31/05/2020
বর্তমানে করোনার মতো পরিস্থিতিতে হঠাৎ করে একটি ঔষধ দরকার কিন্তু বাসায় কেউ নেই বা বাসা থেকে বের হওয়া নিয়ে সংশয় অথবা এমন একটি ঔষধ এর প্রয়োজন যা চেনাজানা কোন ফার্মেসী তে পাচ্ছেন না। এমন সমস্যায় আমরা প্রায়ই পরি। এই ঔষধ ফার্মেসী-ফার্মেসী খুজতে খুজতে ঔষধের প্রয়োজনই শেষ হয়ে যায় বা খুব বেশি দেরি হয়ে যায়। তথ্যপ্রযুক্তির এই যুগে আপনার এরকম শত সমস্যার সমাধান হয়ে এসেছে “MediExpressBD“
আমাদের মাধ্যমে ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে ঘরে বা অফিসে বসে ঔষধ, গ্লোভস,হ্যান্ডসানিটাইজার,মাস্ক ইত্যাদি হোম ডেলিভারি পেতে পারেন। অর্ডার দেয়ার ৩-৬ ঘণ্টার মধ্যে আমরা আপনার বাসা অথবা অফিসে গিয়ে আপনার চাহিদা মত ঔষধ সরবরাহ করি। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব ডেলিভারি দেয়া। তাই আমরাই সবচেয়ে সুলভে ভালো ওষুধ সরবরাহ করি।
অনলাইনে ঔষধ কিনতে প্রেসক্রিপশন এর ছবি তুলে অথবা স্কান করে ফেসবুক পেইজে পাঠিয়ে দিন। আমাদের অভিজ্ঞ ফার্মাসিস্ট প্রেসক্রিপশন দেখে ঔষধ রেডি করে সরবরাহ করে থাকেন।
আবার অনেকেই নিয়মিত ঔষধ সেবন করতে হয়। যেগুলো সঠিক সময়ে সেবন খুবই গুরুত্বপূর্ণ। আর এসব ঔষধ প্রায়ই আমরা সময় মত কিনতে ভুলে যায়। তথ্যপ্রযুক্তির এই যুগে আপনার এরকম শত সমস্যার সমাধান হয়ে এসেছে MediExpressBD তে। আমাদের মাধ্যমে ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে ঘরে বা অফিসে বসে ঔষধের হোম ডেলিভারি পেতে পারেন। ঔষধের প্যাকেটের গায়ে লেখা খুচরা মূল্যের (এমআরপি) অতিরিক্ত যাতায়াত ভাড়া বাবদ স্থানাভেদে ৫০ হতে ১০০ টাকা চার্জ করে থাকি।
সরাসরি ফোন : ০১৩১৭-৭০৭০৩২