HSB Signature Care by Tamima

HSB Signature Care by Tamima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSB Signature Care by Tamima, Aromatherapy service, Cantonment, Dhaka.

Hello dear, Organic lovers☺️.l personally import,Produce and deliver a lots kind of 100% halal organic skin care item/raw materials.Such as: Soap base,essential oils,different types of clay mask🥰.Use natural, be beautiful 👸

🔥Restock Again🍂নতুন রূপে   প্যাক👉❤️Hair colour : 100 gm⚡Beetroot powder : 25 gm(from Malaysia)  👉Price: 380 tk🔥Offer tim...
17/09/2021

🔥Restock Again🍂
নতুন রূপে প্যাক👉❤️

Hair colour : 100 gm⚡
Beetroot powder : 25 gm(from Malaysia) 👉Price: 380 tk🔥

Offer time: 18-23 September only🔥

এখন থেকে আমাদের নিয়মিত হেয়ার কালার প্যাক এর সাথে ২৫ গ্রাম beetroot powder পাবেন।❤️চুলের রঙ এখন থেকে আসবে আরো বেশি😉

এছাড়াও আমাদের beetroot powder টি কতোটা পিউর তা রঙ দেখেই বুঝছেন আশা করি এবং তা ভোজ্য /edible (যা আপনি খেতেও পারবেন+ফেস প্যাক হিসেবেও ইউস করতে পারবেন)

ব্যবহারঃ 🔶পরিমাণমত যতটুকু হেয়ার কালার নিবেন তার ৫ ভাগের ১ ভাগ বিটরুট পাওডার দিয়ে আগের রাতেই মিক্সিং করে রাখবেন।পরদিন মাথায় মিনিমাম ২ ঘন্টা রেখে নরমালি ওয়াস।সেদিন কোনো শ্যাম্পু না।

happy shopping 😊🥰

বিঃদ্রঃ 😶আমার কাছে ২-৩ কেজি বিটরুট পাওডার available.

Coconut milk Saffron body lotion🍂এই শীতে সবারই ত্বক কম বেশি ডাল হয়ে পরে।এই লোশন এ coconut milk এর সাথে আছে স্যাফ্রন,কজিক...
11/04/2021

Coconut milk Saffron body lotion🍂

এই শীতে সবারই ত্বক কম বেশি ডাল হয়ে পরে।এই লোশন এ coconut milk এর সাথে আছে স্যাফ্রন,কজিক এসিড, টাইটানিয়াম ডাই অক্সাইড,ভিটামিন ই এবং সি সহ আরো কিছু সিক্রেট উপকরণ।লোশনটি হোমমেড,তাই এতে কোনো ক্যামিকেল নেই।নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।😊

এতে রয়েছে ভিটামিন ই যেটি স্কিন ময়েশ্চারাইজিং বাড়ায়। ভিটামিন সি যেটি স্কিন বিবর্ণ কালো দাগ সহ বিবর্ণতা রিমুভ করে এবং আপনার স্কিন করে ফর্সা ও উজ্জ্বল। টাইটানিয়াম ডাইঅক্সাইড একটি প্রাকৃতিক সান প্রোটেক্ট পদার্থ যেটি ত্বক সূর্য পুড়ে যাওয়া থেকে বাচায়।আর কজিক এসিড নামে এসিড হলেও এর উপকারিতা, ব্যবহার আমরা জানি যে কজিক এসিড ত্বকের শেড ব্রাইটেনিং এ সাহায্য করে🖤।

✳️ অ্যালার্জির কোনো সমস্যা হবে না ।
✳️ আপনি সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন ।
✳️ কার্যকারিতা_চিরস্থায়ী ।

ব্যবহারঃ
পরিস্কার ত্বকে লোশান লাগাবেন, ভালো ফল পেতে প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করুন ।

Price:👉100 gm 450 tk🖤

For order plz inbox us..👈



❤️Skin Cafe Detox Mix Clay Mask❤️ Best for   &   😊 উপকরণ 🌹মুলতানি মাটি, কেওলিন ক্লে,  এক্টিভেটেড চারকোল,বেনটোনাইট ক্লে,ক...
05/04/2021

❤️Skin Cafe Detox Mix Clay Mask❤️

Best for & 😊

উপকরণ 🌹
মুলতানি মাটি, কেওলিন ক্লে, এক্টিভেটেড চারকোল,বেনটোনাইট ক্লে,ক্যালামাইন ক্লে,গ্রিন ক্লে,,মরক্কোন ক্লে🔥

🌹 উপকারিতা🌹
🌸 স্কিনকে ডিপলি ক্লিন করে।
🌸 পোরস গুলোর ভিতর থেকে পরিস্কার করে।
🌸 ব্ল্যাকহেডস রিমুভ করে।
🌸 অতিরিক্ত অয়েল প্রোডাকশন বন্ধ করে।
🌸 ফেইসে ব্রাইটনেস আনে।
🌸 স্কিনকে হাইড্রেটেড রাখে।

🌹 ব্যবহার 🌹
🌸 ১ চা চামচ মাস্ক পানি বা গোলাপ জলের এর সাথে মিশিয়ে নিন।
🌸 ক্লিন ফেইস ও নেক এরিয়ায় এপ্লাই করুন।
🌸 ১৫ মিনিট অপেক্ষা করুন।
🌸 এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

🎀 যেকোনো ক্লে মাস্ক ব্যবহারে আই ও লিপ্স এরিয়া এভোয়েড করবেন।
🎀 সপ্তাহে ২-৩ বার ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।

Price:👉80 gm 399 tk🖤

For order plz inbox us 👈



🐐 🐐Best for Dry & sensitive skin🔥Goat Milk Soap এ রয়েছে প্রচুর পরিমাণে Lactic Acid-যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং স্বাভ...
04/04/2021

🐐 🐐
Best for Dry & sensitive skin🔥

Goat Milk Soap এ রয়েছে প্রচুর পরিমাণে Lactic Acid-যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং স্বাভাবিক ময়েশ্চারাইজার ধরে রাখে।
এই সোপটি ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে একটি গ্লোয়িং হেলদি স্কিন তৈরি করে।
বেস্ট পার্ট হলো গোট মিল্ক সোপ ডাবল ক্লিনজিং করে। ড্রাই টু নরমাল, সেনসেটিভ স্কিনে ব্যবহার করা যাবে আমাদের এই সোপটি।❤️❤️

Ingredients 🎭👇
👉গোট মিল্ক
👉শিয়া বাটার
👉কোজিক এসিড
👉এসেনশিয়াল অয়েল
এবং আমাদের সিক্রেট উপাদান। ❤️

👇

★ স্কিনকে ব্রাইট হেলদি এবং গ্লোয়িং করে।
★রোদে পোরা ভাব দূর করে।
★সকিন মশ্চাওয়ার করে।
★ স্কিনের ফ্যাকাসে ভাব দূর করে মসৃণ ও প্রাণবন্ত লাবণ্যময়ী করে তুলে।
★ ব্রনের দাগ দূর করে এবং সহজে নতুন ব্রন হয় না।
★স্কিনের ড্যামেজ রিপেয়ার করার সাথে ইরিটেশন দূর করে।
★গোটমিল্ক বেস্ট সোপ ফর স্কিন,,ছেলে, মেয়ে উভয় ব্যবহারের পাশাপাশি বেবিরাও ব্যবহার করতে পারবে।

#ব্যবহার ঃ- প্রতিদিন মুখ ধোয়ার সময় সোপটি হাতে নিয়ে ভিজিয়ে ১/২ মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিবেন। ♥️

For order/price plz comment or inbox us👈


জাফরান সবচেয়ে দামী মশলা কেন? জাফরান হচ্ছে প্রায় বেগুনি রঙের ছয় পাপড়ি বিশিষ্ট ফুলের পুংকেশর। বৈজ্ঞানিক নাম Crocus sat...
03/04/2021

জাফরান সবচেয়ে দামী মশলা কেন?

জাফরান হচ্ছে প্রায় বেগুনি রঙের ছয় পাপড়ি বিশিষ্ট ফুলের পুংকেশর। বৈজ্ঞানিক নাম Crocus sativus। এদের স্থানীয় নামের মধ্যে আছে স্যাফ্রন, জ্যাঁফারান, কেসার, জাফরান। পৃথিবীর সব দেশে জাফরান হয় না। স্পেন, ইতালি, গ্রিস, ইরান, কাশ্মির জাফরানের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে জাফরান চাষের সম্ভাবনা রয়েছে।

জাফরান মধ্য হেমন্তের মাত্র দুই সপ্তাহের মধ্যে ঘরে তুলতে হয়। সকালে সূর্য ওঠার সময় ফুল ফোটে আর দিনের শেষে তা মলিন হয়ে যায়। একটি ফুল থেকে তিনটি পুংকেশর পাওয়া যায়। হাতে করে গাছ থেকে ফুল তুলতে হয়। তা থেকে কেশর আলাদা করতে হয়।

এক গ্রাম জাফরানের জন্য ১৫০টি ফুল দরকার। অন্য হিসাবে ১ কেজি ফুল থেকে ৭২ গ্রাম তাজা কেশর শুকিয়ে ১২ গ্রাম জাফরান পাওয়া যায়। ৪৫০ গ্রাম শুকনো জাফরানের জন্য ৫০-৭৫ হাজার ফুল দরকার। এক কেজির জন্য ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ফুল দরকার। ৪০ ঘণ্টা সময় লাগে ১ লাখ ৫০ হাজার ফুল তুলতে।

পুংকেশরগুলো বের করে তা এয়ারটাইট পাত্রে রাখা হয়। পাইকারি হিসাবে প্রতি পাউন্ড (৪৫০ গ্রাম) ৫০০ থেকে ৫ হাজার ডলারে বিক্রি হয়। এক পাউন্ডে ৭০ হাজার থেকে ২ লাখ কেশর থাকতে পারে। পুরো কাজটি কায়িক পরিশ্রমে শেষ করতে হয়। অটোমেশনের কোন সুযোগ নেই। যে কারণে জাফরানের দাম বেশি।

আর আপনারা তো জানেনই আমাদের ফেইস ব্রাইটেনিং প্যাকের one of the ingredients হচ্ছে জাফরান!

আমাদের কাছে ১০০% অরজিনাল ইরানি এবং কাশ্মীরের জাফরানই আপনারা পাবেন❤️❤️

For price & Order plz comment or inbox us..👈




Matcha Tea 🌿(edible)Imported from: India 🍁মাচা গ্রীন টি।এই নামটার সাথে এখনো আমরা অনেকেই কমবেশি পরিচিত না।আর পরিচিত হলেও ...
03/04/2021

Matcha Tea 🌿(edible)
Imported from: India 🍁

মাচা গ্রীন টি।এই নামটার সাথে এখনো আমরা অনেকেই কমবেশি পরিচিত না।আর পরিচিত হলেও এর উপকারিতা সম্পর্কে বেশি কিছুই জানি না।

Benefit & use:👉

👉যাদের ফেস অনেক বেশি অয়েলি, একনে প্রবন তাদের জন্য বেস্ট, মাচা টি অয়েল কন্ট্রোল করে এবং ব্রন হওয়া থেকে প্রটেক্ট করে।
👉যাদের নরমাল/ ড্রাই স্কিন তারা মধু দিয়ে প্যাক বানিয়ে এপ্লাই করতে পারেন।
👉অয়েলি স্কিনের জন্য মাচা টি,কাওলিন ক্লে,বেন্টোনাইট ক্লে মিক্স করে প্যাক বানাতে পারেন।
👉যারা ওয়েট লস করতে চান তাদের জন্য মাচা টি অনেক উপকারী।
👉এটা নিয়মিত পানে এনার্জি গেইন হয়।

For price/order plz inbox us or comment👈



Purple Rose Powder🌷🌸(edible)Imported from: USA🍁Bes for : All skin types🔥Purple rose naturally  a good source of hydratio...
03/04/2021

Purple Rose Powder🌷🌸(edible)
Imported from: USA🍁

Bes for : All skin types🔥

Purple rose naturally a good source of hydration, rich in antioxidants, and may help relieve menstrual pain.

Benefit & Uses:🔥

👉purple rose powder ফেস প্যাক হিসেবে ইউস করতে চাইলে শুধু পানি দিয়েও মিক্স করে ফেসে এপ্লাই করতে পারবেন।
👉টক দই,চালের গুরো,রোস পাওডার গোলাপ জলের সাথে মিশিয়ে প্যাক বানিয়ে ফেসে এপ্লাই করা যায়।
👉এই পাওডার টোটালি ইম্পোর্ট করা এবং খাওয়ার যোগ্য।জুস,পেস্ট্রি তে এড করতে পারবেন।

For order or price plz comment or inbox us👈




👰ব্রাইডাল স্যাফ্রন ফেইস প্যাক(Bridal   face pack)🔥বিভিন্ন আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক পাউডার এর মিশ্রনে তৈরি হয় প্যাকটি,, এ...
02/04/2021

👰ব্রাইডাল স্যাফ্রন ফেইস প্যাক(Bridal face pack)🔥

বিভিন্ন আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক পাউডার এর মিশ্রনে তৈরি হয় প্যাকটি,, এর বেনেফিটস এবং ইনগ্রেডিয়েন্টস নিচে দেয়া হল...!🥰

💁বেনিফিটস্ঃ
১.স্কিন টোন কয়েক শেড এ ব্রাইট করে।
২.স্পট রিমুভ করে
৩.পিগমেন্টেশন রিমুভ করবে
৪.স্কিন স্মুথ আর সফ্ট করে
৫.সানট্যান দূর করে।
৬.সব স্কিনের জন্য মানানসই।

💁ইনগ্রেডিয়েন্টসঃ

▪️মসুর ডালের গুরা - সানট্যান দূর করতে, পিগ্মেন্টেশন দূর করতে অনেক কার্যকরি...!

▪️লিকোরিশ পাউডার - স্কিন ব্রাইট করতে, দাগ দূর করতে, সানবার্ন দূর করতে অনেক উপকারি।

▪️অরেঞ্জ পীল পাউডার - এর রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টি যা স্কিন পিম্পলে মুক্ত রাখে, এছাড়া স্কিন গ্লোয়ি করতে, সানট্যান রিমুভ করতে, স্কিন ব্রাইট করতে অনেক কার্যকরি...!

▪️চালের গুরা- ন্যাচারাল স্ক্রাবিং এর কাজ করে ব্রাইটেনিং করে।

▪️জাফরান❣️

▪️কজিক এসিড -আমরা সবাই কমবেশি জানি কজিক এসিড আমাদের স্কিন টোন ডেভেলপে অনেক হেল্পফুল।

▪️ওয়াইল্ড টার্মেরিক-স্কিন গ্লোয়ি করে, স্কিন ব্রাইট করে, একনি এবং স্পট রিমুভ করে।

▪️পটেটো পাওডার-ফেসে ব্রাইটনেস আনে।

💁ব্যবহার-

প্যাকটির সাথে গোলাপজল/পানি মিক্স করে এপ্লাই করবেন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন,
আপনারা চাইলে এই প্যাক টি বেসন এবং টক দই এর সাথে মিক্স করে বডি তে ও ইউজ করতে পারেন...!

👉 প্যাকটি অবশ্যই রাতে ইউজ করবেন...।
👉সপ্তাহে ৩ বার করে টানা দু সপ্তাহ ব্যবহার এই তফাৎ বুঝবেন ইনশাআল্লাহ ❤️যাদের সামনে বিয়ে চোখ বন্ধ করে নিতে পারেন আপুরা।🥰

🍁Inside Dhaka delivery charge 80 tk
🍁Outside Dhaka delivery charge 140 tk.

Phone no📞☎️01786825266

For price & order plz comment or inbox us 👈



🌰Beetroot powder(edible) 😌Imported fromn Malaysia 🔥Beetroot is a rich source of iron, vitamins and minerals that give yo...
02/04/2021

🌰Beetroot powder(edible) 😌
Imported fromn Malaysia 🔥

Beetroot is a rich source of iron, vitamins and minerals that give your skin a healthy glow while gently exfoliating. It's also extremely effective at removing dark under-eye circles.🍁

বিটরূট এ রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিডেন্ট,পুষ্টি, ভিটামিন ও খনিজ পদার্থ। নিয়মিত বিটরুট খেলে রক্তচাপ কমে যায়, রক্তস্বল্পতা দূর হয়, শরীর বিভিন্ন রোগ থেকে রক্ষা পায়।

শুধুই কি স্বাস্থ্য!??
আমাদের ত্বক ও চুলের নানান সমস্যা সমাধানে বিটরূট পাউডার এর জুরি নেই।

❤️❤️ #ত্বকের_যত্বে_বিটরূটঃ

🌰 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অনেক কার্যকরী।
🌰 ত্বকের বলিরেখা কমিয়ে ত্বককে টান টান করতে সাহায্য করে।
🌰 বিটরুটে উপস্থিত ভিটামিন সি ত্বকের পিগমেন্টেশন আর দাগ কমাতে বিটরুটের জুড়ি নেই।
🌰 রোদে পোড়া ভাব কমায়।
🌰 ব্রণ হবার প্রবণতা কমায়।
🌰 চেহারাকে গোলাপী আভা দান করে।
🌰 ঠোটকে গোলাপী করতে সাহায্য করে।
🌰 চোখের চারপাশের কালচে ভাব কমায়।

🌼🌼 #চুলের_যত্নে_বিটরূটঃ

🌰🌰বিটরূট পাউডার হেয়ার প্যাকের সাথে দিলে স্ক্যাল্পে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। চুল পড়া কমায় আর চুলে ন্যাচারাল কালার পাওয়া যায়।

বিঃদ্রঃ বিটরুটের ফেস প্যাক আমার নিজের কাছেই অনেক প্রিয়।আমার বানানো প্যাকের ছবি শেয়ার করলাম।😌যারা গ্লোয়িং স্কিন চান তারা আমার এই প্যাকের রেসিপি ফলো করতে পারেন👇
▪️বিটরুট পাওডার, পিংক কালামাইন ক্লে,কেওলিন ক্লে,অটমিল পাওডার যাস্ট পানি দিয়ে মিক্স করে ফেসে এপ্লাই করবেন🔥

💙Blue Clay🌊Imported from : USA🔥Best for : Sensitive & acne prone skin🍁Blue clay is  one of the mildest clays, suitable f...
02/04/2021

💙Blue Clay🌊
Imported from : USA🔥

Best for : Sensitive & acne prone skin🍁

Blue clay is one of the mildest clays, suitable for sensitive skin types, acne-prone skin, and inflamed skin. have detoxifying properties that draw out impurities and toxins from the skin, such as excess oil, sebum and dirt, thereby reducing breakouts. 👈

ব্যবহার প্রক্রিয়াঃ👇

▪️▪️Blue clay ফেসপ্যাক সপ্তাহে ২ বারের বেশি ইউস করা উচিত না।
▪️▪️নরমালি পানি মিক্সিং করে ইউস করতে পারবেন।
▪️▪️বেনটোনাইট ক্লের সাথেও প্যাক বানিয়ে নিতে পারবেন।
▪️▪️কালার হেয়ারে প্যাক বানিয়ে ইউস করতে পারেন।

উপকারিতাঃ💙

👉যাদের অনেক বেশি সেনসিটিভ স্কিন,একনে তাদের জন্য বেস্ট।
👉মুখের লোমকূপ এর অতিরিক্ত তেল নিঃসরণ কন্ট্রোল করে।
👉পোরস হেলথি রাখতে সাহায্য করে।
👉ড্রাই,ফ্রিজি,কালার হেয়ারে মাস্ক হিসেবে ইউস করলে হেয়ার শাইনি,স্মুথ করতে সাহায্য করে।

For price/order plz comment or inbox us👈



🖤 Tamima's signature Hair Color:কেমিক্যাল হেয়ার কালারে থাকে ক্ষতিকারক কেমিক্যাল,  যা চুলকে রাঙালেও ক্ষতি করে তার থেকে অ...
26/02/2021

🖤 Tamima's signature Hair Color:

কেমিক্যাল হেয়ার কালারে থাকে ক্ষতিকারক কেমিক্যাল, যা চুলকে রাঙালেও ক্ষতি করে তার থেকে অনেক বেশি।

😔অনেকেই খেয়াল করে দেখবেন চুল কালার করার পড়ে চুল পড়ে যাওয়া, ঝরে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, চুলের কোমলতা কমে যায়।

হেয়ার কালার করলে চুলের উজ্জ্বলতা কমে যায়। হেয়ার কালারে চর্মরোগ, ফুসফুস বা চোখের ক্ষতি হতে পারে। হেয়ার কালার ব্যবহারের ফলে শ্বাসকষ্ট বাড়তে পারে। এছাড়া হেয়ার কালারের কেমিক্যালে মানুষের ক্যান্সারও হতে পারে,

🍁হেয়ার কালারের বিশেষগুনঃ👉

👉 কেমিক্যাল কালারের মত দিলেই কালার চলে আসবে না, তবে দীর্ঘ সময় ধরে চুলকে ক্ষতি ছাড়াই রাঙাতে চাইলে এর থেকে ভাল এবং অর্গানিক উপায় আর নেই। তাই আপনি যদি আপনার চুল কে কেয়ার করার পাশাপাশি রাঙাতে চান তবে প্রোডাক্টটি আপনার জন্য হবে স্পেশাল।

🍂Tamima's Signature Hair Colour এর উপাদান👉

🍃হেনা পাউডার,
🍃জবা ফুলের গুরো,
🍃আমলকি গুরো,
🍃কারিপাতা গুরো,
🍃বিটরুট পাউডার।
🍃শিকাকাই,

উপকারিতাঃ
👉চুল ঝড়েপড়া প্রবণতা কমবে।
👉চুলের গোড়া মজবুত হবে।
👉চুল সফট এবং সাইনিং হবে।
👉চুলের রুক্ষতা দূর হবে।
👉 দীর্ঘদিন ব্যবহারে চুল রুক্ষ ও ড্যামেজ হবে না।
👉কাচা পাকা সব রকম চুলেই ব্যবহারযোগ্য।
👉 এটি ১০০% ন্যাচারাল তাই এটি ব্যবহারে কোন রকম ঝুকি নেই।
👉 ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবেন।

🍃মেহেদীঃ মেহেদি দিলে চুলের গোড়া শক্ত হয়, চুলের রুক্ষতা দূর হয়, চুল পড়া কমে ,ঝলমলে হয় এবং নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সমস্যা দূর করে থাকে মেহেদি।তাছাড়া; চুলের ঘনত্ব বৃদ্ধি এবং চুল বড় করার জন্য মেহেদী পাতার জুড়ি নেই।

🍃জবা ফুলের গুরোঃ মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে,চুল মজবুত করে।

🍃শিকাকাই ঃ মজবুত ও ঝলমলে চুলের জন্য শিকাকাই অতুলনীয়। প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই ভেষজে। এটি চুল দ্রুত।

🍃 আমলকী ঃ আমলকীতে রয়েছে ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড যা চুল পড়া কমানোর পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধি। খুশকি দূর করতেও এর জুড়ি নেই।

🍃বিটরুট ঃ ন্যাচারাল হেয়ার কালার হিসেবে কাজ করে এবং চুলের গোড়া মজবুত করে।

ব্যবহারঃ🔥

হআলকা গরম পানি পরিমান মতো হেয়ার কালার এর সাথে পেস্ট করে রেখে দিন সারারাতের জন্য।পরের দিন আপনার চুলের গোড়াসহ সমস্ত ‍চুলে লাগিয়ে নিন।একটি শাওয়ার ক্যাপ দিয়ে কাভার করে রাখুন ২-৩ ঘন্টার জন্য।
দুই তিন ঘন্টা পর নরমাল পানি দিয়ে ওয়াস করুন।সেদিন শুধু কন্ডিশোনার ইউস করবেন।পরদিন শ্যাম্পু।

🚫যাদের Instantly hair এ কালার দরকার তারা প্লিজ অর্ডার করবেন না।কালো চুলে নিয়মিত ব্যবহারে light burgundy কালার আসবে এবং পাকা চুলে দুই তিনবার ব্যবহারে Deep Burgundy কালার আসবে।যাদের চুল আগের থেকেই কালার করা সেই অংশগুলো আরও deep color হবে।

Price: 150 gm 290 tk❣️
250 gm 450 tk❣️

For more details plz inbox us👈



🌹Bridal Rose Face & Body Scrub 🌹Weight : 150 gm❣️❣️স্ক্রাব সাধারণত আমাদের ত্বকের মৃত কোষ রিমুভ করতে সাহায্য করে।ত্বকে প্...
24/02/2021

🌹Bridal Rose Face & Body Scrub 🌹
Weight : 150 gm❣️❣️

স্ক্রাব সাধারণত আমাদের ত্বকের মৃত কোষ রিমুভ করতে সাহায্য করে।ত্বকে প্রতিনিয়ত ধুলাবালির জন্য স্কিন ডাল হয়ে যায়,যা ধীরে ধীরে কালো হতে থাকে।,সপ্তাহে ২-৩ বার স্ক্রাবে আপনি নিজেই এর পার্থক্য অনুধাবন করতে পারবেন।

আমাদের Bridal Rose scrub এর বিশেষত্ব হচ্ছে,, আপনি প্রথমবার ব্যবহারেই এই স্ক্রাবটির প্রেমে পরে যাবেন😌।গোলাপি একটা আভা আসবে ত্বকে,সাথে স্মুথ এবং গ্লো তো আছেই🥰।

🌿 টানা ২/৩ সপ্তাহ ব্যবহারেই আপনি এর উপকারিতা বুঝতে পারবেন (সপ্তাহে ২-৩ বার,যারা প্রি -ব্রাইড...তাদের জন্য বেস্ট) 🌿

উপাদান🌼
👉sea salt,
👉Rose essence,
👉Rose essential oil,
👉Sweet almond oil,
👉Olive oil,
(Some others secret ingredients)

উপকারীতা :
♦ ইন্সট্যান্ট ব্রাইট করবে।
♦ ডিপ ক্লিন করবে।
♦ ডেড সেলস দূর করবে।
♦ সফট & স্মুথ করবে স্কিন।
♦ স্কিন ময়েশ্চার করবে।

🍒ব্যবহারঃ
গোসলের সময় স্ক্রাব টা একটু পানি দিয়ে full body এবং face এ একটু ভাল করে ২ মিনিট massage করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

💥 Hair Protein Pack 💥🍁 উপাদানাসমূহ 🍁▪মেথি গুরো▪আমলা/আমলকি গুরো▪শিকাকাই গুরো▪কারি পাতা গুরো,▪মেহেদী গুরো▪জবা গুরো▪️ঘৃতকুম...
24/02/2021

💥 Hair Protein Pack 💥

🍁 উপাদানাসমূহ 🍁

▪মেথি গুরো
▪আমলা/আমলকি গুরো
▪শিকাকাই গুরো
▪কারি পাতা গুরো,
▪মেহেদী গুরো
▪জবা গুরো
▪️ঘৃতকুমারী গুরো।

🍁 উপকারিতা 🍁

🌼এতে রয়েছে মেথি যা চুল পড়া সমস্যায় এবং চুলের যত্নে অত্যন্ত কার্যকরী।মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক এসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে।চুলের খুশকি দূর করে এবং চুল পড়া কমায়।নতুন চুল গজাতে সাহায্য করে।ময়েশ্চারাইজার এবং কন্ডিশনার হিসেবে ভূমিকা পালন করে।

🌼এতে রয়েছে আমলকি যা চুলের বৃদ্ধি ঘটায়।আমলকির অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণও রয়েছে যা খুসকি আর চুলকানি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে।চুল পড়াও কমায়।

🌼এতে রয়েছে শিকাকাই যা চুলকে ঘন ও শক্তিশালী করে।চুল সাদা হয়ে যাওয়া রোধ করে।চুল পড়া কমায় এবং স্ক্যাল্পে কোন ক্ষত থাকলে তা নিরাময় করে।এটি খুশকি দূর করে সাথে শ্যাম্পুর ভূমিকাও পালন করে।

🌼এতে রয়েছে কারিপাতা যা চুলের মৃত কোষগ্রন্থি থেকে রেহাই পেতে সাহায্য করে।চুল পড়া এবং পাতলা হওয়া প্রতিরোধ করে।চুলকে স্বাস্থ্যকর করে।

🌼এতে রয়েছে জবা যা চুলের পড়া থেকে রক্ষা করে এবং চুলের পুষ্টি বাড়ায়।এটি হেয়ার কন্ডিশনার এবং শ্যাম্পু হিসেবেও ব্যাবহৃত হয়।খুশকি প্রতিরোধ করে এবং চুলকে করে ঘন ও স্বাস্থ্যজ্জ্বল।এটি চুলকে সাদা হওয়া থেকেও রক্ষা করে।

🌼এতে আছে আ্যলোভেরা গুরো,যা চুলের বৃদ্ধিতে সাহায্যে করে।

🍁 ব্যবহার 🍁

১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে চুলে লাগানোর আগে। পযাকের সাথে মধু,ডিম বা ডিম/টক দই এড করে নিলে আরো ভাল উপকার পাবেন।। এরপর ভালো ভাবে পুরো মাথায় লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন এরপর শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।

🌿 ভালো ফলাফল পেতে প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন 🌿

price❤️
👉150 gm 280 tk
👉250 gm 450 tk

"এই পন্য এর গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই আপনাদের উদ্দেশ্যে এনেছি😌।

Oil Control & Acne Facepack🍁🍃বাংলাদেশের  আবহাওয়া অনুযায়ী ৬০% আপু/ভাইয়াদের স্কিন হয় ব্রন প্রবন।এই প্যাকটি মূলত তাদের জন্য...
29/01/2021

Oil Control & Acne Facepack🍁🍃

বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী ৬০% আপু/ভাইয়াদের স্কিন হয় ব্রন প্রবন।এই প্যাকটি মূলত তাদের জন্য, যাদের স্কিনে পুরো বছরই কম বেশি ব্রন থেকেই যায়।😔

🛑 #মূল_উপকরণসমূহ:-

👉মাচা টি🍃
👉নিম গুড়ো🍃
👉কারিপাতা গুড়ো🍃
👉গ্রীন ক্লে🍃
👉বেনটোনাইট ক্লে🍃
👉গ্রিন টি পাউডার 🍃

🖤 #উপকারিতা:-

💆🏻‍♀️ এতে থাকা
, ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে যেসব ব্যাকটেরিয়া এবং সিবামের জন্য ব্রণ হয়ে থাকে, সেগুলো প্রতিরোধ করে।নিম প্রাকৃতিক ভাবেই ব্রন ওঠা প্রবনতা কমায় এবং কারিপাতা ব্রনের পাশাপাশি ত্বকের অনেক ছোট ছোট ফুসকুড়ি ও প্রতিরোধ করে।🍂🍂

price:👉80 gm 450 tk🌼

For order plz inbox us 👈




🥰

👰ব্রাইডাল স্যাফ্রন ফেইস প্যাক(Bridal saffron face pack)🔥বিভিন্ন আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক পাউডার এর মিশ্রনে তৈরি হয় প্যাক...
20/12/2020

👰ব্রাইডাল স্যাফ্রন ফেইস প্যাক(Bridal saffron face pack)🔥

বিভিন্ন আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক পাউডার এর মিশ্রনে তৈরি হয় প্যাকটি,, এর বেনেফিটস এবং ইনগ্রেডিয়েন্টস নিচে দেয়া হল...!🥰

💁বেনিফিটস্ঃ
১.স্কিন টোন কয়েক শেড এ ব্রাইট করে।
২.স্পট রিমুভ করে
৩.পিগমেন্টেশন রিমুভ করবে
৪.স্কিন স্মুথ আর সফ্ট করে
৫.সানট্যান দূর করে।

💁ইনগ্রেডিয়েন্টসঃ

▪️মসুর ডালের গুরা - সানট্যান দূর করতে, পিগ্মেন্টেশন দূর করতে অনেক কার্যকরি...!

▪️লিকোরিশ পাউডার - স্কিন ব্রাইট করতে, দাগ দূর করতে, সানবার্ন দূর করতে অনেক উপকারি।

▪️অরেঞ্জ পীল পাউডার - এর রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোপার্টি যা স্কিন পিম্পলে মুক্ত রাখে, এছাড়া স্কিন গ্লোয়ি করতে, সানট্যান রিমুভ করতে, স্কিন ব্রাইট করতে অনেক কার্যকরি...!

▪️রোজ পেটেল পাউডার - অতিরিক্ত অয়েল দূর করে, একনি দূর করে, দাগ দূর করে...!

▪️চালের গুরা- ন্যাচারাল স্ক্রাবিং এর কাজ করে ব্রাইটেনিং করে।

▪️জাফরান❣️

▪️ওয়াইল্ড টার্মেরিক-স্কিন গ্লোয়ি করে, স্কিন ব্রাইট করে, একনি এবং স্পট রিমুভ করে।

💁ব্যবহার-

প্যাকটির সাথে গোলাপজল/পানি মিক্স করে এপ্লাই করবেন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন,
আপনারা চাইলে এই প্যাক টি বেসন এবং টক দই এর সাথে মিক্স করে বডি তে ও ইউজ করতে পারেন...!
👉 প্যাকটি অবশ্যই রাতে ইউজ করবেন...।

Price:👉 80 gm 550 tk🖤

For order plz inbox us 👈



Coconut milk Saffron body lotion🍂এই শীতে সবারই ত্বক কম বেশি ডাল হয়ে পরে।এই লোশন এ coconut milk এর সাথে আছে স্যাফ্রন,কজিক...
20/12/2020

Coconut milk Saffron body lotion🍂

এই শীতে সবারই ত্বক কম বেশি ডাল হয়ে পরে।এই লোশন এ coconut milk এর সাথে আছে স্যাফ্রন,কজিক এসিড, টাইটানিয়াম ডাই অক্সাইড,ভিটামিন ই এবং সি সহ আরো কিছু সিক্রেট উপকরণ।লোশনটি হোমমেড,তাই এতে কোনো ক্যামিকেল নেই।নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।😊

এতে রয়েছে ভিটামিন ই যেটি স্কিন ময়েশ্চারাইজিং বাড়ায়। ভিটামিন সি যেটি স্কিন বিবর্ণ কালো দাগ সহ বিবর্ণতা রিমুভ করে এবং আপনার স্কিন করে ফর্সা ও উজ্জ্বল। টাইটানিয়াম ডাইঅক্সাইড একটি প্রাকৃতিক সান প্রোটেক্ট পদার্থ যেটি ত্বক সূর্য পুড়ে যাওয়া থেকে বাচায়।আর কজিক এসিড নামে এসিড হলেও এর উপকারিতা, ব্যবহার আমরা জানি যে কজিক এসিড ত্বকের শেড ব্রাইটেনিং এ সাহায্য করে🖤।

✳️ অ্যালার্জির কোনো সমস্যা হবে না ।
✳️ আপনি সমস্ত শরীরে ব্যবহার করতে পারবেন ।
✳️ কার্যকারিতা_চিরস্থায়ী ।

ব্যবহারঃ
পরিস্কার ত্বকে লোশান লাগাবেন, ভালো ফল পেতে প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করুন ।

Price:👉100 gm 450 tk🖤

For order plz inbox us..👈



Address

Cantonment
Dhaka
1216

Telephone

+8801755798948

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSB Signature Care by Tamima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HSB Signature Care by Tamima:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram