
11/07/2023
🎯 ফাইব্রয়েড এর সাথে গর্ভধারণের ঝুঁকি!
🤰 অনেকেই মনে করেন ফাইব্রয়েড হলে তা বন্ধ্যাত্বের কারন হবে। এ ধারণা সব সময় সবার ক্ষেত্রে প্রযোজ্য না-ও হতে পারে। কেননা ২৫ শতাংশ ফাইব্রয়েড টিউমার আজীবন কোনো সমস্যাই করে না।
📌 মোটামুটি বেশির ভাগ ক্ষেত্রে কমবেশি অতিরিক্ত রক্তক্ষরণ বা অনিয়মিত মাসিক বা তলপেট ভারী বোধ হওয়া ইত্যাদি উপসর্গ হয়।২৭ থেকে ৪০ শতাংশ ক্ষেত্রেই কেবল এটি বন্ধ্যাত্বের কারণ হয়ে উঠতে পারে, যদি নিচের ঘটনাগুলো ঘটে:
◼️ যাদের গর্ভধারণের পরিকল্পনা আছে এবং ফাইব্রয়েড আছে বলে সন্দেহ করছেন তাদের দ্রুত ডাক্তারকে জানানো উচিত। আর যাদের পরিবারে ফাইব্রয়েডের ইতিহাস আছে তাদের নিয়মিত চেকআপ করানো উচিত।
◼️ ফাইব্রয়েড খুব দ্রুত বাড়তে পারে তাই তা গর্ভধারণে বাঁধা সৃষ্টি করার পর্যায়ে যাওয়ার আগেই তার চিকিৎসা করানো দরকার। যাদের ফাইব্রয়েডের সমস্যা আছে তাদের সাধারনত দ্রুত কনসিভ করার পরামর্শ দেয়া হয়।
👩⚕️ প্রফেসর ডাক্তার সুরাইয়া সুলতানা ম্যাম দীর্ঘ ২৮ বছর যাবত অত্যন্ত আন্তরিকতা ও সফলতার সাথে নারীদের সকল জটিল রোগের সুচিকিৎসা দিয়ে আসছেন।
👉 এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 01766662050
অথবা, রোগীর নাম ও নাম্বার আমাদের পেইজে ইনবক্স করুন।
🏥 চেম্বার:
ল্যাবএইড ইউনিট ২, সেক্টর ১৩, হাউস ১৯, গরিব-ই-নেওয়াজ এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০