Dr.md.habibur rahman

Dr.md.habibur rahman আসসালামু আলাইকুম এখান থেকে আপনি নিতে পারেন প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসা সংক্রান্ত তথ্যাদি,দেশ ও বিদেশে।

⚠️খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে অলরেডি সব নিউজ চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগাররা ভিডিও ডকুমেন্টারি, ফটোকার্ড বানিয়ে...
04/12/2025

⚠️খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে অলরেডি সব নিউজ চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগাররা ভিডিও ডকুমেন্টারি, ফটোকার্ড বানিয়ে ফেলছে। যাতে মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই পোস্ট করতে পারে। কে কার আগে প্রথম পোস্ট করবে এটা নিয়েই প্রতিযোগিতা।
অথচ ঐ মানুষ গুলাই তার সুস্থতা কামনায় দোয়া চেয়ে পোস্ট করছে।
কয়দিন আগে অনেক দিন ICU তে থেকে ফরিদা পারভীন মারা গেলো মৃত্যুর সংবাদ পাওয়ার ৫ মিনিট পরই দেখলাম একটা নিউজ চ্যানেল তার মৃত্যু নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও পোস্ট দিলো, যে ভিডিও বানাতে মিনিমাম ১ দিন সময় লাগার কথা, তার মানে সে যখন ICU তে ছিলো তখনই ভিডিও টা তৈরী করা হইছিলো।
এমন এক যুগে বাস করি যেখানে মানুষ মৃত্যুর সংবাদ রেডি করে অপেক্ষা করে কখন মরবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। 😢

25/11/2025

কুকুর পালন ও কুকুরের সাথে মাখামাখি করার কারণে কানাডীয় নাগরিক মান্টিওফিল নামের এই ব্যক্তি 'ক্যাপনোসিটোফাগা' নামক ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়।
এই ক্যাপনোসিটোফাগা ব্যাকটেরিয়া কুকুরের লালায় প্রচুর পরিমাণে থাকে।

এই রোগে আক্রান্ত হ‌ওয়ার পর, তার রক্ত জমাট বেঁধে যায় এবং অঙ্গপ্রত্যঙ্গ পচে ও ফুলে যায়।

ফলে সে তার হাত, পা এবং নাক হারায় এবং বর্তমানে সে একেবারে পঙ্গু।

সবচেয়ে ভয়াবহ হলো, সে তার নিজের চোখে দেখে-

কীভাবে পোকামাকড় তার শরীরের মাংস খেয়ে ফেলছিল এবং সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছিল। (যেমনটা আক্রান্ত কুকুরের হয়ে থাকে)

সেই দুর্গন্ধ নিয়েই তাকে হাসপাতালে কয়েক সপ্তাহ ধরে থাকতে হয়েছিল।

আপনি হয়তো জানেন, প্রতি বছর ৫৯ হাজারেরও বেশি মানুষ জলাতঙ্কে মারা যায় এবং যা সাধারণত কুকুর থেকে আসে।

এই কারণেই ইসলাম কুকুর পালন নিষিদ্ধ করেছে। শুধুমাত্র পাহারা, পশুচারণ বা শিকার করা ছাড়া এমনিতে কুকুর পালন ইসলাম নিষিদ্ধ করেছে।

#কুকুর #জলাতঙ্ক

♦ শুধু মা'কে ভালোবেসে এই পর্যন্ত ১৫০ কোটি টাকা মূল্যের ডাক্তারি পারিশ্রমিক ফ্রি করে দিয়েছেন প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম...
14/11/2025

♦ শুধু মা'কে ভালোবেসে এই পর্যন্ত ১৫০ কোটি টাকা মূল্যের ডাক্তারি পারিশ্রমিক ফ্রি করে দিয়েছেন প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম।
♦ প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম
♦ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী।
♦ যিনি ১৯৯০ সালে সম্মিলিত ভর্তি পরিক্ষায়
♦ প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
♦ সারাদেশে তিনি বিনা পারিশ্রমিকে ২০০০ এর অধিক
কি-ডনী ট্রান্সপ্লান্ট করে সমাদৃত হয়েছেন।
♦ উনি তার মাকে খুব ভালবাসেন।
♦ মায়ের কারণে তিনি এমন কাজ অনবরত করে যাচ্ছেন
♦ উনি যে কিড-নি ট্রান্সপ্লান্ট করলেন তা টাকার হিসাবে হিসেব করলে দাঁড়ায় প্রায় ১৫০ কোটি টাকা।
♦ যা তিনি মানুষের জন্য ফ্রি করে দিয়েছেন।
♦ উনি আমাদের লিভিং লিজেন্ড।
♦ মৃ'ত্যু পর্যন্ত এই ধারা কার্যক্রম রাখার জন্য দোয়া চেয়েছেন।
-আশরাফুল আলম

06/11/2025

একটি নির্দেশিকা (বিশেষ করে ৩৫ বছর ঊর্ধ্ব মহিলাদের এবং পুরুষদের জন্য)
​ভূমিকা
​বয়স ৩৫ বা ৪০ পার হলেই আমাদের শরীরে নানা ধরনের পরিবর্তন আসতে শুরু করে। এই সময়টাকে "মধ্যবয়স" বলা হয়। পুরুষ এবং মহিলা উভয়েরই এই সময়ে কিছু নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এই পরীক্ষাগুলো সম্ভাব্য রোগ বা শারীরিক জটিলতা শুরুতেই শনাক্ত করতে সাহায্য করে, যার ফলে চিকিৎসা সহজ ও সফল হয়।
​গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: এই তালিকাটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। আপনার বয়স, পারিবারিক ইতিহাস, এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোন কোন পরীক্ষা করা প্রয়োজন, তা কেবল একজন রেজিস্টার্ড ডাক্তারই বলতে পারবেন। যেকোনো পরীক্ষা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
​🧕 মহিলাদের জন্য রুটিন পরীক্ষা (বিশেষত ৩৫ বছর পর)
​মহিলাদের ৩৫ বছর বয়সের পর কিছু নির্দিষ্ট পরীক্ষা নিয়মিত করা উচিত। এর মধ্যে কয়েকটি প্রধান পরীক্ষা হলো:
​১. CBC (Complete Blood Count):
​কেন করা হয়: এটি রক্তের একটি সম্পূর্ণ চিত্র দেয়। রক্তশূন্যতা (Anemia), ইনফেকশন, এবং রক্তের অন্যান্য রোগ শনাক্ত করতে এই পরীক্ষা সাহায্য করে।
​২. RBS (Random Blood Sugar):
​কেন করা হয়: রক্তে শর্করার (চিনি) পরিমাণ দেখার জন্য। এটি ডায়াবেটিস আছে কিনা তা বোঝার প্রাথমিক পরীক্ষা। আরও নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার HBA1c বা OGTT পরীক্ষাও দিতে পারেন।
​৩. USG (Ultrasonogram of Whole Abdomen):
​কেন করা হয়: পেটের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ যেমন লিভার, কিডনি, পিত্তথলি, জরায়ু এবং ডিম্বাশয়ের (O***y) অবস্থা দেখতে এই পরীক্ষা করা হয়।
​৪. ECG (Electrocardiogram):
​কেন করা হয়: এটি হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করে। হার্টের কোনো অস্বাভাবিকতা, যেমন - হৃদস্পন্দনে সমস্যা বা পূর্ববর্তী হার্ট অ্যাটাকের লক্ষণ আছে কিনা তা বোঝা যায়।
​৫. CA 125:
​কেন করা হয়: এটি একটি টিউমার মার্কার, যা মূলত ওভারিয়ান (ডিম্বাশয়) ক্যান্সারের ঝুঁকি দেখতে করা হয়। তবে, সব ডাক্তার এটি রুটিন হিসেবে দেন না। আপনার ডাক্তার যদি কোনো উপসর্গ বা পারিবারিক ইতিহাসের কারণে প্রয়োজন মনে করেন, তবেই এই পরীক্ষার পরামর্শ দেবেন।
​অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা (মহিলাদের জন্য):
​লিপিড প্রোফাইল (Lipid Profile): রক্তের চর্বি বা কোলেস্টেরলের মাত্রা দেখতে।
​প্যাপ স্মিয়ার (Pap Smear): জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer) শনাক্ত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা (সাধারণত ২১ বছর বয়স থেকেই শুরু করা হয়)।
​ম্যামোগ্রাম (Mammogram): স্তন ক্যান্সার (Breast Cancer) নির্ণয়ের জন্য (সাধারণত ৪০ বা ৪৫ বছর বয়স থেকে শুরু করার পরামর্শ দেওয়া হয়)।
​থাইরয়েড ফাংশন টেস্ট (TSH): থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা পরীক্ষা করার জন্য।
​🧔 পুরুষদের জন্য রুটিন পরীক্ষা (বিশেষত ৪০ বছর পর)
​পুরুষদেরও নির্দিষ্ট বয়সের পর কিছু পরীক্ষা নিয়মিত করা প্রয়োজন।
​১. ECG (Electrocardiogram):
​কেন করা হয়: মহিলাদের মতোই, পুরুষদেরও হার্টের স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি একটি জরুরি পরীক্ষা।
​২. LFT (Liver Function Test):
​কেন করা হয়: এটি লিভার বা কলিজার কার্যকারিতা পরীক্ষা করে। লিভারের কোনো রোগ, জন্ডিস বা ইনফেকশন হয়েছে কিনা তা বোঝা যায়।
​৩. KFT (Kidney Function Test) / RFT (Renal Function Test):
​কেন করা হয়: কিডনির কার্যকারিতা ঠিক আছে কিনা তা দেখার জন্য এই পরীক্ষা করা হয়।
​৪. PSA (Prostate-Specific Antigen):
​কেন করা হয়: এটি প্রোস্টেট গ্রন্থির স্বাস্থ্য পরীক্ষা করার একটি রক্ত পরীক্ষা। প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি বা ক্যান্সারের ঝুঁকি আছে কিনা তা বুঝতে এটি সাহায্য করে (সাধারণত ৪৫ বা ৫০ বছর বয়স থেকে পরামর্শ দেওয়া হয়)।
​অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা (পুরুষদের জন্য):
​CBC (Complete Blood Count): রক্তশূন্যতা বা ইনফেকশন দেখতে।
​RBS (Random Blood Sugar): ডায়াবেটিস পরীক্ষা করতে।
​লিপিড প্রোফাইল (Lipid Profile): রক্তের কোলেস্টেরল পরীক্ষা করতে।
​উপসংহার
​নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা একটি সুস্থ ও দীর্ঘ জীবনের চাবিকাঠি। এই পরীক্ষাগুলো কোনো বড় রোগকে প্রাথমিক পর্যায়েই ধরে ফেলতে সাহায্য করে। তাই, অবহেলা না করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি "হেলথ চেকআপ প্ল্যান" তৈরি করুন এবং নিয়মিত পরীক্ষা করান।
​আপনি কি এই পরীক্ষাগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান।

23/10/2025

📍 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবহৃত মালামাল ক্রয় করতে ইচ্ছুক
🚑 ইমারজেন্সি ভিত্তিতে বাংলাদেশের যেকোনো জেলা থেকে ক্রয় করা হবে ‌।

📞 01711-853651
📞 01611-121300

গর্ভবতী মহিলাদের আলট্রা সনোগ্রাফি রিপোর্ট বোঝার কয়েকটি সংক্ষিপ্ত শব্দের পূর্ণ রূপ ও তার অর্থ ঃযা সবারই জানা উচিৎ ঃ======...
08/10/2025

গর্ভবতী মহিলাদের আলট্রা সনোগ্রাফি রিপোর্ট বোঝার কয়েকটি সংক্ষিপ্ত শব্দের পূর্ণ রূপ ও তার অর্থ ঃ
যা সবারই জানা উচিৎ ঃ
==========================

🩺 আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে ভ্রূণের হার্টবিট এসেছে কিনা বুঝবেন যেভাবে 💓

গর্ভাবস্থার প্রথম দিকের দিনগুলোতে মায়ের মনে সবচেয়ে বড় কৌতূহল থাকে— “আমার বেবির হার্টবিট এসেছে কি?” ❤️
আসলে ভ্রূণের হৃদস্পন্দন (Fetal Heartbeat) হলো গর্ভের সুস্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি।
এটি সাধারণত গর্ভাবস্থার ৬ষ্ঠ থেকে ৭ম সপ্তাহে প্রথম দেখা যায়। কিছু ক্ষেত্রে ৮ম সপ্তাহে গিয়ে স্পষ্টভাবে বোঝা যায়।

🌸 রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন ভ্রূণের হার্টবিট এসেছে

👉 আল্ট্রাসাউন্ড রিপোর্টে একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে যেখানে লেখা থাকে
“Fetal cardiac activity” বা “Fetal Heart Rate (FHR)”।
যদি সেখানে লেখা থাকে —
✅ “Fetal cardiac activity: Present”
অথবা
✅ “FHR: 140 bpm” (beats per minute)
তাহলে বুঝবেন, আপনার শিশুর হৃদস্পন্দন এসেছে এবং ঠিকভাবে চলছে 💓

🧭 হার্টবিটের স্বাভাবিক মাত্রা কী হওয়া উচিত

সাধারণভাবে ভ্রূণের হার্টবিট প্রতি মিনিটে ১১০ থেকে ১৬০ bpm এর মধ্যে থাকলে সেটি স্বাভাবিক ধরা হয়।
গর্ভের বয়স যত বাড়বে, হার্টবিট তত স্থিতিশীল হবে।
৬ সপ্তাহে এটি হয়তো একটু কম (৯০–১১০ bpm) হতে পারে — চিন্তার কিছু নেই।

🩷 যদি রিপোর্টে লেখা থাকে “Not seen” বা “Absent”

তাহলে ভয় পাবেন না।
অনেক সময় গর্ভের বয়স তখনও ৬ সপ্তাহের কম হয়, ফলে হার্টবিট দেখা যায় না।
এ অবস্থায় ডাক্তার সাধারণত বলেন ১ সপ্তাহ পর আবার স্ক্যান করতে।
বেশিরভাগ ক্ষেত্রে তখনই হার্টবিট ধরা পড়ে।

🧠 রিপোর্টের অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দগুলো বুঝে নিন
শব্দ অর্থ
CRL (Crown Rump Length) শিশুর দৈর্ঘ্য বোঝায়
GA (Gestational Age) গর্ভের বয়স
YS (Yolk Sac) ভ্রূণের প্রাথমিক পুষ্টির উৎস
Fetal Pole ভ্রূণের অস্তিত্বের ইঙ্গিত

👉 যদি রিপোর্টে লেখা থাকে “Fetal pole and cardiac activity present”, তাহলে নিশ্চিতভাবেই ভ্রূণ সুস্থভাবে বিকাশ করছে 💖

⚠️ কখন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন

যদি নিচের কোনো উপসর্গ দেখা যায়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন 👇
🚨 পেটব্যথা বা টান অনুভব
🚨 বাদামী বা লাল রক্তপাত
🚨 গর্ভের উপসর্গ (বমি, স্তন ব্যথা) হঠাৎ কমে যাওয়া

🌼 শেষ কথা

ভ্রূণের হার্টবিট দেখা মানে হলো — জীবন শুরু হয়েছে মায়ের শরীরের ভেতর 💞
তাই ভয় বা দুশ্চিন্তা না করে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং আল্ট্রাসাউন্ড রিপোর্ট সঠিকভাবে পড়তে শিখুন।

আপনার ছোট্ট আশ্চর্যটি যেন নিরাপদে বেড়ে ওঠে — এই দোয়া সবসময় ।।

=============================কালেক্টেট
ডাঃ সাবরিনা সুলতানা মিষ্টি

05/10/2025

বিভাগ (Department) অনুযায়ী ডাক্তারদের ধরন (Specialist Type) সাজিয়ে দিচ্ছি, যাতে আপনি সহজে বুঝতে পারেন কোন সমস্যা হলে কোন ডিপার্টমেন্টে বা কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে 👇
🏥 ডাক্তারদের বিভাগ ও সমস্যা অনুযায়ী তালিকা
সমস্যা / রোগের ধরন যেই ডিপার্টমেন্টে দেখাতে হয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার

ক্যান্সার (Cancer) Oncology (Oncologist) ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার,
হৃদরোগ (Heart Disease) Cardiology (Cardiologist) হৃদরোগ বিশেষজ্ঞ,
হরমোন/থাইরয়েড/ডায়াবেটিস Endocrinology (Endocrinologist) হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ,
কিডনি সমস্যা Nephrology, (Nephrologist) কিডনি বিশেষজ্ঞ
লিভার / গ্যাস্ট্রিক / হজম সমস্যা Gastroenterology (Gastroenterologist) পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ,
ফুসফুস / হাঁপানি / শ্বাসকষ্ট Pulmonology (Pulmonologist) ফুসফুস ও শ্বাসযন্ত্র বিশেষজ্ঞ,
হাড় / জয়েন্ট / ব্যথা Orthopedics (Orthopedic Surgeon) হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ,
মস্তিষ্ক / স্নায়ু / খিঁচুনি Neurology (Neurologist) স্নায়ুরোগ বিশেষজ্ঞ
মানসিক / ঘুম / উদ্বেগ সমস্যা Psychiatry (Psychiatrist) মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ
ত্বক / চুল / অ্যালার্জি Dermatology (Dermatologist) ত্বক ও চুল বিশেষজ্ঞ,
চোখের সমস্যা Ophthalmology (Ophthalmologist) ,
কান / নাক / গলা সমস্যা ENT (Otolaryngologist) কান-নাক-গলা বিশেষজ্ঞ,
শিশুদের সমস্যা Pediatrics (Pediatrician) শিশু বিশেষজ্ঞ,
প্রসূতি / গাইনিকোলজি Gynecology & Obstetrics (Gynecologist) নারী ও প্রসূতি বিশেষজ্ঞ,
ইউরিন / পুরুষ সমস্যা Urology (Urologist) মূত্রতন্ত্র ও পুরুষ রোগ বিশেষজ্ঞ,
রক্তের সমস্যা / অ্যানিমিয়া Hematology (Hematologist) রক্তরোগ বিশেষজ্ঞ,
সংক্রামক রোগ / জ্বর / ভাইরাস Internal Medicine / Infectious Disease মেডিসিন বা সংক্রামক রোগ বিশেষজ্ঞ,
দাঁতের সমস্যা Dentistry (Dentist) দন্তচিকিৎস,ক
ক্যান্সার সার্জারি Surgical Oncology ক্যান্সার সার্জন
প্লাস্টিক বা পুনর্গঠন সার্জারি Plastic Surgery প্লাস্টিক সার্জন
প্রসবকালীন বা নবজাতকের সমস্যা Neonatology (Neonatologist) নবজাতক বিশেষজ্ঞ,
চর্ম ও যৌনরোগ Venereology / Dermatology চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ।

05/10/2025

ব্যাংকে আমরা বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা রাখি!
কিন্তু ব্যাংক আমাদেরকে কতটা অবিশ্বাস করে,
৫ টাকার কলমটা পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখে!
ভেঙ্গে গেলে দেখবেন সমস্যার সমস্যা তারপরও মানুষ বিশ্বাস করে ওদের কাছে হাজার হাজার কোটি টাকা রাখে।

১) আপনি ব্যাচমেট মানে ব্যাচমেট। ব্যাচমেট সবাই বন্ধু হয় না।নিজের স্কুলকলেজের অনেকের সাথেই বন্ধুত্ত্বটা থাকে না।২) আপনি ব্...
30/09/2025

১) আপনি ব্যাচমেট মানে ব্যাচমেট।
ব্যাচমেট সবাই বন্ধু হয় না।নিজের স্কুল
কলেজের অনেকের সাথেই বন্ধুত্ত্বটা থাকে না।

২) আপনি ব্যাচমেট জন্য ভিজিট কম রাখি
বা ফ্রি দেখি এটা আমার একান্তই বদন্যতা,
আমার উদারতা, ব্যাচমেট হিসেবে আপনার
প্রতি আমার ভালবাসা।

৩) আপনি ব্যাচমেট জন্য আমি সারাদিন
বসে থাকি না আপনার ম্যাসেজের জবাব দেয়ার জন্য।
যদি আপনার ম্যাসেজের জবাব দেই সেটা আমার
ভালবাসা আপনার প্রতি।

৪) আমরা মানুষের উপকারে ম্যাসেজ বা হোয়াটস অ্যাপে চিকিৎসা করি সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার মন চাইলে দিব না চাইলে দিবো না।

৫)আপনাকে চিনি না তবু ব্যাচমেট পরিচয় দেয়ার জন্য
সিরিয়াল বা অন্যান্য নিয়ম কিছুটা সিথিল করে আপনাকে দেখে দেই সেটা আমার একান্তই উদারতা।
আমি সেটা দিতে মোটেও বাধ্য না।তবু এতটা আন্তরিকতা দেখায় মানুষ ভাবে এরা বুজুং ফ্রেন্ড।

৬) ৯০-৯৫% ব্যাচমেট যারা আমার কাছে চিকিৎসা করতে আসে বিভিন্ন জায়গায় ফেল করে আসে।আমি
দাওয়াত দিয়ে নিয়ে আসি না।আপনি না আসলে
আমার কিছু যায় আসে না।ডাক্তার এর অভাব তো নেই
যেখানে মন চাই দেখান।

৭) আপনি শুধু মাংনা সুবিধা নেয়ার জন্য বন্ধুত্ত্ব করবেন
যতদিন ফ্রি পাবেন খুব বন্ধু কপচাবেন, ব্যাস্ততার জন্য
ম্যাসেজ না দেখলে গ্রুপে গিয়ে বদনাম করবেন এমন
বালের ব্যাচমেট আমার দরকার নেই।

৮) বিভিন্ন গ্রুপের ব্যাচমেট অনেক ভালো বন্ধু পেয়েছি
সেজন্য বিভিন্ন গ্রুপের কাছে কৃতজ্ঞ।যারা বন্ধুত্ত্ব
মেইনটেইন করতে পারেন তাদের সাথে আমি বন্ধুই।
তারা রাত ৩ টায় যোগাযোগ করলেও রিস্পন্স করি।
এটাই বন্ধুত্ত্ব।

৯) যাদের বেশি চুলকানি তারা নিজ দায়িত্বে আমাকে আনফ্রেন্ড করে দিন।না হলে মনে রাখবেন আমি চুলকানির ডাক্তার।আমি চেম্বারে খালি বসে থাকবো
তবু অকৃতজ্ঞ ব্যাচমেট দরকার নেই।

১০) আমি হাসপাতালে ১০ টাকায় সেবা করি,চেম্বারে ভিজিট নিয়ে চিকিৎসা করি কারন এটা আমার পেশা।
চেম্বারেও গরিব রুগীদের ফ্রী দেখি। অনেক বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের ফ্রী দেখায় যাদের অধিকাংশ চিকিৎসায় করে না।

১১) সারাবছর খোঁজ নাই। চিকিৎসা দরকার হলে তখন বন্ধু হয়ে যান।বিভিন্ন মাধ্যমে কল দেয়া শুরু করেন শুধুমাত্র ব্যাচমেট পরিচয়ে।আমি সারাদিন বিজি
থাকতে পারি সেটা আপনার চিন্তায় আসে না।

অসংখ্য ব্যাচমেট এর চিকিৎসা করেছি আর করেও যাবো ইন শা আল্লাহ ।
আলহামদুলিল্লাহ অনেকের উপকারে আসতে
পেরেছি।যারা ধৈয্য ধরে চিকিৎসা নিবে তাদের
জন্য আমি বন্ধু কোরবান রনি। টাকা না থাকলে
সারাবছর ফ্রি দেখবো ইন শা আল্লাহ। টাকার
জন্য চিকিৎসা সেবা পাবে না এমন হয় না আমার কাছে।

Address

Dhaka

Telephone

+8801711853651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.md.habibur rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.md.habibur rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram