
19/12/2023
ত্বকের তারুণ্য বজায় রাখতে -বোটক্স
বয়স বাড়ার সাথে সাথে তোকে আসে নান সমস্যা। বার্ধক্য ত্বকে অনেক পরিবর্তন নিয়ে আসে, যেমন- বলিরেখা, ফাইন লাইন ইত্যাদি।
পরিবেশজনিত দূষণ, শারীরিক নানা অসুখবিসুখের ফলে ত্বকে তারুণ্যের অভাব দেখা দেয় কম বয়সেই।
ইদানীং তাই অনেকেই ‘বোটক্স’ চিকিৎসা করিয়ে থাকেন। বোটক্স এক ধরনের নন সার্জিক্যাল বিউটি ট্রিটমেন্ট যা মুখের ত্বকে ব্যবহার করা হয়।
বোটক্স ট্রিটমেন্ট মানে হলো অল্প পরিমাণ বোটক্স অথবা অন্য ধরনের বোটোলিনাম টক্সিনগুলোকে নির্দিষ্ট পেশিতে ইনজেকশন দেয়ার পদ্ধতি। যা প্রাথমিকভাবে মুখের ত্বকের বলি রেখা কমাতে এবং নির্দিষ্ট কিছু চিকিৎসায় ব্যবহৃত হয়।
বোটক্স হলো এক প্রকার প্রোটিন যা বোটুলিনাম টক্সিন থেকে তৈরি। বোটক্স ইনজেকশন মুখের ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই করে থাকে যেমন-
✅ বলি রেখা কমায়
✅ অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ করে
✅ মুখের ত্বককে আরও মজবুত ও সুন্দর করে
✅ বার্ধক্যের লক্ষণ কমায়
✅ মুখের পেশী শিথিল করে
✅ ত্বকের গভীর ফাইন লাইন দূর করে
✅ দাগও দূর করে।
সাধারণত যেসব ক্ষেত্রে বোটক্স চিকিৎসা সুপারিশ করা হয় না সেগুলো হলো-
✅ গর্ভাবস্থা
✅ বুকের দুধ খাওয়ানো মা এবং
✅ স্নায়ুবিক বা মস্তিষ্ক সম্পর্কিত ব্যাধি থাকলে।
👉 ত্বক সম্পর্কিত যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
Dr. Nitu Saha
MBBS, DDV
Dermatologist, Venereologist
Consultant
Aesthetic & Dermatosurgeon