Piles Health Care

Piles Health Care our products 100% Organic & pure, so no side affect

এটা বাংলাদেশ বিসিএস সাইন্সল্যাবের পরিক্ষিত ১ মাত্র প্রডাক্ট এবং বিএসটিআইয়ের অনুমোদিত কোনো সাইড এফেক্ট নেই সম্পুর্ন ন্যাচারাল। যা আপনাকে দিবে স্থায়ী সমধান। ইনশাআল্লাহ ১০০% ভালো রেজাল্ট পাবেন। স্থায়ী রেজাল্ট এর জন্য ২মাস ব্যবহার করতে হবে।

 #আসসালামু আলাইকুম! পাই^লসের সমস্যা নিয়ে লজ্জা বা ভয় নয়,সমাধান নিন প্রাকৃতিক উপায়ে। ইনশাআল্লাহ স্থায়ী ভাবে সমাধান পেয়ে য...
17/06/2023

#আসসালামু আলাইকুম!
পাই^লসের সমস্যা নিয়ে লজ্জা বা ভয় নয়,সমাধান নিন প্রাকৃতিক উপায়ে। ইনশাআল্লাহ স্থায়ী ভাবে সমাধান পেয়ে যাবেন।
বিস্তারিত জানতে ইনবক্সে নক দিন।

 #লাউ আপনার শরীরের হরমোনের ঘাটতি দূর করে!
31/05/2023

#লাউ আপনার শরীরের হরমোনের ঘাটতি দূর করে!

 #পাইলস কে গুরুত্ব দিন নিজেকে সুস্থ রাখুন!
31/05/2023

#পাইলস কে গুরুত্ব দিন নিজেকে সুস্থ রাখুন!

 #পাইলস আপনার জীবন থেকে খেড়ে নিতে পারে আপনার মূল্যবান সময়!
31/05/2023

#পাইলস আপনার জীবন থেকে খেড়ে নিতে পারে আপনার মূল্যবান সময়!

ক্যাশ অন হোম ডেলিভারি সারা দেশঃপ্রিয় গ্রাহক সেবার মানকে আরো সহজলভ্য করতে আমরা এখন পন্য পৌঁছে দিচ্ছি সরাসরি আপনার দরজায় ত...
29/05/2023

ক্যাশ অন হোম ডেলিভারি সারা দেশঃ
প্রিয় গ্রাহক সেবার মানকে আরো সহজলভ্য করতে আমরা এখন পন্য পৌঁছে দিচ্ছি সরাসরি আপনার দরজায় তাও অগ্রিম পন্য পেমেন্ট ছাড়াই,রয়েছে আপনার বাসায় হোম ডেলিভারিতে পন্য হাতে পেয়ে পেমেন্ট করার সুযোগ....।।
দেশের প্রতিটি জেলা/উপজেলায় আমাদের এই হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে,আগে পেমেন্ট করা নিয়ে ভয়ের কিছু নেই।।।

সাইন্স ল্যাব অনুমোদিত প্রোডাক্ট। সাইন্স ল্যাব কি??  সাইন্সল্যাব এমন একটি প্রতিষ্ঠান, যারা কিনা সাপ্লিমেন্ট নিয়ে গবেষনা ক...
29/05/2023

সাইন্স ল্যাব অনুমোদিত প্রোডাক্ট। সাইন্স ল্যাব কি?? সাইন্সল্যাব এমন একটি প্রতিষ্ঠান, যারা কিনা সাপ্লিমেন্ট নিয়ে গবেষনা করে এবং সেটার যদি কোনো সাইড ইফেক্ট থাকে তাহলে সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করার নিষেদাজ্ঞা জারি করে,, আর যদি ঠিক ঠাক থাকে তাহলে সেটার অনুমোদন দেয়। আমাদের সব গুলো প্রোডাক্ট বাংলাদেশ সাইন্সল্যাব অনুমোদিত এবং পরীক্ষিত তাই আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন।

কেনো আমাদের থেকেই প্রোডাক্ট নিবেন??কারণ----- ➡️আমরা প্রোডাক্ট এর জন্য অগ্রীম কোনো পেমেন্ট  নেই না।➡️ আমাদের প্রোডাক্ট এর...
29/05/2023

কেনো আমাদের থেকেই প্রোডাক্ট নিবেন??
কারণ-----
➡️আমরা প্রোডাক্ট এর জন্য অগ্রীম কোনো পেমেন্ট নেই না।
➡️ আমাদের প্রোডাক্ট এর পেমেন্ট করার আগে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ আছে,অভিযোগ থাকলে সাথে সাথে ব্যাক করে দেওয়ার ও সুযোগ আছে।
➡️ প্রোডাক্ট ব্যাবহার করার পর যদি কোনো বেনিফিট না পান,, কিংবা আশানুরূপ বেনিফিট না পান,, তাহলে আমাদের রিটার্ন পলিসি মেইন্টেন করে নুন্যতম ২৫% প্রোডাক্ট অবশিষ্ট থাকা অবস্থায় প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন।
➡️ রিটার্ন প্রোডাক্ট এর জন্য পরবর্তী ৭ দিনের মধ্যে আপনাকে ৫০% টাকা ব্যাক দেওয়া হবে।
★ মোট কথা আমাদের প্রোডাক্ট নিয়ে হয় আপনি উপকৃত হবেন,অন্যথায় আপনার ম্যাক্সিমাম টাকা রিটার্ন পাবেন,, তাহলে এইবার বলুন, কেনো আমাদের থেকে না নিয়ে অন্যদের থেকে নিবেন??

নিয়মিত লাল শাক খেলে কী কী উপকার পাওয়া যায় তা দেখে নেয়া যাক : # লাল শাকের মূল দিয়ে দাঁত মেজে, লবণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলু...
28/05/2023

নিয়মিত লাল শাক খেলে কী কী উপকার পাওয়া যায় তা দেখে নেয়া যাক :

# লাল শাকের মূল দিয়ে দাঁত মেজে, লবণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এর ফলে দাঁতের মধ্যে থাকা হলুদ ভাব কেটে যায়। এছাড়াও দাঁতের অন্যান্য সমস্যাগুলিও আর হয় না।

# লাল শাকে ভিটামিন সি থাকায় চোখের রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে, যা দৃষ্টি শক্তির উন্নতিতে সাহায্য করে। যারা গ্লুকোমার সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন এই শাক খান।

# অস্বাভাবিক চুল পড়া বন্ধে খুব উপকারী লাল শাক। লাল শাক ভাল করে বেটে তার মধ্যে এক চামচ লবণ মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণটি খান। চুল পড়া কমে যাবে অনেকটাই।

# নিয়মিত লাল শাক খেলে কিডনির কার্যক্ষমতা বেড়ে যায়। এছাড়াও রক্ত পরিশুদ্ধ হয়ে।

# লাল শাক শরীরে রক্তের পরিমাণ বাড়ায়। তাই কেউ যদি অ্যানিমিয়ায় ভোগেন তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন লাল শাক।

পাইলস প্রতিরোধের উপায় : সঠিক ট্রিটমেন্ট করলে কোনও অপারেশন ও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাইলস বা অর্শ থেকে মুক্তি পেতে পা...
28/05/2023

পাইলস প্রতিরোধের উপায় : সঠিক ট্রিটমেন্ট করলে কোনও অপারেশন ও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাইলস বা অর্শ থেকে মুক্তি পেতে পারেন।
কিছু পদ্ধতি সঠিকভাবে মেনে চললে এই রোগ প্রতিরোধ হতে পারে -
ক) পায়ুপথের পরিচ্ছন্নতা বজায় রাখুন
খ) উষ্ণ গরম পানিতে দিনে কয়েকবার ভিজিয়ে নিন
গ) ফুলে গেলে বরফ দেয়া যায়
ঙ) চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত মলম ব্যবহার করুন পাইলস সারাতে ঘরোয়া চিকিৎসা
চ) প্রদাহ বা সংক্রমণের দ্রুত চিকিৎসা নিন
ছ) প্রতিদিন প্রচুর আঁশযুক্ত সবজি, ফলমূল ও খাবার গ্রহণ করবেন। গোশত, কম আঁশ ও বেশি চর্বিযুক্ত খাবার, কড়া মশলা, ফাস্টফুড ইত্যাদি পরিহার করুন।
জ) বেশি করে পানি পান করুন।
ঝ) কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করুন, মলত্যাগে কখনো বেশি চাপ প্রয়োগ করবেন না, আটকে রাখবেন না।
ঞ) ওজন নিয়ন্ত্রণ করুন। এছাড়া, নিয়মিত ব্যায়ামের ফলে কোষ্ঠকাঠিন্য কমে। তাই শরীরচর্চা করুন।

খাওয়া-দাওয়াই অনিয়মসহ তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে অত্যাধিক গ্যাস জমে পেট ফেঁপে বা ফুলে ওঠে। কার্বোহাইড্রেট জাতী...
28/05/2023

খাওয়া-দাওয়াই অনিয়মসহ তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে অত্যাধিক গ্যাস জমে পেট ফেঁপে বা ফুলে ওঠে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হলে এবং হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয় যার কারণেই পেট ফেঁপে থাকে।
এর থেকে পরিত্রাণ পেতে হলে যা যা করবেন।
>> পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পানি দ্রুত খাবারকে হজম করতে সাহায্য করে। বিশেষ করে যারা হজমজনিত সমস্যায় ভুগছেন; তাদের উচিত পচুর পানি পান করা।

>> পেটে ফোলাভাব ও অস্বস্তি হলে কখনো শুয়ে থাকবেন না। বরং কয়েক ঘণ্টা বসে, দাঁড়িয়ে বা হাঁটাহাঁটির মধ্যে থাকুন। শুয়ে থাকলে পেটের অস্বস্তি আরও বাড়বে।

Advertisement

>> হালকা গরম পানি দিয়ে গোসল করুন। দেখবেন ভালো লাগবে। এ ছাড়াও হিটিং ব্যাগের সাহায্যে পেটে তাপ প্রয়োগ করুন অন্তত ২০ মিনিটের জন্য।

>> কিছু গবেষণায় দেখা গেছে, এক চিমটি বেকিং সোডা ও লেবুর রস এ গ্লাস পানিতে মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থেকে দ্রুত মেলে। এই মিশ্রণ কার্বনিক অ্যাসিড উত্পাদন করে, যা গ্যাস এবং বদহজম হ্রাস করতে সাহায্য করতে পারে। সেইসঙ্গে এটি লিভারের ক্ষরণ এবং অন্ত্রের গতিশীলতাও উন্নত করতে পারে।

>> হজমের সমস্যার দ্রুত সমাধানে আছে আদায়। আর বদহজম দূর হয়ে গেলে আপনাআপনিই পেটে ফাঁপার সমস্যা কমে যায়। প্রতিদিন খাবার পর এক টুকরা আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সম্যসা করবে না।

>> পেট ফাঁপলে আদা কুচি করে সামান্য লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন অথবা আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। এছাড়াও আদা চা তৈরি করে পান করুন সকাল বিকাল। এতে করে পেট ফাঁপা অনেকটা উপশম হয়ে যাবে।

পাইলসের সমস্যা ঠিক করতে চিকিৎসকের দ্বারা প্রস্তুত খাদ্যতালিকা অনুযায়ী চলতে হবে,নীচে কিছু খাদ্য-র নাম আছে যা পাইলসের সমস্...
28/05/2023

পাইলসের সমস্যা ঠিক করতে চিকিৎসকের দ্বারা প্রস্তুত খাদ্যতালিকা অনুযায়ী চলতে হবে,নীচে কিছু খাদ্য-র নাম আছে যা পাইলসের সমস্যা দূর করবে--

গোটা শস্য-
যারা পাইলসের রোগে ভুগছেন তাদের গোটা-শস্য জাতীয় খাদ্য তালিকা মেনে চলতে হয়| যেমন-বদামী চাল, ওটমিল, চালের পাস্তা। এই ধরনের তন্তুজ খাদ্য মলকে নরম করে, এবং ব্যথা কমাতে সাহায্য করে।

সবুজ পাতার সবজি-
সবুজ পাতার সবজিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি,যা আমাদের হজমে সাহায্য করে| হজম ক্ষমতাক্ষমতাশালী করার জন্য পাইলসের চিকিৎসা করা খুব গুরুত্বপূর্ণ। ব্রোকলি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, শসা, টমেটো এই সব সবুজ সবজি পাইলসের রোগীরা খেতে পারেন।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Piles Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Piles Health Care:

Share