Dr. Florida Rahman-IVF Specialist

Dr. Florida Rahman-IVF Specialist Dr. Florida Rahman Has More Than 20 Years of Experience in OBG, IVF, Lap & Hysteroscopy Surgery.
(1)

 একটি হারানো জীবনের শূন্যতা হয়তো কখনও পূরণ হয় না, তবে বোঝাপড়া, সমর্থন আর যত্নের আলোয় তারা আবার খুঁজে পান নতুন আশা।প্রত্য...
09/10/2025



একটি হারানো জীবনের শূন্যতা হয়তো কখনও পূরণ হয় না, তবে বোঝাপড়া, সমর্থন আর যত্নের আলোয় তারা আবার খুঁজে পান নতুন আশা।

প্রত্যেকটি হারানো শিশুর স্মৃতি চিরদিন বেঁচে থাকে ভালোবাসার মাঝে।
যে বাবা-মায়েরা এই বেদনার পথ পাড়ি দিয়েছেন,

তাদের প্রতি আমাদের- শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসায়। 💗

একটি জীবনের পুনর্জন্মের গল্প!কথাটা আপনাদেরকে অবাক করলেও এমন ঘটনায় ঘটেছে আমার এই পেশেন্টের সাথে। জীবন কখনো কখনো খুব কঠিন...
07/10/2025

একটি জীবনের পুনর্জন্মের গল্প!

কথাটা আপনাদেরকে অবাক করলেও এমন ঘটনায় ঘটেছে আমার এই পেশেন্টের সাথে। জীবন কখনো কখনো খুব কঠিন প্রশ্নের মুখে ফেলে। এই মায়ের গল্পও ঠিক তেমনই ছিল।

তিনি দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন,
তার ওপর ছিল দুটি পূর্ববর্তী সিজারিয়ান (C-section) এর ইতিহাস। চিকিৎসাগতভাবে এটি ছিল একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, যেখানে প্রতিটি পদক্ষেপে দরকার ছিল নিখুঁত পরিকল্পনা, অভিজ্ঞতা ও যত্ন।

এই মায়ের অদম্য সাহস দেখে আমিও হাল ছাড়িনি। গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহেই চলেছে নিবিড় পর্যবেক্ষণ, যথাযথ চিকিৎসা, ডায়েট, ও মানসিক সাহচর্য।
শেষ পর্যন্ত, সব চ্যালেঞ্জ পেরিয়ে, সঠিক সময় ও সঠিক ব্যবস্থাপনায় সিজারিয়ান সেকশন-এর মাধ্যমে একটি সুস্থ শিশুর জন্ম হয়।

আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ রহমতে মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছেন।

পেশেন্টের ধৈর্য, সঠিক চিকিৎসা ও যত্নে প্রতিটি জটিল গর্ভাবস্থার মধ্যেও লুকিয়ে থাকে একটুকরো আশার আলো।

আপনারা সবাই তাদের ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন।

- ডাঃ ফ্লোরিডা রহমান

IUI বা Intrauterine Insemination হলো এমন একটি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি, যা সাধারণত সেই দম্পতিদের জন্য করা হয় যারা এক বছর ...
06/10/2025

IUI বা Intrauterine Insemination হলো এমন একটি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি, যা সাধারণত সেই দম্পতিদের জন্য করা হয় যারা এক বছর বা তার বেশি সময় ধরে গর্ভধারণে ব্যর্থ।

এই পদ্ধতিতে খুব বেশি প্রযুক্তিগত জটিলতা নেই- প্রক্রিয়াটি কয়েক মিনিটেই সম্পন্ন হয়, ব্যথা বা অস্বস্তি খুবই সামান্য, চিকিৎসার পর দ্রুত স্বাভাবিক জীবনযাপন সম্ভব।

👉 ফ্যালোপিয়ান টিউব আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ, এন্ডোমেট্রিওসিসের উন্নত পর্যায়, চিকিৎসা না করা পেলভিক ইনফেকশন, গুরুতর পুরুষ বন্ধ্যাত্ব (যেখানে কার্যকর শুক্রাণু নেই), জেনেটিক বা হরমোনজনিত জটিলতা এমন পরিস্থিতিতে IUI ব্যর্থ হতে পারে।

বেশিরভাগ দম্পতি সাধারণত ৩–৪ বার IUI করে সাফল্য পান।
তবে যদি-
একাধিক IUI চক্র ব্যর্থ হয়
ডিম্বাশয়ের রিজার্ভ কমে যায়
বয়স ৩৫ বছরের বেশি হয়

📍 তাহলে পরবর্তী ধাপে IVF (Test Tube Baby) চিকিৎসা বিবেচনা করতে পারেন।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
👉 সহযোগী অধ্যাপক
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332


05/10/2025

🎗️ ক্যান্সার মানেই জীবনের শেষ নয়!
আজকাল চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে ক্যান্সার জয় করার পরও মা বা বাবা হওয়া সম্ভব-নিরাপদ ও বৈজ্ঞানিক উপায়ে।

ফার্টিলিটি প্রিজারভেশন, IVF বা টেস্ট টিউব বেবি প্রযুক্তি, অ্যাডভান্সড টেকনোলজি ও মেডিকেল গাইডেন্স এর মাধ্যমে নিরাপদভাবে পিতৃত্ব-মাতৃত্ব অর্জন সম্ভব।

📍 আজকের আলোচনার বিষয়-
ক্যান্সার রোগীরা পরবর্তীতে মা-বাবা হবেন কিভাবে?

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা- রাত ৮ টা
📌 ঠিকানা: ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332

#ডাফ্লোরিডারহমান #লুমিনাআইভিএফ

''প্রায় ১০ দম্পতির মধ্যে ১ জন বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন।'' বন্ধ্যাত্ব লজ্জার নয়, এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্যসমস্যা।ব...
03/10/2025

''প্রায় ১০ দম্পতির মধ্যে ১ জন বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন।''
বন্ধ্যাত্ব লজ্জার নয়, এটি একটি চিকিৎসাযোগ্য স্বাস্থ্যসমস্যা।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)

👉 সহযোগী অধ্যাপক
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332


আলহামদুলিল্লাহ! -এর মাধ্যমে সফল গর্ভধারণ।রহিম দম্পতি এসেছিলেন আমার চেম্বারে মিসেস রহিমের একটাই সমস্যা ছিল অনিয়মিত ডিম্বস...
02/10/2025

আলহামদুলিল্লাহ!
-এর মাধ্যমে সফল গর্ভধারণ।

রহিম দম্পতি এসেছিলেন আমার চেম্বারে মিসেস রহিমের একটাই সমস্যা ছিল অনিয়মিত ডিম্বস্ফোটন (Irregular Ovulation) এর কারণেই গর্ভধারণ হচ্ছে না। তারা বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কিন্তু তাদের সমস্যা ঠিক হচ্ছিল না।
আমার কাছে এলে আমি তাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে OID
ট্রিটমেন্টের পরামর্শ দিলাম।

OID হল এমন ওষুধ, যেগুলো নারীদের ডিম্বস্ফোটন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ ও উদ্দীপিত করে।

নিয়মিত পর্যবেক্ষণ, সঠিক সময় ওষুধ সেবন, আর মানসিক শক্তির জোরে তার শরীর ইতিবাচক সাড়া দিতে শুরু করল।

মাত্র তিন মাসের নিয়মিত ট্রিটমেন্টে এবং অবশেষে ৩৭ সপ্তাহের প্রতীক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসে গেল-যে মুহূর্তের স্বপ্ন তারা কতদিন ধরে দেখছিলেন।

নতুন জীবনের আগমন তাদের ঘরে এনে দিল অশেষ সুখ আর পরিপূর্ণতার আনন্দ।

📍 বন্ধ্যাত্বের চিকিৎসায় OID অনেক সময়ই প্রথম ধাপ হিসেবে কার্যকর এবং সঠিক সময়ে পদক্ষেপ নিলে মাতৃত্ব-পিতৃত্বের স্বপ্ন পূরণ সম্ভব।

ছোট্ট শিশু এবং তাদের পরিবারের জন্য রইল শুভকামনা। ❤

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান

 আগেভাগে সচেতনতা, আগেভাগে চিকিৎসা-👉 সময়মতো চেকআপ জীবন বাঁচাতে পারে।প্রতিটি নারীই সুস্থ ও সুন্দর জীবনের অধিকারী।আসুন একসা...
01/10/2025



আগেভাগে সচেতনতা, আগেভাগে চিকিৎসা-
👉 সময়মতো চেকআপ জীবন বাঁচাতে পারে।

প্রতিটি নারীই সুস্থ ও সুন্দর জীবনের অধিকারী।
আসুন একসাথে হই, স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হই।

👩‍⚕️ বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
ডাঃ ফ্লোরিডা রহমান

📍 অনেকের মনে প্রশ্ন থাকে,জরায়ুর মুখের ক্যান্সারের টিকা নিলে মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা বা ফার্টিলিটিতে কোনো প্রভাব ফ...
30/09/2025

📍 অনেকের মনে প্রশ্ন থাকে,
জরায়ুর মুখের ক্যান্সারের টিকা নিলে মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা বা ফার্টিলিটিতে কোনো প্রভাব ফেলবে কি না ?

মূলত, কেন HPV ভ্যাকসিন মহিলাদের সন্তান ধারণের ক্ষমতায় প্রভাব ফেলে না।

▪️ ভ্যাকসিনের উদ্দেশ্য:
HPV ভ্যাকসিন মূলত ক্যান্সার ও ওয়ার্ট (ge***al warts) রোধের জন্য। এটি কোনো হরমোনাল পরিবর্তন করে না, তাই প্রজনন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় না।

▪️ গবেষণার ফলাফল:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বিভিন্ন বড় ক্লিনিকাল ট্রায়াল দেখিয়েছে যে HPV ভ্যাকসিন নিরাপদ এবং গর্ভধারণ বা সন্তান ধারণের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।

▪️ সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া:
ভ্যাকসিনের পরে হালকা জ্বর, হাতের ব্যথা বা স্ফীতি হতে পারে, কিন্তু এগুলো সাময়িক এবং প্রজনন ক্ষমতার সঙ্গে সম্পর্ক নেই।

▪️ পরামর্শ:
যদি কেউ ইতিমধ্যেই গর্ভবতী হয়, সাধারণত টিকা দেওয়া হয় না। তবে গর্ভাবস্থার আগে বা পরে সম্পূর্ণ নিরাপদ।

HPV ভ্যাকসিন নিরাপদ এবং মহিলাদের সন্তান ধারণের ক্ষমতায় কোনো ক্ষতি করে না। এটি গর্ভধারণ বা সন্তান সক্ষমতার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান

28/09/2025

👉 IUI সাধারণত ৩-৬ সাইকেল পর্যন্ত করার পর সফলতার হার বাড়ে।

IUI (Intrauterine Insemination) হলো এক ধরনের প্রজনন চিকিৎসা (fertility treatment), যেখানে ধৌত ও বাছাইকৃত শুক্রাণু সরাসরি নারীর জরায়ুতে প্রবেশ করানো হয় ডিম্বাণু নির্গমনের সময়।

📍 আজকে আলোচনা করব-
IUI একাধিকবার ফেল করলে করণীয় কী?

বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩‍⚕ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)

👉 সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন

🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা- সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332

#ডাফ্লোরিডারহমান #লুমিনাআইভিএফ

৬ বছরের লড়াই, অনিশ্চয়তা, কান্না আর অপেক্ষার পর, তাদের জীবনে এসেছে সবচেয়ে সুন্দর উপহার-একটি নতুন জীবনের সম্ভাবনা। আজ ত...
27/09/2025

৬ বছরের লড়াই, অনিশ্চয়তা, কান্না আর অপেক্ষার পর, তাদের জীবনে এসেছে সবচেয়ে সুন্দর উপহার-
একটি নতুন জীবনের সম্ভাবনা। আজ তারা আনন্দে ভাসছে, এবং তাদের মুখে ফুটেছে সেই হাসি যা ৬ বছর ধরে অপেক্ষা করছিল।

বন্ধ্যাত্ব সবসময় চূড়ান্ত নয়। ৬ বছরের লড়াই শেষে হাসিমুখে মা ও শিশুর দেখা, এটাই প্রমাণ যে আশা কখনো শেষ হয় না।

তাদের ছোট্ট পরিবারের জন্য অন্তর থেকে শুভকামনা, নতুন জীবনে আনন্দ ও সুখ সর্বদা থাকুক। ❤

ডাঃ ফ্লোরিডা রহমান-


27/09/2025
পরিকল্পিত পদক্ষেপেই শুরু হোক স্বপ্নের পরিবার। ❤️কনট্রাসেপশন শুধুই জন্মনিয়ন্ত্রণ নয়-▪ এটি মায়ের স্বাস্থ্য রক্ষা করে▪ শ...
26/09/2025

পরিকল্পিত পদক্ষেপেই শুরু হোক স্বপ্নের পরিবার। ❤️

কনট্রাসেপশন শুধুই জন্মনিয়ন্ত্রণ নয়-
▪ এটি মায়ের স্বাস্থ্য রক্ষা করে
▪ শিশুর সুস্থতা নিশ্চিত করে
▪ দম্পতিকে দেয় সচেতন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা

সঠিক তথ্য ও সঠিক পদক্ষেপে প্রতিটি স্বপ্নের পরিবার গড়ে উঠুক নিরাপদভাবে।

Address

152/2/G, Green Road, Panthapath, Dhaka-1205
Dhaka

Telephone

+8801943198798

Website

https://maps.app.goo.gl/u7Z6Luun3kTYuFhS6

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Florida Rahman-IVF Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Florida Rahman-IVF Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category