Taqwa Best

Taqwa Best আসসালামু আলাইকুম,
স্বল্প লাভে ক্রেতা? Thank you.

As Salamu Alaikum, We are providing Ecommerce, Freelancing (learn and hire) and Driving( Learn Car Driving, License and Renew License ). Always we try to provide better service of our clients, Because we believe that a customer refer a customers so best service is the main point to develop a business.

আস সালামু আলাইকুম
21/02/2022

আস সালামু আলাইকুম

আসসালামু আলাইকুম,পবিত্র মাহে রমজান উপলক্ষে তাকওয়া বেস্ট নিয়ে এল কুমিল্লার সেই ঐতিহ্যবাহী মাত্রিভান্ডারের রসমালাই । যা সর...
27/04/2021

আসসালামু আলাইকুম,
পবিত্র মাহে রমজান উপলক্ষে তাকওয়া বেস্ট নিয়ে এল কুমিল্লার সেই ঐতিহ্যবাহী মাত্রিভান্ডারের রসমালাই ।
যা সরাসরি মাত্রিভান্ডারের কারখানা থেকে সংগ্রহ করা হয়ে থাকে।
১০০% খাঁটি, নিরভাজাল এবং সুস্বাদু ।
আগ্রহী থাকলে আজই যোগাযোগ করুন-
Taqwa Best এ

একদা এক চোর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা) এর কাছে এসে বললো হুযুর আমি ভালো হতে চাই এখন কি করবো। তিনি বললেন প্রথমে ম...
18/01/2021

একদা এক চোর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা) এর কাছে এসে বললো হুযুর আমি ভালো হতে চাই এখন কি করবো। তিনি বললেন প্রথমে মিথ্যা কথা বলা বন্ধ করো কেননা একমাত্র এটিই পারে তোমাকে একজন ভালো মুসলিম হতে সাহায্য করতে।

খাদ্যে ভেজাল দিয়ে যে অতিরিক্ত অর্থ উপার্জন করা হয়, তা অবৈধ পন্থায় অর্জিত। অবৈধ পন্থায় অন্যের সম্পদ ভোগ নিষিদ্ধ।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। ’ (সুরা বাকারা, আয়াত: ১৮৮)
যারা খাদ্যে ভেজাল মেশায় তাদের ইবাদত কবুল হয় না ।
তাছাড়া সম্পদ দানকারী মহান আল্লাহ তাআলা মানুষ নয় তাই মিথ্যা কথা বলে ব্যবসা করে মুনাফিক হয়ে কবরে যেতে চাই না।

16/01/2021

মধুতে চলছে বিশেষ অফার খুচরা ও পাইকারি চাইলে নিতে পারেন

প্রবিত্র কোরানে মহান আল্লাহ তাআলা মধু সম্পর্কে যা বলেছেন-
তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।..." (সুরা আন-নাহল, আয়াত : ৬৮ ও ৬৯)।
মধু হলো এমন একটি প্রাকৃতিক ঔষধ যার মধ্যে আছে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষমতা এবং এই মধু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানব জাতির জন্য একটি শেফা স্বরূপ। আর যে কারণে আমাদের প্রিয় নবী এই মধু বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করেছেন, এমনকি তার সাহাবীদেরকেও ব্যবহার করতে বলেছেন ।
(ইব্ন মাজাহ, আস-সুনান, খ. ২, পৃ. ১১৪২, হাদিস নং-৩৪৫২) এইখানে বর্ণিত আছে -
রাসুল (সা.) মধু ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তিনি বলেন: তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে।

মধু সম্পর্কে বুখারী ও আস-সহিহ হাদিসে বর্ণিত আছে -
এক সাহাবি রাসুল (সা.)-এর কাছে এসে তাঁর ভাইয়ের পেটের অসুখের কথা বললে রাসুল (সা.) তাকে মধু পান করানোর পরামর্শ দেন এবং এতে সে সুস্থ হয়ে ওঠে। (বুখারি, আস-সহিহ, খ. ৫, পৃ. ২১৫২, হাদিস : ৫৩৬০)।

এই কারণে আমাদের উচিত প্রতিদিন আমাদের খাবারের পাশাপাশি কিছু পরিমানে মধু পান করা আর বিভিন্ন চিকিৎসকের মতে বলা যায় যদি কোনো ব্যাক্তি তার বডিতে আন্টি যদি বাড়াতে চায় তাহলে সে যেন প্রতিনিয়ত মধু পান করে আর যে প্রতিনিয়ত মধু পান করে বিভিন্ন জরিপে অনুসারে দেখা গেছে সেই ব্যাক্তিদের রোগ নিরাময়ের জন্য আলাদা কোনো এন্টিবায়োটিক প্রয়োজন হয় নাই ।
তাই চাইলে আপনিও মধু পান করার অভ্যাস করতে পারেন ।

আমাদের কাছে পাবেন-
পাইকারি মূল্যে-(৫ কেজি থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৫৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৩৫০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,
খুচরা মূল্য-(৫০০ গ্রাম থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৩৮০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৭৫০ টাকা কেজি,
অর্ডার করুন ম্যাসেঞ্জার অথবা ০১৭৪৪৮৪৬৪৫৪

16/01/2021

প্রবিত্র কোরানে মহান আল্লাহ তাআলা মধু সম্পর্কে যা বলেছেন-
তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার।..." (সুরা আন-নাহল, আয়াত : ৬৮ ও ৬৯)।
মধু হলো এমন একটি প্রাকৃতিক ঔষধ যার মধ্যে আছে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষমতা এবং এই মধু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানব জাতির জন্য একটি শেফা স্বরূপ। আর যে কারণে আমাদের প্রিয় নবী এই মধু বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহার করেছেন, এমনকি তার সাহাবীদেরকেও ব্যবহার করতে বলেছেন ।
(ইব্ন মাজাহ, আস-সুনান, খ. ২, পৃ. ১১৪২, হাদিস নং-৩৪৫২) এইখানে বর্ণিত আছে -
রাসুল (সা.) মধু ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তিনি বলেন: তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে।

যা হোক আলহামদুলিল্লাহ আমরা সর্বদা চেষ্টা করি আমাদের কাস্টমারদের জন্য খাঁটি মধুটাই দিতে । তাছাড়া যদি কেউ চান আমাদের মধু পরোক্ষ করে দেখতে পারেন ।
পাইকারি মূল্যে-(৫ কেজি থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৫৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৩৫০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,
খুচরা মূল্য-(৫০০ গ্রাম থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৪৫০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৭৫০ টাকা কেজি,
অর্ডার করুন ম্যাসেঞ্জার অথবা ০১৭৪৪৮৪৬৪৫৪

14/01/2021

আসসালামু আলাইকুম
মধু হলো মহান আল্লাহ তাআলার প্রেরণকৃত একটি প্রাকৃতিক মহা ঔষধ যার কথা মহান আল্লাহ তাআলা প্রবিত্র কোরআন মাজীদে বর্ণনা করেছেন -
মহান আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। – সূরা আন-নাহল(১৬), আয়াতঃ (৬৮-৬৯)
যা হোক আলহামদুলিল্লাহ আমরা সর্বদা চেষ্টা করি আমাদের কাস্টমারদের জন্য খাঁটি মধুটাই দিতে । তাছাড়া যদি কেউ চান আমাদের মধু পরোক্ষ করে দেখতে পারেন যদি কোনোরকম গরমিল পান আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে দেওয়া মধুর দশ গুন্ মধু দিবো যদি আমাদের মধু ভেজাল প্রমান করতে পারেন ।

আমাদের কাছে পাবেন-
পাইকারি মূল্যে-(৫ কেজি থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৫৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৩৫০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,

খুচরা মূল্য-(৫০০ গ্রাম থেকে শুরু)
লিচু ফুলের মধু = ৬৫০ টাকা কেজি,
সরিষা ফুলের মধু = ৪৫০ টাকা কেজি,
সুন্দরবনের খলিশা ফুলের মধু = ৭৫০ টাকা কেজি,

অর্ডার করুন ম্যাসেঞ্জার অথবা ০১৭৪৪৮৪৬৪৫৪

12/01/2021

আলহামদুলিল্লাহ, আমরা নিজেদের ধন্য মনে করি আপনাদের জন্য শতভাগ #খাঁটি #মধু সংগ্রহ করতে পেরে I তার পরেও যদি কারো ইচ্ছা হয় আমাদের পরীক্ষা করতে আমরা সর্বদা প্রস্তুত I
#লিচু ফুলের মধু = ৬৫০ টাকা কেজি
#সরিষা ফুলের মধু = ৪৫০ টাকা কেজি
সুন্দরবনের #খলিশা #ফুলের মধু = ৭৫০ টাকা কেজি
গ্রামের গাছের মধু নাই ফুরিয়ে গিয়েছে
০১৭৪৪৮৪৬৪৫৪
০১৩০৭১২৩৪৩২

হে মহান আল্লাহতাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। @@@@ আমিন @@@@
24/03/2020

হে মহান আল্লাহতাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।
@@@@ আমিন @@@@

“আয়েশা রা. বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি উত্তর করেন—মহামারী ছিল একটা আযাব, আল্লাহ যার ওপর ইচ্ছা পাঠাতেন। তারপর আল্লাহ তাআলা মহামারীকে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। কোনো বান্দা যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকে এবং সেখানে অবস্থান করে, তাহলে সেই অঞ্চল থেকে সে বেরুবে না। ধৈর্য ধারণ করবে এবং সওয়াবের প্রত্যাশায় থাকবে; এবং এই বিশ্বাস রাখবে—আল্লাহ তাআলা যদি তার তাকদিরে লিখে না থাকেন, তাহলে মহামারী তাকে আক্রান্ত করতে পারবে না। আর যদি আক্রান্ত হয়েই যায়, তাহলে তার জন্য রয়েছে একজন শহিদের সমপরিমাণ আজর ও প্রতিদান”। (সহিহ বুখারি, হাদিস নং-৬৬১৯, ৫৭৩৪)

19/02/2020

Urologist, General and Laparoscopic surgeon Dr. Md. Mamunur Rashid is available in City Hospital Ltd.

City Hospital Ltd
1/8 Block E, Lalmatia, Mohammadpur, Dhaka-1207.
Appointment: 01551244159

05/02/2020
27/01/2020
আস সালামু আলাইকুম,ব্র্যান্ড= পেক্সটন,দাম = ৬২০০সব ঠিক আছে দ্রুত গতি সম্পন্ন,আগ্রহী থাকলে ম্যাসেজ করেন ।
27/01/2020

আস সালামু আলাইকুম,
ব্র্যান্ড= পেক্সটন,
দাম = ৬২০০
সব ঠিক আছে দ্রুত গতি সম্পন্ন,
আগ্রহী থাকলে ম্যাসেজ করেন ।

Address

House No 15/2, Road No 9/A, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Best posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Taqwa Best:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram