Dr.Md.Nasiruddin Molla Bulbul's skin care

Dr.Md.Nasiruddin Molla Bulbul's skin care Consultant (Skin , hair, & s*x )
at National health network
BIRDEM ,BASABO branch
at PRO ACTIVE ME

Permanently closed.
পুরুষ ও মহিলাদের যৌন দূর্বলতা ও চিকিৎসাপুরুষের যৌন অক্ষমতা বা দুর্বলতার বিষয়টিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে- # ...
24/01/2021

পুরুষ ও মহিলাদের যৌন দূর্বলতা ও চিকিৎসা

পুরুষের যৌন অক্ষমতা বা দুর্বলতার বিষয়টিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে-
# ইরেকটাইল ডিসফাংসন : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
# পেনিট্রেশন ফেইলিউর : লিঙ্গ যোনিতে প্রবেশের মত পর্যাপ্ত উথিত না হওয়া
# প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন, তথা স্থায়িত্বের অভাব।

কারণ :ডায়াবেটিস, লিঙ্গে জন্মগত কোন ত্রুটি, সেক্স হরমোনের ভারসাম্যহীনতা, গনোরিয়া বা সিফিলিসের মত যৌনরোগ ইত্যাদি। প্রাকৃতিক শারিরীক সমস্যা ছাড়াও প্রচণ্ড কাজের চাপ, মানসিক অশান্তি, কম বিশ্রাম ও ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি অনেক কারণই আছে ক্রমশ যৌন সক্ষমতা হারিয়ে ফেলার পিছনে। অতিরিক্ত মাস্টারবেট বা হস্তমৈথুন করা, যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া। এছাড়া বয়স জনিত অসুস্থতা, সঙ্গিনীর সঙ্গে বয়সের পার্থক্য বা সঙ্গিনীকে পছন্দ না করা,, পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাব, ত্রুটিপূর্ণ যৌনাসনও অক্ষমতা বা দুর্বলতার জন্য দায়ী হতে পারে।

পুরুষদের মতো মহিলারাও যৌন অক্ষমতায় ভোগেন। ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যর্থতা প্রকাশ পায় তাঁদের। লজ্জার কারণে কারোর সঙ্গে আলোচনাও করতে পারেন না। দেশ-বিদেশের সমীক্ষা বলছে, ৪৩ শতাংশ মহিলাই যৌন অক্ষমতার শিকার। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।

যৌন অক্ষমতার কারণ

১. শারীরির সমস্যা – ডায়াবিটিজ়, হৃদরোগ, স্নায়ুরোগ, হরমোনের তারতম্য, মেনোপজ়, মদ্যপান ও ড্রাগে আসক্তি থাকলে অক্ষমতা আসতে পারে।

২. মানসিক সমস্যা – কর্মক্ষেত্রের চাপ, উদ্বেগ, বৈবাহিক জীবনে সমস্যা, হতাশা, পাপবোধ ও অতীতে যৌনতা সংক্রান্ত কোনও দুর্ঘটনা কারণ হতে পারে।

কীভাবে প্রভাব ফেলে

১. মিলনেচ্ছা হারিয়ে যায়।

২. একঘেয়ে লাগা শুরু হয়।

৩. উত্তেজনা কমে যেতে পারে।

৪. মিলনে তৃপ্তি নাও আসতে পারে।

৫. যন্ত্রণা হতে পারে। এটি হওয়ার অবশ্য আরও অনেক কারণ আছে। যেমন – এন্ডোমেট্রিওসিস, জরায়ুতে সিস্ট, শুষ্কতা ও যৌন সংক্রমণ।

প্রতিকার : একজন অভিজ্ঞ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এর পরামর্শে প্রয়োজনীয় পরিক্ষা নিরীক্ষা করে ঔষধ সেবন করতে হবে।
কখনোই নিজে নিজে বা চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এর পরামর্শ ছাড়া অন্য কারো কথায় ঔষধ খাওয়া ঠিক হবেনা।

যোগাযোগ

ডাঃ মোঃ নাসির উদ্দিন মোল‍্যা(বুলবুল)
এম বি বি এস (ডি,ইউ)
ডি ডি ভি ( চর্ম ও যৌন ,বিএস‌এম‌এম‌ইউ) এক্স-পিজি হাসপাতাল
এম সি পি এস ( চর্ম ও যৌন)
এফ সি পি এস (চর্ম ও যৌন ,FP)
চর্ম,যৌন(সেক্স),এলার্জি ও চুল বিশেষজ্ঞ
এন এইচ এন , বাসাবো শাখা
বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন,বারডেম।
কনসালটেন্ট চর্ম ও যৌন রোগ বিভাগ
প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজে এন্ড হসপিটাল লিমিটেড

অনলাইন পরামর্শ নিতে
০১৭১১৯০০৫৬৯ (whatsapp)

আসলেই কি ফর্সাকারী প্রডাক্ট ত্বক ফর্সা ও সুন্দর করে?"চেম্বারে প্রায়ই কিছু রোগী আসে মুখে চুলকানি, গোটা, মেছতার মত কালো দা...
21/10/2020

আসলেই কি ফর্সাকারী প্রডাক্ট ত্বক ফর্সা ও সুন্দর করে?"

চেম্বারে প্রায়ই কিছু রোগী আসে মুখে চুলকানি, গোটা, মেছতার মত কালো দাগ নিয়ে। এদের মধ্যে বেশিরভাগই টিনএজ মেয়ে এবং বিভিন্ন বয়সের মহিলা। এরা সবাই এসে প্রায় এক‌ই প্রবলেমের কথা বলে, "স‍্যার মুখে এলার্জির জন্য গোটা উঠতেছে ,ত্বক বিভিন্ন জায়গায় কালো হয়ে যাচ্ছে এবংপ্রচুর চুলকায়"৷
আমি তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করি চুলকানি শুধু মুখেই না শরীরের অন‍্য জায়গায় ও আছে?
তাদের উত্তর থাকে ,'শুধু মুখেই অন‍্য কোথাও না।'
আমার তখন বুঝতে বাকী থাকেনা বিভিন্ন প্রকার ফেয়ারনেস ক্রিম,ফেয়ারনেস ফেস‌ওয়াশ,স্টেরয়েড মিশ্রিত হারবাল ডে এবং নাইট ক্রীম, বিশেষ ধরনের ফেসিয়াল ইত্যাদি এই সমস‍্যাগুলোর জন্য দ্বায়ী।
তাদের কসমেটিকস ব‍্যবহারের হিস্ট্রি নিলে তারা এগুলো ব‍্যবহারের কথাই বলে। তারা এগুলো ব‍্যবহার করে মূলত ফর্সা ও আরও সুন্দরী হ‌ওয়ার আশায়! কিন্তু আসলেই কি ফর্সাকারী প্রডাক্ট ত্বক ফর্সা ও সুন্দর করে?
উত্তর হলো, এগুলো ব‍্যবহারে সাময়িক ভাবে একটু ফর্সা হ‌ওয়া গেলেও ধীরধীরে তা ত্বকের অপূরণীয় ক্ষতি সাধিত করে।

আসলে ত্বকের রং নির্ভর করে ত্বকের ব‍্যাজাল স্তরে (Basal layer) থাকা মেলানোসাইট কোষের (melanocyte cell) ঘনত্ব এবং এদের দ্বারা উৎপাদিত মেলানিন এর রং এর উপর। এটা জন্ম থেকেই একেকজনের একেক ভাবে নির্ধারিত। তাই আমরা একেকজন একেক রংয়ের ত্বকের অধিকারী।

আবার ত্বকের মসৃণতা নির্ভর করে ত্বকের উপরের স্তরেথাকা সেরামাইড(Ceramide) নামক উপাদানের জন্য। সেরামাইডের কাজ হল পানি ধরে রেখে ত্বকের আদ্রতা বজায় রাখা । সেরামাইডের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল পরিবেশের বিভিন্ন বৈরিতা থেকে ত্বককে রক্ষা করা। বাজারের ফর্সাকারী প্রডাক্ট ব‍্যাবহারের ফলে সেরামাইডের ক্ষতি সাধিত হয়।ফলে মসৃণতা হারানো সহ ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে।
কারণ ত্বক তখন পরিবেশের বিভিন্ন বৈরিতার সাথে যুদ্ধ করার ক্ষমতা অনেকাংশে হারিয়ে ফেলে।
এরফলে ত্বকে চুলকানি, গোটা, কালচে ও সাদাটে ছোপ ইত্যাদি দেখা দেয়।
আরেকটা বিষয় ,
লিভিং কন্ডিশন(living condition) এর উপর ত্বকের রং অনেকটা নির্ভরশীল। ।
যে রহিম রিক্সা চালায়, সেই রহিম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করলে ত্বকের রংয়ের পরিবর্তন আসবে। এখানে রোদ ত্বকের ঔজ্জ্বল্য নষ্টের জন‍্য দ্বায়ী।
আর এক‌ই ঢাকা শহরের ঘিঞ্জি এলাকার মানুষের ত্বক এবং গূলশান বনানীর মানুষের ত্বকে অনেক পার্থক্য। আর কেউ যদি সুইজারল্যান্ড বা ঐ ধরনের কোন দেশে থাকতে যায়,তার ত্বকের ঔজ্জ্বল্য বাড়বেই। এই জন্য উন্নত পরিবেশ একটা ফ্যাক্টর।
তাই বলে রূপচর্চা থেকে বিরত থাকতে হবে তা কিন্তু না। কিছু মেখে বা করে ফর্সা হতেই হবে, এই মনোভাব পরিহার করা উচিত।
এরজন‍্য ভাল কোনো চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকের ধরন অনুযায়ী ফেস‌ওয়াশ , সানস্ক্রীন লোশন এবং ময়েশ্চারাইজার ব‍্যবহার করতে হবে। আর যারা আজেবাজে প্রডাক্ট ব‍্যবহার করে ইতিমধ্যে ত্বকের ক্ষতি করে ফেলেছেন ,তারা অতিস্বত্তর ভাল কোনো চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন।
আমার কথা হলো "whatever the colour is, spotless and glazy skin is the best skin."

ডাঃ মোঃ নাসির‌ উদ্দিন মোল্লা (বুলবুল)
এমবিবিএস, ডিডিভি(চর্ম ‌ও যৌন)
এমসিপিএস ( চর্ম ও যৌন)

চর্ম , যৌন ও চুল বিশেষজ্ঞ
ইসলামী ব‍্যাংক হাসপাতাল মুগদা
ঢাকা
মোবাইল : 01711900569

Address

Dhaka
1214

Telephone

+8801711900569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Nasiruddin Molla Bulbul's skin care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md.Nasiruddin Molla Bulbul's skin care:

Share

Category