Premier Eye Hospital

Premier Eye Hospital Better services at an affordable price are our primary focus.

Premier Eye offering you a wide range of eye treatments including Eye consultancy, Diagnosis (NCT, Auto refractive, lensmeter), Eye operation (DCR, DCT, Grafting, Phaco, Glaucoma, Cataracts).

30/03/2025
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হতে পারে অন্ধত্বের কারণ।ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপ যখন রেটিনাকে প্রভাবিত করে তখনই দেখা দেয় ড...
23/12/2024

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হতে পারে অন্ধত্বের কারণ।ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপ যখন রেটিনাকে প্রভাবিত করে তখনই দেখা দেয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি।
আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত ???
তাহলে জানুন.....
চোখের উপরে ডায়াবেটিসের প্রভাব
১। ডায়াবেটিসজনিত রেটিনার রোগ (ডায়াবেটিক রেটিনোপ্যাথি)।
২। রেটিনাতে রক্ত জমাট বাঁধে ও সাদা সাদা প্রদাহজনিত নিসঃরণ দেখা যায়।
৩। ঘন ঘন চশমা পরিবর্তন করা।
৪। কাছে পড়ার ক্ষেত্রে অতিরিক্ত দুর্বলতা।
৫। অল্প বয়সের রোগীদের ডায়াবেটিসজননত চোখের ছানি হয়।
৬। রেটিনার ম্যাকুলাতে পানি জমে।
৭। রেটিনা ও ভিট্রিয়াস এ রক্ত জমে।
৮। চোখের পাতা, কর্নিয়া ও আইরিসে প্রদাহ হয়।
৯। ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে বহু রোগী অন্ধত্ববরণ করে।
ডায়াবেটিসের কারণে চোখের জটিল রোগ থেকে মুক্তি পেতে সব রোগীকে সতর্ক হতে হবে ও নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কমপক্ষে ৬ মাস অন্তর অন্তর রেটিনা পরীক্ষা করুন।

আপনার বাচ্চার মধ্যে  মাথা ব্যথা, ঝাপসা দেখা, ব্লাক বোর্ডের লেখা দেখতে  না পাওয়া, কাছে থেকে টিভি দেখা কিংবা এক চোখ ছোট ক...
22/12/2024

আপনার বাচ্চার মধ্যে মাথা ব্যথা, ঝাপসা দেখা, ব্লাক বোর্ডের লেখা দেখতে না পাওয়া, কাছে থেকে টিভি দেখা কিংবা এক চোখ ছোট করে দেখা এসব সমস্যার দেখতে পাচ্ছেন কি??? যদি দেখতে পান ব্যাপারটিকে অবহেলা না করে এখনি নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আপনার অবহেলায় নষ্ট করে দিতে পারে একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসাই রোধ করতে পারে হাজারো শিশুর অন্ধত্ব।

Alhamdulillah!!! Successfully Done.
19/12/2024

Alhamdulillah!!! Successfully Done.

👉আপনি কি জানেন? 🇧🇩দেশে ১৪ % শিশু ঝাপসা দেখে। বর্তমানে বাংলাদেশে স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ১৪ % দৃষ্টি ত্রুটিতে ভুগছে, ...
17/12/2024

👉আপনি কি জানেন?
🇧🇩দেশে ১৪ % শিশু ঝাপসা দেখে।

বর্তমানে বাংলাদেশে স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে ১৪ % দৃষ্টি ত্রুটিতে ভুগছে, যার অন্যতম কারণ ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি শিশুদের আসক্তি।
সঠিক দৃষ্টি ত্রুটির অভাবে নষ্ট হতে পারে আগামী দিনের অনেক সম্ভাবনা, তাই এখনই আপনার সন্তানের চোখের যত্ন সচেতন হন এবং বিকশিত করুন আগামী দিনের সম্ভাবনা গুলো, চোখের যত্নে আপনার দোরগোড়ায় আছে প্রিমিয়ার আই হসপিটাল, তাই দেরি না করে আজই যোগাযোগ করুন প্রিমিয়ার আই হসপিটাল এ আমরা আছি আপনাদের সেবায় নিয়োজিত।
যোগাযোগ :প্রিমিয়ার আই হসপিটাল
গাওয়াইর,কাজীবাড়ি মোড়, দক্ষিনখান ঢাকা ১২৩০
মোবাইল :০১৬১০৭৭৮৯২২

আলহামদুলিল্লাহ!!!!! ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে  "প্রিমিয়ার আই হসপিটাল" এর  পক্ষ হেকে আয়োজিত  ফ্রি আই  ক্যাম্...
16/12/2024

আলহামদুলিল্লাহ!!!!! ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে "প্রিমিয়ার আই হসপিটাল" এর পক্ষ হেকে আয়োজিত ফ্রি আই ক্যাম্প সফলভাবে সম্পূর্ণ হয়েছে। উক্ত ফ্রি আই ক্যাম্পে আমরা অতি যত্নে শিশু থেকে বয়স্ক সকলের চোখের বিভিন্ন রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা দিতে সক্ষম হয়েছি , উক্ত ক্যাম্পে দৃষ্টি ত্রুটি রোগী, ছানি রোগী, টেরিজিয়াম,ক্যালাজিয়ান,স্কিন ব্যাকটেরিয়া ও ইনফেকশন রোগী নির্ণয় এবং তাদেরকে পূর্ণ চিকিৎসা দেয়া হয় ।উক্ত ক্যাম্প সফলভাবে সম্পূর্ণ ও সহযোগিতা করার জন্য প্রিমিয়ার আই হসপিটাল এর পক্ষ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারী কে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।

৭১ এর সাহসী সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন স...
14/12/2024

৭১ এর সাহসী সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

আমাদের চোখের প্রায় ৭৫ শতাংশই পানি। এই পানি শুকিয়ে গেলে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। তেমন একটি সমস্যার নাম ড্রাই আই। বয়স ...
10/12/2024

আমাদের চোখের প্রায় ৭৫ শতাংশই পানি। এই পানি শুকিয়ে গেলে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। তেমন একটি সমস্যার নাম ড্রাই আই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের পানির উৎপাদন কমে যায়। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ড্রাই আইয়ের প্রবণতা বেশি দেখা যায়।
ড্রাই আইয়ের কারণঃ
১. যাঁরা বেশি সময় কম্পিউটারে কাজ করেন বা টিভি দেখেন, ভিডিও গেম খেলেন, তাঁদের অনেকেরই ড্রাই আইয়ের সমস্যা হয়।
২. এসি বা ফ্যানের সরাসরি বাতাস, ঘরে আর্দ্রতা কম থাকা, শুষ্ক জলবায়ু ও বায়ু দূষণের কারণেও ড্রাই আই হতে পারে।
৩. ডায়াবেটিস, জোগ্রেন সিনড্রোম ও অ্যালার্জিক কনজাংটিভাইটিসের মতো পরিস্থিতিও চোখের শুষ্কতার জন্য দায়ী।
লক্ষণঃ

১. চোখে চুলকানি ও জ্বালাপোড়া করা।
২.চোখ থেকে ক্রমাগত পানি ঝরা।
৩.রাতে গাড়ি চালানোর সময় কিংবা হাটার সময় অসুবিধা হওয়া।
৪. আলোর প্রতি সংবেদনশীলতা।
৫. চোখ ঘোলাটে হয়ে যাওয়া।
৬. লালচে চোখ স্বাভাবিক হয়ে যায়।
৭. ক্লান্তির অনুভূতি দূর হয় না।
চোখে শুষ্কতা থেকে দূর থাকতে যা করণীয়ঃ

#লক্ষণ দেখে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
# কাজের ফাঁকে বিরতি নিয়ে অর্থাৎ অন্তত ২০ মিনিট পর স্ক্রিন থেকে চোখ তুলে অন্যদিকে কিছুক্ষণ তাকান।
# আবার যখন দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকাবেন তখন মাঝে বিরতি নিন। পাঁচ মিনিট চোখ বুজে থাকুন।চোখের যত্নে মনোযোগ দিন।
# চোখে তীব্র বাতাস বা এয়ারকন্ডিশনারের বাতাস লাগতে দেবেন না।
# বাইরে বেরুলে সানগ্লাস পড়ুন।
# মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরুন।
# খাদ্যাভ্যাসে ভিটামিন এ সমৃদ্ধ খাবার বাড়ান। See less

Address

478, Gawair Kazi Bari Moor, Dakhinkhan, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Premier Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category