Doctorcare cupping clinic

Doctorcare cupping clinic Hijama or cupping therapy clinic for women & children

⚡ “শরীরের ব্যথা কমছে না? হরমোন–স্কিন সমস্যা বারবার রিল্যাপ্স করছে?”⚡ একটাই সমস্যা… কিন্তু কেন বারবার রিল্যাপ্স করে?কারণ ...
05/12/2025

⚡ “শরীরের ব্যথা কমছে না? হরমোন–স্কিন সমস্যা বারবার রিল্যাপ্স করছে?”
⚡ একটাই সমস্যা… কিন্তু কেন বারবার রিল্যাপ্স করে?
কারণ শরীরকে কখনোই একদিক থেকে দেখে চিকিৎসা করলে সাসটেইনেবল সুস্থতা আসে না।
আমরা বিশ্বাস করি—
“Complete Healing Comes From an Integrated Approach.”
অনেক জায়গায় ঘুরেও যদি সঠিক সেবা না পান—
Doctorcare Cupping Clinic হতে পারে আপনার সবচেয়ে ভরসার জায়গা!
🟢 Doctorcare Cupping Clinic কী?
👉 মহিলা ও শিশুদের জন্য নির্ভরযোগ্য, মানসম্মত, MBBS ডাক্তার প্রদত্ত চিকিৎসা কেন্দ্র।
👉 অনলাইন ও অফলাইন—দুইভাবেই সেবা।
👉 ডাক্তার দ্বারা নিরাপদ কাপিং ও হিজামা থেরাপি।
🟢 Doctorcare Cupping Clinic — যেখানে এক জায়গায় মেডিক্যাল + থেরাপিউটিক কেয়ার
আমরা শুধু চিকিৎসা দিই না—
আমরা শরীরকে দেখি মোটের ওপর (Holistic + Medical)।
👉 MBBS ডাক্তার দ্বারা Evidence-Based Treatment
👉 সায়েন্স + সুন্নাহ–ভিত্তিক কাপিং ও হিজামা থেরাপি
👉 মহিলা ও শিশুদের জন্য নিরাপদ অনলাইন ও অফলাইন সেবা
🟢 আমাদের Integrated Approach কীভাবে কাজ করে?
🔹 রোগের মূল কারণ (Root Cause) চিহ্নিত করা
🔹 মেডিক্যাল ম্যানেজমেন্ট
🔹 হিজামা/কাপিং দিয়ে ইন্টারনাল হিলিং
🔹 লাইফস্টাইল ও ডায়েটারি গাইড
🔹 ফলো-আপ ও মনিটরিং
👉 ফলে পেশেন্ট শুধুই ভালো বোধ করে না—
দীর্ঘসময় সুস্থ থাকে।
🟢 আমাদের হিজামা ও কাপিং সার্ভিসসমূহ:
✅ Facial Cupping Massage
✅ Ash-Shifa Disease-Based Package
✅ Full Body Screening Hijama
✅ Limb Screening Hijama
✅ Organ Detox Hijama
✅ Head Screening Hijama (Hairfall Control)
✅ Tibbe Nabawi Package
🟢 আমাদের ডাক্তার কি গাইনি ডাক্তার?
না—
👉 আমাদের ডাক্তার জেনারেল ফিজিশিয়ান,
👉 মহিলা ও শিশুদের সকল সাধারণ রোগে দক্ষ ও অভিজ্ঞ।
👉 এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম:
1️⃣ Doctorcare Cupping Clinic পেজে ইনবক্স করুন
2️⃣ সার্ভিস সিলেক্ট করুন
3️⃣ শিডিউল পেয়ে নাম + ঠিকানা + ফোন নাম্বার দিয়ে বুকিং কনফার্ম করুন
🔥সুস্থ হওয়ার সঠিক পথ বেছে নিন।
📥 ইনবক্স করুন এখনই
কারণ সুস্থতার যাত্রা শুরু হয় সঠিক ট্রীটমেন্ট গাইডলাইন ও নিরাপদ থেরাপি থেকেই।
Doctorcare Cupping Clinic—
Where Science Meets Sunnah & Healing Becomes Complete.
© Doctorcare Cupping Clinic
Where science meets sunnah


জুম্মাবার সূরা কাহাফ, বেশি বেশি দু'আ, দুরুদ আর ইস্তেগফার ইনশাআল্লাহ।সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামজুমুআর দিনের বিশেষ কয...
05/12/2025

জুম্মাবার সূরা কাহাফ, বেশি বেশি দু'আ, দুরুদ আর ইস্তেগফার ইনশাআল্লাহ।

সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

জুমুআর দিনের বিশেষ কয়েকটি আমল ও ফজিলত :–

১. দরুদ শরীফ: জুমুআর দিন বেশী বেশী দুরূদ শরীফ পাঠ করা ও বেশী বেশী যিকির করা মোস্তাহাব। রাসূলুল্লাহ ﷺ বলেছেন-

তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমু’আহর দিন। কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো। কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। [আবু দাউদ ১০৪৭]

• যে আমার উপর একবার দরূদ পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাযিল করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে। [সুনানে নাসায়ী ১/১৪৫; মুসনাদে আহমদ ৩/১০২]

২. সূরা কাহাফ: রাসূল ﷺ বলেছেন,

যে ব্যক্তি জুমু'আহর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমু'আহ থেকে অন্য জুমু'আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে। [সহিহ আত-তারগীব ৭৩৬]

৩. দু'আ: জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন,

জুমার দিনের বারো ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। [আবু দাউদ ১০৪৮]

আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন,

“শুক্রবারে আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাতগ্রন্থ যাদুল মাআ’দ-এ বর্ণিত আছে, জুমার দিন আছরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়।” [যাদুল মাআ’দ ২/৩৯৪]

ইমাম আহমদ (রহ.)-ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরিফের ২য় খণ্ডের ৩৬০ নং পৃষ্ঠায় তাঁর সবিশেষ কথাটি উল্লেখ আছে।

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আছে–

"জুমাবারে এমন একটি সময় আছে, যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন।" [মুসান্নাফ ৫৫৮৮]

৪. ইস্তিগফার: রাসূলুল্লাহ ﷺ বলেছেন-

"যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে কোন অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যেকোন দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি-রোজগারের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।" [সুনানে আবু দাউদ ১৫১৮]

এছাড়াও –

৫. অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে উঠা।
৬. গোসল করা (মেসওয়াকও করবে।)
৭. উত্তম ও পরিস্কার কাপড় পরিধান করা।
৮. আতর বা খুশবূ লাগানো।
৯. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
১০. ইমাম সাহেবের কাছাকাছি বসা।
১১. মনোযোগ সহকারে খুতবা শোনা।
১২. খুতবার সময় কোনরূপ কাজ না করা বা কথা না বলা।
১৩. দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত দিলে দিলে দু'আ করা।

১৪. জুমুআর দিন জুমুআর নামাযের জন্য যত শীঘ্র মসজিদে যাবে তত বেশী সওয়াব হবে। সর্বপ্রথম যে যাবে একটা উট কুরবানীর সওয়াব পাবে। তারপরের জন একটা গাভী কুরবানীর, তারপরের জন দুম্বা কুরবানীর, তারপরের জন একটা মুরগি দানের এবং তারপরের জন একটা ডিম দানের সওয়াব পাবে।

১৫. যে ব্যক্তি জুমুআর দিন ফজর নামাযের পূর্বে তিনবার নিম্নোক্ত এস্তেগফারটি পাঠ করবে তার সমস্ত গোনাহ মাফ করে দেয়া হবে।

استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه ـ (كتاب الاذكار)

উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।

লিখা©~ ভার্সিটিয়ান দ্বীনি পরিবার
ছবি Doctorcare cupping clinic
#পরকালেরপ্রস্তুতি

05/12/2025
চুলকাচ্ছে? গোলাকার লাল দাগ?এটি ফাঙ্গাল ইনফেকশনের ক্লাসিক সাইন—অবহেলা নয়।”🔴🔴🔴 চুলকাচ্ছে দেখে আপনার পরিবার ম পরিচিত কেউ কো...
04/12/2025

চুলকাচ্ছে? গোলাকার লাল দাগ?
এটি ফাঙ্গাল ইনফেকশনের ক্লাসিক সাইন—অবহেলা নয়।”
🔴🔴🔴 চুলকাচ্ছে দেখে আপনার পরিবার ম পরিচিত কেউ কোন মলম লাগাতে দিয়েছে কিনা?

🌀প্রশ্ন করলাম কারন ছবির মত যদি স্কিনে চুলকানি হয় আর আপনি ভুল করেও কারও কথা মত স্টেরয়েড ক্রিম ব্যাবহার করেন তাহলে আপনাকে এই এক ছোট অসুখের কারনে ভুগতে হতে পারে বছরের পর বছর।

👉 এখন একটু বিস্তারিত বললে বুঝে যাবেন।
ছবিতে আমরা যা দেখছি তা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে প্রচলিত স্কিন ডিজিজ। এর নাম হচ্ছে "ডার্মাটোফাইটোসিস"। ভাবতে পারেন আমি ভুল বলছি কারন আপনি এইটাকে চিনেন ❝দাউদ❞ নামে। জি আপনি সঠিক বলছেন। এইটা ❝দাউদ❞ বা ❝দাদ❞ নামেই সবাই চিনে।

⏺️ ডার্মাটোফাইট বা ছত্রাক দিয়ে এই অসুখটি হয় বলে এর নাম ডার্মাটোফাইটোসিস। একে মেডিকেলের ভাষায় ❝টিনিয়া ইনফেকশন ❞ ও বলা হয়।

⏺️ এটি আমদের শরিরের মোটামুটি সব জায়গায়ই হতে পারে। সাধারনত যেসব জায়গার স্কিন বেশি ঘামে সে জায়গা গুলোতে হয়।
🔴মাথার তালু
🔴মুখ
🔴গলা
🔴ঘাড়
🔴বুকে
🔴পিঠে
🔴বগলে
🔴 পেটে
🔴কুচকীতে
🔴হাটুর ভাজে
🔴আংগুলের ভাজে
🔴নখে।

⏺️এটি ছোয়াচে রোগ। আক্রান্ত কারও ডিরেক্ট সংস্পর্শে অথবা তার ব্যাবহৃত জিনিসের সংস্পর্শে এই রোগের সংক্রমন ঘটে৷

⏺️ কিভাবে বুঝবেন?

📍লাল লাল দানা দানা হবে যা কয়েনের মত গোলাকার জায়গা জুরে থাকবে।

📍চারপাশে লাল দানা থাকবে এবং ভিতর দিকটা অপেক্ষাকৃত কম লাল হবে৷

📍প্রচুর চুলকাবে।

🔴খেয়াল রাখতে হবে এক জায়গার র‍্যাশে চুলকালে সে হাত অন্য জায়গায় লাগলে সেখান থেকে এইটা ছড়াবে।

⏺️ট্রীটমেন্টঃ
✅ টপিকাল এন্টি ফাংগাল ক্রিম
✅সিস্টেমিক এন্টিফাংগাল ক্রিম
✅ এন্টি হিস্টামিন
এর বাহিরে পেশেন্টের অবস্থা ভেদে ডাক্তার অন্যান্য প্রয়োজনিয় চিকিতসা দিবেন।

❌❌❌ মনে রাখবেন কখনই এই ধরনের লেশনে ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কারও পরামর্শে কোন ক্রিম /ওষুধ কখনই লাগাবেন না।

🔴🔴🔴 অনেক পেশেন্ট আছেন যাদের শরিরে কোন গোটা নাই কিন্তু একটি নির্দিষ্ট জায়গা কালোছোপ হয়ে আছে যা ধীরে ধীরে বড় হচ্ছে। এধরনের কন্ডিশন যাদের তারা খুব দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।

♻️ আপনার চিকিতসায় আমাদের রয়েছে অভিজ্ঞ ডাক্তারমন্ডলী যারা সঠিক সময়ে সঠিক চিকিতসা এবং সঠিক পরামর্শ দেয়ার জন্য সদা প্রস্তুত।

▶️ ডাক্তারের কন্সাল্টেন্সি পেতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজ এর ইনবক্সে।

▶️ দীর্ঘদিন এ ধরনের স্কিন ইনফেকশনে হিজামা খুব ভালো কাজ করে। তবে দক্ষ হাতে হিজামা করতে হবে অন্যথায় ভালো না হয়ে আরও ছড়িয়ে যাবে।

✅ এপয়েন্টমেন্ট এর জন্য হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন।

💊ওষুধে সাময়িক আরাম পাচ্ছেন?তাহলে জেনে রাখুন—আপনি পুরো ট্রিটমেন্টই পাননি!”মাইগ্রেন এ আপনি ঠিক ওষুধে খুব বেশী উপকৃত হতে পা...
04/12/2025

💊ওষুধে সাময়িক আরাম পাচ্ছেন?
তাহলে জেনে রাখুন—আপনি পুরো ট্রিটমেন্টই পাননি!”
মাইগ্রেন এ আপনি ঠিক ওষুধে খুব বেশী উপকৃত হতে পারবেন না।
বছরের পর বছর এ ডাক্তার সে ডাক্তার দৌড়া দৌড়ি করবেন। কিন্তু সিভিয়ারিটি কমবে না। বার বার এটাক হবে।
কারো কারো প্রাইমারি স্টেজে কমে যায়। সিভিয়ারিটি বেশী যাদের তারা শুধু ঘুরে ফিরে আর ভোগে।
প্রায়োরিটি বেসড চিকিতসা রেংকিং যদি করি তাহলে প্রথমেই আসবে
💥হিজামা
এরপর ওষুধ৷
হিজামায় আপনার বার বার এটাক কমে যাবে ইন শা আল্লাহ। একটু ঘন ঘন যদি করান তাহলে দীর্ঘদিন ভালো থাকা যায়।
👉পিরিয়ডের প্রব্লেম যাদের - কিরকম প্রব্লেম?
➖পিরিয়ড ঘন ঘন হওয়া
➖দীর্ঘদিন না হওয়া
➖ প্রচুর ব্যাথা (ব্যাথার ওষুধ সমাধান না)
➖পিসিওএস
এই সমস্যা গুলোও একেবারে ওষুধে ঠিক হয় না। ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন লাগে সবার আগে, এরপর চিকিতসা হিজামা সব শেষে প্রায়োরিটি ট্রিটমেন্ট মেডিসিন। (পিসিওএস নিয়ে লিখলে রাত পার হয়ে যাবে তাও শেষ হবে না পরে কখনও ইন শা আল্লাহ)

যাদের পিরিয়ড হয় কিন্তু বন্ধ হয় না সহজে তাদের প্রথম চিকিতসা
💥ওষুধ
এরপর হিজামা। কয়েকটা সেশন নিলে সমস্যা ধীরে ধীরে কমে আসে।
👉 কোমড় ব্যাথা, পিঠ ব্যাথা, পায়ের কাফ মাসলে ব্যাথা ওষুধে কিছু সময়ের জন্য কমবে।
হিজামা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এক্ষেত্রে। অনেক দিন ভালো থাকবেন ইন শা আল্লাহ।
👉হরমোনাল যেকোন সমস্যায় লাইফস্টাইল এবং হিজামা পাশাপাশি অবস্থান করে।
ওষুধের কাজ এর পরে।

👉বার বার ইউরিনের ইনফেকশন হচ্ছে শুধু ওষুধের উপর নির্ভর করবেন?
ওষুধের পাশাপাশি ফুড হ্যাবিট, হিজামা, এক্সারসাইজ চলবে।
এভাবে আমাদের পুরো গাইডলাইনে আপনি ভালো হয়ে উঠবেন আল্লাহ চাইলে।
ফাইব্রোমায়ালজিয়া যাদের, প্রথম ট্রিটমেন্ট হিজামা কিন্তু না, ওষুধ ও না৷ এখানে হিজামা এবং কাপিং এর কম্বাইন্ড ট্রিটমেন্ট যাবে। তিন/চার সেশন পর ওষুধ ও লাগবে না ইন শা আল্লাহ৷
ফ্যাটি লিভার নিয়ে খুব চিন্তিত হয়ে যান।
প্রথম চিকিতসা কোন ওষধ না কখনই।
ডায়েট গাইডলাইন আসবে একদম প্রথমে
এরপর হিজামা
এরপর প্রয়োজন হলে ওষুধ।
GouT যাদের আছে। ব্যাথায় কাতর৷ তাদের জন্য হিজামা আর ওষুধ হাতে হাত ধরা দুই বান্ধবী৷ পাশাপাশি ডায়েট গাইডলাইন মেনে চলা।

আরও অনেক অসুখ নিয়েই লিখা যাবে, তবে পোস্ট বড় হয়ে যাবে৷

আমরা শুধু ডাক্তার দেখাই, সুস্থ না হলে চেঞ্জ করে আরেক ডাক্তার দেখাই। ডাক্তার আপনাকে ওষুধ দিবে,খাবারের লাইফস্টাইলের পরামর্শ দিবে।

আমরা কি করি? ডাক্তার এর প্রেস্ক্রিপশন থেকে শুধু ওষুধের অংশটুকু নিয়ে বাকী পরামর্শ পার্টটুকু প্রেস্ক্রিপশনে রেখে দেই।
একটা অসুখ থেকে যদি ৯০% সুস্থতা চান/ ভালো থাকতে চান আপনাকে প্রতিটা চিকিতসা পদ্ধতিতে পূর্ন এফোর্ট দিতে হবে।
আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েলনেস প্যাকেজকে আমরা সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি জানেন?
✅যে অসুখে ওষধ আর লাইফস্টাইল পাশাপাশি হাত ধরে না চললে আপনি ঠিক সুস্থ হবেন না -আমরা আপনাকে সেভাবেই ট্রিটমেন্ট দিবো।
✅ হিজামা,ওষুধ আর ডায়েট যেখানে কাজ করবে সেখানে আমরা আপনাকে শুধু ওষুধ এর চিকিতসা দিয়ে ছেড়ে দিবো না।
✅ যেখানে হিজামা কাজ করবে না শুধু ওষুধ কাজ করবে আমরা বলবো না(টাকার জন্য) আপনি হিজামা নিন ভালো হবেন।
✅ যেখানে ওষুধ (২০%), হিজামা (২০%), আর লাইফস্টাইল মডিফিকেশন (৬০%) কাজ করবে আমরা আপনাকে ঠিক এই প্রপরশনেই বলব যদিও আপনি ওষুধ কে বেশী গুরুত্ব দিচ্ছিলেন।
🔷🔷🔷 আমরা আপনাকে সত্যটা বলব। যেখানে যে চিকিতসা যতটুকু প্রয়োজন সেখানে ঠিক ততটুকুই দিবো। 🔷🔷🔷

বিনিময়ে আমরা কিছু হাদিয়া নিবো। কারন এই জ্ঞান টুকু অর্জন করে আপনার পর্যন্ত পৌছে দেয়ার পিছনে আমাদের অনেক কষ্ট,অনেক নির্ঘুম রাত,অনেক ত্যাগ আছে। আছে বৃত্তের বাহিরে চলার কষ্ট। পনেরো বছরের কষ্ট,পরীক্ষা, কান্না মিশ্রিত গল্প।

আপনি সুস্থ হবেন আমরা হাসব৷ আপনার সুস্থ হতে সময় লাগছে আমরা আরও গভীরে যাবো হয়ত অল্টারনেটিভ অন্য থেরাপি সাজেস্ট করব আপনার যেটা প্রয়োজন।

কিন্তু কথা দিচ্ছি আপনি আমাদের ট্রীটমেন্টে অনেকটাই ভালো হবেন আল্লাহ চাইলে। আপনি যেনো ভালো হোন সেজন্যই ওয়েলনেস প্যাকেজকে ডিজাইন করা৷

🌀আপনি সুস্থ হলে আমার কোন পাওনা নাই। শুধু হিজামা আপনাকে প্রশান্তি দিলে কথা দিতে হবে আপনি অন্যের কাছে সুন্নাহটা প্রচার করবেন। এতটুকু দাবী থাকবে আপনার চিকিতসক হিসেবে।

🫵আপনার সমস্যা কী? মাইগ্রেন/পিসিওএস/পিরিয়ড/ফ্যাটিলিভার/পেইন…কমেন্ট করুন‼️

© Doctorcare cupping clinic
(কপি পেষ্ট করা নিষেধ)





গর্ভাশয় ছিঁ/ড়ার (Uterine Rupture) কারণে গর্ভস্থ বাচ্চার দুই পা জ/রা/য়ুর বাইরে চলে এসেছিল।২০১৬ সালের ঘটনা। ফ্রান্সের এক ...
03/12/2025

গর্ভাশয় ছিঁ/ড়ার (Uterine Rupture) কারণে গর্ভস্থ বাচ্চার দুই পা জ/রা/য়ুর বাইরে চলে এসেছিল।

২০১৬ সালের ঘটনা। ফ্রান্সের এক হাসপাতালে ৩৩ বছর বয়সী এক মা রুটিন চেকআপে (আল্ট্রাসাউন্ড) যান। তখন তিনি ২২ সপ্তাহের গর্ভবতী।

রিপোর্টে দেখা গেল, মায়ের জ/রা/য়ুর (Uterus) দেয়াল ছিঁড়ে গর্ভস্থ বাচ্চার দুই পা জ/রা/য়ুর বাইরে চলে এসেছে! বাচ্চার পাগুলো একটি বড় পানির থলি বা এমনিওটিক স্যাকের মধ্যে জ/রা/য়ুর বাইরে ভাসছিল।

ওই মায়ের আগে ৫ বার সিজারিয়ান অপারেশন (C-Section) হয়েছিল। বারবার কাটার ফলে
জ/রা/য়ুর ওই জায়গাটা খুব দুর্বল হয়ে গিয়েছিল। ডাক্তারি ভাষায় একে বলে ‘Uterine Rupture’। প্রথমে ২.৫ সেন্টিমিটারের মতো ছিঁ/ড়ে যায় এবং সেখান দিয়ে বাচ্চার পা ও পানির থলি বাইরে বেরিয়ে আসে।

ডাক্তাররা খুব সতর্কতার সাথে মা ও বাচ্চাকে পর্যবেক্ষণে রাখেন। কিন্তু ৩০ সপ্তাহে গিয়ে দেখা যায়, ছেঁড়া অংশটি আরও বড় হয়ে ৫ সেন্টিমিটার হয়ে গেছে এবং বাচ্চার পেটও জ/রা/য়ুর বাইরে চলে আসছে। আর দেরি করা সম্ভব ছিল না।

দ্রুত ইমার্জেন্সি সিজার করা হয়। জন্ম নেয় ১.৩ কেজি ওজনের একটি ফুটফুটে ছেলে। জন্মের পর তাকে NICU তে রাখা হয়।

সবচেয়ে স্বস্তির খবর হলো— অপারেশনের মাত্র ৫ দিন পরই মা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ৬ মাস পর চেকআপে দেখা যায়, সেই শিশু এবং তার মা দুজনেই সম্পূর্ণ সুস্থ! ❤️

অনুবাদ: AH Abu Bakkar Siddique ⚠️⚠️

Doctorcare cupping clinic

এটি ইয়েমেনের একটি মসজিদে ঘটে যাওয়া একটি ঘটনা। শায়খ আবু ইমাদ ঘটনাটি বর্ণনা করছিলেন এভাবে:আমার এক বন্ধু বলল, 'গতকাল আমার প...
03/12/2025

এটি ইয়েমেনের একটি মসজিদে ঘটে যাওয়া একটি ঘটনা। শায়খ আবু ইমাদ ঘটনাটি বর্ণনা করছিলেন এভাবে:

আমার এক বন্ধু বলল, 'গতকাল আমার পাশের গলির একজন মারা গেছেন। নাম আবু নাসের, বেশ বয়স্ক মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তো, জানাজা আর দাফন শেষে খাটিয়াটা (মৃতদেহ বহনের খাট) যখন ফেরত আনা হলো, তখন বেশ রাত। এশার নামাজ শেষ, মসজিদও বন্ধ। তাই লোকেরা খাটিয়াটা মসজিদের দরজার বাইরের উঠোনে রেখে দিল, যাতে সকালে মুয়াজ্জিন বা খাদেম এসে সেটা জায়গামতো রেখে দেয়।

রাত তখন প্রায় সাড়ে ৩টা। এক লোক মসজিদে আসল। দেখল উঠোন খোলা কিন্তু মসজিদের মেইন দরজা তালাবদ্ধ। সে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কেউ খুলল না। ওদিকে হাড় কাঁপানো শীত। হঠাৎ তার নজর পড়ল ওই খাটিয়াটার দিকে। ওটার ওপর আবার একটা চাদর বিছানো ছিল। ব্যাস! সে আর দেরি না করে খাটিয়ার ঢাকনা সরাল, ভেতরে মোটা কাপড় পাতা ছিল, আরামসে ওটার ভেতরে ঢুকে শুয়ে পড়ল। আর সাথে সাথেই গভীর ঘুম!

আধঘণ্টা পর মসজিদের খাদেম এলেন দরজা খুলতে। তিনি খাটিয়াটা দেখে ভাবলেন, হয়তো ফজরের পর জানাজা হবে, তাই লাশসহ কেউ রেখে গেছে। মুসল্লিরা আসতে শুরু করল, কেউ অজু করতে গেল, কেউ সালাম বিনিময় করল। খাদেম আর কয়েকজন মিলে খাটিয়াটা ধরাধরি করে একেবারে মেহরাবের পাশে নিয়ে রেখে দিল। সবাই ভাবছে ভেতরে লাশ আছে, তাই কেউ আর ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেনি। তাছাড়া ভোরের বেলা সবার চোখে তখনও ঘুমের রেশ।

ফজরের আজান হয়ে গেল। মসজিদে প্রায় ৫০ জনের মতো লোক। আমরা কাতার সোজা করে নামাজে দাঁড়ালাম। আমি ছিলাম একদম প্রথম কাতারে। দ্বিতীয় রাকাতেও সব ঠিক ছিল, হঠাৎ দেখলাম খাটিয়াটা নড়ছে! ভাবলাম, এ কী! চোখের ভুল নাকি? চোখ কচলে আবার তাকালাম। না! স্বপ্ন না! ইমাম সাহেবের ঠিক পেছনে রাখা খাটিয়াটা সবার চোখের সামনে সত্যিই নড়ছে! আমার তো ভয়ে কলিজা শুকিয়ে গেল, পুরো কাতারে আতঙ্ক ছড়িয়ে পড়ল।

ঠিক তখনই খাটিয়ার ভেতর থেকে লোকটা ঘুম ভেঙে ঢাকনাটা সরাল। মাথা বের করে সোজা জিজ্ঞেস করল, 'ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন?'

ওরে ভাই! এরপরের দৃশ্য আর কী বলব! আল্লাহর কসম, সেই দৃশ্য দেখার মতো ছিল। আমি জুতো ফুতোর কথা ভুলে জান নিয়ে দে দৌড়! এক দৌড়ে মনে হয় এক কিলোমিটার পার হয়ে গেছি, তাও খালি পায়ে! ওদিকে ইমাম সাহেব তো বেহুঁশ হয়ে ফ্লোরে পড়ে গেলেন। ভয়ে কেউ কেউ দেয়ালে গিয়ে মাথা ঠুকল। কেউ কেউ আমার মতো খালি পায়েই ভোঁ দৌড়। একজন তো ভয়ে অজুখানার হাউজেই পড়ে গেল। সোজা কথায়, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো মসজিদ ফাঁকা!

কিন্তু হাসির ব্যাপার হলো, ওই খাটিয়ার লোকটাও আমাদের সাথে সাথে দৌড়াতে শুরু করল! সে দৌড়াচ্ছে আর সবার পিছু পিছু চিৎকার করছে:

'ও ভাই! কী হয়েছে? কেয়ামত হয়ে গেল নাকি? আপনারা দৌড়াচ্ছেন কেন?'

আর পেছনের লোকজন যতবার দেখছে যে 'লাশ' তাদের পেছনে দৌড়াচ্ছে, তাদের দৌড়ানোর গতি তত বাড়ছে! বেচারা লোকটা তখনও চিল্লাচ্ছে, 'আমাকে ফজরের জন্য ডাক দিলেন না কেন? আল্লাহ আপনাদের বিচার করবেন!' আসলে সে বুঝতেই পারছিল না যে এই লঙ্কাকাণ্ডের মূল হোতা আসলে সে নিজেই!

(পোস্ট এবং ছবি কালেক্টেড)

03/12/2025

🚨 আজ রাত ১২টার পর বন্ধ!
ফার্স্ট এইিড কোর্সের রেজিস্ট্রেশনের লাস্ট কল❗
ভাবছেন “পরে করবো”?
দুর্ঘটনা পরে হয় না—এক সেকেন্ডেই হয়ে যায়।
আর সেই এক সেকেন্ডে আপনি পারবেন কি—আপনার সামনে পড়ে যাওয়া মানুষটাকে বাঁচাতে?

❗ নাক দিয়ে রক্ত পড়া থামাতে জানেন?
❗ চোখের সামনে কেউ শ্বাস নিতে না পারলে কী করবেন?
❗ CPR কিভাবে দিতে হয় জানেন?
❗ অজ্ঞান হলে মাথা উঁচু করবেন, নাকি নিচু?
—আপনি যদি একটাও প্রশ্নের জবাব নিশ্চিতভাবে না জানেন,
👉 তাহলেই এই কোর্স আপনার জন্য।

💥 আজ রেজিস্টার করলে যা পাচ্ছেন:
CPR + লাইফ সেভিং ABC মেথড
শ্বাসকষ্ট/চোকিং ম্যানেজমেন্ট
Accident Management
Common emergencies handling
সাথে সার্টিফিকেট!

💲 কোর্স ফিঃ ৬০০ টাকা
অফার প্রাইসঃ ৫০০ টাকা
⏰ লাস্ট ডেট: আজ রাত ১২টা
এর পর রেজিস্ট্রেশন বন্ধ—এবার মিস করলে এরপর দীর্ঘদিন।
🔥 অ্যাকশন নিন – আপনার স্কিল কারও জীবন বাঁচাতে পারে!
👉 রেজিস্টার করতে নীচে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন।




🚨 শীত আসলেই কেন বারবার ঠান্ডা–কাশি বাড়ে? কারণটা আপনার ধারণার চেয়েও সহজ… এবং বিপজ্জনক!আপনি কি খেয়াল করেছেন—➡️ এই সময়টায় স...
02/12/2025

🚨 শীত আসলেই কেন বারবার ঠান্ডা–কাশি বাড়ে? কারণটা আপনার ধারণার চেয়েও সহজ… এবং বিপজ্জনক!
আপনি কি খেয়াল করেছেন—
➡️ এই সময়টায় সামান্য ঠান্ডা লাগলেই সর্দি, কাশি, গলা ব্যথা লেগেই থাকে?
➡️ শিশু–বড় সবাই বেশি অসুস্থ হয়?
➡️ একই ভাইরাসে কেউ দ্রুত ভালো হয়, কেউ আবার সপ্তাহজুড়ে ভুগে?

👉 কারণ—শীতে আপনার শরীর সবচেয়ে বেশি যে মিনারেলটার দরকার হয়, সেটাই সবচেয়ে বেশি ঘাটতি হয়: “ZINC / জিংক”
💥 “জিংক কম থাকলে আপনার শরীর ভাইরাস চিনতেই দেরি করে!”
হ্যাঁ, ঠিকই পড়ছেন—শরীর ভাইরাস চিনতে না পারলে ঠান্ডা-কাশি বারবার হবেই!

🧬 কেন শীতে জিংক এত জরুরি?
✅ জিংক ইমিউন সেল (T-cell, macrophage) কে এক্টিভ রাখে
✅ নাক–গলার মিউকাস শক্ত করে, ভাইরাস ঢুকতে দেয় না
✅ শরীরের ইনফ্লেমেশন কমিয়ে ঠান্ডা–কাশির সময়কাল ছোট করে
✅ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভাইরাসের ধকল সামলায়
➡️ আর সবচেয়ে বড় কথা: শরীর নিজে জিংক তৈরি করতে পারে না—খাবার থেকেই নিতে হয়।
📌 প্রতিদিন আপনার দরকার মাত্র:
🔹 পুরুষ: ১১ mg
🔹 মহিলা: ৮ mg
এত অল্প পরিমাণ, কিন্তু ঘাটতি হলে ঠান্ডা-কাশি বারবার হবে—এটাই সমস্যা।

🍛 বাংলাদেশি খাবারেই সহজে জিংক পূরণ হয়
এমন একটা সাধারণ খাদ্য তালিকা দিলেই RDA পূরণ:
🥚 ১টা ডিম — 0.6 mg
🍲 ১ কাপ মসুর ডাল — 2.5 mg
🥣 ½ কাপ ছোলা — 1.3 mg
🌰 ১ টেবিল চামচ কুমড়ার বীজ — 1 mg
🐟 ১০০g ছোট মাছ — 2.5 mg
🍖 ৫০g গরুর মাংস — 2.4 mg
👉 মোট: ~10.3 mg (চাহিদা পুরো পূরণ!)
🥗 দৈনিক সহজ প্ল্যান
⭐ প্রতিদিন ১টা ডিম + ১ কাপ ডাল রাখুন
⭐ সপ্তাহে ২–৩ দিন ছোলা/মটর
⭐ সপ্তাহে ২–৩ দিন মাছ বা প্রতিদিন ৩ পিস মাছ
⭐ স্ন্যাকসে কুমড়ার বীজ/বাদাম
💡 প্রোটিন ঠিক থাকলে জিংকও ঠিক থাকবে!

👉 এমন সায়েন্টিফিক, প্র্যাকটিক্যাল ও লাইফ–সেভিং হেলথ টিপস পেতে আমাদের পেজটা FOLLOW করুন।
👉 এই পোস্টটি শেয়ার করুন—কারণ শীতে জিংক ঘাটতি প্রায় সবারই হয়!

(পোস্টটি কালেক্টেড)

Doctorcare cupping clinic




বাজারের লিস্ট ছাড়া গৃহিনী বোনদের অন্য কিছু কি লিখা হয় কখনও?
01/12/2025

বাজারের লিস্ট ছাড়া গৃহিনী বোনদের অন্য কিছু কি লিখা হয় কখনও?

01/12/2025

Registration is going
Seats are limited

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doctorcare cupping clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctorcare cupping clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram