Health Tips - স্বাস্থ্য পরামর্শ

Health Tips - স্বাস্থ্য পরামর্শ রাজশাহীতে চিকিৎসা সেবা নিতে ও দালাল মুক্ত পরিবেশে সাশ্রয়ী মূল্যে ডায়াগনষ্টিক পরীক্ষা করাতে আপনাদের সাথে থাকছে স্বাস্থ্য পরামর্শ ফেসবুক পেজ। ০১৬৩২-৮৮৪৬৭১

01/01/2024
রাজশাহীতে কিডনী বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান?ডাঃ মোহাঃ সিদ্দিকুর রহমান (সোহেল)এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (নেফ্রোল...
16/12/2023

রাজশাহীতে কিডনী বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান?
ডাঃ মোহাঃ সিদ্দিকুর রহমান (সোহেল)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (নেফ্রোলজি) (বিএসএমএমইউ) পিজি হাসপাতাল
সহকারী অধ্যাপক, কিডনী বিভাগ

আমাদের সেবা পেতে যোগাযোগঃ
০১৬৩২-৮৮৪৬৭১
০১৭৫২-৩৩৮৪৭১

03/12/2023

ডাঃ এস.এম. সানজিদুল ইসলাম সিদ্দিকী (সবুজ)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), ডি-কার্ড (বিএসএমএমইউ), এমসিপিএস (মেডিসিন), এমএসিসি (ইউএসএ)
মেম্বার অব আমেরিকান কলেজ অব কার্ডিওলজি (ইউএসএ)
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।
ডায়াবেটিক ও রিউমাটোলজিতে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত।
কার্ডিওলজি বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

পরামর্শ নিতে যোগাযোগঃ
০১৭৮০৮৩৯২৯৩, ০১৬৩২৮৮৪৬৭১, ০১৭৫২৩৩৮৪৭১

02/12/2023

ডাঃ মোল্লা মোঃ ইফতেখার হোসেন
এমবিবিএস (ডি.এম.সি), এমডি (কার্ডিওলজী)
হৃদরোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

চেম্বারঃ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, রাজশাহী।

ডক্টর দেখাতে এবং সাশ্রয়ী-মূল্যে পরীক্ষা-নীরিক্ষা করাতে যোগাযোগঃ
০১৬৩২-৮৮৪৬৭১
০১৭৫২-৩৩৮৪৭১

27/11/2023

ডাঃ মোঃ আব্দুল মুমিত সরকার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি)
লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোলজি বিভাগ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

যোগাযোগঃ ০১৭৮০-৮৩৯২৯৩, ০১৭৫২-৩৩৮৪৭১

26/11/2023

♠♠হেপাটাইটিস্-বি এবং সি কিভাবে ছড়ায়

হেপাটাইটিস্-বি ও সি ভাইরাস মূলত ছড়ায় রক্তের মাধ্যমে।

এছাড়াও নিম্নলিখিত কারণে হেপাটাইটিস্-বি ও সি এর সংক্রমন ছড়িয়ে যেতে পারে:

* শিরায় মাদকদ্রব্য ব্যবহার করলে।
* অঙ্গ প্রতিস্থাপন এবং অনিরাপদ সার্জারীর মাধ্যমে।
* কান-ফোঁড়ানো, খতনা এবং ট্যাটু করার মাধ্যমে।
* সুঁচ এবং ইনজেকশনের মাধ্যমে।
* হেমোডায়ালাইসিস করানোর সময়।
* সংক্রমিত দাঁতের সার্জিক্যাল যন্ত্রপাতির মাধ্যমে।
* অরক্ষিত যৌনাভ্যাসের মাধ্যমে।
* অন্য কারো শেভিং রেজর, ব্লেড এবং টুথব্রাশ ব্যবহার করলে।
* হেপাটাইটিস্-বি ও সি আক্রান্ত গর্ভবর্তী মা থেকে গর্ভজাত শিশুতে ছড়ায়।

♦♦হেপাটাইটিস্-সি এবং বি প্রতিরোধে করণীয়

* রক্তদানের পূর্বে রক্তদাতার হেপাটাইটিস্-বি ও সি পরীক্ষা করে নেওয়া।
* সিরিঞ্জের একর অধিক ব্যবহার থেকে বিরত থাকা।
* অন্যের ব্যবহৃত টুথব্রাশ, শেভিং রেজর, কান/নাক ফোঁড়ানোর সূচ ব্যবহার না করা।
* আক্রান্ত মায়ের গর্ভজাত সন্তানের জন্য যথাযথ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা।
* একাধিক যৌনসঙ্গীর সান্নিধ্য বা সমকামিতা থেকে বিরত থাকা।

♣♣ হেপাটাইটিস্ বি-ভ্যাকসিন নেওয়া।

হেপাটাইটিস্ বি এবং সি পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন।

আধুনিক চিকিৎসায় হেপাটাইটিস্-বি এবং সি নিরাময় সম্ভব

♥♥ লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।

18/11/2023

অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল্লাহ আল-আমিন
এমবিবিএস (ঢাকা), ডিডিভি (ডিইউ)
ডব্লিউ.এইচ.ও ফেলো (আমেরিকা)
চর্মরোগ, সেক্স ও যৌনব্যাধি বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (প্রাক্তন)
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল

চেম্বারঃ
১. পপুলার ডায়াগনষ্টিক সেন্টার।

সময়ঃ প্রতিদিন সকাল ১০.০ টা থেকে দুপুর ১.০ টা পর্যন্ত (বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ)

ডক্টর দেখাতে যোগাযোগঃ
০১৭৫২-৩৩৮৪৭১
০১৬৩২-৮৮৪৬৭১

13/11/2023

হেপাটাইটিস-বি এবং সি কি?

হেপাটাইটিস বি এবং সি ভাইরাস জনিত রোগ যা হেপাটাইটিস বি এবং সি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ। পৃথিবী জুড়ে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ।

হেটাপাটাইটিস্ : একটি নীরব ঘাতক

বর্তমান বিশ্বে হেপাটাইটিস কে বলা হয় নীরব ঘাতক। কারণ হেপাটাইটিস-বি এবং হেপাটাইটিস্-সি ভাইরাস এইচ আই ভি (এইডস্) ভাইরাসের চেয়েও বহুগুণ বেশী সংক্রামক এবং হেপাটাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা পৃথিবীর মোট এইডস্ রোগীর চেয়ে প্রায় ৪ গুণ বেশী ।

* সারা বিশ্বে প্রায় ৪০ কোটি লোক হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত ।

* সারা বিশ্বে প্রতিদিন হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত ৪ হাজার রোগী মৃত্যুবরণ করছেন ।

* ৮০% লিভার ক্যান্সারের কারণ হেপাটাইটিস বি এবং সি ।

* ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণকারী ১ কোটি লোক হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত ।

05/11/2023

রাজশাহীতে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ,রাজশাহী শাখা এবং বাংলাদেশের অন্যতম সেরা চর্ম ,এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক্স স...
30/10/2023

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ,রাজশাহী শাখা এবং বাংলাদেশের অন্যতম সেরা চর্ম ,এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক্স সার্জন ডাক্তার মোঃ গোলাম কাজেম আলী আহমেদ স্যার গতকাল রাত আনুমানিক ১১ঃ৪৫ মিনিটের সময় রাজশাহীর বর্ণালীর মোড়ে সন্ত্রাসীদের নির্মম ছুরিঘাতে নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহতালা তাকে বেহেস্ত নসিব করুন। আমিন।

টুকটুকে লাল–নীল ঝিলিমিলি আঁকা–বাঁকা।। তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাওওই পাখা দাও সোনালী –রূপালী ...
06/10/2023

টুকটুকে লাল–নীল ঝিলিমিলি আঁকা–বাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও
ওই পাখা দাও সোনালী –রূপালী পরাগ মাখা।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Tips - স্বাস্থ্য পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram