Yahia Amin

Yahia Amin MSc- Organisational Psychology, University of London
President- LifeSpring Foundation
Chairman- LifeSpring Consultancy Limited

09/10/2025

ইসরাইলের শক্তি, অত্যাচার ভেঙে ফিলিস্তিনের বিজয়, আমেরিকা নীরব দর্শক

09/10/2025

বেশিরভাগ নতুন উদ্যোক্তাদের জন্য "কেক ব্যবসা" ভালো লাভজনক ব্যবসা না

আপনার স্ত্রী যদি মজার কেক বানায়
তাহলে আপনি খেয়ে ফেলুন

ব্যবসা করাটা সবক্ষেত্রে উপযোগী না

কেউ যদি একটা ছোট সাইড ইনকাম হিসেবে এটা করে তাহলে সেটা খারাপ না;
তবে লং রানে মেইন বিজনেস হিসেবে এতে ইনভেস্ট করা যার পুঁজি অল্প তার জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ

09/10/2025

আলহামদুল্লিলাহ

ইসরায়েলের পতন এবং ফিলিস্তিনিদের উত্থানের এত সুন্দর শুরু!

আর না, এই যুদ্ধবিরতি আগের যুদ্ধবিরতির মতো নয়।

08/10/2025

কীভাবে বিদেশে গিয়ে আমাদের ছেলে-মেয়েরা ইসলামী ও বাঙালি সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছে?

আপনি নিজে কিংবা প্রিয়জনদের কাউকে জানাতে পারেন।Call: 09638 505 505 / WhatsApp: +880 1763 438148
08/10/2025

আপনি নিজে কিংবা প্রিয়জনদের কাউকে জানাতে পারেন।
Call: 09638 505 505 / WhatsApp: +880 1763 438148

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার) আমাদের চারটি ব্রাঞ্চে থাকছেন ৪ জন সাইকিয়াট্রিস্ট।

মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ আয়োজনে সীমিত স্লট রয়েছে। যাদের প্রয়োজন, এখনই 09638 505 505 নম্বরে যোগাযোগ করে বুকিং কনফার্ম করুন।

ডিপ্রেশন, OCD, সিজোফ্রেনিয়া, বাইপোলার, ঘুমের সমস্যা কিংবা যেকোনো মানসিক সাস্থ্যজনিত সমস্যায় আপনার ও প্রিয়জনের মানসিক সুস্থতার যাত্রায় পাশে আছে লাইফস্প্রিং

07/10/2025

যে ভুলে কেয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে

06/10/2025

যাদের জন্য মায়াকান্না দেখাচ্ছে পশ্চিমারা, তাদেরকে তারাই শেষ করেছে!

06/10/2025

আমার ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম আরো বেটার ম্যানেজ করার জন্য, কন্টেন্ট লাইব্রেরিকে আরও স্ট্রং করার জন্য enthusiastic, dedicated কমিউনিটি/পেজ ম্যানেজার খুঁজছি যারা আমার কন্টেন্ট ফলো করেন।

ai tools, অনলাইন এডিটিং টুলস নিয়ে আগ্রহ আছে, তারাও যোগাযোগ করতে পারেন

Vacancy:2
Type: full time job
Email CV : hrd@lifespringint.com

বিশেষ দ্রষ্টব্য: এই চাকরির জন্য কোন রকম পূর্ব অভিজ্ঞতা অথবা দক্ষতার প্রয়োজন নাই; শুধু দরকার পরিশ্রম ও শিখার আগ্রহ থাকা

06/10/2025

আমরা আল্লাহর নিয়ামতের প্রতি বিরক্ত হয়ে গেছি

বর্তমানে আমাদের অনেক বড় একটা সমস্যা হইলো, আমরা “আল্লাহর নিয়ামতের প্রতি বিরক্ত হয়ে গেছি”। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আমরা এমন এক মানসিক অবস্থায় পৌঁছে গেছি যেখানে আশেপাশের সবকিছু আমাদের কাছে “স্বাভাবিক” মনে হয়, “নিয়ামত” মনে হয় না।

আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের জীবন যেমন চলে সেটা তে। অভ্যস্ত হয়ে গেছি প্রতিদিন অফিসে যাওয়াতে, নিজের ঘরে ঘুমাতে, নিজের পছন্দের খাবার খাওয়াতে।

এমনকি সালাত পড়া, মসজিদে যাওয়া ইবাদতের মত বড় বড় বিষয়েও আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই এগুলোর প্রতি আমাদের আর কোনো আবেগ বা কৃতজ্ঞতা কাজ করে না। যেন এগুলো আমাদেরই প্রাপ্য।

কিন্তু এখান থেকেই শুরু হয় বিপদের। যখন আপনি কোনো নিয়ামতের প্রতি অভ্যস্ত হয়ে পড়েন , তখন ধীরে ধীরে সেটা আপনি ভুলেও যান।

তখন আপনি আর সেটা “আল্লাহর দেয়া দান” হিসেবে দেখেন না।

তখন অন্য কারো কাছে রিজিক বা সুযোগ বেশি দেখলে আপনার মনে হয় — “আহা, আমার ভাগ্য কত খারাপ। আমাকে কম দেওয়া হয়েছে।” অথচ আপনি তখন ও হাজার নিয়ামতেরই মধ্যে আছেন।

আল্লাহ কোরআনে বলেছেন,
“তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করো, তবে তার হিসাব করতে পারবে না।” (সূরা ইব্রাহিম ১৪:৩৪)

একজন সালাফ বলেছিলেন, “যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের মূল্য বুঝতে চায়, সে যেন এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে।”

একটু ভেবে দেখেন, যদি আপনার দৃষ্টিশক্তি না থাকতো, জীবনটা কেমন হইতো? শুধু চোখের নিয়ামতটাই যদি হারিয়ে ফেলেন, তখন বুঝবেন আপনি আল্লাহর কতোটা নিয়ামতের মধ্যে আছেন।

- শাইখ খালিদ ইসমাইল (হাফিঃ)

জি না ভাইয়া! ডলারের দাম কমছে; টাকার দাম বাড়ে নাইস্বর্ণের এগেনস্টে মাপলেই দেখবা টাকার অবস্থা আসলে ভালো না
05/10/2025

জি না ভাইয়া! ডলারের দাম কমছে;
টাকার দাম বাড়ে নাই

স্বর্ণের এগেনস্টে মাপলেই দেখবা টাকার অবস্থা আসলে ভালো না

05/10/2025

এই নৌ-বহর কি ইসরায়েলের পতনকে আরেকধাপ এগিয়ে আনলো, নাকি অন্য কিছু?

আমরা প্রতিদিনই ব্যস্ত হয়ে ছুটে চলছি লক্ষ্য অর্জনের পথে। কিন্তু অনেকেই জানি না আমার লক্ষ্যটা আসলে কী? কিভাবে কি করতে হবে ...
05/10/2025

আমরা প্রতিদিনই ব্যস্ত হয়ে ছুটে চলছি লক্ষ্য অর্জনের পথে। কিন্তু অনেকেই জানি না আমার লক্ষ্যটা আসলে কী? কিভাবে কি করতে হবে সেই লক্ষ্যের জন্য? হোক সেটা পরিবার, ফাইনান্স, বিজনেস কিংবা চাকরির ব্যাপারে।

Faith, Family, Finance, Fitness এই চারটা বিষয়ে জীবনে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়, ভুল সিদ্ধান্ত নেয়।

‘লাইফম্যাপিং ওয়ার্কশপে’ আমি চেষ্টা করি এই চারটি দিককে একসাথে সাজিয়ে একদম প্র্যাক্টিক্যালি আপনার রোডম্যাপ সেট করতে যেন আপনি নিজের মিশন, ভিশন ও উদ্দেশ্য পরিষ্কারভাবে নির্ধারণ করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন।

দেখা হবে আপনার সাথে, 📅 ১১ই অক্টোবর, শনিবার

📍 কৃষিবিদ ইনস্টিটিউট, ফার্মগেট
🕙 সকাল ১০টা – সন্ধ্যা ৬টা

চলুন, নিজের জীবনের মানচিত্রটা আঁকি একসাথে

Address

Level # 6/Union Heights (extension Wing # 2, Square Hospitals), 55/2 Panthapath, Dhaka
Kalabaga
1205

Alerts

Be the first to know and let us send you an email when Yahia Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Yahia Amin:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category