Wonder Kids Development Centre

Wonder Kids Development Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wonder Kids Development Centre, Dhaka.

Expert support for children with Autism, ADHD, ASD, Cerebral Palsy, Speech Delay
Our Services: Intensive Care,
1:1 Schooling, Occupational Support,
Physiotherapy, ABA Support, Hydrotherapy, Speech & Language, Group Support, Pre-School Services.

মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা শোকাভিভূত। এ দুর্ঘটনায় জরুরি তথ্য ও সেবা পেতে যোগাযোগ করুন ইমার্জ...
22/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা শোকাভিভূত। এ দুর্ঘটনায় জরুরি তথ্য ও সেবা পেতে যোগাযোগ করুন ইমার্জেন্সি হটলাইন নাম্বারে: ০১৯৪৯০৪৩৬৯৭।

02/07/2025

📵 গ্যাজেট নয়, বাস্তবের বন্ধনে বড় হোক শিশু 📵
আজকের শিশুদের শৈশব এখন স্ক্রিনে বন্দি। তারা খেলনা ফেলে রেখে মোবাইলের স্ক্রিনে ডুবে থাকে। অথচ শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে প্রয়োজন— 🔹 খোলা জায়গায় দৌড়ানো
🔹 বন্ধুদের সঙ্গে খেলা
🔹 মা-বাবার কণ্ঠস্বর
🔹 গল্পের বই আর বাস্তব স্পর্শ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এই বাস্তব অভিজ্ঞতা আরও বেশি গুরুত্বপূর্ণ।
⚠️ কিন্তু কী হচ্ছে গ্যাজেট ব্যবহারে?
👉 ভাষা দেরিতে শেখা বা একদম না শেখা
👉 চোখে চোখ রেখে না তাকানো
👉 অতিরিক্ত রাগ বা আচরণগত সমস্যা
👉 একটানা ঘুরে বেড়ানো বা হাত নাড়ানো
👉 মনোযোগের অভাব, স্মৃতিশক্তির দুর্বলতা
প্রযুক্তি আমাদের উন্নয়ন দিয়েছে ঠিকই, কিন্তু সন্তানের বেড়ে ওঠার জায়গায় গ্যাজেট যেন না হয় একমাত্র সঙ্গী।
👨‍👩‍👧‍👦 মা-বাবা হিসেবে আমাদের উচিত— ✅ নির্দিষ্ট সময়ের বাইরে স্ক্রিন থেকে দূরে রাখা
✅ পরিবারে যোগাযোগ বাড়ানো
✅ বিকল্প হিসেবে গল্প, পাজল, ড্রইং, গান শেখানো
✅ তাদের প্রতিটি অনুভবকে গুরুত্ব দিয়ে বোঝা
🛑 আসুন, এখনই সিদ্ধান্ত নিই—
আমরা সন্তানকে মোবাইল নয়, সময় দেবো। স্ক্রিন নয়, স্পর্শ দেবো। প্রযুক্তি নয়, ভালোবাসা দেবো।
🌈 Wonder Kids Development Centre সবসময়ই শিশুর প্রকৃত বিকাশে বিশ্বাসী।
আপনার সন্তানের জন্য চাই ব্যক্তিগত মনোযোগ, থেরাপি, খেলাধুলা ও শেখার উপযুক্ত পরিবেশ?
আমরা পাশে আছি।
📍 ঠিকানা: সেক্টর ৫, রোড ১, হাউস ৩৩, উত্তরা, ঢাকা
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)

🌙✨ ঈদ-উল-আযহার শুভেচ্ছা ✨🌙Wonder Kids Development Centre-এর পক্ষ থেকে সকলকে জানাইঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবা...
06/06/2025

🌙✨ ঈদ-উল-আযহার শুভেচ্ছা ✨🌙
Wonder Kids Development Centre-এর পক্ষ থেকে সকলকে জানাই
ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ! 🐐🕌

এই পবিত্র উৎসব আমাদের শিক্ষা দেয় ত্যাগ, ধৈর্য আর ভালোবাসার।
আমরা প্রতিদিন চেষ্টা করি আমাদের ছোট্ট শিক্ষার্থীদের মাঝে এই মূল্যবোধগুলো গড়ে তুলতে ❤️

🧠 বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশের পথে আমরা সবাই একসাথে,
আর এই ঈদ হোক ভালোবাসা ও সহানুভূতির প্রতীক।

🌸 ঈদ মোবারক!

📍ঠিকানা: সেক্টর ৫, রোড ১, হাউস ৩৩, উত্তরা, ঢাকা-১২৩০
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)

🧠 অনেক কিছুই বোঝে, কিন্তু শিশু কথা বলে না... 🧸সব বুঝেও মুখে না বলা—এটাই অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বাস্তবতা।সে মায়ের...
29/04/2025

🧠 অনেক কিছুই বোঝে, কিন্তু শিশু কথা বলে না... 🧸
সব বুঝেও মুখে না বলা—এটাই অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বাস্তবতা।
সে মায়ের চোখে তাকিয়ে বোঝে ভালোবাসা,
বাবার হাত ধরে অনুভব করে নিরাপত্তা,
কিন্তু মুখে কিছু বলতে পারে না।

🧩 এটা কি স্বাভাবিক?
না, এটা ভাষা বিকাশজনিত একটি সমস্যা, যা অনেক সময় অটিজম বা স্পিচ ডিলে (Speech Delay) এর কারণে হয়ে থাকে।
বয়স ২-৩ পেরিয়ে গেলেও যদি শিশু— 🔹 নাম ধরে ডাকলে সাড়া না দেয়
🔹 চোখে চোখ রেখে কথা না বলে
🔹 শুধু ইশারা বা কান্না দিয়ে মনের কথা বোঝায়
🔹 শব্দ বলতে শুরু করলেও সেটাকে ঠিকমতো বিকাশ ঘটাতে না পারে

👉 তাহলে দেরি না করে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি।

🧠 মনে রাখবেন —
“যত তাড়াতাড়ি সনাক্ত, তত ভালো উন্নয়ন।”
বেশিরভাগ শিশুই সঠিক থেরাপি, স্পিচ ট্রেনিং এবং ভালোবাসা পেলে স্বাভাবিক জীবনের কাছাকাছি চলে আসে।

💡 Wonder Kids Development Centre-এ আমরা— ✅ স্পিচ থেরাপি
✅ বিহেভিয়র থেরাপি (ABA)
✅ সেন্সরি ইনপুট
✅ স্পেশাল এডুকেশন
✅ পারেন্ট কাউন্সেলিং
এর মাধ্যমে শিশুর সামগ্রিক উন্নয়নে কাজ করি।

🎈 আপনার শিশু যদি সব বুঝেও কথা না বলে—
আজই যোগাযোগ করুন। সময়মতো পদক্ষেপ আপনার শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

📍 ঠিকানা: সেক্টর ৫, রোড ১, হাউস ৩৩, উত্তরা, ঢাকা
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)

#শিশুরভাষাবিকাশ

📵 গ্যাজেট নয়, বাস্তবের বন্ধনে বড় হোক শিশু 📵আজকের শিশুদের শৈশব এখন স্ক্রিনে বন্দি। তারা খেলনা ফেলে রেখে মোবাইলের স্ক্রিনে...
20/04/2025

📵 গ্যাজেট নয়, বাস্তবের বন্ধনে বড় হোক শিশু 📵
আজকের শিশুদের শৈশব এখন স্ক্রিনে বন্দি। তারা খেলনা ফেলে রেখে মোবাইলের স্ক্রিনে ডুবে থাকে। অথচ শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে প্রয়োজন— 🔹 খোলা জায়গায় দৌড়ানো
🔹 বন্ধুদের সঙ্গে খেলা
🔹 মা-বাবার কণ্ঠস্বর
🔹 গল্পের বই আর বাস্তব স্পর্শ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এই বাস্তব অভিজ্ঞতা আরও বেশি গুরুত্বপূর্ণ।

⚠️ কিন্তু কী হচ্ছে গ্যাজেট ব্যবহারে?
👉 ভাষা দেরিতে শেখা বা একদম না শেখা
👉 চোখে চোখ রেখে না তাকানো
👉 অতিরিক্ত রাগ বা আচরণগত সমস্যা
👉 একটানা ঘুরে বেড়ানো বা হাত নাড়ানো
👉 মনোযোগের অভাব, স্মৃতিশক্তির দুর্বলতা

প্রযুক্তি আমাদের উন্নয়ন দিয়েছে ঠিকই, কিন্তু সন্তানের বেড়ে ওঠার জায়গায় গ্যাজেট যেন না হয় একমাত্র সঙ্গী।

👨‍👩‍👧‍👦 মা-বাবা হিসেবে আমাদের উচিত— ✅ নির্দিষ্ট সময়ের বাইরে স্ক্রিন থেকে দূরে রাখা
✅ পরিবারে যোগাযোগ বাড়ানো
✅ বিকল্প হিসেবে গল্প, পাজল, ড্রইং, গান শেখানো
✅ তাদের প্রতিটি অনুভবকে গুরুত্ব দিয়ে বোঝা

🛑 আসুন, এখনই সিদ্ধান্ত নিই—
আমরা সন্তানকে মোবাইল নয়, সময় দেবো। স্ক্রিন নয়, স্পর্শ দেবো। প্রযুক্তি নয়, ভালোবাসা দেবো।

🌈 Wonder Kids Development Centre সবসময়ই শিশুর প্রকৃত বিকাশে বিশ্বাসী।
আপনার সন্তানের জন্য চাই ব্যক্তিগত মনোযোগ, থেরাপি, খেলাধুলা ও শেখার উপযুক্ত পরিবেশ?
আমরা পাশে আছি।

📍 ঠিকানা: সেক্টর ৫, রোড ১, হাউস ৩৩, উত্তরা, ঢাকা
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)

16/04/2025
🌼🎉 শুভ নববর্ষ ১৪৩২! 🎉🌼নতুন সূর্য, নতুন আলো আর নতুন আশায় শুরু হোক আমাদের পথচলা।Wonder Kids Development Centre পরিবারের পক...
14/04/2025

🌼🎉 শুভ নববর্ষ ১৪৩২! 🎉🌼
নতুন সূর্য, নতুন আলো আর নতুন আশায় শুরু হোক আমাদের পথচলা।
Wonder Kids Development Centre পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

এই দিন শুধু বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির উৎসব নয়, বরং প্রতিটি শিশুর, প্রতিটি পরিবারের জন্য আনন্দ, ভালোবাসা ও একতার এক বিশেষ উপলক্ষ।

👧👦 বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেন এই আনন্দে কারো থেকে পিছিয়ে না পড়ে,
তাদের মুখের হাসিটুকুই হোক আমাদের নববর্ষের সবচেয়ে বড় উপহার।

✨ এই নববর্ষ হোক: 🔹 ভিন্নতাকে বরণ করার অঙ্গীকারে পূর্ণ
🔹 ভালোবাসা ও সহানুভূতির বন্ধনে আবদ্ধ
🔹 শিশুদের জন্য এক আশাব্যঞ্জক নতুন সূচনা

🤝 আসুন, সবাই মিলে গড়ে তুলি এমন একটি সমাজ,
যেখানে প্রতিটি শিশু – হোক সে যেকোনো বৈশিষ্ট্যের –
ভালোবাসা, যত্ন আর আনন্দের মাঝে বেড়ে উঠতে পারে।

📍 Wonder Kids Development Centre
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)
📍 ঠিকানা: সেক্টর #৫, রোড #১, হাউস #৩৩, উত্তরা, ঢাকা-১২৩০

💛 শুভ পহেলা বৈশাখ! 💛
ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর পাশে থাকুন।

#বিশেষশিশুরবিশেষবছর #নববর্ষেরআনন্দ #শিশুরহাসিইশুভেচ্ছা

⛔ কেন বাচ্চাকে মোবাইল বা গ্যাজেট দেবো না?বাবা-মা হিসেবে আমাদের প্রথম দায়িত্ব সন্তানের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চ...
04/04/2025

⛔ কেন বাচ্চাকে মোবাইল বা গ্যাজেট দেবো না?

বাবা-মা হিসেবে আমাদের প্রথম দায়িত্ব সন্তানের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করা। আধুনিক যুগে গ্যাজেটস (স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি) এই বিকাশে সহায়ক হওয়ার বদলে বাধা সৃষ্টি করছে। আমি আমার সন্তানকে কেন গ্যাজেট দেবো না? কেন তাকে নিয়ন্ত্রিত স্বাধীনতা দেবো? এর উত্তর খুব সহজ—এই গ্যাজেটের আবিষ্কারকরাই তাঁদের সন্তানদের এসব ব্যবহার করতে দেননি। স্টিভ জবস, বিল গেটসের মতো প্রযুক্তি-নেতারা যদি তাঁদের সন্তানদের গ্যাজেট না দেন, তাহলে আমরা কেন দেবো?

গ্যাজেট ব্যবহারের ভয়ংকর বাস্তবতা

১. গ্যাজেট মানেই গেইম, সোশ্যাল মিডিয়া ও অনলাইনে আসক্তি

স্মার্টফোন বা ট্যাব হাতে পেলে বেশিরভাগ শিশু ও কিশোর গেইম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা চ্যাটিংয়েই সময় কাটায়। এগুলোর ব্রাউজিং হিস্টোরি পরীক্ষা করলেই সত্যটা বেরিয়ে আসবে। দরকারি কাজের চেয়ে অপ্রয়োজনীয় কাজেই এগুলোর ব্যবহার বেশি।

২. ইন্টারনেটের খারাপ দিকগুলো সহজলভ্য

ইন্টারনেট যেমন শিক্ষার জন্য ভালো, তেমনি বিপজ্জনকও। অনলাইন দুনিয়ায় এমন অনেক কনটেন্ট রয়েছে যা একটি কোমল মনকে বিপথগামী করতে যথেষ্ট। অল্প বয়সে ভুল পথে গেলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে।

৩. রাতজাগা গেইমিং ও শারীরিক ক্ষতি

অনেক শিশু-কিশোর অনলাইন গেইমে আসক্ত হয়ে যাচ্ছে, যেখানে প্রতিপক্ষ থাকে পৃথিবীর অন্য প্রান্তে। ফলে ঘুমের সময় নষ্ট হয়, যা ধীরে ধীরে পড়াশোনার ক্ষতি করে। ঘুম কম হওয়ায় মানসিক চাপ, হতাশা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।

৪. পারিবারিক সম্পর্কের দুরত্ব তৈরি হচ্ছে

বাচ্চারা এখন বাবা-মার সঙ্গে কথা বলার চেয়ে মোবাইলে ব্যস্ত থাকে। তারা মোবাইলে চোখ রেখেই কথা শুনছে, কিন্তু সত্যিকার অর্থে মনোযোগ দিচ্ছে না। এতে বাবা-মার সঙ্গে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে।

৫. দ্বৈত ব্যক্তিত্ব গড়ে উঠছে

বাচ্চারা বাস্তব জীবনে বাংলাদেশি হলেও ভার্চুয়াল জগতে তারা বিদেশি সংস্কৃতির অনুসারী হয়ে উঠছে। এতে তাদের মনে সাংস্কৃতিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা হতাশার দিকে ঠেলে দেয়। তারা নিজেদের দেশ, সমাজ ও সংস্কৃতিকে তুচ্ছ ভাবতে শুরু করে।

৬. অর্থনৈতিক ও সামাজিক মূল্য

গ্যাজেট কেনার জন্য বাবা-মা প্রচুর টাকা ব্যয় করেন, যা আসলে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করার বিনিময়ে দেওয়া হচ্ছে। আমরা পরিশ্রমের টাকায় তাদের জন্য শিক্ষা ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, গ্যাজেটের মাধ্যমে বিপথে ঠেলে দিতে নয়।

বাচ্চা আমার-আপনার, কোনো এক্সপেরিমেন্টসের জিনিস না!

আমাদের সন্তান অটিজমের হোক বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে থাকুক, তারা কোনো পরীক্ষার বস্তু নয়। কিছুদিন পরপর স্টেম সেল থেরাপি, হোমিওপ্যাথি, ঝাড়ফুঁক, এক সেন্টার থেকে আরেক সেন্টারে দৌড়ানো—এসব না করে আগে আমাদের সন্তানকে মেনে নিতে হবে।

“অমুক আপা বলেছে এখানে গেলে ভালো হবে,” “ওই সেন্টারে একজন বাচ্চা ভালো হয়েছে”—এসব না ভেবে ধৈর্য ধরে, ভালোবাসা দিয়ে, ধাপে ধাপে কাজ করলে আমাদের সন্তানরা ইনশাআল্লাহ ম্যানেজেবল হয়ে উঠবে। সঠিক পরিচর্যা ও সাপোর্ট পেলে তারা স্বাভাবিক জীবনের অনেক কাছাকাছি যেতে পারবে।

কঠোর প্যারেন্টিংই সন্তানের ভবিষ্যৎ রক্ষা করবে

আমি গণতান্ত্রিক বাবা নই। আমার সন্তান যতদিন প্রাপ্তবয়স্ক না হবে, ততদিন তার ‘ব্যক্তিগত স্বাধীনতা’র দরকার নেই। সন্তান যদি বাবা-মাকে ছাড়িয়ে না যায়, তাহলে সেই পিতৃত্ব-মাতৃত্ব বৃথা।

আমাদের কঠিন হতেই হবে—
✅ কোনো অবস্থাতেই ছোটবেলা থেকে স্মার্টফোন বা ট্যাব দেওয়া যাবে না
✅ বাচ্চার পড়াশোনা ও অনলাইন কার্যক্রম অভিভাবকের সামনে হতে হবে
✅ রাতজাগা গেইমিং ও দরজা বন্ধ করে মোবাইল ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে দেওয়া যাবে না
✅ পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রযুক্তি ব্যবহারের সীমা নির্ধারণ করতে হবে

আমাদের সন্তানদের প্রযুক্তির দাস বানানো যাবে না। তাদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আমাদের দায়িত্ব নিতে হবে, শাসন করতে হবে, প্রয়োজনে কঠোর হতে হবে।

আমাদের লোকেশন:

📍 Wonder Kids Development Centre
🏠 সেক্টর ৫, রোড ১, হাউস ৩৩, উত্তরা, ঢাকা।
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)

🌍 আজ ২ এপ্রিল – বিশ্ব অটিজম সচেতনতা দিবস 💙♾️অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, এটি একটি বিশেষত্ব! সমাজের প্রত্যেকের দায়িত্ব হলো অ...
02/04/2025

🌍 আজ ২ এপ্রিল – বিশ্ব অটিজম সচেতনতা দিবস 💙♾️

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, এটি একটি বিশেষত্ব! সমাজের প্রত্যেকের দায়িত্ব হলো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের গ্রহণ করা, বোঝা ও তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা।

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) একটি স্নায়ুবিক বিকাশজনিত পার্থক্য, যা সাধারণত সামাজিক মিথস্ক্রিয়া, যোগাযোগ ও আচরণগত বৈশিষ্ট্যে প্রভাব ফেলে। এটি কোনো রোগ নয়, বরং এটি মানব মস্তিষ্কের একটি স্বতন্ত্র বৈচিত্র্য।

এই দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক:

✅ সচেতনতা বৃদ্ধি করা
✅ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভালোবাসা ও সহায়তা দেওয়া
✅ সমাজে তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা
✅ পরিবারগুলোকে মানসিক ও সামাজিকভাবে সহায়তা করা

💙 একটি গ্রহণযোগ্য সমাজ গড়ি, যেখানে প্রতিটি শিশু সমান সুযোগ পায়!

📍 Wonder Kids Development Centre
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)
📍 ঠিকানা: সেক্টর #৫, রোড #১, হাউস #৩৩, উত্তরা, ঢাকা-১২৩০

#বিশ্বঅটিজমসচেতনতাদিবস

🌍 এপ্রিল: অটিজম সচেতনতা মাস 🌍অটিজম শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনের জন্য সচেতনতার বিষয় নয়—যে পরিবারে অটিজম বৈশিষ্ট্যসম্পন্...
02/04/2025

🌍 এপ্রিল: অটিজম সচেতনতা মাস 🌍

অটিজম শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনের জন্য সচেতনতার বিষয় নয়—যে পরিবারে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু বা সদস্য রয়েছে, তাদের জন্য প্রতিটি দিনই সচেতনতার দিন। অটিজম ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে, কারণ এটি মানব বৈচিত্র্যের একটি অবিচ্ছেদ্য অংশ। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা নিউরো-ডাইভার্স, তাই সমাজের দায়িত্ব তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

অটিজম কী?

অটিজম মূলত একটি স্নায়ুবিক বিকাশগত পার্থক্য, যার লক্ষণ সাধারণত ১ থেকে ৩ বছর বয়সের মধ্যে প্রকাশ পায়। তবে কিছু ক্ষেত্রে আরও আগেও লক্ষণ দেখা যেতে পারে। এটি কোনো নির্দিষ্ট কারণে ঘটে না—বংশগত কারণ, পরিবেশগত প্রভাব, গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতা, সময়ের আগে জন্ম, কিংবা কম ওজন নিয়ে জন্মগ্রহণ—এই সবকিছুই সম্ভাব্য কারণ হতে পারে।

অটিজমের সাধারণ লক্ষণসমূহ:

✔️ সামাজিক মিথস্ক্রিয়ায় সীমাবদ্ধতা—অন্যের চোখে চোখ রেখে না তাকানো, একা থাকতে পছন্দ করা।
✔️ মৌখিক ও অমৌখিক যোগাযোগে সমস্যা—বাকশক্তির বিলম্ব বা সম্পূর্ণ অনুপস্থিতি, কথা বলা শিখেও তা হারিয়ে ফেলা, একই শব্দ বা বাক্য বারবার বলা।
✔️ আচরণগত বৈশিষ্ট্য—একই কাজ বারবার করা, পরিবেশ বা দৈনন্দিন নিয়মে পরিবর্তন অপছন্দ করা, অস্বাভাবিকভাবে দুলতে থাকা বা হাত নড়ানো।
✔️ ইন্দ্রিয়গত সংবেদনশীলতা—বিশেষ শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ বা আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা বা সংবেদনশীলতার অভাব।
✔️ বিশেষ প্রতিভা—অনেক অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর মধ্যে বিশেষ প্রতিভা বা দক্ষতা দেখা যায়, যা সঠিক দিকনির্দেশনা পেলে বিকশিত হতে পারে।

সমাধানের পথ:

অটিজম কোনো অসুস্থতা নয়, এটি জীবনব্যাপী একটি পার্থক্য। তাই এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই, তবে সঠিক সময়ে সনাক্তকরণ ও প্রয়োজনীয় থেরাপি শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

✅ প্রথম পদক্ষেপ: পরিবারের সচেতনতা ও গ্রহণযোগ্যতা
✅ সঠিক সহায়তা: থেরাপি ও বিশেষায়িত শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি
✅ সামাজিক অন্তর্ভুক্তি: অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা

আমাদের দায়িত্ব:

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের আমরা যদি বোঝার চেষ্টা করি, তবে তারা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারবে। আসুন, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি শিশু সমানভাবে বিকাশের সুযোগ পায়।

সচেতনতা, গ্রহণযোগ্যতা ও সহায়তাই পারে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে! 💙♾️

📍 Wonder Kids Development Centre
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)
📍 ঠিকানা: সেক্টর #৫, রোড #১, হাউস #৩৩, উত্তরা, ঢাকা-১২৩০

🌙✨ Eid Filled with Love, Joy & Care for Special Needs Children! ✨🌙Eid is all about smiles, joy, new clothes, sweet treat...
30/03/2025

🌙✨ Eid Filled with Love, Joy & Care for Special Needs Children! ✨🌙

Eid is all about smiles, joy, new clothes, sweet treats, and the warmth of love. At Wonder Kids Development Centre, we are dedicated to ensuring that children with special needs experience the same happiness and celebration. Because every child’s smile is our biggest reward.

💖 Let’s Make This Eid Special for Everyone:
🌟 May every little heart be filled with happiness
🤗 May every moment be wrapped in love and care
✨ May inclusivity and harmony shine in our celebrations
🤲 May Allah bless us all with peace, happiness, and grace

This Eid, let’s stand beside children with special needs, shower them with love, and make sure no child is left out from the joy of Eid.

🌙 Eid Mubarak! 💙

📍 Wonder Kids Development Centre
📞 Contact: +880 1757-707684 (WhatsApp)
📍 Address: Sector #5, Road #1, House #33, Uttara, Dhaka-1230

🌙🎉 প্রতিটি শিশুর মুখে ফুটুক ঈদের হাসি! 🎉🌙ঈদ মানেই হাসি, আনন্দ, নতুন পোশাক, মিষ্টি খাবার আর ভালোবাসার স্পর্শ। বিশেষ চাহিদ...
30/03/2025

🌙🎉 প্রতিটি শিশুর মুখে ফুটুক ঈদের হাসি! 🎉🌙

ঈদ মানেই হাসি, আনন্দ, নতুন পোশাক, মিষ্টি খাবার আর ভালোবাসার স্পর্শ। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও যেন সমানভাবে এই আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করছি। কারণ প্রতিটি শিশুর হাসি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।

💖 এই ঈদ হোক সবার জন্য বিশেষ:
🌟 আনন্দে ভরে উঠুক প্রতিটি ছোট্ট হৃদয়
🤗 ভালোবাসা ও যত্নে থাকুক প্রতিটি মুহূর্ত
✨ ভিন্নতার মাঝেও থাকুক গ্রহণযোগ্যতা ও সম্প্রীতি
🤲 আল্লাহ আমাদের সবাইকে শান্তি, সুখ ও অনুগ্রহ দান করুন

এই ঈদে আসুন, আমরা সবাই মিলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াই, তাদের ভালোবাসা দেই এবং নিশ্চিত করি, ঈদের খুশি থেকে কেউ বঞ্চিত না হয়।

🌙 ঈদ মোবারক! 💙

📍 Wonder Kids Development Centre
📞 যোগাযোগ: +880 1757-707684 (WhatsApp)
📍 ঠিকানা: সেক্টর #৫, রোড #১, হাউস #৩৩, উত্তরা, ঢাকা-১২৩০

#বিশেষশিশুরবিশেষঈদ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Wonder Kids Development Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Wonder Kids Development Centre:

Share