Sohoz Care Ltd

Sohoz Care Ltd An Online Consultancy & Medicine Delivery Service For You. This is the first Sohoz Care Ltd Company run by doctors and pharmacists in the country.

Which delivers telemedicine and all kinds of medicines at home. Here telemedicine is managed by Doctors and home delivery of medicines is managed by Pharmacists, so it has been possible to provide 100% accurate service. We have about 100 of the country's leading medical doctors, there are - Professor, Associate Professor, Assistant Professor, MD, MCPS, FCPS. We are the first in the country to bring health care for the speech and hearing impaired with the aim of protecting health for all. Any
Patients with speech and hearing impairments can seek treatment from our Doctors at any time for their physical ailments. In the country, we have brought experienced medical services for the first marginalized people through a subject for a small fee. You can get all kinds of medicines at affordable prices from home.

24-hour Doctor video call facility, which has Sohoz Care at your side all the time in case of emergency in health protection.

এই শীতে বাজারে গেলেই টাটকা লাল টকটকে শাক দৃষ্টি কাঁড়ে। এই লাল শাকে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই । লাল শাক শর...
05/10/2022

এই শীতে বাজারে গেলেই টাটকা লাল টকটকে শাক দৃষ্টি কাঁড়ে। এই লাল শাকে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই । লাল শাক শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে। এছাড়াও কিডনির সমস্যা থেকে শুরু করে উন্নত দৃষ্টিশক্তির সবটাতেই লাল শাকের ভূমিকা রয়েছে।

এছাড়া লাল শাকের আরও যা যা গুণ রয়েছে তা জেনে নেওয়া যাক।

💢 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ
প্রতিদিন লাল শাক খাওয়া শুরু করলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি-এর ঘাটতি দূর হবে। ফলে রোগ প্রতিরোধক ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ছোট-বড় কোন রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।
💢 ঠাণ্ডা জ্বরের চিকিৎসায়ঃ
ঠাণ্ডার কারণে যারা জ্বরে ভুগছেন, তারা এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে তাতে এক মুঠো লাল শাক ফেলে দিন। তারপর পানি ফোটাতে শুরু করুন। যখন দেখবেন ফুটতে ফুটতে পানির পরিমাণ অর্ধেক হয়ে গেছে, তখন আঁচটা বন্ধ করে দিন। এরপর পানি ঠাণ্ডা হলে ছেঁকে নিয়ে পান করুন। এমনভাবে কয়েকদিন করলেই দেখবেন জ্বর পালিয়েছে।
💢 উন্নত দৃষ্টিশক্তিঃ
লাল শাকে থাকা ভিটামিন সি রেটিনার ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা চোখে কম দেখেন বা পরিবারে গ্লুকোমার মতো রোগের ইতিহাস রয়েছে, তারা সময় নষ্ট না করে আজ থেকেই লাল শাক খাওয়া শুরু করুন। দেখবেন অল্প দিনেই উপকার পাবেন।
💢 হাড় মজবুত হয়ঃ
লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার হাড় শক্তপোক্ত হয়ে উঠলে অস্টিওপরোসিস মতো হাড়ের রোগ যে আর ধারে কাছেও ঘেঁষতে পারে না, তা আর বলার অপেক্ষা রাখে না।
💢 হার্ট ভালো থাকেঃ
লাল শাকে থাকা ‘ফাইটোস্টেরল’ নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, তেমনি নানাবিধ হার্টের রোগের অ্যান্টিডোট হিসেবেও কাজ করে। সপ্তাহে কম করে ২-৩ দিন যদি লাল শাক খাওয়া যায়, তাহলে হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
💢 অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করেঃ
লাল শাকে এমন কিছু উপাদান থাকে, যা শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যানিমিয়া রোগীরা এই শাকটি খেতে পারেন। দুই আঁটি লাল শাককে পিষে রস সংগ্রহ করে তার সঙ্গে ১ চামচ লেবুর রস এবং ১ চামচ মধু মিশিয়ে যদি নিয়মিত খেতে পারেন, তাহলে শরীরে কখনও রক্তের অভাব হবে না।
💢 হজম ক্ষমতার উন্নতি ঘটায়ঃ
লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই বদ-হজমের আশঙ্কা কমে। সেই সঙ্গে গ্যাস-অম্বলের প্রকোপও হ্রাস পায়।

যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।
যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,
আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।
ওয়েবসাইট - https://sohozcare.com/
অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI
হেড অফিসঃ 164 Rine Ok Market ,3rd Floor,Madhobdi,Norshindi.

শীতের মৌসুমে ফুলকপি খাবেন না, তা কি হয়? ফুলকপির যে অনেক গুণ ! ফুলকপি শুধু স্বাদেই নয়, এতে থাকা সালফার স্বাস্থ্য ধরে রাখা...
04/10/2022

শীতের মৌসুমে ফুলকপি খাবেন না, তা কি হয়? ফুলকপির যে অনেক গুণ ! ফুলকপি শুধু স্বাদেই নয়, এতে থাকা সালফার স্বাস্থ্য ধরে রাখার জন্য উপকারী। যকৃৎ থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে এটি সুস্থ রাখতে পারে ফুলকপি।

ফুলকপির বিশেষ কিছু গুণ আছে, যা সবার জেনে রাখা ভালো:

🔷 ওজন কমাতে: গবেষণায় দেখা গেছে, ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি-কাশিসহ নানা রোগ প্রতিরোধ করে।

🔷 হাড় ও দাঁত শক্ত করে: ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড। এর ক্যালসিয়াম হাড় শক্ত করে।

🔷 ক্যানসার প্রতিরোধ করে: মারাত্মক ক্যানসার প্রতিরোধ করতে পারে ফুলকপি। এতে আছে সালফোরাপেন, যা ক্যানসার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না। স্তন ক্যানসার, কোলন ও মূত্রথলির ক্যানসারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির।

🔷 হৃদ্যন্ত্রের জন্য উপকারী: ফুলকপি হৃদ্যন্ত্রের জন্য ভালো। এতে যে সালফোরাপেন আছে, তা হৃদ্রোগের বিরুদ্ধে লড়তে পারে।

🔷 রোগ প্রতিরোধ করে: ফুলকপিতে আছে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘কে’, যা এ সময়ের সর্দি, ঠান্ডা, কাশি জ্বর ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, গা-ব্যথা দূর করতে সাহায্য করে। এ ছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয়।

🔷 শক্তি জোগায়: এই সবজিতে আছে প্রচুর আয়রন। রক্ত তৈরিতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান। গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি।

🔷 চুল ও ত্বকের জন্য উপকারী: কম ক্যালরিযুক্ত ও উচ্চমাত্রার আঁশসমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে। ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে।

🔷 পরিপাকতন্ত্র ভালো রাখে: ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে।

🔷 দৃষ্টিশক্তি বাড়ায়: চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না। ফুলকপিতে থাকা ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত।

🔷 যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 হেড অফিসঃ 164 Rine Ok Market ,3rd Floor,Madhobdi,Norshindi.

গাজরকে বলা হয় সুপার ফুড। বিশেষ করে শীতকালীন এই সকল সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়ার সব চাইতে ভালো সবজি   হচ্ছে এই গাজর। গ...
22/09/2022

গাজরকে বলা হয় সুপার ফুড। বিশেষ করে শীতকালীন এই সকল সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়ার সব চাইতে ভালো সবজি হচ্ছে এই গাজর। গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে সর্দি-ঠাণ্ডা ও কাশি থেকে মুক্তির জন্য আমাদের দেহই কাজ করে থাকে। এছাড়াও নিম্নে এর কিছু গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে আলোচনা করা হল

👉 দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক :
দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ উপাদান। লাল-কমলা রঙের ফল-মূল অথবা সবজি যেমন গাজর, মিষ্টি কুমড়া এবং তরমুজে বেটা-ক্যারোটিন নামের এক ধরনের উপাদান থাকে। এই উপাদানটি শরীরে ভিটামিন ‘এ’-তে পরিণত হয়। আর এতেই শরীরের অন্যান্য স্বাস্থ্যগত উপকারের পাশাপাশি দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।

👉 ভিটামিনের যোগানঃ
গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’ রয়েছে। গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চোখের অন্যান্য সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদির মতো সমস্যায় বাধা দেয়। এতো বিজ্ঞানের বইতেও আমরা পড়েছি। তাই বাড়ির লোক কিন্তু ভুল বলতেন না।

👉 অ্যান্টিঅক্সিডেন্ট সহায়কঃ
গাজরের মধ্যে ক্যারটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ক্যান্সার প্রতিরোধে এবং রক্ত শুদ্ধিকরণের সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও মুখের থেকে দাগ ছোপ দূর করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গাজরের জুস।

👉 উজ্জ্বল ত্বকঃ
অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে। এই উপাদানগুলো ত্বককে রাখে সুস্থ এবং সতেজ, এসব পুষ্টি উপাদান ত্বক শুকিয়ে যাওয়া, স্কিন টোনকে উন্নত করা এবং ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে।

👉 কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণঃ
কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজর ভীষণভাবে সাহায্য করে। গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ। গাজরে ক্যালরি এবং সুগারের উপাদান খুবই কম। এ ছাড়া ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে, ফলে ওজন কমে।

🔷 যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 কর্পোরেট অফিসঃ164,Rine Ok Market, 3rd Floor,Madhobdi,Norshindi.

ভিটামিনে ভরপুর ও পুষ্টিগুণের পাওয়ার হাউজ।এই শীতে সুস্থ থাকতে পালং শাকের  জুড়ি নেই ।👉 দৃষ্টিশক্তি উন্নত করে: পালংশাক অ্...
20/09/2022

ভিটামিনে ভরপুর ও পুষ্টিগুণের পাওয়ার হাউজ।

এই শীতে সুস্থ থাকতে পালং শাকের জুড়ি নেই ।

👉 দৃষ্টিশক্তি উন্নত করে:
পালংশাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা চোখের ক্ষয় প্রতিরোধ করে। এতে থাকা লুটেইন এবং জিয়াক্সানথিন রেটিনার ক্ষদ্র অংশে জমা হয়ে সূর্যের কারণে হওয়া ক্ষতি প্রতিরোধ করার পাশাপাশি দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।

👉 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
পালংশাকে ভিটামিন ও খনিজ থাকায় তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই থাকে যা সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এবং রক্ত কোষকে সুস্থ রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

👉 ব্রণ দূর করে:
ব্রণ সমস্যা দূর করা যায় পালংশাক দিয়ে। খাবার তালিকায় পালং রাখার পাশাপাশি তা মুখের মাস্ক হিসেবে ব্যবহার করলেও ত্বকের এই ধরনের সমস্যা দূর হয়। এর প্রদাহরোধী উপাদান ত্বক পরিষ্কার করতে খুব ভালো কাজ করে।

👉 হাড় শক্ত করতে:
পালংয়ে থাকা ভিটামিন ‘কে’ হাড়ে ক্যালসিয়াম বজায় রেখে স্থিতিস্থাপকতা বাড়ায়। হাড়ের সুস্থতা রক্ষা করে এবং ক্ষয় রোধ করতে পালংশাক সহায়তা করে।

👉 হজমে সহায়তা:
এর আঁশ-জাতীয় অংশ অন্ত্রের ক্রিয়ায় সাহায্য করে এবং হজমে সহায়তা করে পেট পরিষ্কার করতে সাহায্য করে। এর আঁশ পানির সঙ্গে মিশে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের শোষিত হয় এবং বাকিটা সহজেই শরীর থেকে বের হয়ে যায়।

👉 ওজন নিয়ন্ত্রণ:
এই শাকে চর্বি ও কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। এতে উচ্চমাত্রায় ভিটামিন ও খনিজ থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং বিপাক বাড়িয়ে হজমে সাহায্য করে। এতে ক্যালরির পরিমাণ কম এবং প্রোটিন, আঁশ বেশি যা ওজন কমাতে কার্যকর।

👉 সুস্থ চুল:
চুল পড়ার অন্যতম কারণ হল লৌহের স্বল্পতা। পালংশাককে খনিজের শক্তির উৎস বলা যায়। এতে আছে ভিটামিন এ এবং ফলেট যা চুলের ফলিকল মসৃণ করতে এবং তেল নিঃসরণ কমাতে সাহায্য করে। আরও আছে ভিটামিন সি যা চুলে আনে উজ্জ্বলভাব আর চুল রাখে সুস্থ।

🔷 যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 কর্পোরেট অফিসঃ PC Culture Housing Adabor, Road-6, House-30, Shekhertek, Mohammadpur, Dhaka-1207, Dhaka Division, Bangladesh

শীতকালীন অন্যতম একটি সবজি হচ্ছে শিম। যা শীতকাল ছাড়া বছরের অন্য সময় পাওয়া কঠিন। শিম খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভর...
19/09/2022

শীতকালীন অন্যতম একটি সবজি হচ্ছে শিম। যা শীতকাল ছাড়া বছরের অন্য সময় পাওয়া কঠিন। শিম খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতেও ভরপুর। শীতের সবজি শিম শরীরের নানা উপকার করে। দূরে রাখে অনেক রোগ থেকে। শিমে রয়েছে নানা ধরনের খনিজ পদার্থ। তার সঙ্গেই রয়েছে ফাইবার, আয়রন এবং ক্যালশিয়াম। ফলে শিম নিয়মিত খাওয়া গেলে নানা দিক থেকে উপকার হয় শরীরের।
চলুন সিমের কিছু উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক-

👉 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ

রোগের প্রতিকার এবং প্রতিরোধের ক্ষমতা বাড়ে।

👉 কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণঃ

অনেকটা ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে থাকে।

👉 ডায়াবেটিস সুরক্ষায়ঃ

শর্করা ও চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস বশে রাখার ক্ষমতা আছে।

👉 চুল পড়া কমায়ঃ

প্রচুর পরিমাণ খনিজ পদার্থ থাকায় চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে শিম।

👉 অস্থিসন্ধির জন্যঃ

হাড়ের সংযোগস্থলের সুরক্ষা দেয় এবং অস্ট্রিও আথ্রাইটিস রোগ হওয়ার শঙ্কা কমায়।ত্বকের আর্দ্রতা দূর করে। অনেকটা পানিও থাকে এই সবজিতে। ফলে ত্বকের আর্দ্রতা দূর করতেও সাহায্য করে শিম।

👉 হৃদরোগীদের জন্যঃ

যারা নিয়মিত শিম খান, তাদের হৃদরোগের ঝুঁকি কমে। এতে থাকা ফাইটোকেমিক্যালস হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়।

👉 কোলেস্টেরল নিয়ন্ত্রণেঃ

এই সবজির পাচক আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর স্যাপোনিনস রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে।

👉 ওজন কমাতেঃ

শিমের আঁশ দ্রুত ভরে ফেলে পাকস্থলী। এছাড়া রক্তে চিনি আসার পারিমাণও কমিয়ে রাখে। শরীরকে শক্তি দেয়। অন্যদিকে, ওজন বাড়তে বাধা দেয়।

👉 ক্যান্সার প্রতিরোধঃ

ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার অসাধারণ এক ক্ষমতা আছে শিমে। এতে ইসোফ্লাবোনেস, ফাইটোস্টেরলসের মতো ক্যানসার-প্রতিরোধী উপাদান থাকে।

⭕ সিমের রয়েছে কিছু অপকারিতাওঃ

কারো কারো শিম খেলে মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে। মাথাব্যথা হতে পারে। এছাড়া শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে শিম খাওয়া বাদ দিতে হবে। যারা বিষণ্নতার জন্য মনো-অ্যামাইন অক্সিডেস ইনহিবিটর খান, তাদের জন্য শিম বাদ দেওয়াই ভালো। এই সবজির উপাদান এসব ওষুধের সংস্পর্শে এসে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।

🔷 যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 কর্পোরেট অফিসঃ
১৬৪ , ৩য় তলা রাইন ওকে মার্কেট, মাধবদী,নরসিংদী।

শোকাবহ ১৫ ই আগস্ট।জাতির জনক বঙ্গবন্ধু সহ শাহাদাত বরন কারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
15/08/2022

শোকাবহ ১৫ ই আগস্ট।
জাতির জনক বঙ্গবন্ধু সহ শাহাদাত বরন কারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

🔷 সহজ কেয়ার লিঃ এর কার্য পরিধি বাড়াতে নিম্নোক্ত জেলা সদর  কুমিল্লা, পঞ্চগড়, দিনাজপুর, ঝালকাঠি, পিরোজপুরে আমাদের অনলাইন হ...
30/07/2022

🔷 সহজ কেয়ার লিঃ এর কার্য পরিধি বাড়াতে নিম্নোক্ত জেলা সদর কুমিল্লা, পঞ্চগড়, দিনাজপুর, ঝালকাঠি, পিরোজপুরে আমাদের অনলাইন হেলথ কেয়ার সেন্টার স্থাপন শেষ হতে চলেছে।আশা করি আপনারা সবাই সহজ কেয়ারের পাশে থাকবেন।ধন্যবাদ

🔷 যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 কর্পোরেট অফিসঃ PC Culture Housing Adabor, Road-6, House-30, Shekhertek, Mohammadpur, Dhaka-1207, Dhaka Division, Bangladesh

⭕️🛑 নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ ⭕️🛑🔷সহজ কেয়ার টেলিমেডিসিন দিচ্ছে নিজ এলাকা থেকে পার্ট টাইম কাজের সুযোগ !!🔷⭕️ খালি পদঃ 🔷 ০৫ টি ।...
22/07/2022

⭕️🛑 নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ ⭕️🛑

🔷সহজ কেয়ার টেলিমেডিসিন দিচ্ছে নিজ এলাকা থেকে পার্ট টাইম কাজের সুযোগ !!🔷

⭕️ খালি পদঃ
🔷 ০৫ টি ।

⭕️ পদের নামঃ
🔷 হেলথ কেয়ার প্রোভাইডার ।

⭕️ জব কনটেক্সটঃ

🔷 টেলিমেডিসিন সেন্টার স্থাপনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠিকে ডিজিটাল স্বাস্থ্য সেবার আওতায় আনা এবং ই-প্রেসক্রিপশন সার্ভিস চালু করা ও ঢাকার নামকরা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক সেবা গ্রহনের সুবিধাসমূহ প্রচার করা ।

⭕️ কাজের স্থানঃ
🔷 নিজ এলাকা ।

⭕️ চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
🔷 শুধু মাত্র পুরুষ আবেদন করতে পারবেন।

⭕️ চাকরির দায়িত্বসমূহঃ
🔷 অনলাইন হেলথ কেয়ার সার্ভিস স্থাপন করা ।

⭕️ চাকরির ধরনঃ
🔷 পার্ট টাইম ।

⭕️ চাকরির যোগ্যতাঃ
🔷 এইস এস সি / স্নাতক পাশ ।
🔷 ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল প্রেরণ, মেসেঞ্জার এবং হোয়াটসএ্যাপ এর ব্যবহার ভাল ভাবে জানা থাকতে হবে।
🔷 এন্ড্রোয়েড ফোন থাকতে হবে ।
🔷 সাইকেল/মোটর সাইকেল থাকতে হবে(মোটর সাইকেল ব্যবহার কারীরা অগ্রাধিকার পাবেন) ।

⭕️ বেতনঃ
🔷 আলোচনা সাপেক্ষে।

⭕️ অন্যান্য সুযোগ সুবিধাদিঃ
টি/এ বিল, মোবাইল বিল, বার্ষিক বোনাস, পারফরমেন্স বোনাস, ২টি উৎসব ভাতা(বার্ষিক)।

⭕️ আবেদনের শেষ তারিখঃ ০২ আগস্ট ২০২২ ।

🌐 ওয়েবসাইটঃ https://sohozcare.com

📧 ইমেইলঃ sohozcare@gmail.com

📲 মোবাইল অ্যাপঃ https://cutt.ly/2F0NklI

⭕️ আবেদনের জন্য সিভি মেইল করুনঃ hr@sohozcare.com

⭕️ আমদের ঠিকানাঃ

🏫 কর্পোরেট অফিসঃ
PC Culture Housing Adabor, Road-6, House-30, Shekhertek, Mohammadpur, Dhaka-1207, Dhaka Division, Bangladesh.

☎️ হটলাইনঃ 09642 740 740 অথবা 01324 179 696.











⭕ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যবের ছাতু  ⭕আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তবে করোনার মতো মহামারিকেও পরোয়া...
19/07/2022

⭕ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যবের ছাতু ⭕

আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তবে করোনার মতো মহামারিকেও পরোয়া নেই।
আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা খুঁজে নিচ্ছি প্রাকৃতিক নানা উপাদান। যার অনেকগুলোই সময়ের সঙ্গে সঙ্গে প্রায় হারাতে বসেছিল।এমনই একটি খাবার যবের ছাতু। শহরের ফাস্টফুড খেয়ে বেড়ে ওঠা শিশু কিশোররা এই খাবারের নামই শোনেনি অনেকে। কিন্তু অনেক তরুণ রয়েছেন, যারা ছোট বেলায় আমের দিনে দাদির নানির হাতের যবের ছাতু আর বাড়ির গাছের আমের রস দিয়ে মেখে খাওয়ার স্মৃতি এখনো মনে রেখেছেন।
গ্রামের খুব সাধারণ এই ছাতুর উপকারিতা জানলে অবাক হতে হয়, মনের অজান্তেই হয়তো বলে দেবেন, ছাতুর তো জবাব নেই। আসুন জেনে নেই কেন ছাতু নিয়ে এতো কথা বলা হচ্ছে:
একাধিক গবেষণায় দেখা গেছে ছাতু খেলে শরীরের নানাবিধ উপকার তো হয়ই, সেই সঙ্গে অনেকক্ষণ পেট ভরে থাকার কারণে বারে বারে খাবার খাওয়ার প্রবণতাও কমে। ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও হ্রাস পায়। শুধু তাই নয়, মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন...

⭕ শরীরকে রোগমুক্ত করে ⭕
বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত এই পানীয়টি খাওয়া শুরু করলে দেহের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যে তার প্রভাবে রক্তে উপস্থিত টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে।

⭕ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় ⭕
প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এই দুটি উপদান ত্বক এবং চুলের সৌন্দর্যতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, আর অন্যদিকে, প্রোটিন শরীরের ভিতরে যে ঘাটতি রয়েছে, তা পূরণ করে। ফলে সার্বিকভাবে শরীর, ত্বক এবং চুলের জেল্লা বৃদ্ধি পায়। প্রসঙ্গত, এইসবকটি উপাদানই ছাতুতে প্রচুর মাত্রায় রয়েছে। এবার নিশ্চয় বুঝতে পয়েছেন কেন প্রতিদিন ছাতু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

⭕ এনার্জির ঘাটতি দূর হয় ⭕
ছাতু খাওয়ার সঙ্গে সঙ্গে নিমেষে উপকারি উপাদানগুলি রক্তে মিশে যায়। ফলে সঙ্গে সঙ্গে এনার্জির মাত্রা বাড়তে শুরু করে। সেই সঙ্গে শরীরের ভিতরে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হওয়ার কারণে সার্বিকভাবে শরীর এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করে। সেই কারণেই তো চিকিৎসকেরা নিয়মিত প্রাতঃরাশে ছাতুর সরবত খাওয়া পরামর্শ দিয়ে থাকেন ।

⭕ বয়স্কদের জন্য উপকারি পানীয় ⭕
বয়স যত বাড়তে থাকে, তত নানাবিধ শারীরিক সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। এক্ষেত্রেও কিন্তু ছাতু বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে ৬০ বছরের পর থেকে যদি নিয়মিত ছাতু খাওয়া যায় তাহলে একাধিক বয়সকালীন রোগ শরীরে বাসা বাঁধার কোনও সুযোগই পায় না। ফলে শেষ বয়সটা বেজায় নিশ্চিন্তেই কেটে যায়।

⭕ স্টমাকের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ⭕
প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতুর সরবত নিয়মিত খেলে কনস্টিপেশনের মতো সমস্যার প্রকোপ কমতে শুরু করে। সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি ঘটে। এখানেই শেষ নয়। আরও নানা উপকারে লাগে ফাইবার। যেমন ধরুন, প্রতিদিন খাবারের সঙ্গে যে পরিমাণ তেল আমাদের শরীরে প্রবেশ করে, তা স্টমাক থেকে বের করে দিতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

⭕ সুস্থ থাকতে শিশুদের খেতেই হবে ⭕
শরীরের যথাযত বৃদ্ধির জন্য যে যে উপাদানগুলির প্রয়োজন পরে তা সবই উপস্থিত রয়েছে ছাতুতে। তাই তো বাজার চলতি হেলথ ড্রিঙ্কের পরিবর্তে নিয়মিত যদি শিশুদের ছাতু খাওয়ানো যায়, তাহলে দারুন উপকালে লাগে।

⭕ ডায়াবেটিকদের জন্য উপকারি পানীয় ⭕
গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে থাকে। ফলে এই ধরনের খাবার খেলে হঠাৎ করে শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। সেই কারণেই তো ডায়াবেটিক রোগীরও ইচ্ছা হলে ছাতু খেতে পারেন। প্রসঙ্গত, একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ছাতুর সরবত খেলে রক্তচাপ অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে আসে। তাই যারা হাই ব্লাড প্রেসারে ভুগছেন, তারা এই খাবারটি নিয়মিত খেলে উপকার পেতে পারেন।

⭕ মেয়েদের শারীরিক ক্ষমতা বাড়ে ⭕
পিরিয়ডের সময় শরীরে দেখা দেওয়া পুষ্টির ঘাটতি দূর করতে ছাতুর সরবতের কোনও বিকল্প হয় না বললেই চলে। ছাতুতে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন থাকে, যা শরীরের সচলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

🔷 যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 মেডিসিনের মূল্য জানতে ডাউনলোড করুন আমাদের অ্যাপস ।
🌎 ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 কর্পোরেট অফিসঃ PC Culture Housing Adabor, Road-6, House-30, Shekhertek, Mohammadpur, Dhaka-1207, Dhaka Division, Bangladesh


#যবের_ছাতু

14/07/2022

নোটিশ

সিস্টেম আপগ্রেড করার কারনে সহজ কেয়ার লিমিটেডের সকল প্রকার মেডিসিন অর্ডার গ্রহন বন্ধ আছে।সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।সহজ কেয়ার লিমিটেডের পাশে থাকার জন্য ধন্যবাদ।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 কর্পোরেট অফিসঃ PC Culture Housing Adabor, Road-6, House-30, Shekhertek, Mohammadpur, Dhaka-1207, Dhaka Division, Bangladesh

10/07/2022
🌾🌾 লাল চাল কি সাদা চালের চেয়ে ভালো? কেন ভালো? কেন খাব লাল চাল?⭕ প্রতি কেজি ৯০ টাকা।⭕ মিনিমাম অর্ডার ৩ কেজি।⭕ ঢাকার মধ্যে...
01/07/2022

🌾🌾 লাল চাল কি সাদা চালের চেয়ে ভালো? কেন ভালো? কেন খাব লাল চাল?

⭕ প্রতি কেজি ৯০ টাকা।

⭕ মিনিমাম অর্ডার ৩ কেজি।

⭕ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৫০ টাকা ও ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৮০ টাকা।

💢 আমরা মাছে ভাতে বাঙালি। তাইতো দুই বেলা পাতে ভাত না হলে আমাদের চলেই না। ভাতের কথা মনে হলেই চোখে ভেসে ওঠে ঝরঝরে সাদা দানা। কিন্তু আমরা একটি ভুল ধারণা নিয়ে আছি। আসলে ভাতের রং সাদা হয় না, এটি প্রসেস করে সাদা করা হয়। চালের রং হয় লালচে বা ব্রাউন। চালের লাল অংশ হলো এর আবরণ।লাল চালে প্রচুর অ্যানথোসায়ানিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।

👉👉 বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লাল চালে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। সেইসঙ্গে হজমশক্তি উন্নত করে। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও এটি সমান উপকারী। তাই সাদা ভাত নয়, লাল চালের ভাত খেলেই মিলবে উপকার। চলুন এবার জেনে নেয়া যাক লাল চালের আরও কিছু উপকারিতা সম্পর্কে-

🌾🌾 লাল চালে প্রচুর পরিমাণে ভিটামিন জিংক, আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি১,বি২,বি৬,ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, আমিষ এবং পটাশিয়াম থাকে। শরীরের জন্য এগুলো খুব দরকার।

🔷 ওজন কমায়:- বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তায় ভুগলে আপনাকে নিয়মিত লাল চালের ভাত খেতে হবে। কারণ এই উপকারী
ভাত খেলে তা শরীরে নানা জায়গায় জমে থাকা চর্বি ঝরাতে সাহায্য করে। এতে ওজন কমে, দূরে থাকে হৃদযন্ত্রের অসুখ।

🔷 ক্যান্সারের আশঙ্কা কমায়:-বিশ্বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই মরণঘাতী রোগ থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত লাল চালের ভাত খান। এই ভাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার থেকে বাঁচাতে সাহায্য করে। বিশেষ করে কোলন ও ব্রেস্ট ক্যান্সারের আশঙ্কা কমায় এই চালের ভাত।

🔷 অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি কমায়:- লাল চালে আছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্তে থাকা ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করে দেয়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

🔷 ডায়াবেটিস দূরে রাখে:- বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে, লাল চালে থাকা ফাইবার, পলিফেনল এবং পাইটিক অ্যাসিড আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিন্তু সাদা ভাত খেলে এর উল্টোটা ঘটে।

🔷 হজম ক্ষমতা বাড়ায়:- নিয়মিত লাল চালের ভাত খেলে তা আমাদের শরীরে ফাইবারের ঘাটতি দূর করতে সাহায্য করে। এটি হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

🔷 হাড় মজবুত করে‌:-লাল চালে থাকে ম্যাগনেশিয়াম, যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই এ চাল খেলে হাড় ক্ষয়ে যাবে না। জয়েন্টের সমস্যাও দূর করবে।

🔷 শ্বাসকষ্ট প্রতিরোধে:-লাল চাল পালমোনারি ফাংশনকে নিয়ন্ত্রণ করে। এ চালে রয়েছে ম্যাগনেশিয়াম, যা দেহের অক্সিজেনের সার্কুলেশন ঠিক রাখে। শ্বাসকষ্ট প্রতিরোধে সাহায্য করে লাল চাল।

🔷 উজ্জ্বল ত্বক :-লাল চালে থাকা আয়রন ও ভিটামিন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। লাল চালে থাকা উপাদানগুলো ত্বকের জন্য খুব উপকারী। ত্বকে বয়সের ছাপ রোধে সাহায্য করে।

⭕ প্রতি কেজি ৯০ টাকা।
⭕ মিনিমাম অর্ডার ৩ কেজি।
⭕ ঢাকার মধ্যে হোম ডেলিভারি চার্জ ৫০ টাকা।
⭕ ঢাকার বাহিরে কুরিয়ার চার্জ ৮০ টাকা।

🔷 যে কোনো প্রয়োজনে আমাদের পেজে ইনবক্স করুন।

👉👉যেকোনো সময় চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা ও ঔষধ হোম ডেলিভারি পেতে,

☎️ আমাদের সাথে যোগাযোগ করুনঃ 09642 740 740 অথবা 01324 179 696 এই নম্বরে।

🌎 ওয়েবসাইট - https://sohozcare.com/
🔗 অ্যাপস ডাউনলোড লিঙ্ক - https://cutt.ly/2F0NklI

🏫 কর্পোরেট অফিসঃ PC Culture Housing Adabor, Road-6, House-30, Shekhertek, Mohammadpur, Dhaka-1207, Dhaka Division, Bangladesh


#লালচাল #বিরইচাল াল #ঠেকি_ছাটা_আমন_চাল
#ঠেকি_ছাটা_চাল

Address

PC Culture Housing Adabor, Road-6, House-30, Shekhertek, Mohammadpur, Dhaka-1207
Dhaka
1000

Opening Hours

Monday 07:15 - 23:10
Tuesday 07:10 - 23:10
Wednesday 07:10 - 23:10
Thursday 07:10 - 23:10
Friday 07:10 - 23:10
Saturday 07:10 - 23:10
Sunday 07:10 - 23:10

Telephone

+8801324179696

Alerts

Be the first to know and let us send you an email when Sohoz Care Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sohoz Care Ltd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram