26/02/2021
🖤 Tamima's signature Hair Color:
কেমিক্যাল হেয়ার কালারে থাকে ক্ষতিকারক কেমিক্যাল, যা চুলকে রাঙালেও ক্ষতি করে তার থেকে অনেক বেশি।
😔অনেকেই খেয়াল করে দেখবেন চুল কালার করার পড়ে চুল পড়ে যাওয়া, ঝরে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, চুলের কোমলতা কমে যায়।
হেয়ার কালার করলে চুলের উজ্জ্বলতা কমে যায়। হেয়ার কালারে চর্মরোগ, ফুসফুস বা চোখের ক্ষতি হতে পারে। হেয়ার কালার ব্যবহারের ফলে শ্বাসকষ্ট বাড়তে পারে। এছাড়া হেয়ার কালারের কেমিক্যালে মানুষের ক্যান্সারও হতে পারে,
🍁হেয়ার কালারের বিশেষগুনঃ👉
👉 কেমিক্যাল কালারের মত দিলেই কালার চলে আসবে না, তবে দীর্ঘ সময় ধরে চুলকে ক্ষতি ছাড়াই রাঙাতে চাইলে এর থেকে ভাল এবং অর্গানিক উপায় আর নেই। তাই আপনি যদি আপনার চুল কে কেয়ার করার পাশাপাশি রাঙাতে চান তবে প্রোডাক্টটি আপনার জন্য হবে স্পেশাল।
🍂Tamima's Signature Hair Colour এর উপাদান👉
🍃হেনা পাউডার,
🍃জবা ফুলের গুরো,
🍃আমলকি গুরো,
🍃কারিপাতা গুরো,
🍃বিটরুট পাউডার।
🍃শিকাকাই,
উপকারিতাঃ
👉চুল ঝড়েপড়া প্রবণতা কমবে।
👉চুলের গোড়া মজবুত হবে।
👉চুল সফট এবং সাইনিং হবে।
👉চুলের রুক্ষতা দূর হবে।
👉 দীর্ঘদিন ব্যবহারে চুল রুক্ষ ও ড্যামেজ হবে না।
👉কাচা পাকা সব রকম চুলেই ব্যবহারযোগ্য।
👉 এটি ১০০% ন্যাচারাল তাই এটি ব্যবহারে কোন রকম ঝুকি নেই।
👉 ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারবেন।
🍃মেহেদীঃ মেহেদি দিলে চুলের গোড়া শক্ত হয়, চুলের রুক্ষতা দূর হয়, চুল পড়া কমে ,ঝলমলে হয় এবং নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সমস্যা দূর করে থাকে মেহেদি।তাছাড়া; চুলের ঘনত্ব বৃদ্ধি এবং চুল বড় করার জন্য মেহেদী পাতার জুড়ি নেই।
🍃জবা ফুলের গুরোঃ মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে,চুল মজবুত করে।
🍃শিকাকাই ঃ মজবুত ও ঝলমলে চুলের জন্য শিকাকাই অতুলনীয়। প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই ভেষজে। এটি চুল দ্রুত।
🍃 আমলকী ঃ আমলকীতে রয়েছে ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড যা চুল পড়া কমানোর পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধি। খুশকি দূর করতেও এর জুড়ি নেই।
🍃বিটরুট ঃ ন্যাচারাল হেয়ার কালার হিসেবে কাজ করে এবং চুলের গোড়া মজবুত করে।
ব্যবহারঃ🔥
হআলকা গরম পানি পরিমান মতো হেয়ার কালার এর সাথে পেস্ট করে রেখে দিন সারারাতের জন্য।পরের দিন আপনার চুলের গোড়াসহ সমস্ত চুলে লাগিয়ে নিন।একটি শাওয়ার ক্যাপ দিয়ে কাভার করে রাখুন ২-৩ ঘন্টার জন্য।
দুই তিন ঘন্টা পর নরমাল পানি দিয়ে ওয়াস করুন।সেদিন শুধু কন্ডিশোনার ইউস করবেন।পরদিন শ্যাম্পু।
🚫যাদের Instantly hair এ কালার দরকার তারা প্লিজ অর্ডার করবেন না।কালো চুলে নিয়মিত ব্যবহারে light burgundy কালার আসবে এবং পাকা চুলে দুই তিনবার ব্যবহারে Deep Burgundy কালার আসবে।যাদের চুল আগের থেকেই কালার করা সেই অংশগুলো আরও deep color হবে।
Price: 150 gm 290 tk❣️
250 gm 450 tk❣️
For more details plz inbox us👈