Diabetic Foot & Wound Management Center Bangladesh

Diabetic Foot & Wound Management Center Bangladesh * Foot problems
* Infected foot
* Ischemic Limb * Diabetes
* Diabetic foot
*Complicated Diabetic Foot

05/09/2025
পায়ে ব্যাথা,  পায়ে জ্বালাপোড়া করে, নখের কুনি দেবে গেছে-ইনফেকশন হয়েছে, পায়ের তলায় শক্ত হয়েছে??????যোগাযোগ করুন -----ডাঃ ম...
05/08/2025

পায়ে ব্যাথা, পায়ে জ্বালাপোড়া করে, নখের কুনি দেবে গেছে-ইনফেকশন হয়েছে, পায়ের তলায় শক্ত হয়েছে??????

যোগাযোগ করুন -----
ডাঃ মোর্শেদ উদ্দিন আকন্দ
স্পেকট্রাম ফুট কেয়ার সেন্টার
২৫/এ, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা

জুলাই তে পংগু (পা হারা) মেধাবী এক স্বাধীন ছাত্র।সামনের দিনগুলো তো অবশ্যই ভাবনার,,,,,,,,
02/07/2025

জুলাই তে পংগু (পা হারা) মেধাবী এক স্বাধীন ছাত্র।
সামনের দিনগুলো তো অবশ্যই ভাবনার,,,,,,,,

ফুট কেয়ার সেন্টার নিউ লাইফ হাসপাতাল ২৫/এ গ্রীন রোড,ধানমন্ডি, ঢাকা - ১২০৭.
24/06/2025

ফুট কেয়ার সেন্টার
নিউ লাইফ হাসপাতাল
২৫/এ গ্রীন রোড,
ধানমন্ডি, ঢাকা - ১২০৭.

আমাদের ডায়াবেটিক ফুট ও ওন্ড ম্যানেজমেন্ট সেন্টার "স্পেকট্রাম"এর সেবাদাতা ব্যাক্তিবর্গ,,,,
02/06/2025

আমাদের ডায়াবেটিক ফুট ও ওন্ড ম্যানেজমেন্ট সেন্টার "স্পেকট্রাম"এর সেবাদাতা ব্যাক্তিবর্গ,,,,

During Hajj please wear sandal to avoid foot injury and burn.
31/05/2025

During Hajj please wear sandal to avoid foot injury and burn.

ডায়াবেটিক ফুট চিকিৎসা করে বিশ্রামে,,,,,,,
28/05/2025

ডায়াবেটিক ফুট চিকিৎসা করে বিশ্রামে,,,,,,,

পায়ের ফোলাভাব (এডিমা) বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা/বসা, আঘাত, গর্ভাবস্থা, অথবা অন্ত...
20/04/2025

পায়ের ফোলাভাব (এডিমা) বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা/বসা, আঘাত, গর্ভাবস্থা, অথবা অন্তর্নিহিত চিকিৎসাগত অবস্থা (যেমন, হৃদরোগ, কিডনি, বা লিভারের রোগ, শিরাস্থ অপ্রতুলতা, বা লিম্ফেডিমা)। বাড়িতে হালকা থেকে মাঝারি ফোলাভাব কীভাবে পরিচালনা করবেন এবং কখন চিকিৎসা সহায়তা নেবেন তা এখানে দেওয়া হল:

**ঘরোয়া প্রতিকার এবং স্ব-যত্ন**

১. **পা উঁচু করুন**
- রক্ত ​​সঞ্চালন উন্নত করতে এবং ফোলাভাব কমাতে দিনে ৩-৪ বার ২০-৩০ মিনিটের জন্য আপনার পা হৃদস্পন্দনের স্তরের উপরে তুলুন।

২. **লবণ গ্রহণ কমিয়ে দিন**
- অতিরিক্ত সোডিয়াম তরল ধারণকে আরও খারাপ করতে পারে। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এবং তাজা ফল, শাকসবজি এবং চর্বিহীন প্রোটিন বেছে নিন।

৩. **হাইড্রেটেড থাকুন**
- পর্যাপ্ত পানি পান করলে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে এবং তরল ধারণ কমায়।

৪. **কম্প্রেশন মোজা পরুন**
- গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিংস রক্ত ​​প্রবাহ উন্নত করে এবং তরল জমা হওয়া রোধ করে (বিশেষ করে শিরাস্থ অপ্রতুলতার জন্য সহায়ক)।

৫. **মৃদু ব্যায়াম ও নড়াচড়া**
- হাঁটা বা গোড়ালি ব্যায়াম (যেমন, পা বাঁকানো এবং ঘোরানো) রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি করে এবং ফোলাভাব কমায়।

৬. **ম্যাসাজ**
- তরল নিষ্কাশনকে উৎসাহিত করার জন্য আপনার পা হৃদপিণ্ডের দিকে আলতো করে ম্যাসাজ করুন।

৭. **কোল্ড কম্প্রেস**
- আঘাত বা প্রদাহ থেকে ফোলাভাব কমাতে ১০-১৫ মিনিটের জন্য একটি কোল্ড প্যাক (কাপড়ে মুড়ে) লাগান।

৮. **দীর্ঘক্ষণ বসে থাকা/দাঁড়িয়ে থাকা**
- দীর্ঘক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করার জন্য বিরতি নিন।

**কখন ডাক্তারের সাথে দেখা করবেন**
যদি ফোলাভাব থাকে তাহলে চিকিৎসার পরামর্শ নিন:
- হঠাৎ, তীব্র, অথবা শুধুমাত্র এক পায়ে (রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থাকলে)।

- শ্বাসকষ্ট, বুকে ব্যথা (হৃদরোগের সম্ভাবনা) সহ।

- বাড়িতে চিকিৎসা সত্ত্বেও ক্রমাগত খারাপ হতে থাকলে।
- লালচেভাব, উষ্ণতা বা ব্যথা (সম্ভবত সংক্রমণ বা DVT) হতে থাকলে।

- কিডনি/লিভার রোগের লক্ষণগুলির সাথে মিল থাকলে (যেমন, ক্লান্তি, প্রস্রাব কমে যাওয়া, জন্ডিস)।

চিকিৎসার জন্য ঘরে বসে না থেকে দ্রুতই চিকিৎসকের কাছে যাবেন, দেরী হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন।

ডা: মোর্শেদ উদ্দীন আকন্দ
পোডিয়াট্রিস্ট ও প্লাস্টিক সার্জন

07/04/2025

Healthy beginnings, Hopeful futures

World Health day - 2025

23/03/2025
02/02/2025

A podiatrist is medical professional who diagnose and treat of foot health
👣 👣 👣

Address

25A/25B Green Road, New Life Hospital
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Diabetic Foot & Wound Management Center Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diabetic Foot & Wound Management Center Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram