Asthma Care Services

Asthma Care Services Asthma problem solve centre

প্রিয় গ্রাহক,আপনি কি এ্যা*জমা/শ্বাস-কষ্টে ভুগছেন?দেখুন একজন মানুষের শরীরে এ্যা*জমা/শ্বাস-কষ্ট হওয়ার বিভিন্ন কারন হয়ে থাক...
26/03/2023

প্রিয় গ্রাহক,
আপনি কি এ্যা*জমা/শ্বাস-কষ্টে ভুগছেন?

দেখুন একজন মানুষের শরীরে এ্যা*জমা/শ্বাস-কষ্ট হওয়ার বিভিন্ন কারন হয়ে থাকে।

১.ছোট বেলায় নিউমোনিয়া বা ঠান্ডা জনিত রোগ।

২.পরিবারে বা বংশে কারো এই রোগ পূর্বে থাকলে।

৩.রক্তে এলার্জির পরিমান বেশি হয়ে থাকলে।

৪.অতিরিক্ত ধুলাবালি বা ঠান্ডায় থাকলে।

উপরিউক্ত সকল কারনে একজন মানুষের এ্যা*জমা/শ্বাস-কষ্ট রোগ হয়ে থাকে। তবে এর একটি স্থায়ী সমাধান অবশ্যই আছে। কিন্তু আমরা ক্ষনিকের সস্থির জন্য বিভিন্ন প্রকার মেডিসিন/ইনহেলার ব্যাবহার করে থাকি যার ফলে দীর্ঘ দিন মেডিসিন, ইনহেলার ব্যাবহারের ফলে আমাদের শরীরের ইমিউনিটি কমে আসে এবং শরীরের প্রয়োজনীয় কোষ গুলো নষ্ট করে ফেলে।এতে করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে সমস্যা আরো বেড়ে যায় এবং ভবিষ্যতে শরীরের বিভিন্ন অংশে হার্টের, কিডনির সমস্যা দেখা দেয়।

★সঠিক সেবা পেতে নিচে দেওয়া সেন্ড মেসেজে ক্লিক করুন।
★ আমরা গ্রাহকদের পুরো দেশে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির সেবা দিয়ে থাকি।।।।

★বিশেষ প্রয়োজনে:০১৮১২৭৩৫৩০০

প্রিয় গ্রাহক,আপনি কি এ্যাজমা/শ্বাসকষ্টে ভুগছেন?দেখুন একজন মানুষের শরীরে এ্যাজমা/শ্বাসকষ্ট হওয়ার বিভিন্ন কারন হয়ে থাকে। ১...
26/03/2023

প্রিয় গ্রাহক,
আপনি কি এ্যাজমা/শ্বাসকষ্টে ভুগছেন?

দেখুন একজন মানুষের শরীরে এ্যাজমা/শ্বাসকষ্ট হওয়ার বিভিন্ন কারন হয়ে থাকে।

১.ছোট বেলায় নিউমোনিয়া বা ঠান্ডা জনিত রোগ।

২.পরিবারে বা বংশে কারো এই রোগ পূর্বে থাকলে।

৩.রক্তে এলার্জির পরিমান বেশি হয়ে থাকলে।

৪.অতিরিক্ত ধুলাবালি বা ঠান্ডায় থাকলে।

উপরিউক্ত সকল কারনে একজন মানুষের এ্যাজমা/শ্বাসকষ্ট রোগ হয়ে থাকে। তবে এর একটি স্থায়ী সমাধান অবশ্যই আছে। কিন্তু আমরা ক্ষনিকের সস্থির জন্য বিভিন্ন প্রকার মেডিসিন/ইনহেলার ব্যাবহার করে থাকি যার ফলে দীর্ঘ দিন মেডিসিন, ইনহেলার ব্যাবহারের ফলে আমাদের শরীরের ইমিউনিটি কমে আসে এবং শরীরের প্রয়োজনীয় কোষ গুলো নষ্ট করে ফেলে।এতে করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে সমস্যা আরো বেড়ে যায় এবং ভবিষ্যতে শরীরের বিভিন্ন অংশে হার্টের, কিডনির সমস্যা দেখা দেয়।

★সঠিক সেবা পেতে নিচে দেওয়া সেন্ড মেসেজে ক্লিক করুন।
★ আমরা গ্রাহকদের পুরো দেশে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির সেবা দিয়ে থাকি।।।।

★বিশেষ প্রয়োজনে:০১৮১২৭৩৫৩০০

হাঁপানি (Asthma)হাঁপানি বা অ্যাজমা একটি অতিশয় জটিল রোগ। এটি অতিশয় জটিল রোগ। পরিসংখ্যানে জানা যায় বর্তমানে বাংলাদেশে প...
21/03/2023

হাঁপানি (Asthma)
হাঁপানি বা অ্যাজমা একটি অতিশয় জটিল রোগ। এটি অতিশয় জটিল রোগ। পরিসংখ্যানে জানা যায় বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি লোকের বেশি হাঁপানি রোগে ভুগছে। হাঁপানি রোগীর যখন তখন শ্বাসকষ্ট দেখা দেয়। সব বয়সের লোকজনই হাঁপানিতে আক্রান্ত হতে পারে। তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়। আমাদের দেশের দিন দিন হাঁপানি রোগির সংখ্যা বাড়ছে। এর মূল কারণ হিসেবে চিকিৎসা বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন ঠান্ডা জনিত জ্বর, ব্রান্কাইটিস, ধুলাবালি, ধোয়া প্রভৃতি। এটি কোন ছোয়াচে রোগ নয়। তবে যেসব শিশুদের কিংবা লোকের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের হাঁপানি আছে তাদের মধ্যেও এটি বেশি দেখা যায়। হাঁপানি এমন একটি শ্বাসকষ্ট জনিত রোগ এতে শ্বাসনালির পথ সংকীর্ণ হয়ে যায়। ফলে রোগী শ্বাস নিতে ও শ্বাস ছাড়তে বেশ কষ্ট হয়। বুকের ভেতর সাই সাই শব্দ ঘনঘন কাশি হয়ে থাকে এবং দম বন্ধ হয়ে যাওয়া কিংবা ফুরিয়ে যাওয়ার মত অবস্থার সৃষ্টি হয়। শাসনালী সংকুচিত হওয়ার কারণে এ ধরনের অবস্থা দেখা দিলে আমরা তাকে হাঁপানি বা এ্যাজমা বলি। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এ কে জিকুন নাফাস বলে। হাঁপানি প্রধানত তিন প্রকার (১)এটপিক হাঁপানি বা এলার্জিক (Allergic Asthma) ( ২)ব্রঙ্কিয়াল অ্যাজমা (Bronchial asthma)( ৩)কার্ডিয়াক এ্যাজমা (Cardiac Asthma)।

এজমা হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যার সমাধান এর জন্য কিছু বিষয় এড়িয়ে চলতে হবে যেমন :- ১. এলার্জি কারক বস্তু এড়িয়ে চলু...
21/03/2023

এজমা হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যার সমাধান এর জন্য কিছু বিষয় এড়িয়ে চলতে হবে যেমন :-
১. এলার্জি কারক বস্তু এড়িয়ে চলুন । যেমনঃ ধুলো, বালি, ঘরের ঝুল, ধোঁয়া ইত্যাদি থেকে দূরে থাকুন ।
২. ঘর বাড়িকে ধুলো বালি থেকে মুক্ত রাখার চেষ্টা করা । এজন্য দৈনিক অন্তত একবার ঘরের মেঝে, আসবাপত্র, ভেজা কাপড় দিয়ে মুছতে হবে অথবা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করা ।
৩. ঘরে কার্পেট রাখবেন না ।
৪. বালিশ, তোষক, ম্যাট্রেসে তুলা ব্যবহার না করে স্পঞ্জ ব্যবহার করা ।
৫. শীতকালে যথা সম্ভব গরম পানিতে গোসল করা ।
৬. ধূমপান করবেন না ।
৭. যেসব খাবারে এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তা পরিহার করে চলুন ।
৮. ঠাণ্ডা খাবার, আইসক্রিম ইত্যাদি খাবেন না ।
৯. মানসিক চাপ, উৎকণ্ঠা, দুশ্চিন্তাকে ইতিবাচক মনোভাবে মানিয়ে চলুন । কিংবা মানসিক চাপের কারণকে এড়িয়ে চলুন ।
১০. পেশাগত কারণে অ্যাজমা হলে চেষ্টা করতে হবে স্থান কিংবা পেশা পরিবর্তন ।
১১. পরিশ্রম কিংবা খেলাধুলার কারণে শ্বাসকষ্ট বাড়লে চেষ্টা করতে হবে পরিশ্রমের কাজ কম করতে ।
১২. সব সময় ইতিবাচক চিন্তা করবেন । ইতিবাচক মন আপনাকে ভালো থাকতে সাহায্য করবে ।
১৩. রেণু পরিহারে সকাল কিংবা সন্ধ্যা বাগান এলাকায় কিংবা শস্য ক্ষেতের কাছে যাবেন না ।
১৪. রেণু এলাকা থেকে বাসায় ফিরে মাথার চুল ও কাপড় ধুয়ে ফেলুন ।
১৫. কুকুর বিড়াল বাগান থেকে রেণু বহন করতে পারে । এজন্য নিয়মিত কুকুর বিড়ালকে গোসল করানো প্রয়োজন ।
এজমা হাঁপানি এবং শ্বাসকষ্টের সমস্যার স্থায়ী সমাধান এর জন্য আপনাকে খেতে হবে ""এজমা গার্ড ""
যা এক ফাইল ই যথেষ্ট ।
ওষধ টি পেতে পেইজের ইনবক্সে মেসেজ দিন । ধন্যবাদ

বিভিন্ন ধরনের এলার্জেন যেমন- ধুলাবালি-ধোঁয়া, ফুলের রেণু, কলকারখানার নির্গত বিষাক্ত গ্যাস, গাড়ির ধোঁয়া, বিশেষ কিছু খাবা...
21/03/2023

বিভিন্ন ধরনের এলার্জেন যেমন- ধুলাবালি-ধোঁয়া, ফুলের রেণু, কলকারখানার নির্গত বিষাক্ত গ্যাস, গাড়ির ধোঁয়া, বিশেষ কিছু খাবার, ওষুধ এলার্জি ও এজমার সৃষ্টি করে। যে কোন সুস্থ ব্যক্তিরও এলার্জি হতে পারে। সামান্য উপসর্গ হতে শুরু“ করে মারাতœক উপসর্গ সৃষ্টি করতে পারে; এমন কি হঠাৎ তীব্র আকারে আক্রমণ করতে পারে। নিউইয়র্কে গবেষকরা বলেছেন, যানবাহন রাজপথে হাঁচি উদ্রেককারী এলার্জেন সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মতে, প্রস্তরফলক, ইষ্টক প্রভৃতি দ্বারা আস্তর করার পথে বিভিন্ন উৎস হতে কমপক্ষে ২০টি এলার্জেন পাওয়া যায়। ফুটপাথের ধূলিকণাকে বর্ণনা করেন এভাবে যে, এগুলো হচ্ছে মৃত্তিকার ধুলা, গাড়ির গচ্ছিত নিঃশোষিত পদার্থ, টায়ারের ধুলা, গাছ-পাতার খ- এবং অন্যান্য যৌগিক পদার্থের জটিল সংমিশ্রণ। পথের ধুলা শহরবাসী এলার্জি/এজমাতে প্রবলভাবে গ্রহণ করে। কারণ রাজপথ দিয়ে চলাচলকারী যানবাহন, লোকজন প্রভৃতির মাধ্যমে এগুলো দ্রুতবেগে বায়ুম-লে মিশে যায়। তাদের মতে, শতকরা ১২ ভাগ শহরবাসী নিঃশ্বাসের সঙ্গে এমন বায়ুবাহিত এলার্জেন সৃষ্টি করে।

গবেষকদের মতে, রাজপথের খুব নিকটতম বসবাসকারীদের পথের ধুলার সঙ্গে সম্পর্কযুক্ত এলার্জি ও এজমার ঝুঁকি সবচেয়ে বেশি এবং রাস্তার ১০০ মিটারের মধ্যে বসবাসকারী শিশুদের মধ্যে কাশি, হুইজ, রানিংনোজ এবং নির্ণীত এজমার প্রকোপ অধিক। এজমা এবং এলার্জি নিঃসন্দেহ একটি যন্ত্রণাদায়ক স্বাস্থ্য সমস্যা; তাই এলার্জি ও এজমা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। এলার্জির সুনির্দিষ্ট কারণ রয়েছে। কি কারণে এবং কোন্ কোন্ খাবারে আপনার এলার্জি দেখা দেয় তা শনাক্ত করে পরিহার করে এলার্জি হতে রেহাই পাওয়া সম্ভব। এলার্জি সৃষ্টি হয় তখন যখন ইমোনোগোবিন-ই-এর পরিমাণ রক্তে বেড়ে যায়। যার ফলে এলার্জেন এন্টিবডির বিক্রিয়ার পরিমাণ বেশি হয় এবং এই বিক্রিয়ার ফলে নিঃসৃত হিস্টামিনের পরিমাণ বেশি হয় যা এলার্জি সৃষ্টি করে। সংক্ষেপে ধুলাবালি, ধোঁয়া, গাড়ির বিষাক্ত গ্যাস, কলকারখানার সৃৃষ্ট পদার্থ, বৃষ্টিতে ভেজা, শীতের কুয়াশা, ফুলের রেণু, বিশেষ কয়েকটি খাবার যেমন-চিংড়ি, ইলিশ, বোয়াল, গজার, গরুর মাংস, হাঁসের ডিম, পাকা কলা, আনারস, নারিকেল, কসমেটিকস ও অগনিত জানা-অজানা জিনিস আমাদের শরীরে কাশি, শ্বাসকষ্ট, এলার্জি ও এজমার সৃষ্টি করতে পারে

Address

Dhaka

Telephone

+8801307599702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Care Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asthma Care Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram