06/10/2025
IUI বা Intrauterine Insemination হলো এমন একটি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি, যা সাধারণত সেই দম্পতিদের জন্য করা হয় যারা এক বছর বা তার বেশি সময় ধরে গর্ভধারণে ব্যর্থ।
এই পদ্ধতিতে খুব বেশি প্রযুক্তিগত জটিলতা নেই- প্রক্রিয়াটি কয়েক মিনিটেই সম্পন্ন হয়, ব্যথা বা অস্বস্তি খুবই সামান্য, চিকিৎসার পর দ্রুত স্বাভাবিক জীবনযাপন সম্ভব।
👉 ফ্যালোপিয়ান টিউব আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ, এন্ডোমেট্রিওসিসের উন্নত পর্যায়, চিকিৎসা না করা পেলভিক ইনফেকশন, গুরুতর পুরুষ বন্ধ্যাত্ব (যেখানে কার্যকর শুক্রাণু নেই), জেনেটিক বা হরমোনজনিত জটিলতা এমন পরিস্থিতিতে IUI ব্যর্থ হতে পারে।
বেশিরভাগ দম্পতি সাধারণত ৩–৪ বার IUI করে সাফল্য পান।
তবে যদি-
একাধিক IUI চক্র ব্যর্থ হয়
ডিম্বাশয়ের রিজার্ভ কমে যায়
বয়স ৩৫ বছরের বেশি হয়
📍 তাহলে পরবর্তী ধাপে IVF (Test Tube Baby) চিকিৎসা বিবেচনা করতে পারেন।
বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব বেবী বিশেষজ্ঞ
👩⚕️ ডাঃ ফ্লোরিডা রহমান
এফসিপিএস (রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
এমএস (গাইনী এন্ড অবস্)
এফসিপিএস (গাইনী এন্ড অবস্)
পিজিডিপ ইন সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন (ইউকে)
ফেলোশিপ ইন এডভান্স এআরটি (ইন্ডিয়া)
👉 সহযোগী অধ্যাপক
রিপ্রোডাক্টিভ এন্ড্রোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ল্যাপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপিক সার্জন
🩺 চেম্বার:
লুমিনা আইভিএফ ও ফার্টিলিটি কেয়ার লি: (পান্থপথ, ঢাকা)
🗒 প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ বিকাল ৪ টা - রাত ৮ টা
📌 ১৫২, ফিরোজ টাওয়ার, লেভেল ১০, পান্থপথ, ঢাকা ১২০৫
📞 সিরিয়াল: 01711-433 332