20/10/2024
ডায়াবেটিস জনিত পায়ের ঘা সারাতে যুগান্তকারী চিকিৎসা পি আর পি থেরাপি:
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে যতগুলো জটিলতা সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম পায়ের ক্ষত বা ঘা। পায়ে রক্ত প্রবাহের স্বল্পতা এবং পায়ের অনুভূতি নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্ষত সৃষ্টি হলেও রোগী বুঝতেই পারেন না বা বুঝতে অনেক দেরি করে ফেলেন। এরপর শুরু হয় চিকিৎসা। ড্রেসিং চলতে থাকে মাসের পর মাস। এতে করে সফলতার মুখ দেখেন খুব অল্প সংখ্যক রোগীই। এটাই বাস্তবতা। পিআরপি থেরাপি এক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তণ এনেছে। মাত্র কয়েক সেশনে ঘা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং রোগী অঙ্গহানি থেকে মুক্তি পায়। যে চিকিৎসক এ ব্যাপারে অভিজ্ঞতা নাই বা কম তাদের বোঝানো অনেক মুশকিল।
আমাদের সেন্টারে প্রতিদিনই ১ এর অধিক ডায়াবেটিস জনিত পায়ের ঘায়ে পিআরপি দিয়ে থাকি। কিন্তু ফেসবুক রেস্ট্রিকশনের কারণে সে সমস্ত ঘায়ের ছবি আপলোড করা সম্ভব হয় না।
তাই আমার পরামর্শ হলো যারা অনেকদিন থেকে কষ্ট পাচ্ছেন বা বাসা বাড়িতে এ ধরনের রোগী হ্যান্ডেল করছেন তারা অন্তত একটাবার আমার পিআরপি সেন্টারে আসুন। রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পিআরপি তৈরি করে চিকিৎসা নিন। ইনশাআল্লাহ কয়েক সেশনের পর আপনি হাসবেন হেটে বাড়ি যাবেন ইনশাআল্লাহ এবং দোয়া করবেন।