Doctorcare cupping clinic

Doctorcare cupping clinic Hijama or cupping therapy clinic for women & children

নিচের পোস্টটা তাদের জন্য যারা নিজেকে প্রতিনিয়ত আগের থেকে বেটার আরও প্রডাকটিভ করার স্ট্রাগল করছে কিন্তু কোথায় যেনো কিছু আ...
13/10/2025

নিচের পোস্টটা তাদের জন্য যারা নিজেকে প্রতিনিয়ত আগের থেকে বেটার আরও প্রডাকটিভ করার স্ট্রাগল করছে কিন্তু কোথায় যেনো কিছু আটকে যাচ্ছে বার বার... প্রডাক্টিভিটিকে কয়েক গুন বাড়ানোর আশা রাখছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না❗

⭕আপনার দৈনন্দিন কাজের মাঝে বার বার ব্রেইন ফগ তৈরি হচ্ছে❓নিজে থেকে অনেক চেষ্টা করেছেন কিন্তু কাটিয়ে উঠতে পারছেন না?
⭕কোর্স করলাম, অনেক চেষ্টা করি, মোটিভেশনাল স্পিচ শুনছি প্রতিনিয়ত, প্রচুর মোটিভেশনও আছে কিন্তু প্রডাক্টিভিটি মেইন্টেইন করতে পারছি না।
⭕বিজনেস পেজ চালাচ্ছি কিন্তু কাজের মান উন্নত করতে পারছি না,ব্রেইন কেমন যেনো ঠিক মত কাজ করছে না।

এরকম আরও অনেক সমস্যায় আপনার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ডিজিটাল এই যুগে এগিয়ে যেতে হলে নিজের বাধা গুলো অতিক্রম করতে হবে।
এজন্য সবার আগে প্রয়োজন আপনার ব্রেইনকে রেস্ট দেয়া।
❝ভাই তাইলে তো মরে যেতে হবে❞ -
😀নাহ মরতে হবে না। আপনার ঘুমকে ঠিক করতে হবে।
প্রপার ঘুম হতে হবে।আপনার ৬০% কাজ এর সাফল্য এর মাঝেই আছে।
বলতে পারেন আমি ডেইলী ৭/৮ ঘন্টা (কেউ আরও বেশী) ঘুমাই আলহামদুলিল্লাহ।

✅আলহামদুলিল্লাহ। ঘুম ভালো হলে নিজেকে এই ছবিতে খুজে পেতেন না। হতে হবে সুন্নাহ ওয়েতে কোয়ালিটিফুল ঘুম৷
👉আপনার ব্রেইনের গ্লিম্ফেটিক সিস্টেম ভালো মত কাজ করবে।
👉আপনার মেমরি পাওয়ার বাড়বে।
👉কনফিডেন্স বাড়বে সাথে প্রডাক্টিভিটি কয়েক গুন বাড়বে।

কিভাবে বুঝবেন আপনার ঘুম কোয়ালিটিফুল হচ্ছে?
👉 এলার্ম ছাড়াই ঘুম(ফজরে) থেকে উঠতে পারবেন খুব সহজেই৷ আপনার বডি ক্লকই আপনাকে ঘুমাতে দেবে না৷
👉আগের দিনের মেমরি গুলো ইনট্যাক্ট থাকবে৷
👉আগের চেয়ে কম ভুলে যাবেন
👉কাজ শুরু করতে চা/কফির প্রয়োজন হবে না
👉নতুন উদ্দ্যোমে কাজ শুরু করবেন সকালে।

আমাদের উপকারী পোস্টগুলো নিয়মিত আপনার ওয়ালে পেতে পোস্টে লাইক দিয়ে একটিভ থাকুন৷

ঘুম জনিত সমস্যা যেমন
⏺️রাতে দেরীতে ঘুম আসা,
⏺️সহজে ঘুম না আসা,
⏺️ফজরের আগে ঘুম পাওয়া,
⏺️ঘুমালে বার বার ঘুম ভেংগে যাওয়া
-এগুলোর মাঝে আপনার সমস্যা কোনটা কমেন্ট করুন।

© Doctorcare cupping clinic

Pic Dr chundril chugh

13/10/2025
💯 জনের মধ্যে ৫০ জনেরও বেশী মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন  🔴আপনি তাদের মধ্যে আছেন কিনা নিচের প্রশ্ন গুলোর সলিড উত্তর দিয়ে যা...
12/10/2025

💯 জনের মধ্যে ৫০ জনেরও বেশী মানুষ ঘুমের সমস্যায় ভুগছেন 🔴

আপনি তাদের মধ্যে আছেন কিনা নিচের প্রশ্ন গুলোর সলিড উত্তর দিয়ে যাচাই করে নিন।

1️⃣এলার্মের উপর ডিপেন্ডেন্সি কতটুকু❓
⏺️এলার্ম ছাড়াই উঠেন
⏺️একবার এলার্ম বাজলে উঠে যান
⏺️ অনেকবার স্নু্য বাটন চেপে এরপর উঠেন

2️⃣ রাতে কি বার বার জাগেন❓এপাশ ওপাশ করেন।নাকী এক দুইবার উঠে বাকী সময় আরামসে ঘুমান ❓

3️⃣ঘুম থেকে উঠে কি আগের চেয়ে বেশী এনার্জেটিক লাগে, সকল ক্লান্তি দূর হয়ে পুর্নউদ্দোমে আবার কাজ শুরু করা যাবে মনে হয়❓

4️⃣লেথার্জি ফিল হয়⁉️ চা/ কফি না খেলে শরীর চালানো যায় না❓

⛔চা কফি ছাড়াই পুরো উদ্দোমে কাজ শুরু করেন কিন্তু তাও
হতে পারে আপনি ডিপ স্লিপে যেতে পারছেন না।

⛔প্রতিদিন ৮ ঘন্টার বেশী ঘুমাচ্ছেন ঠিকই কিন্তু সেটা শুধু REM sleep.

⛔অনেক বেশী ঘুমাচ্ছেন কিন্তু তাও সেই রিফ্রেশিংনেস নেই।
👉ফলাফল Poor মেমরী, মুড ডিসওর্ডার এবং এভাবে দীর্ঘদিন চলতে থাকলে ব্রেইনের ডিজেনারেটিভ ডিজিজও হতে পারে৷

তাই প্রশ্ন গুলোর উত্তর দিন কমেন্টে এবং জেনে নিন আপনার কোয়ালিটিফুল ঘুম হচ্ছে কিনা।

© Doctorcare cupping clinic




11/10/2025

রাত ৯ টার পর মোবাইলে
❝Do Not Disturb❞
অন করলে সম্ভাবনা আছে গভীর এবং উপকারী ঘুম হওয়ার।

💦বৃষ্টিস্নাত জুম্মাবারের কুইজঃকোন ফেরেশতা বৃষ্টির দ্বায়িত্বপ্রাপ্ত? জেনে থাকলে নাম কমেন্টে জানান আমাদের।
10/10/2025

💦বৃষ্টিস্নাত জুম্মাবারের কুইজঃ
কোন ফেরেশতা বৃষ্টির দ্বায়িত্বপ্রাপ্ত? জেনে থাকলে নাম কমেন্টে জানান আমাদের।

09/10/2025

রাত ৯-১০ টা এ সময় আপনার যদি
ডিপ্রেশন,কনফিউশন,অনেক বেশী হতাশা,মস্তিষ্ক বিভ্রম কিংবা অনেক বেশী আনন্দ অনুভূত হয় কারন ছাড়া তাহলে আপনার কিডনী হেলথ চেক করুন।

09/10/2025

প্রতি মাসে শুধু দু'টো কাজ করলে সকল ধরনের রোগ বালাই থেকে ভালো থাকতে পারবেন- *শারীরিক এবং *মানষিক

🟢 ১৩,১৪,১৫ তারিখ রোজা রাখা
🟢 ১৭,১৯,২১ তারিখ হিজামা করা। (চন্দ্র মাসের)

❌ প্রতিদিন ৭/৮ ঘন্টা ঘুমাতে হবে। ✅ কোয়ালিটিফুল ঘুম হতে হবে রাতে মিনিমাম ৫ ঘন্টা ❌ রাতের যেকোন সময় থেকে ৫ ঘন্টা ঘুমাতে হব...
08/10/2025

❌ প্রতিদিন ৭/৮ ঘন্টা ঘুমাতে হবে।
✅ কোয়ালিটিফুল ঘুম হতে হবে রাতে মিনিমাম ৫ ঘন্টা

❌ রাতের যেকোন সময় থেকে ৫ ঘন্টা ঘুমাতে হবে।
✅ রাতের প্রথম ভাগ থেকে মিনিমাম ৫ ঘন্টা গভীর ঘুম হতে হবে।

❌ ঘুমানো ভালো, ব্রেইন ঠান্ডা থাকে।
✅অতিরিক্ত ঘুমের কারনে ব্রেইন এর মাইক্রোগ্লিয়া অন্যান্য ব্রেইন সেল খেয়ে ফেলে৷

❌সব সময় স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে শারীরিক ক্ষতি হয় শুধু।
✅ স্ট্রেসফুল কন্ডিশনে সব সময় থাকলে শারীরিক ক্ষতির পাশাপাশি ব্রেইনে ক্রনিক ইনফ্লামেশন হয়। যার কারনে মেমরি লস সহ অন্যান্য কগনিটিভ ফাংশন ডিক্রিস করে৷

❌ বয়স হয়েছে এজন্য মনে রাখতে পারি না,মুখস্থ হয় না।
✅ বয়সের থাকে মনে রাখার এবং মুখস্থ করার সম্পর্ক নেই৷ ব্রেইন সব সময় সব বয়সেই মনে রাখতে পারে,মুখস্থ করতে পারব,নতুন কিছু শিখতে পারে যদি প্রপার ওয়েতে আমরা নিজেকে ট্রেইন করি।

❌ বয়সের সাথে সাথে ব্রেইন ক্ষয় হয়।
✅ ব্রেইন এর যে অংশের যে কাজ তা করা না হলে ব্রেইন এর নিউরনের কানেকশন লষ্ট হয়। রিপিটেড কাজ হলে নতুন নতুন নিউরন কানেকশন তৈরি হয় এবং সে লোব টা অন্য লোবের থেকে তুলনামুলক বড় থাকে৷

❌চিনি খেলে ব্রেইন ভালো হয়
✅ সুগার ব্রেইন ইনফ্লামেশন বাড়ায়। ব্রেইন ভালো রাখতে হলে প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ এবং গুড ফ্যাট৷


পোস্টটি নিয়ে আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন৷ উপকারি মনে হলে শেয়ার করুন। আমাদের গুরুত্বপূর্ণ পোস্টগুলো আপনার ওয়াল থেকে হারিয়ে না যায়, রেগুলার দেখতে লাইক দিয়ে একটিভ থাকুন।

১০ ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এ মাসের সুন্নাহ হিজামা ডেট। ব্রেইন হেলথ ভালো রাখতে হিজামা অন্যতম।
তাই সুস্থ থাকতে ব্রেইন ডিটক্সিফাই করুন সুন্নাহ পদ্ধতিতে৷

👉 রুকইয়া সম্পর্কে জানতে এবং আপনার শারীরিক এবং মানষিক সুস্থতা সম্পর্কে নেক্সট লেভেলে জানতে আমাদের ফিমেল গ্রুপে জয়েন করুন। ( গ্রুপ লিংক কমেন্টে)

© Doctorcare cupping clinic এর সত্বাধিকারভুক্ত লিখা।






মুহাম্মাদ ইবনু আবান বলেন, “এক ব্যক্তি মসজিদে সালাত আদায় করার সময় পাশে কিছু একটা দেখে স্তম্ভিত হয়ে গেল। সেটি বলে উঠল, ...
07/10/2025

মুহাম্মাদ ইবনু আবান বলেন, “এক ব্যক্তি মসজিদে সালাত আদায় করার সময় পাশে কিছু একটা দেখে স্তম্ভিত হয়ে গেল। সেটি বলে উঠল, “ভয় নেই। আমি কোনো ক্ষতি করব না। আমি আল্লাহর ওয়াস্তে এসেছি। উরওয়াহর কাছে গিয়ে জিজ্ঞেস করো,
‘ইবলিস থেকে বাঁচতে আপনি কী বলেন?' উরওয়াহ জবাব দিলেন,
، وَكَفَرْتُ بِالحبتِ وَالطَّاغُوتِ واعْتَصَمْتُ بِالْعُرْوَةِ الْوُثْقِي لَا هـ آمَنْتُ بِاللَّهِ العَظِيمِ وَحْدَ
انفِصَامَ لَهَا، وَاللَّهُ سَمِيعٌ عَلِيْمٌ حَسْبِي الله وَ كَفي، وَسَمِعَ لِمَنْ دَعَا لَيْسَ وَرَاءَ اللَّهِ مُنْتَهِي.
‘মহান ও এক আল্লাহ্র প্রতি আমি ঈমান আনলাম, আর মিথ্যা উপাস্য ও মূর্তিগুলোকে অস্বীকার করলাম। আর আমি মজবুত হাতল আঁকড়ে ধরলাম, যা কখনও ভাঙবে না। আর আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বদর্শনকারী। আল্লাহই যথেষ্ট। আল্লাহ্ তার ডাক শোনেন, যে তাঁকে ডাকে। আর আল্লাহ্ পরে কিছু নেই।”

বিশর ইবনু মানসুর বলেন, উহাইব ইবনুল মারিদ বলেছেন, রাতের এক অংশে এক লোক কবরস্থানে গেল। সে বলল, “আমি একটি তীক্ষ্ণ কণ্ঠ শুনতে পেলাম। তারপর একটি বিছানা এনে পেতে দেওয়া হলো। কিছু একটা উঠে এসে এর উপরে বসল। তার সৈন্যরা তার চারপাশে জড়ো হলো। সে চিৎকার করে বলল, “কে আমাকে উরওয়াহ ইবনু যুবাইরের কাছ থেকে মুক্তি দেবে?' কেউ জবাব দিল না। শেষে একজন বলল,
‘আমি আপনার পক্ষ থেকে তার সাথে বোঝাপড়া করব।' সে মদিনার দিকে ফিরল আর আমি তাকিয়ে রইলাম। সে শীঘ্রই ফিরে এসে বলল, ‘উরওয়াহর কাছে পৌঁছানোর কোনো পথ নেই। ধিক্কার তোমাকে! আমি আবিষ্কার করলাম যে, সে সকালে এবং রাতে কিছু শব্দমালা বলে। সেই শব্দমালার কারণে আমরা তার কাছে পৌঁছতে পারি না।” সেই ব্যক্তিটি বলে চলল,
“সকালবেলা আমি আমার পরিবারকে বললাম আমার জন্য মদিনা সফরের জিনিসপত্র গোছাতে। আমি মদিনায় পৌঁছে উরওয়াহর ব্যাপারে মানুষজনকে জিজ্ঞেস করতে করতে তাঁর ঠিকানায় পৌঁছে গেলাম।

তিনি একজন বৃদ্ধ লোক। আমি দেখা করে তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আপনি সকাল_আর সন্ধ্যায় কী কী পড়েন?'

প্রথমে তিনি বলতে অস্বীকার করলেন। পরে আমি
আমার দেখা ও শোনা ঘটনাটি বর্ণনা করলাম। তিনি বললেন,
আমি সকালে ও সন্ধায় তিনবার করে পড়ি-
آمنت بالله العظيم ، وَكَفَرْتُ بِالجُيْتِ وَالطَّاغُوتِ، واسْتَمْسَكُتُ بِالْعُرْوَةِ الْوُثْقي التي لا
انفِصَامَ لَهَا، وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
❝মহান ও এক আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, আর মিথ্যা উপাস্য ও মূর্তিগুলোকে অস্বীকার করলাম। আর আমি মজবুত হাতল আঁকড়ে ধরলাম,যা কখনো ভাঙবে না। আর আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বদর্শনকারী। আল্লাহ্ই যথেষ্ট। আল্লাহ্ তার ডাক শোনেন। ❞

♻️হাদিসটি অন্যকে জানাতে চাইলে শেয়ার করুন নিজ নিজ টাইমলাইনে।
♻️সুন্নাহ ডিটক্সিফিকেশন উইক চলছে আমাদের অনলি ফিমেল গ্রুপে, সবাই মিলে ডিটক্সিফিকেশন করতে চাইলে জয়েন করুন।
♻️রুকইয়া নিয়ে জানতে চাইলে আমাদের ফিমেল গ্রুপ জয়েন করুন শীঘ্রই। লিংক কমেন্টে।

© Doctorcare cupping clinic

[পোস্টের লিখা নিজস্ব স্বত্বাধিকারভুক্ত]

07/10/2025



Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doctorcare cupping clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctorcare cupping clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram