
26/07/2025
https://www.facebook.com/share/p/16cQrjsFMW/?mibextid=wwXIfr
আল-জাজিজার ডকুমেন্টরিটা দেখলাম । Zulkarnain Saer ভাইয়ের আরেকটা স্টুপেনডাস কাজ । বিবিসি, আল-জাজিরার এই কাজগুলো, সেই সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টগুলো খুনীদের সব দরজা বন্ধ করে দিচ্ছে ইনশাআল্লাহ।
২ দিন আগে দিল্লীতে খুনীদের দল ভিন্ন নামে প্রেস কনফারেন্সের আয়োজন করতে চেয়েছিল। এই কনফারেন্সের জন্য কামাল, ওবায়দুল, কাদের, নওফেলরা পর্যন্ত দিল্লীতে অবস্থান নিয়েছিল।
ভারত সরকার সেই কনফারেন্স করতে দেয় নাই। হাসিনার এক্সট্রিম লয়ালটি আর ১৭ বছরের চরম সার্ভিসের জন্য ভারত হয়ত লীগ আর হাসিনাকে গিভ আপ করবে না । আশ্রয় দিয়ে বাঁচায় রাখবে। বাট এসব রিপোর্টের কারনে ভারতের জন্য হাসিনার পক্ষে প্রকাশ্যে টুঁ শব্দটি করার কোন সুযোগ থাকবে না।
এই গণ অভ্যুত্থান বাংলাদেশের ছাত্র-জনতা, রাজনৈতিক নেতা-কর্মীদের ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষার ফসল। ৫ আগস্ট ঘটানোর পেছনে অনেক মানুষের কন্ট্রিবিউশন আর স্যাক্রিফাইস রয়েছে । কিন্তু এই ডকুমেন্টরি থেকে আমি ডাক্তার রাজিবকে পিক করতে চাই।
আগস্টের ১ বা ২ তারিখে যেয়ে হাসিনার পতন ক্লিয়ার দেখা যাচ্ছিল। কিন্তু তাঁর আগ পর্যন্ত মানে জুলাইয়ের ২৯-৩০ তারিখ পর্যন্ত সে যথেষ্ট হ্যাডমের সাথেই গদিতে বসেছিল। সো ১৬ জুলাই পুরা রেজিমের এগেইন্সটে যেয়ে আবু সাইদের ময়না তদন্তের মিথ্যা রিপোর্ট না দেয়া অনেক গাটসের ব্যাপার ছিল। ডাক্তার রাজিবুল সেই কলিজাটা দেখিয়েছেন।
এই গণ পভ্যুত্থানে ডাক্তাররা আমাদের আনসাং হিরো। তারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে গেছে। তাদের সমর্থন আর সেবা না পাওয়া গেলে মৃত্যুর মিছিল আরো অনেক লম্বা ছিল।
সেই সব ডাক্তারদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা যারা আন্দোলনকারীদের পাশে শক্তভাবে দাঁড়িয়েছিলেন।
-শাহরিয়ার আহমেদ সাদিব