11/01/2026
ফার্টিলিটি চিকিৎসায় PGT কখন দরকার,কাদের দরকার?
PGT হলো এমন একটি পরীক্ষা, যা মূলত IVF করার জন্য ভ্রূণ জরায়ুতে স্থাপন করার আগে করা হয়। এর মাধ্যমে ভ্রূণের কোনো জেনেটিক সমস্যা বা ক্রোমোজোমগত ত্রুটি আছে কি না তা যাচাই করা হয়।PGT একটি ব্যয়বহুল প্রক্রিয়া। কাদের ক্ষেত্রে PGT করা জরুরী তা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে।
•Recurrent Pregnancy lost:যখন রোগীর গর্ভধারণের পরে প্রথম তিন মাসের মধ্যে গর্ভপাত হয়ে যায় সে ক্ষেত্রে PGT করা প্রয়োজন হয়। ফলে Genetic Issue থাকলে তা শনাক্ত হয়।
•Recurrent Implantation Failure (RIF): IVF করার সময় Embryo, Endometrium সব ঠিক থাকার পরেও যখন গর্ভধারণ হয় না সেক্ষেত্রে PGT করা হয়।
•Advanced Maternal Age: যে সকল নারীর বয়স ৪০ এর উপরে তাদের ক্ষেত্রে PGT করা হয়।
এছাড়াও জিনগত কোন রোগ পিতা-মাতার থাকলে তা PGTএর মাধ্যমে শনাক্ত করে, সুস্থ Embryo নিয়ে IVF করা হয়।
ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন
🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা- সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433332