ইরেকটাইল ডিসফাংসন : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
# পেনিট্রেশন ফেইলিউর : লিঙ্গ যোনিতে প্রবেশের মত পর্যাপ্ত উথিত না হওয়া
# প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন, তথা স্থায়িত্বের অভাব।
কারণ :ডায়াবেটিস, লিঙ্গে জন্মগত কোন ত্রুটি, সেক্স হরমোনের ভারসাম্যহীনতা, গনোরিয়া বা সিফিলিসের মত যৌনরোগ ইত্যাদি। প্রাকৃতিক শারিরীক সমস্যা ছাড়াও প্রচণ্ড কাজের চাপ, মানসিক অশান্তি, কম বিশ্রাম ও ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি অনেক কারণই আছে ক্রমশ যৌন সক্ষমতা হারিয়ে ফেলার পিছনে। অতিরিক্ত মাস্টারবেট বা হস্তমৈথুন করা, যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া। এছাড়া বয়স জনিত অসুস্থতা, সঙ্গিনীর সঙ্গে বয়সের পার্থক্য বা সঙ্গিনীকে পছন্দ না করা,, পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাব, ত্রুটিপূর্ণ যৌনাসনও অক্ষমতা বা দুর্বলতার জন্য দায়ী হতে পারে।
পুরুষদের মতো মহিলারাও যৌন অক্ষমতায় ভোগেন। ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যর্থতা প্রকাশ পায় তাঁদের। লজ্জার কারণে কারোর সঙ্গে আলোচনাও করতে পারেন না। দেশ-বিদেশের সমীক্ষা বলছে, ৪৩ শতাংশ মহিলাই যৌন অক্ষমতার শিকার। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।
যৌন অক্ষমতার কারণ
১. শারীরির সমস্যা – ডায়াবিটিজ়, হৃদরোগ, স্নায়ুরোগ, হরমোনের তারতম্য, মেনোপজ়, মদ্যপান ও ড্রাগে আসক্তি থাকলে অক্ষমতা আসতে পারে।
২. মানসিক সমস্যা – কর্মক্ষেত্রের চাপ, উদ্বেগ, বৈবাহিক জীবনে সমস্যা, হতাশা, পাপবোধ ও অতীতে যৌনতা সংক্রান্ত কোনও দুর্ঘটনা কারণ হতে পারে।
কীভাবে প্রভাব ফেলে
১. মিলনেচ্ছা হারিয়ে যায়।
২. একঘেয়ে লাগা শুরু হয়।
৩. উত্তেজনা কমে যেতে পারে।
৪. মিলনে তৃপ্তি নাও আসতে পারে।
৫. যন্ত্রণা হতে পারে। এটি হওয়ার অবশ্য আরও অনেক কারণ আছে। যেমন – এন্ডোমেট্রিওসিস, জরায়ুতে সিস্ট, শুষ্কতা ও যৌন সংক্রমণ।
প্রতিকার : একজন অভিজ্ঞ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এর পরামর্শে প্রয়োজনীয় পরিক্ষা নিরীক্ষা করে ঔষধ সেবন করতে হবে।
কখনোই নিজে নিজে বা চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এর পরামর্শ ছাড়া অন্য কারো কথায় ঔষধ খাওয়া ঠিক হবেনা।
যোগাযোগ
ডাঃ মোঃ নাসির উদ্দিন মোল্যা(বুলবুল)
এম বি বি এস (ডি,ইউ)
ডি ডি ভি ( চর্ম ও যৌন ,বিএসএমএমইউ) এক্স-পিজি হাসপাতাল
এম সি পি এস ( চর্ম ও যৌন)
এফ সি পি এস (চর্ম ও যৌন ,FP)
চর্ম,যৌন(সেক্স),এলার্জি ও চুল বিশেষজ্ঞ
এন এইচ এন , বাসাবো শাখা
বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন,বারডেম।
কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিভাগ
প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজে এন্ড হসপিটাল লিমিটেড
অনলাইন পরামর্শ নিতে
০১৭১১৯০০৫৬৯ (whatsapp)