Doctorcare cupping clinic

Doctorcare cupping clinic Hijama or cupping therapy clinic for women & children

চিকুনগুনিয়া/ অন্যান্য ভাইরাস জ্বর পরবর্তী সময়ে তীব্র আর্থ্রালজিয়ায় ভুগছেন? অর্থাৎ  হাত,পায়ে, হাটু এবং বিভিন্ন জয়েন্টে তী...
24/07/2025

চিকুনগুনিয়া/ অন্যান্য ভাইরাস জ্বর পরবর্তী সময়ে তীব্র আর্থ্রালজিয়ায় ভুগছেন? অর্থাৎ হাত,পায়ে, হাটু এবং বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যাথায় ভুগছেন তাহলে দেরি না করে হিজামা সেশন গ্রহন করুন।

23/07/2025

পেশেন্টরা যখন সকল সম্ভব্য চিকিতসা শেষে আশাহত হয়ে আমাদের Doctorcare cupping clinic থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থতার দেখা পান তখন সত্যি আমার রব্বের প্রতি কৃতজ্ঞতা বেড়ে যায়।

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের চেষ্টায় আরও বারাকাহ দিক যেনো আপনাদের সুস্থতায় আমরা আরও বেশি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে পারি।

©Doctorcare cupping clinic
🟣Where science meet the sunnah🟣





21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এভাবে নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...
©Sabbir Ahmed

19/07/2025

হিজামায় ডায়াবেটিস নিয়ন্ত্রন হয়, জানেন তো!

🔥এক্সিডেন্ট হয়েছে মোবাইলের। যে সকল পেশেন্টরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন সেসকল পেশেন্টদের অনুরোধ করছি পেজ এ যোগাযোগ কর...
18/07/2025

🔥এক্সিডেন্ট হয়েছে মোবাইলের। যে সকল পেশেন্টরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন সেসকল পেশেন্টদের অনুরোধ করছি পেজ এ যোগাযোগ করার। যাদের হোয়াটসঅ্যাপে এপয়েন্টমেন্ট দেয়া হয়েছিল তারাও কাইন্ডলি পেজ এর ইনবক্সে যোগাযোগ করবেন প্লিজ৷

17/07/2025

হিজামার সুন্নাহ ডেট শেষ হলো আজকে। অনেক আপুদেরকেই শিডিউল দেয়া সম্ভব হয় নি এবার। তারা চাইলে নেক্সট সুন্নাহ ডেট এর জন্য আগেই বুকিং করতে পারেন। যারা অনেক চেষ্টা করেও সুন্নাহ ডেট এ করাত্ব পারছেন না তারা প্রচুর দুয়া করুন।

16/07/2025

আসেন কিছু গল্প করি কিছু আজাইরা কথা বলি, বেশীরভাগ ই ভাববে আমার সময় নাই৷

এরপর দেখা গেলো ভ্লগার আপাদের ডেইলী ভ্লগ আসলো আর দেখতে দেখতে আধা ঘন্টা পার হয়ে গেলো ❗

15/07/2025
⚜️ নতুন পেশেন্ট যারা আসেন তাদের কাপিং সেশনের চাইতেও বেশী সময় দেয়া হয় কাউন্সেলিং সেশনের জন্য। এটার জন্য কোন অতিরিক্ত ফি দ...
14/07/2025

⚜️ নতুন পেশেন্ট যারা আসেন তাদের কাপিং সেশনের চাইতেও বেশী সময় দেয়া হয় কাউন্সেলিং সেশনের জন্য। এটার জন্য কোন অতিরিক্ত ফি দিতে হয় না পেশেন্টদের৷

👉 কাউন্সেলিং সেশনের একটা উল্লেখযোগ্য পার্ট থাকে
✅পেশেন্টের রোগ সম্পর্কে তাকে বিস্তারিত ধারনা দেয়া।

✅এই রোগের জন্য প্রেস্ক্রাইবড ওষুধ কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করা।

✅পেশেন্টের পার্টিকুলার রোগে কাপিং/ হিজামা কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করা।

✅হিজামা এর হাদিস গুলো পেশেন্টকে জানানো।

✅হিজামা আমাদের শরীরে কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করা৷

✅ পেশেন্টকে আমার ট্রিটমেন্ট প্ল্যান বিস্তারিত বুঝিয়ে বলা।

👆উপরোক্ত কাউন্সেলিং সেশনের জন্য প্রচুর সময় দিতে হয়। এইটা করা হয় শুধুমাত্র কাপিং/হিজামা সম্পর্কে পেশেন্টকে সুধারনা দেয়ার জন্য যেনো হারিয়ে যাওয়া সুন্নাহ এর প্রচার প্রসার ঘটে।

🔥পেশেন্ট এর রোগ সম্পর্কে জানতে চাওয়া পেশেন্টের হক বলে মনে করি। পেশেন্ট এর হক ডাক্তার তাকে কি চিকিতসা দিলো তা বিস্তারিত জানা।
পেশেন্ট এর হক আদায়ের চেষ্টা করা হয় সর্বোচ্চভাবে আমাদের ক্লিনিকে।





❗মিডফোর্ড এর ব্যাবসায়ী খু/নের ছবি আর ভিডিও দেখে কালকে সন্ধ্যা থেকে অস্বস্তি বোধ করতেছি অনেক।বর্বরতার চরম পর্যায় আছি এইটা...
12/07/2025

❗মিডফোর্ড এর ব্যাবসায়ী খু/নের ছবি আর ভিডিও দেখে কালকে সন্ধ্যা থেকে অস্বস্তি বোধ করতেছি অনেক।

বর্বরতার চরম পর্যায় আছি এইটা আগে থেকেই। অস্বস্তির কারন হলো আমি যেই ভিডিও টা দেখছি তা কোন সুস্থ মানুষ কিভাবে ক্যামেরায় ধারন করতে পারে❓

প্রচুর সামনে দাঁড়িয়ে থেকে ঘটনার সাক্ষী,যানবাহনে করে যাচ্ছে আসছে। চোখের সামনে দেখে কারোরই বোধদয় হয় নি মানুষটাকে বাঁচাই❓

অন্তর,বিবেক,মনিষত্ব হীন এই মানুষ গুলা আসলে কোন পর্যায়? ১০/২০ জন মানুষও এগিয়ে আসত্ব পারল না❓

এই মনুষত্বহীন মানুষগুলাই পরবর্তীতে ক্রাইম করবে। কোন না কোন ক্রাইম এরা করবেই। নিজের পরিবারে,আত্মীয়ের মধ্যে, পরিচিত মানুষের মধ্যে।

আজকে এমন কোন ঘটনা নিজেদের সাথে হলেও মানুষগুলা শুধু ফেল ফেল করে তাকিয়ে মজা নিবে। বিশ্বাস করেন এরা ভয় পেয়ে পিছিয়ে ছিল এমন না, এরা লাইভ ক্রাইম দেখার মজা নিচ্ছিল।

ভয়ের কারনে এভাবে কেউ দেখে না। কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না এগুলা চোখে দেখা।

আমাদের ফেসবুকিয় আবেগের যুগে মানবিক আবেগ মারা গেছে।

ভয় হয় এই সাইকো গুলাই আমাদের আশেপাশে মানুষ সেজে ঘুরে বেড়াবে।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক।

মানবিকতা একটা চর্চা করার ব্যাপার৷ আপনি রুঢ় পরিবেশে বড় হলে অমানবিক হবেন, আর মায়া মমতায় বড় হলে আপনিও মায়া মমতা নিয়ে দিন যাপন করবেন।

নিজে মানবিও হই আমরা, সন্তানদের মানবিক হওয়ার শিক্ষা দেই। দাজ্জালি এই যুগে এটার বোর অভাব।




12/07/2025

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি প্রতি মাসের সতেরো, ঊনিশ বা একুশ তারিখে হিজামা করাবে, তা সকল রোগের মহা ঔষধ।

সূনান আবু দাউদ-৩৮৬১

আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মিরাজের রাতে আমি ফেরেশতাদের যে দলকেই অতিক্রম করেছি, তারা আমাকে বলেছেন, হে মুহাম্মাদ! হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে হিজামা করানোর নির্দেশ দিন।

সুনানে ইবনে মাজাহ-৩৪৭৯

❣️ চরম তাওয়াক্কুল করে কিছু কিছু বোন আছে। আল্লাহর উপর তো অবশ্যই।  কিন্তু রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হা...
11/07/2025

❣️ চরম তাওয়াক্কুল করে কিছু কিছু বোন আছে। আল্লাহর উপর তো অবশ্যই। কিন্তু রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের উপরও।

🔥অসুস্থ থাকা সত্ত্বেও পুরোটা মাস অপেক্ষা করে শুধুমাত্র চাঁদের ১৭,১৯,২১ তারিখে হিজামা করার জন্য।

কেন জানেন? কারন রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

❝যে ব্যক্তি প্রতি মাসের সতেরো, ঊনিশ বা একুশ তারিখে হিজামা করাবে, তা সকল রোগের মহা ঔষধ।❞
হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত

সূনান আবু দাউদ-৩৮৬১

🌊 আরেকটি হাদিসে এসেছে,

❝আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কোন ব্যক্তি হিজামা করাতে চাইলে যেন মাসের সতের, ঊনিশ বা একুশ তারিখ বেছে নেয়। তোমাদের কারো যেন উচ্চ রক্তচাপ না হয়। কারণ তাতে তার জীবননাশের আশংকা আছে।❞

সুনানে ইবনে মাজাহ-৩৪৮৬

শুধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার উপর দৃঢ ইয়াকিনের জন্যই বোনেরা শত বাধা অতিক্রম করে সুন্নাহ ডেটে চলে আসেন অনেক দূর দূর থেকে৷

আমি শিখি। বোনদের থেকে শিখি৷ আর দুয়া করি তাদের এই তাওয়াক্কুল যেনো তাদের জান্নাতে যাওয়ার ওয়াসীলা হয়৷ আল্লাহর সন্তুষ্টি লাভের ওয়াসিলা হয়।

মুহররম মাসের সুন্নাহ ডেট শুরু হতে যাচ্ছে ১৩, ১৫, ১৭ জুলাই। কিছু স্লট ফাকা আছে৷ খুব দ্রুত বুকিং দিতে হবে৷ বোনদের ফিরিয়ে দিতে অনেক কষ্ট লাগে৷ কিন্তু সময় তো শুধু ২৪ ঘন্টা। তাই আমাদেরও লিমিটেশন আছে।

তাই সুন্নাহ ডেটের বারাকাহ পেতে খুব দ্রুত বুকিং করে ফেলুন আপনার হিজামা স্লটটি।





Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doctorcare cupping clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctorcare cupping clinic:

Share