CPHD Ayurvedic Ltd.-Kafrul, Dhaka.

CPHD Ayurvedic Ltd.-Kafrul, Dhaka. CPHD is a multidimensional developmental organization

08/01/2022

সবাই কেমব আছেন?

 #জন্ডিস_কী_ও_কেন_হয়সুস্থ থাকুন চলছে ভ্যাপসা গরম। ঋতু পরিবর্তনের এ সময়টায় জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়ে যায়।...
17/04/2021

#জন্ডিস_কী_ও_কেন_হয়
সুস্থ থাকুন চলছে ভ্যাপসা গরম। ঋতু পরিবর্তনের এ সময়টায় জন্ডিসে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়ে যায়। আসুন জেনে নিই জন্ডিজ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। জন্ডিস আসলে কোনো রোগ নয়, এটি রোগের লক্ষণমাত্র। চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়াকে আমরা জন্ডিস বলে থাকি। জন্ডিসের মাত্রা বেশি হলে হাত, পা এমনকি পুরো শরীরও হলুদ হয়ে যেতে পারে। এর পাশাপাশি প্রস্রাবের রং হালকা থেকে গাঢ় হলুদ হতে পারে। রক্তে বিলিরুবিন নামে এক ধরনের পিগমেন্টের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। জন্ডিসে অধিকাংশ ক্ষেত্রে লিভার আক্রান্ত হয়। আর তাই জন্ডিসকে কখনোই হেলাফেলা করা উচিত নয়।


#জন্ডিস_কেন_হয়?

আগেই বলেছি, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একসময় স্বাভাবিক নিয়মেই ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে, যা পরে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে পিত্তনালির মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এ দীর্ঘ পথপরিক্রমায় যে কোনো অসংগতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস।

#জন্ডিস_ও_লিভার

লিভারের রোগ জন্ডিসের প্রধান কারণ। আমরা যা কিছুই খাই না কেন, তা লিভারে প্রক্রিয়াজাত হয়। লিভার নানা কারণে রোগাক্রান্ত হতে পারে। হেপাটাইটিস-‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ এবং ‘ই’ ভাইরাসগুলো লিভারে প্রদাহ সৃষ্টি হয়, যাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। আমাদের দেশসহ সারা বিশ্বেই জন্ডিসের প্রধান কারণ এ হেপাটাইটিস ভাইরাসগুলো। তবে উন্নত দেশগুলোয় অতিরিক্ত মধ্যপান জন্ডিসের একটি অন্যতম কারণ।

এছাড়াও অটোইমিউন লিভার ডিজিজ এবং বংশগত কারণসহ আরও কিছু অপেক্ষাকৃত বিরল ধরনের লিভার রোগেও জন্ডিস হতে পারে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও অনেক সময় জন্ডিস হয়। তাছাড়া থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন ‘ই’ ডিজিজের মতো যেসব রোগে রক্ত ভেঙে যায় কিংবা পিত্তনালির পাথর বা টিউমার এবং লিভার বা অন্য কোথাও ক্যানসার হলেও জন্ডিস হতে পারে। তাই জন্ডিস মানেই লিভারের রোগ- এমনটি ভাবা ঠিক নয়।

#জন্ডিসের_লক্ষণ

জন্ডিস হলে চোখ হলুদ হয়। তবে হেপাটাইটিস রোগে জন্ডিসের পাশাপাশি ক্ষুধামন্দা, অরুচি, বমি ভাব, জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপুনি দিয়ে জ্বর আসা, মৃদু বা তীব্র পেটব্যথা ইত্যাদি হতে পারে। এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক শারীরিক লক্ষণ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে জন্ডিসের তীব্রতা ও কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দিয়ে থাকেন।

#জন্ডিসের_চিকিৎসা

ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিসের ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করারও প্রয়োজন হতে পারে। ভাইরাল হেপাটাইটিস সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সেরে যায়। এ সময় ব্যথার ওষুধ যেমন, প্যারাসিটামল, এসপিরিন, ঘুমের ওষুধসহ অন্য কোনো অপ্রয়োজনীয় ও কবিরাজি ওষুধ খাওয়া উচিত নয়। অন্যভাবে বলতে গেলে জন্ডিস হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা ঠিক নয়। এতে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিটাই বেশি থাকে।

হেপাটাইটিস-‘বি’ ও ‘সি’ ভাইরাস দুটি কিছু কিছু ক্ষেত্রে জন্ডিস সেরে যাওয়ার পরও লিভারের দীর্ঘমেয়াদি প্রদাহের সৃষ্টি করতে পারে, যা লিভার-পরবর্তী সময়ে লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যানসারের মতো জটিল রোগও তৈরি করতে পারে। তাই এ দুটি ভাইরাসে আক্রান্ত হলে দীর্ঘমেয়াদে লিভার বিশেষজ্ঞের ফলোআপে থাকতে হবে এবং প্রয়োজনে এন্টি ভাইরাল চিকিৎসা নিতে হবে।

#হেপাটাইটিস_ভাইরাস_থেকে_বাঁচার_উপায়

হেপাটাইটিস-‘এ’ ও ‘ই’ খাদ্য এবং পানির মাধ্যমে সংক্রমিত হয়। আর ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ দূষিত রক্ত, সিরিঞ্জ এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তাই সব সময় বিশুদ্ধ খাদ্য ও পানি খেতে হবে। শরীরে রক্ত নেওয়ার দরকার হলে অবশ্যই প্রয়োজনীয় স্ক্রিনিং করে নিতে হবে। ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করাটাও খুবই জরুরি।

হেপাটাইটিস-‘বি’ ও ‘এ’র টিকা আমাদের দেশে পাওয়া যায়। বিশেষ করে হেপাটাইটিস-‘বি’র টিকা প্রত্যেকেরই নেওয়া উচিত। যারা সেলুনে সেভ করেন, তাদের খেয়াল রাখতে হবে, যেন আগে ব্যবহার করা ব্লেড বা ক্ষুর আবারও ব্যবহার করা না হয়।

#শেষ_কথা

জন্ডিস অনেক ক্ষেত্রেই এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। তাই বাঁচতে হলে আমাদের সবাইকে জানতে হবে, হতে হবে সচেতন।

#ঔষধের জন্য এখুনি ইনবক্স করুন

সিপিএইচডি আয়ুর্বেদিক লি. কাফরুল থানার সকল ফলোয়ার শুভানুধ্যায়ীকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা 🌹🌹🌹 #সতর্ক থাকুন #সুস্থ থাকু...
13/04/2021

সিপিএইচডি আয়ুর্বেদিক লি. কাফরুল থানার সকল ফলোয়ার শুভানুধ্যায়ীকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা 🌹🌹🌹

#সতর্ক থাকুন

#সুস্থ থাকুন

#সামাজিক দুরত্ব বজায় রাখুন

#মাস্ক ব্যবহার করুন

লিভার নষ্ট হবার ১০টি কারণ১) রাতে খুব দেরিতে ঘুমাতেযাওয়া ও সকালে দেরি করে ঘুম থেকেওঠা ।২) সকালে মূত্রত্যাগ ও পর্যাপ্তপান...
05/04/2021

লিভার নষ্ট হবার ১০টি কারণ
১) রাতে খুব দেরিতে ঘুমাতে
যাওয়া ও সকালে দেরি করে ঘুম থেকে
ওঠা ।
২) সকালে মূত্রত্যাগ ও পর্যাপ্ত
পানি পান না করা ।
৩) অতিরিক্ত খাবার খাওয়া ।
৪) সকালে নাস্তা না করা ।
৫) মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করা ।
৬) প্রিজারভেটিভ, ফুড কালার
ওখাবার মিষ্টি করতে কৃত্রিম
সুইটেনার ব্যবহার করা খাবার
বেশি খাওয়া ।
৭) রান্নায় অস্বাস্থ্যকর তেল
ব্যবহার
করা ।
৮) ভাজা-পোড়া জাতীয় খাবার
খাওয়া ও ভাজার সময় অতিরিক্ত
তেল ব্যবহার করা ।
৯) মাত্রাতিরিক্ত যে কোন কিছুই
ক্ষতিকর । খুব
বেশি পরিমাণে কাঁচা খাদ্য
খাওয়ার অভ্যাসও লিভারের ওপর
চাপ সৃষ্টি করে ।
১০) অ্যালকোহল বা মদ/বিয়ার, সেবন
করা ।
পোস্টগুলো অবহেলা করবেন না । খুবই মূল্যবান পোষ্ট ।
মানতে পারলে উপকার হবে 100%
#তাই সচেতন হোন
#সুস্থ থাকুন

26/03/2021
সি পি এইচ ডি আয়ুর্বেদিক কোং লিং : *আমলকী রসায়ন *একটি প্রাকৃতিক ভিটামিন সি সমৃদ্ধ সিরাপ যা বিশেষ মান নিয়ন্ত্রণের মাধ্যমে ...
14/02/2021

সি পি এইচ ডি আয়ুর্বেদিক কোং লিং :

*আমলকী রসায়ন *

একটি প্রাকৃতিক ভিটামিন সি সমৃদ্ধ সিরাপ যা বিশেষ মান নিয়ন্ত্রণের মাধ্যমে কাচা আমলকীর নির্যাস দ্বারা প্রস্তুত। আমলকী রসায়ন শারীরিক সুস্থতায় অত্যন্ত কার্যকরী একটি সিরাপ যা বিশেষ কয়েকটি প্রাকৃতিক উপাদান দ্বারা প্রস্তুত এবং শতভাগ কেমিকেল মুক্ত।
কার্যকারীতাঃ
**আমলকী রসায়ন ভিটামিন সি সমৃদ্ধ একটি সিরাপ যা আপনার শরীরে ভিটামিন সি এর অভাব পূরন করবে।
*** আমলকী রসায়ন সুস্বাদু ও রুচিকারক।
**সিরাপ আমলকী জন্ডিসে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ।সিরাপ কালমেঘাসব ও আমলকী একসাথে সেবন জন্ডিসে দ্রুত ফলদায়ক।
**আমলকী রসায়ন হার্টের জন্য উপকারী। নিয়মিত সেবনে হৃদরোগের ঝুকি অনেকটা কমে যায়।
**সিরাপ আমলকী এনিমিয়া রোগে কার্যকরী।
**গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার এ জাতীয় রোগে আমলকী রসায়ন একটি পরীক্ষিত ঔষধ।
**আমলকী রসায়ন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।
** এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঔষধ কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধটি পেতে এখুনি ইনবক্স করুন

থেরাফেভ অমৃতারিষ্ট, আয়ুর্বেদিক ঔষুধ ব্যবহারসমূহ:জ্বর প্রশমক, যকৃত, প্লীহা বৃদ্ধি নিবারক, পুরাতন জ্বরে উপকারী। নির্দেশাব...
07/02/2021

থেরাফেভ

অমৃতারিষ্ট, আয়ুর্বেদিক ঔষুধ

ব্যবহারসমূহ:
জ্বর প্রশমক, যকৃত, প্লীহা বৃদ্ধি নিবারক, পুরাতন জ্বরে উপকারী।

নির্দেশাবলী:
খাওয়ার পরে বা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন দু'বার 1-2 চা চামচ (10-20 মিলি) আহারের পর।

ব্যবহারের আগে বোতলটি ভালভাবে নেড়ে নিন।

সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

ম্যানুঃ লাইঃ নংঃ আয়ু -123
DAR। নং: আয়ু-২-এ-019

#অর্ডার করতে এখুনি ইনবক্স করুন
---------
Therafev
৳ 180.00

AMRITARISTA, Ayurvedic Medicine

Uses:
Antipyretic, Prevents Hepatomegaly & Splenomegaly and helps in Chronic fever.

Instructions:
Take 1-2 teaspoonfuls (10-20 ml) syrup twice daily after meal or as recommended by the registered physician.

Shake the bottle well before use.

Precaution:
Protect from direct sun light and keep it in a cool and dry place. Keep out of reach of children.

Mfg. Lic. No.: Ayu-123
DAR. No.: Ayu-2-A-019

টার্বোসোল ক্যাপসুল ৳ 240.00 কাউহেজ ক্যাপসুল, আয়ুর্বেদিক মেডিসিন। ★ব্যবহারসমূহ: নার্ভাস দুর্বলতা, যৌন দুর্বলতা, বীর্য হ্...
03/02/2021

টার্বোসোল ক্যাপসুল
৳ 240.00

কাউহেজ ক্যাপসুল, আয়ুর্বেদিক মেডিসিন।

★ব্যবহারসমূহ:
নার্ভাস দুর্বলতা, যৌন দুর্বলতা, বীর্য হ্রাস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক ইনসিপিডাস, হাইপারকলেস্টেরোলেমিয়া, এডিমা, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, কৃমি আক্রান্ত, পার্কিনসনের রোগ, বেলের পালসী।

★নির্দেশাবলীঃ
খাবারের পরে বা নিবন্ধিত চিকিত্সকের পরামর্শ অনুসারে দিনে 2 বার 2 ক্যাপসুল নিন।

★সতর্কতাঃ
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সরাসরি অর্ডার করতে এখনি ইনবক্স করুন

Turbosol Capsule
৳ 240.00

Cowhage Capsule, Ayurvedic Medicine

Uses:
Nervous weakness, Sexual weakness, Decrease of semen, Hypertension, Diabetic insipidus, Hypercholesterolemia, Edema, Oligomenorrhoea, Amenorrhea, Worm infestation, Parkinson’s diseases, Bell’s Palsy.
Instructions:
Take 2 capsules twice a day after meals or as recommended by the registered physician.

Precaution:
Protect from direct sun light and keep it in a cool and dry place. Keep out of reach of children.

Mfg. Lic. No.: Ayu-123
DAR. No.: Ayu-2-A-031

★ দশমুল ★ :দশমুল সিরাপ টি প্রধানত মাল্টিভিটামিন হিসেবে ব্যবহৃত হয়। ★দশমুল সিরাপ অরুচি, বাতব্যাধি, প্রমেহ, মন্দাগ্নি এবং ...
19/01/2021

★ দশমুল ★ :
দশমুল সিরাপ টি প্রধানত মাল্টিভিটামিন হিসেবে ব্যবহৃত হয়।
★দশমুল সিরাপ অরুচি, বাতব্যাধি, প্রমেহ, মন্দাগ্নি এবং মস্তিষ্কের দুর্বলতার সমস্যার একটি প্রাকৃতিক ও কার্যকরী সমাধান।
★স্মৃতিশক্তির অল্পতা দুর করে।
★ শারিরীক দুর্বলতা দুর করে।
★প্রসূতিদের জন্য অতীব ফলপ্রদ।
★ এছাড়া ও সুতিকা, গ্রহনী,অশ্নরী, মৃত্রকৃচ্ছ এর সমাধান করে।

সর্বোচ্চ খুচরা মুল্য: ১৮০ টাকা।

অনলাইনে অর্ডার করতে এখনি ইনবক্স করুন

বি.দ্র :কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি হয় (চার্জ প্রযোজ্য)।

Piels বা অর্শ পাইলস যা ডাক্টারি ভাষায় (হেমোরয়েড) বলে। পাইলস হল মলদ্বার দিয়ে রক্তপাত, মাংসপিন্ড বাহিরে আসা বা মলদ্বারের ব...
15/01/2021

Piels বা অর্শ

পাইলস যা ডাক্টারি ভাষায় (হেমোরয়েড) বলে। পাইলস হল মলদ্বার দিয়ে রক্তপাত, মাংসপিন্ড বাহিরে আসা বা মলদ্বারের বাহিরে গুটি বা দানার মত সৃস্টি হওয়া। পাইলস সাধারণত দু ধরনের হয়:-
(*) অভ্যন্তরীন পাইলস (Internal Haemorrhoid):রক্তনালীর কুশনের ডেনটেট লাইন থেকে স্থানচ্যুতির মাত্রার উপর নির্ভর করে ৪ ভাগে ভাগ করা হয়েছে:--- ১.রক্তনালীর গুলো ফুলে যায় ২.নিম্নমূখি চাপে স্থানচুত হয় এবং তা পরে আপনা আপনি পায়ুপথে ঢুকে যায়। ৩.নিম্নমূখি চাপে স্থানচুত হয় এবং তা পরে তা হাত দিয়ে পায়ুপথে ঢুকাতে হয়। ৪.নিম্নমূখি চাপে স্থানচুত হয় কিন্তু পরে তা ঢুকানো সম্ভব হয়না
(*) বাহ্যিক পাইলস (External Haemorrhoid): যা সাধদারণত মলদ্বারের বাইরে ফোলা থাকে এবং কিছুটা ব্যাথা বা অস্বস্তি হয়ে থাকে।

*পাইলস কেন হয়: এর সঠিক কারন জানা না গেলেও এ রোগের জন্য যে সব বিষয় দায়ি বলে ধারনা করা হয় তার মধ্যে বয়েছে:-- কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মলত্যাগে অতিরিক্ত চাপ, অনিয়মিত মলত্যাগের অভ্যাস, শাকসবজি অন্য আঁমযুক্ত খাবার ও স্বল্প পানি পান করা।

***পাইলস থেকে সমাধানে আজই অর্ডার করুন***

Arthomaxআমবাটারি তেল, আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারসমূহ: আর্থোম্যাক্স তেল রিউম্যাটয়েড এবং অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য...
01/12/2020

Arthomax
আমবাটারি তেল, আয়ুর্বেদিক ওষুধ

ব্যবহারসমূহ:
আর্থোম্যাক্স তেল রিউম্যাটয়েড এবং অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। অতিরিক্তভাবে, এটি ব্যথা, প্রদাহ দূর করতে, নমনীয়তা উন্নত করে এবং যৌথ গতিবিধি বাড়ায়।

নির্দেশাবলী:
ক্ষতিগ্রস্থ স্থানে আর্থোম্যাক্স তেল দুই থেকে তিনটি গুড় প্রয়োগ করুন একটি পাতলা আবরণ স্তর তৈরি করুন। মেডিকষধি অনুপ্রবেশের জন্য আক্রান্ত অঞ্চলে আলতোভাবে ম্যাসাজ করুন। জ্বালা হওয়ার ক্ষেত্রে অবিলম্বে ব্যবহার বন্ধ করুন এবং নিবন্ধিত চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Turbosol  কাউহেজ ক্যাপসুল, আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহারসমূহ: নার্ভাস দুর্বলতা, যৌন দুর্বলতা, বীর্য হ্রাস, উচ্চ রক্তচাপ, ড...
01/12/2020

Turbosol
কাউহেজ ক্যাপসুল, আয়ুর্বেদিক মেডিসিন

ব্যবহারসমূহ:
নার্ভাস দুর্বলতা, যৌন দুর্বলতা, বীর্য হ্রাস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক ইনসিপিডাস, হাইপারকলেস্টেরোলেমিয়া, এডিমা, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, কৃমি আক্রান্ত, পার্কিনসনের রোগ, বেলের পালসী।
নির্দেশাবলী:
খাবারের পরে বা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুসারে দিনে 2 বার 2 ক্যাপসুল নিন।

সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Neemproনিমব্যাবহারসমূহ:ত্বকের ব্যাধি,ভাইরাসবিরোধী, জীবাণু বিরোধী,জ্বরনাশক,ক্ষতনিবারক, চর্মরোগের কার্যকরী। নির্দেশাবলী: খ...
01/12/2020

Neempro
নিম

ব্যাবহারসমূহ:
ত্বকের ব্যাধি,ভাইরাসবিরোধী, জীবাণু বিরোধী,জ্বরনাশক,ক্ষতনিবারক, চর্মরোগের কার্যকরী।

নির্দেশাবলী:
খাওয়ার পরে বা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে দুবার 1-2 ক্যাপসুল নিন।

সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Thanved থানকুনি, আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারসমূহ: নিউরোলজিকাল ডিসঅর্ডার, মস্তিষ্কের ব্যাধি, প্রারম্ভিক বার্ধক্য, সাধারণ দুর...
01/12/2020

Thanved
থানকুনি, আয়ুর্বেদিক ওষুধ

ব্যবহারসমূহ:
নিউরোলজিকাল ডিসঅর্ডার, মস্তিষ্কের ব্যাধি, প্রারম্ভিক বার্ধক্য, সাধারণ দুর্বলতা, মৃগী রোগ, শিশুদের ডায়রিয়া এবং আমাশয়।

নির্দেশাবলী:
খাওয়ার পরে বা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে দুবার 1-2 ক্যাপসুল নিন।

সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Vitasol অ্যাসপারাগাস, আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারসমূহ: প্রস্রাব ধরে রাখা, কিডনির দুর্বলতা, যৌন দুর্বলতা, বীর্য হ্রাস, আমাশয...
01/12/2020

Vitasol
অ্যাসপারাগাস, আয়ুর্বেদিক ওষুধ

ব্যবহারসমূহ:
প্রস্রাব ধরে রাখা, কিডনির দুর্বলতা, যৌন দুর্বলতা, বীর্য হ্রাস, আমাশয়, ডায়রিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যাসিডিটি, দীর্ঘস্থায়ী পেটে ব্যথা, ডিসপেসিয়া, দীর্ঘস্থায়ী জ্বর, লিউকোরিয়া, আর্থ্রাইটিস।

নির্দেশাবলী:
খাবারের পরে বা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুসারে দিনে 2 বার 2 ক্যাপসুল নিন।
সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Hyperix নিবারণ বাটি, আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারসমূহ: উচ্চ রক্তচাপ, অনিদ্রা, উন্মাদনা। নির্দেশাবলী: খাবারের পরে বা নিবন্ধিত...
01/12/2020

Hyperix
নিবারণ বাটি, আয়ুর্বেদিক ওষুধ

ব্যবহারসমূহ:
উচ্চ রক্তচাপ, অনিদ্রা, উন্মাদনা।

নির্দেশাবলী:
খাবারের পরে বা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুসারে একবার একবার 1-2 ক্যাপসুল নিন।

সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Chirotaved চিরতা, আয়ুর্বেদিক ওষুধ ব্যবহারসমূহ: বদহজম, অ্যানোরেক্সিয়া, হজম পদ্ধতির স্বতন্ত্রতা, অপর্যাপ্ত হজমের রস নিঃস...
01/12/2020

Chirotaved
চিরতা, আয়ুর্বেদিক ওষুধ

ব্যবহারসমূহ:
বদহজম, অ্যানোরেক্সিয়া, হজম পদ্ধতির স্বতন্ত্রতা, অপর্যাপ্ত হজমের রস নিঃসরণ।

নির্দেশাবলী:
খাওয়ার পরে বা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে দুবার 1-2 ক্যাপসুল নিন।

সতর্কতা:
সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করুন এবং এটিকে একটি শীতল এবং শুকনো স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Address

Dhaka
1216.

Alerts

Be the first to know and let us send you an email when CPHD Ayurvedic Ltd.-Kafrul, Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CPHD Ayurvedic Ltd.-Kafrul, Dhaka.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram