Women's Hijama Therapy

Women's Hijama Therapy Hijama or Cupping Therapy Centre for Women (healing with sunnah) & Provide Self Ruqiyah Consultancy.

হিজামা কি?

আধুনিক পরিভাষায় কাপিং (Cupping) থেরাপি নামের এই চিকিৎসা পদ্ধতিকে আরবিতে বলা হয় হিজামা (حِجَامَة )। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা।
আরবি ‘আল হাজম’ থেকে এসেছে এই শব্দের উৎপত্তি। যার অর্থ চোষা বা টেনেনেওয়া। এই প্রক্রিয়ায় সুঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত (Toxin) বের করে আনা হয়।এতে শরীরের মাংসপেশীসমূহের রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানসমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


★কেন হিজামা করাবেনঃ হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ (সা.) হিজামা করেছেন মাথাব্যথার প্রতিষেধক হিসেবে। পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝে ও ঘাড়ের দু’টি রগে। হিজামার উপকারিতা সম্পর্কে সিহাহ সিত্তার গ্রন্থসমূহে বহু হাদিস রয়েছে। আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্যহিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

★হিজামা সংক্রান্ত হাদীসঃ

(১)হজরত ইবনে আব্বাস (রা.)-এর সূত্রে নবী করিম (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো- শিঙা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ –সহিহ বোখারি: ৫৬৮১
(২) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেনতোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬
(৩) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনারউম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
(৪) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
(৫) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭
(৬) হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩


★হিজামা ও রুকইয়াহ অনেক সময় রিলেটেড ট্রিটমেন্ট হয়ে যায়।কারণ, জিন/জাদু/নজরের কারণে একটা মানুষের শারীরিক ও মানসিক যে ক্ষতিটা হয়ে যায় সেটা মেডিক ট্রিটমেন্ট দ্বারা কিউর করা সম্ভব হয়না।হিজামাই এই সমস্যার,জন্য বেস্ট ট্রিটমেন্ট ও বেস্ট সলিউশন।

আবার,জিন/জাদু/নজরের রোগীদের হিজামার আগে রুকইয়াহ করে আসলেই বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তাই এই পেইজে রুকইয়াহ কন্সাল্টেন্সির ও ব্যবস্থা রয়েছে।অনলাইন রুকইয়াহ কন্সাল্টেন্সি ফি দিয়ে,সেল্ফ রুকইয়াহর জন্য গাইডলাইন পাবেন,ইন শা আল্লাহ।

★গ্রুপে সব রিভিউ ও ফিডব্যাক একসাথে পাবেন।আমাদের গ্রুপ শুধু ফিমেল মেম্বারদের জন্য।
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/1300340427028559/?ref=share

বাতের সমস্যার জন্য আলাদা ডিপার্টমেন্ট ই আছে,Rheumatology. আপনার বাত অটো ইমিউন কিনা এ বিষয় টিও নির্ণয়ের প্রয়োজন হয়ে থাকে।...
14/09/2025

বাতের সমস্যার জন্য আলাদা ডিপার্টমেন্ট ই আছে,
Rheumatology.

আপনার বাত অটো ইমিউন কিনা এ বিষয় টিও নির্ণয়ের প্রয়োজন হয়ে থাকে।

ইনফ্লামেশনের পাশাপাশি RA টেস্ট পজিটিভ আসলে অটোইমিউন রোগ ধরা হয় এবং চিকিৎসক সেই অনুযায়ী ওষুধ প্রেস্ক্রাইব করে থাকেন।


জয়েন্ট পেইন/ গিটে গিটে ব্যাথা
মাসল পেইন বা সর্বাঙ্গে ব্যাথা

এই ধরনের সমস্যার জন্য হিজামা দারুন কাজ করে।
তবে আপনার যদি অটো ইমিউন ডিজিজ ধরা পড়ে এবং ডাক্তার মেডিসিন এর কোনো কোর্স কম্পলিট করতে বলেন,
তাহলে অবশ্যই তা ফলো করতে হবে এবং বেটার রেজাল্টের জন্য পাশাপাশি আপনি হিজামা গ্রহণ করতে পারেন।

হিজামা ইনফ্লামেশন কমাতে হেল্প করে ও ইমিউনিটি বুষ্টার হিসেবে কাজ করে। ন্যাচারাল পেইন কিলার রিলিজ করে ফলে যেকোনো ধরনের ব্যাথা সহনীয় পর্যায়ে চলে আসে।


👉 অনেক রুকইয়াহ পেশেন্টদেরও গিটে গিটে, মাংসপেশীতে ব্যাথা থাকে। হিজামার পর সাময়িক ব্যাথা বেড়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই। পরামর্শ অনুযায়ী আমল করলে সমস্যা কমে যাবে, ইন শা আল্লাহ।

© Women's Hijama Therapy

"A few studies showed that the use of acupuncture in IVF cycles on the same day of embryo transfer improves pregnancy ra...
10/09/2025

"A few studies showed that the use of acupuncture in IVF cycles on the same day of embryo transfer improves pregnancy rates in infertile women significantly."

📩 Book Now

📍Women's Hijama Therapy

10/09/2025

মেঘমল্লারের ভোটের মত 0% ডিস্কাউন্ট চলছে। 🐍

© Women's Hijama Therapy

"Some studies suggest wet cupping therapy (Hijama) may significantly reduce fasting blood sugar (FBS), post-prandial blo...
10/09/2025

"Some studies suggest wet cupping therapy (Hijama) may significantly reduce fasting blood sugar (FBS), post-prandial blood sugar, and HbA1c levels."

📩 Book Now

© Women's Hijama Therapy

"Acupuncture was used as a substitute for HCG to trigger ovulation in one study. There was an improvement in ovulation i...
09/09/2025

"Acupuncture was used as a substitute for HCG to trigger ovulation in one study.

There was an improvement in ovulation in women with PCOS from 15% to 66% up to 3 months after treatment."

📩 Book Now

📍Women's Hijama Therapy

08/09/2025

إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ

04/09/2025

১০ তারিখ থেকে উত্তরায় হিজামার এপোয়েনমেন্ট নেয়া হচ্ছে,
সুন্নাহ ডেট ১১,১৩,১৫ সেপ্টেম্বর।
©Women's Hijama Therapy

📖 “Indeed the best of what you treat with is cupping on the 17th, 19th and 21st.”— (Sunan al-Tirmidhi, 2052)✨ Following ...
01/09/2025

📖 “Indeed the best of what you treat with is cupping on the 17th, 19th and 21st.”
— (Sunan al-Tirmidhi, 2052)

✨ Following these Sunnah dates brings both physical healing and spiritual blessings.

This month, the Sunnah dates for Hijama are:
📅 11th, 13th & 15th September

✨ Don’t miss the opportunity to benefit from both physical healing and Sunnah reward.

📌 Book your appointment today and secure your slot!

©Women's Hijama Therapy

🦵 Calf Muscle Cramp & Hijama Therapy 🩸Calf cramps are sudden, painful contractions that often occur due to:⚡ Poor blood ...
31/08/2025

🦵 Calf Muscle Cramp & Hijama Therapy 🩸

Calf cramps are sudden, painful contractions that often occur due to:
⚡ Poor blood circulation
⚡ Electrolyte imbalance
⚡ Over use of muscles
⚡ Stress & fatigue

🌿 How Hijama Helps:
✔️ Improves blood circulation in the affected area
✔️ Reduces muscle stiffness & pain
✔️ Removes stagnant blood and toxins
✔️ Relaxes nerves & restores natural energy flow

✨ Regular Hijama can significantly reduce the frequency of calf muscle cramps and improve overall leg strength.

👉 Take a step towards pain-free, active living with Hijama Therapy.

📍Women's Hijama Therapy

🌙 Struggling with sleepless nights or disturbing nightmares? 🌙Acupuncture & Hijama has been shown to calm the nervous sy...
30/08/2025

🌙 Struggling with sleepless nights or disturbing nightmares? 🌙

Acupuncture & Hijama has been shown to calm the nervous system, balance hormones, and improve overall sleep quality.

✨ Benefits include:

✔️ Reduces overactive brain activity that causes restlessness
✔️ Improves melatonin production for natural sleep
✔️ Relieves stress & anxiety that trigger nightmares
✔️ Restores body’s energy flow for deeper, peaceful rest

🌿 Experience how Hijama & acupuncture fantastically works in treating nightmares & insomnia — helping you wake up refreshed and restored.

© Women's Hijama Therapy

রিফ্লেক্সোলোজি কি এবং রুকইয়াহ পেশেন্টদের জন্য কেনো জরুরী... প্যাকেজ ডিটেইলস : https://wa.me/p/24990209513915820/88016412...
30/08/2025

রিফ্লেক্সোলোজি কি এবং রুকইয়াহ পেশেন্টদের জন্য কেনো জরুরী...
প্যাকেজ ডিটেইলস : https://wa.me/p/24990209513915820/8801641215173

© Women's Hijama Therapy

🌿 নারীদের চেহারার যত্ন নেয়া শুরু হয়ে যায় টিনএজ থেকেই।কখনো পিম্পল/একনির প্রবলেম তো,কখনো মেছতা, স্কিন কুচকে যাওয়া নিয়ে টেন...
29/08/2025

🌿 নারীদের চেহারার যত্ন নেয়া শুরু হয়ে যায় টিনএজ থেকেই।

কখনো পিম্পল/একনির প্রবলেম তো,
কখনো মেছতা, স্কিন কুচকে যাওয়া নিয়ে টেনশান। 🍂

বয়সের সাথে সাথে স্কিনের অবস্থার পরিবর্তন হলেও ফেইসের স্কিন নিয়ে কন্সার্ণ সব বয়সেই মোটামুটি এক ই থাকে
আর হিজামা সকল বয়সের স্কিনের ট্রিটমেন্ট এর জন্যেই উপকারী, মা শা আল্লাহ।

✅ পাশাপাশি কিছু নিয়ম কানুন ও পরামর্শ ফলো করতে পারলে দ্রুত ইম্প্রুভমেন্ট আসে।

🌼 এপোয়েনমেন্ট নিতে ইনবক্সে যোগাযোগ করুন।

© Women's Hijama Therapy

Address

175, East Azampur, Uttara.
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Women's Hijama Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Women's Hijama Therapy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram