Women's Hijama Therapy

Women's Hijama Therapy Hijama or Cupping Therapy Centre for Women (healing with sunnah) & Provide Self Ruqiyah Consultancy.

হিজামা কি?

আধুনিক পরিভাষায় কাপিং (Cupping) থেরাপি নামের এই চিকিৎসা পদ্ধতিকে আরবিতে বলা হয় হিজামা (حِجَامَة )। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা।
আরবি ‘আল হাজম’ থেকে এসেছে এই শব্দের উৎপত্তি। যার অর্থ চোষা বা টেনেনেওয়া। এই প্রক্রিয়ায় সুঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত (Toxin) বের করে আনা হয়।এতে শরীরের মাংসপেশীসমূহের রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


★কেন হিজামা করাবেনঃ হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথাব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝে ও ঘাড়ের দু’টি রগে। হিজামার উপকারিতা সম্পর্কে সিহাহ সিত্তার গ্রন্থসমূহে বহু হাদিস রয়েছে। আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্যহিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

★হিজামা সংক্রান্ত হাদীসঃ

(১)হজরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- শিঙা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১
(২) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেনতোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬
(৩) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনারউম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
(৪) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
(৫) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭
(৬) হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩


★হিজামা ও রুকইয়াহ অনেক সময় রিলেটেড ট্রিটমেন্ট হয়ে যায়।কারণ, জিন/জাদু/নজরের কারণে একটা মানুষের শারীরিক ও মানসিক যে ক্ষতিটা হয়ে যায় সেটা মেডিক ট্রিটমেন্ট দ্বারা কিউর করা সম্ভব হয়না।হিজামাই এই সমস্যার,জন্য বেস্ট ট্রিটমেন্ট ও বেস্ট সলিউশন।

আবার,জিন/জাদু/নজরের রোগীদের হিজামার আগে রুকইয়াহ করে আসলেই বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তাই এই পেইজে রুকইয়াহ কন্সাল্টেন্সির ও ব্যবস্থা রয়েছে।অনলাইন রুকইয়াহ কন্সাল্টেন্সি ফি দিয়ে,সেল্ফ রুকইয়াহর জন্য গাইডলাইন পাবেন,ইন শা আল্লাহ।

★গ্রুপে সব রিভিউ ও ফিডব্যাক একসাথে পাবেন।আমাদের গ্রুপ শুধু ফিমেল মেম্বারদের জন্য।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/1300340427028559/?ref=share

জিন-শয়তান যাদুর ক্ষয়-ক্ষতি থেকে বাঁচতে রাসূলুল্লাহ ﷺ  সকাল-সন্ধ্যার মাসনুন আমল শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক মুসলিমের এসব আমল...
08/11/2025

জিন-শয়তান যাদুর ক্ষয়-ক্ষতি থেকে বাঁচতে রাসূলুল্লাহ ﷺ সকাল-সন্ধ্যার মাসনুন আমল শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক মুসলিমের এসব আমল যত্নের সাথে করা ও জিহবাকে জিকিরে ব্যস্ত রাখা উচিৎ। ✨

🌳 মাসনুন আমলের জন্য বই ইউজ করেন নাকি মোবাইলে এপ?

© Women's Hijama Therapy

🏵️ "হিজামা (কাপিং) খালি পেটে উত্তম, ইহা একটি নিরাময় এবং একটি আশীর্বাদ। ইহা বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে।"-[সহীহ সুনান...
07/11/2025

🏵️ "হিজামা (কাপিং) খালি পেটে উত্তম, ইহা একটি নিরাময় এবং একটি আশীর্বাদ। ইহা বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে।"

-[সহীহ সুনান ইবনে মাজাহ (৩৪৮৭)]

💫💫 নভেম্বর মাসের হিজামার সুন্নাহ ডেট ৯, ১১, ১৩ তারিখ।

📩 এপোয়েনমেন্ট বুকিং দিতে ইনবক্সে যোগাযোগ করুন।

© Women's Hijama Therapy

পিঠের মাসল স্পাজম থেকে যেমন ডিস্ক বালজিং এর প্রবলেম হয়ে থাকেতেমনই পায়ের মাসল স্টিফনেস,knot এর কারনেও ডিপ ভেইনে ইস্যু, হা...
07/11/2025

পিঠের মাসল স্পাজম থেকে যেমন ডিস্ক বালজিং এর প্রবলেম হয়ে থাকে
তেমনই পায়ের মাসল স্টিফনেস,knot এর কারনেও ডিপ ভেইনে ইস্যু, হাটু গোড়ালির জয়েন্টে ব্যাথা হতে পারে।

স্ট্রেচিং এবং ডিপ টিস্যু মাসাজ, মাসাজ কাপিং ইত্যাদি টেকনিকের কম্বিনেশনে মাসল তার নরমাল স্ট্র‍্যাকচারে ব্যাক করতে পারে।

মাসল কন্ট্রোলের সাথে লিভারের বেশ বড় একটা গুরুত্ব রয়েছে, তাই একে হেলাফেলা করলে শরীরে বড় ধরনের ঝামেলা বাসা বেধে ফেলে।

জয়েন্ট পেইন /গিটে গিটে ব্যাথা, ইনফ্লামেশন কমাতে চাচ্ছেন-
✅ হেলদি ফুড & লাইফস্টাইল
✅ মাসল স্ট্র‍্যাকচার ঠিক করতে হবে
✅ লিভার ইনফ্লামেশন কমাতে হবে

© Women's Hijama Therapy

Don't forget On this blessed day of Jumu’ah, fill your tongue with Durood, your heart with Dhikr, and your time with Sur...
07/11/2025

Don't forget On this blessed day of Jumu’ah, fill your tongue with Durood, your heart with Dhikr, and your time with Surah Al-Kahf. 🌸

© Women's Hijama Therapy

এই জায়গার মাসলে কারো ব্যাথা করেনা কিন্তু ডিপ মাসাজ দিলে মোটামুটি ৯৯% লোকের ই ব্যাথা থাকে।কারণ কি হতে পারে❓❓ © Women's Hi...
06/11/2025

এই জায়গার মাসলে কারো ব্যাথা করেনা কিন্তু ডিপ মাসাজ দিলে মোটামুটি ৯৯% লোকের ই ব্যাথা থাকে।

কারণ কি হতে পারে❓❓

© Women's Hijama Therapy

💫💫 হিজামা (কাপিং) এর জন্য শ্রেষ্ঠ দিন হলো চন্দ্র মাসের ১৭তম, ১৯ তম ও ২১ তম দিন, যাহা সোমবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার এর ...
06/11/2025

💫💫 হিজামা (কাপিং) এর জন্য শ্রেষ্ঠ দিন হলো চন্দ্র মাসের ১৭তম, ১৯ তম ও ২১ তম দিন, যাহা সোমবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার এর সঙ্গে সমাপতিত হয়।

📌📌 নভেম্বর মাসের হিজামার সুন্নাহ ডেট- ৯,১১,১৩ তারিখ।
প্রয়োজন পড়লে হিজামা যেকোনো দিন, যেকোনো সময়েই করা যায়।

সুন্নাহ তারিখে হিজামার এপোয়েনমেন্ট অলরেডি বুকিং শুরু হয়েছে.... শিডিউল বুক করতে ইনবক্সে যোগাযোগ করুন।

𝐍𝐀𝐇𝐋 𝐅𝐢𝐭𝐇𝐢𝐯𝐞: 𝐇𝐞𝐚𝐥𝐢𝐧𝐠. 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡. 𝐖𝐞𝐥𝐥𝐧𝐞𝐬𝐬.

📍 ঠিকানা: House #22, Road #1, Sector #9, Ground Floor, Uttara, Dhaka.

📩 আজই আপনার সেশান বুক করুন (WhatsApp): +880 1641-215173

🗓️ রবি থেকে বৃহস্পতিবার

©Women's Hijama Therapy

আগামিকাল ডিস্কাউন্ট পেতে আজকে রাতের মধ্যে এপোয়েনমেন্ট কনফার্ম করতে হবে।
05/11/2025

আগামিকাল ডিস্কাউন্ট পেতে আজকে রাতের মধ্যে এপোয়েনমেন্ট কনফার্ম করতে হবে।

📢📢📢 Sunnah Points Only @1500৳ 📌📌📌

🎉 Offer available till 2nd to 6th November 🎉

9 Sunnah Points & It's Benifits :

রাসুলুল্লাহ ﷺ কিছু পয়েন্টে হিজামা করেছিলেন, তার মধ্যে অন্যতম হলো-

1️⃣ Yafookh: Head Sunnah point
এটাকে সকল রোগের মা বলা হয়। ঠিক যেমন পিটুইটারি গ্ল্যান্ড সকল হরমোনের কন্ট্রোলার।

রাসূলুল্লাহ ﷺ যাদু আক্রান্তের পর বিষ ব্যাথা ও One sided headache (migrain) এর জন্য Top of the Head point এ হিজামা করিয়েছিলেন।

যে কোনো রোগের জন্য আগে এখানে হিজামা করানো উত্তম।

2️⃣ Al-Akhda’ain & Qamahduwah:
Occipital & Neck sunnah point
এই পয়েন্ট TCM এ ইমিউনিটির সাথেও সম্পর্কিত।
• Runny nose,
• Toothaches, and
• Sore throat এ হেল্পফুল।

এছাড়াও
• headache,
•vertigo,
• pain/stiffness of neck,
• blurry vision,
• red/painful eyes,
• tinnitus,
• nasal obstruction,
• common cold.

• insomnia,
• nervous system relax & balance করতে হেল্প করে।

3️⃣ Al-Kahil: কাধে, পিঠে ব্যাথা কমায়। মাথার,ঘাড়ের ভার দূর। সারভাইকাল ইস্যুর জন্য বেস্ট।

4️⃣ Al-Waraq: নাভির নিচে দুই পাশে এই পয়েন্ট reduce করে
•urinary infection,
•low back pain,
•kidney problems,
•constipation,
• ovarian cyst and
• low blood circulation.

5️⃣ Dhahr al-qadam: Foot Sunnah Pount
পায়ের পাতা/ Top of the foot এও বেনিফিট অনেক।

• body, leg swelling,
• fertility issues,
• gout-related issues,
• weak muscles,
• ADHD and
• Arthritis.

★★ এক্সট্রা পয়েন্ট★★

6️⃣ Al-Katifain: এছাড়াও শোল্ডার ব্লেডের মাঝখানে দুই পাশে হিজামা করানো যায়।

• মাসলের পেইন কমায়
• স্কিন রিলেটেড ইস্যু সলভ করতে হেল্প করে
• স্ট্রোক, হার্ট এটাক এর ঝুঁকি কমায়
• শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের দুর্বলতা ও বুকের চাপ কমায়।
• ফুসফুস ও রক্ত সঞ্চালন উন্নত করে।

সঠিক ভাবে করতে পারলে হিজামায় অল্প কিছু পয়েন্টেও মাল্টিপারপাস বেনিফিট পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। মিরাজের রাত্রে ফেরেস্তাগন এই ট্রিটমেন্ট কে প্রসারিত করতে বলেছেন।

🍂 মানুষ এবং শয়তানের হাসাদ শরীর থেকে দূর করতেও হিজামা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📩 এপোয়েনমেন্ট নিতে ইনবক্সে যোগাযোগ করুন।

© Women's Hijama Therapy

📌📌 10% Discount এর আগামীকাল লাস্ট ডেট 📢📢পরে কেউ কান্নাকাটি কইরেন না প্লিজ... 🤧 📍 Women's Hijama Therapy
05/11/2025

📌📌 10% Discount এর আগামীকাল লাস্ট ডেট 📢📢

পরে কেউ কান্নাকাটি কইরেন না প্লিজ... 🤧

📍 Women's Hijama Therapy

একজন আপু পড়সেন "কামড়া" 👻
05/11/2025

একজন আপু পড়সেন "কামড়া" 👻

💧 ইউরিনারি ব্লাডার প্রবলেম অনেক সময়  মানসিক এক ধরনের কষ্ট থেকেও হয়, যেমন কাউকে নিয়ে মনে কষ্ট-Grudges পুষে রাখা।এখন, যেখা...
04/11/2025

💧 ইউরিনারি ব্লাডার প্রবলেম অনেক সময় মানসিক এক ধরনের কষ্ট থেকেও হয়, যেমন কাউকে নিয়ে মনে কষ্ট-Grudges পুষে রাখা।

এখন,
যেখান থেকে কষ্ট পেয়েছেন সেই একই পরিবেশে থাকলে কিংবা একই রুটিনে চলতে থাকলে সমস্যা দ্রুত বাড়ে ও প্রকাশিত হয়।

আবার,
যারা পরিবেশ চেঞ্জ করে, নিজ জীবনে ব্যস্ত থাকে তাদের টা অনেক পরে প্রকাশিত হয়।

প্রথমে এর সিম্পটম প্রকাশ পায় যেমন:
▪️ব্যাক পেইন-স্টিফনেস,
▪️ঘাড়ে-কাধে স্টিফনেস
▪️মাথা ব্যাথা-চোখের সমস্যা,
▪️পা এর দিকে ব্যাথা- স্টিফনেস,
▪️ankle-Hip-Knee পেইন

পরবর্তীতে কমন যেসব রোগ ধরা পড়ে তা হলো-

▪️UTI (ইউরিন কিরতে কষ্ট, জালাপোড়া)
▪️Urin leakage/ incontinence
▪️ওভার এক্টিভ ব্লাডার ইত্যাদি।

আরো অবস্থা খারাপ হলে, ইউরিনের সাথে ব্লাড যাওয়া, মাসিকে প্রবলেম শুরু হওয়া।🩸


এরজন্য কারো থেকে কষ্ট পেলে শুধু মাত্র ভুলে যাওয়া ই সমাধান না। করনীয়-

✅ মেনে নেওয়া যে, হ্যা আমার সাথে এমন টা হয়েছে। আমাকে অমুক-তমুক কষ্ট দিয়েছে। এখানে কারো সাফাই শুনতে যাওয়ার প্রয়োজন নাই আপনার।
❌সেকেন্ড থট আসা বা ডিনায়েলে ভুগলে সমাধান আসবেনা।

✅ ২য়ত, আল্লাহর উপর ছেড়ে দেয়া। যদি নিজে মাফ করে দিতে পারেন, তাহলে খুব ভালো। যদি না পারেন, আল্লাহর উপর ছেড়ে দিবেন। আল্লাহই উত্তম বিচারক।
❌প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন না।

✅ ৩য়ত, যদি পারেন কাউন্সিলিং নেন।

✅ Last but not the least পাশাপাশি আমাদের বডি, মাসল কষ্টের সময় রিএকশন করে, হোল্ড করে রাখে, আপনি কাউকে মাফ করে দিলেও আত্মিক শান্তি তো পাবেন কিন্তু বডির যে ক্ষতিটা হয়ে গেছে, তা সারাবেন কি দিয়ে?!

এরজন্য এসব কে ডিপ মাসাজ ও বডি & মাইন্ড ট্রেইনিং এর মাধ্যমে রিলিজ করা অত্যন্ত প্রয়োজন।♥️

এটা একটা পেইনফুল প্রসেস কিন্তু বডি একবার এই ট্রমা গুলো বের করে ফেলতে পারলে লং টার্ম সুস্থতা পাবেন, ইন শা আল্লাহ। 💐

বডি মাসাজ,ডিপ টিস্যু মাসাজ কোনো লাক্সারি না, বরং হেলথ বেনিফিট হিসেবে, হিলিং-এর জন্য এর প্রয়োজন রয়েছে। 💯

© Women's Hijama Therapy

আর মাত্র ২ দিন...
04/11/2025

আর মাত্র ২ দিন...

“শুনেছি যে, শয়তান জ্বিনরা চুরি ক'রে ঊর্ধ্ব জগতের কোন খবর শুনতে গেলে তাদেরকে উল্কা ছুঁড়ে মারা হয়। কিন্তু আমি যখন বড় হয়ে ত...
03/11/2025

“শুনেছি যে, শয়তান জ্বিনরা চুরি ক'রে ঊর্ধ্ব জগতের কোন খবর শুনতে গেলে তাদেরকে উল্কা ছুঁড়ে মারা হয়। কিন্তু আমি যখন বড় হয়ে তারকা হলাম, তখন বড় বড় শয়তান আমাকে আঘাত করতে লাগল!"
- নাজমুদ্দীন বিন মিনফাখ


এখানে তারকা শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, উনি যখন ফেমাস হলেন বা পরিচিত বাড়লো, নলেজ বাড়লো।
তখন হিংসুক মানুষ এবং শয়তান দ্বারা ক্ষতিগ্রস্ত হতে থাকলো।

এখন আমার কাছে যখন বোনেরা আসেন নিজ নিজ সেক্টরে, নিজ নিজ ফ্যামিলিতে যথেষ্ট উন্নতি করতেসে, বেস্ট টা দিচ্ছেন। উনারা এমন ভাবে অসুস্থ ও ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন যে এখন আমি এর রেফারেন্স খুজে পাই।

যারা ডাক্তার তারা নিজেরাই বুজছেন, এর পিছনে মেডিকেল কোনো ইস্যু নেই। অনেক ট্রিটমেন্ট করিয়েই এই পথে আসা, তাও আল্লাহ তাওফিক দিয়েছেন বলে।
এছাড়াও ইঞ্জিনিয়ার, লেকচারার, বিজনেসওমেন কিংবা স্টুডেন্ট হিসেবে সেই বোনটা যে ফ্যামিলিতে সবচেয়ে বেশি ভালো করছে,
সবার ই কম বেশি সেইম সমস্যা।

তাই বলে কি কেউ উন্নতি করেনা?

একদম করে, আল্লাহ যখন কাউকে কোনো কাজের জন্য চুজ করেন, তাকে দিয়ে সেই কাজ করিয়েই নেন।

তবে যারা বদনজর, হিংসা, শয়তানের নজর, আক্রমন কে অবহেলা করেন, তাদেরকে একটা সময় পর যেয়ে বড় ধরনের খেসারত দিতে হয়।

এখানে ভয় দেখানোর জন্য কাউকে কিছু বলা হচ্ছেনা, রিয়ালিটি যত দ্রুত মেনে নিতে পারবো আমরা
ততই অদ্দৃশ্য শক্তি, ক্ষতি থেকে হেফাজতের আমলের জন্য গুরুত্ব দিতে পারবো।

শয়তান আমাদের পথভ্রষ্ট করতে চায়, ঈমান হারা করতে চায়, হিংসা আমাদের টেনে হিচড়ে নিচে নামাতে চায়।

এসব থেকে বাচতে আল্লাহর সাহায্য চাওয়ার কোনো বিকল্প নাই।
পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রুকইয়াহ ও হিজামা বদনজর, হিংসা, শয়তানের ক্ষতি নষ্ট করতে সাহায্য করবে।

© Women's Hijama Therapy

Address

175, East Azampur, Uttara.
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Women's Hijama Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Women's Hijama Therapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram