16/01/2021
মধুতে চলছে বিশেষ অফার খুচরা ও পাইকারি চাইলে নিতে পারেন
প্রবিত্র কোরানে মহান আল্লাহ তাআলা মধু সম্পর্কে যা বলেছেন-
তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।..." (সুরা আন-নাহল, আয়াত : ৬৮ ও ৬৯)।
মধু হলো এমন একটি প্রাকৃতিক ঔষধ যার মধ্যে আছে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষমতা এবং এই মধু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানব জাতির জন্য একটি শেফা স্বরূপ। আর যে কারণে আমাদের প্রিয় নবী এই মধু বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করেছেন, এমনকি তার সাহাবীদেরকেও ব্যবহার করতে বলেছেন ।
(ইব্ন মাজাহ, আস-সুনান, খ. ২, পৃ. ১১৪২, হাদিস নং-৩৪৫২) এইখানে বর্ণিত আছে -
রাসুল (সা.) মধু ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তিনি বলেন: তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে।
মধু সম্পর্কে বুখারী ও আস-সহিহ হাদিসে বর্ণিত আছে -
এক সাহাবি রাসুল (সা.)-এর কাছে এসে তাঁর ভাইয়ের পেটের অসুখের কথা বললে রাসুল (সা.) তাকে মধু পান করানোর পরামর্শ দেন এবং এতে সে সুস্থ হয়ে ওঠে। (বুখারি, আস-সহিহ, খ. ৫, পৃ. ২১৫২, হাদিস : ৫৩৬০)।
এই কারণে আমাদের উচিত প্রতিদিন আমাদের খাবারের পাশাপাশি কিছু পরিমানে মধু পান করা আর বিভিন্ন চিকিৎসকের মতে বলা যায় যদি কোনো ব্যাক্তি তার বডিতে আন্টি যদি বাড়াতে চায় তাহলে সে যেন প্রতিনিয়ত মধু পান করে আর যে প্রতিনিয়ত মধু পান করে বিভিন্ন জরিপে অনুসারে দেখা গেছে সেই ব্যাক্তিদের রোগ নিরাময়ের জন্য আলাদা কোনো এন্টিবায়োটিক প্রয়োজন হয় নাই ।
তাই চাইলে আপনিও মধু পান করার অভ্যাস করতে পারেন ।
আমাদের কাছে পাবেন-
পাইকারি মূল্যে-(৫ কেজি থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৫৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৩৫০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,
খুচরা মূল্য-(৫০০ গ্রাম থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৩৮০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৭৫০ টাকা কেজি,
অর্ডার করুন ম্যাসেঞ্জার অথবা ০১৭৪৪৮৪৬৪৫৪