10/10/2025
🎓 “আমার জীবনটাই বদলে গেছে এই ট্রেনিংয়ের মাধ্যমে!”
বললেন আমাদের এক শিক্ষার্থী, যিনি সম্প্রতি ডিভাইস কসমেটিক মুসলমানি ট্রেনিং সম্পন্ন করেছেন।
তিনি আরও বলেন —
“স্যার প্রতিটি ধাপ হাতে-কলমে বুঝিয়েছেন। আমি নিজের হাতে লাইভ কেস করেছি। এখন আমি আত্মবিশ্বাসের সঙ্গে আমার এলাকায় মুসলমানি করছি — কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই!”
শিক্ষার্থী বলেন,
🗣️ “এই ট্রেনিংটা সত্যিই অসাধারণ! সেলাই ছাড়াই, ব্যথা ছাড়াই আধুনিক মুসলমানি শেখানো হয়। এখন আমার নিজের হাতে খতনা করার অভিজ্ঞতা হয়েছে। সত্যিই দারুণ!”
✨ Sarker Musolmani Center, শেওড়াপাড়া মিরপুর, ঢাকা —
এখানে প্রতিদিন নতুন নতুন শিক্ষার্থীরা আধুনিক Device Cosmetic Musolmani শেখার সুযোগ পাচ্ছেন।
🔹 হাতে-কলমে প্রশিক্ষণ
🔹 অভিজ্ঞ সার্জনের তত্ত্বাবধানে শেখানো
🔹 বাস্তব কেসে প্র্যাকটিক্যাল সেশন
🔹 সার্টিফিকেট ও পূর্ণ সহায়তা
📞 নিবন্ধন ও বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন
📍 ঠিকানা: ৮৪৯/৩, ওরিয়েন্টাল অ্যারাবিয়ান টাওয়ার, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
💚 “আধুনিক খতনা শেখা এখন সহজ, নিরাপদ ও লাভজনক — সার্কার মুসলমানি সেন্টারের সঙ্গে।”