Dr.md.habibur rahman

Dr.md.habibur rahman আসসালামু আলাইকুম এখান থেকে আপনি নিতে পারেন প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসা সংক্রান্ত তথ্যাদি,দেশ ও দেশে

বাংলাদেশের বর্তমান আবহাওয়া অনুযায়ী (বিশেষ করে বর্ষাকাল ও তাপমাত্রা পরিবর্তনের সময়), শিশুদের মধ্যে ভাইরাসজনিত জ্বর অনে...
07/08/2025

বাংলাদেশের বর্তমান আবহাওয়া অনুযায়ী (বিশেষ করে বর্ষাকাল ও তাপমাত্রা পরিবর্তনের সময়), শিশুদের মধ্যে ভাইরাসজনিত জ্বর অনেক বেশি দেখা যাচ্ছে। জ্বরের তাপমাত্রা অনেক সময় ১০৩°F বা তারও বেশি হয়ে থাকে। নিচে এ ধরনের ভাইরাসজনিত জ্বরের কারণ, লক্ষণ ও চিকিৎসা ব্যবস্থাপনা (ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট) নিয়ে একটি সংক্ষিপ্ত সারাংশ (summary) দেওয়া হলো।

🦠 ভাইরাসজনিত জ্বর: কারণ ও চিকিৎসা – বাংলাদেশের প্রেক্ষাপটে

✅ কারণ (Causes):

বাংলাদেশে শিশুদের মধ্যে ভাইরাসজনিত জ্বরের মূল কারণগুলো হলো:

1. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (Flu virus)

2. ডেঙ্গু ভাইরাস (বর্ষাকালে বেশি হয়)

3. রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (RSV)

4. এডেনোভাইরাস ও রাইনোভাইরাস

5. এন্টারোভাইরাস (Hand-Foot-Mouth disease এর কারণ)

6. কোভিড-১৯ (বর্তমানে তুলনামূলক কম হলেও, পুরোপুরি শেষ হয়নি)

লক্ষণ (Symptoms):

উচ্চ তাপমাত্রার জ্বর (১০২°F - ১০৪°F)

সর্দি, কাশি, গলা ব্যথা

শরীর ব্যথা, মাথাব্যথা

ক্ষুধামান্দ্য বা খেতে না চাওয়া
বাচ্চাদের মাঝে অস্বস্তি, কান্নাকাটি
ডায়রিয়া বা বমি (কিছু ক্ষেত্রে)
ত্বকে র‍্যাশ (ডেঙ্গু বা ভাইরাল এক্সান্থেম)

🩺 চিকিৎসা ও ব্যবস্থাপনা (Treatment & Management):

🏠 বাড়িতে যত্ন নেওয়ার পদ্ধতি:

1. জ্বর নিয়ন্ত্রণ:
প্যারাসিটামল (Paracetamol) syrup/ drops (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)
কখনোই নিজে থেকে এন্টিবায়োটিক শুরু করবেন না।
2. পর্যাপ্ত পানি ও তরল:
ORS, স্যুপ, ডাবের পানি
বাচ্চা যেন ডিহাইড্রেট না হয়, সেটা খেয়াল রাখতে হবে
3. বিশ্রাম:
বাচ্চাকে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের সুযোগ দিতে হবে
4. গা মুছে দেওয়া (sponging):
গরম জ্বর থাকলে কুসুম গরম পানিতে গা মুছে দিতে পারেন

🏥 চিকিৎসকের কাছে কখন যাবেন:
জ্বর ৩ দিনের বেশি স্থায়ী হলে
শ্বাসকষ্ট, খাওয়া বন্ধ করে দিলে
খিঁচুনি হলে বা অচেতন ভাব দেখা দিলে
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে (চোখের পেছনে ব্যথা, ত্বকে র‍্যাশ, গাম থেকে রক্ত)

⚕️ ডায়াগনোসিস টেস্ট (প্রয়োজনে):

CBC (Complete Blood Count)

Dengue NS1/IgM

COVID-19 test

Chest X-ray (শ্বাসকষ্ট থাকলে)
🛡️ প্রতিরোধ (Prevention):
শিশুদের পরিচ্ছন্নতা বজায় রাখা
আক্রান্ত শিশুদের থেকে দূরে রাখা
হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ডওয়াশ ব্যবহার
মশা নিয়ন্ত্রণ (ডেঙ্গু রোধে)
প্রয়োজনীয় টিকাগ্রহণ (যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন।
📌 সংক্ষেপে মনে রাখুন:
> "ভাইরাসজনিত জ্বর সাধারণত নিজে নিজেই ভালো হয়ে যায়, তবে লক্ষণ গুরুতর হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।"

21/07/2025

কোন মানুষের সন্তান চোখের সামনে এভাবে পুড়ে যাওয়া আগুনে পুড়ে অঙ্গার হওয়া সহ্য করার মত না। আমার পরিচিত কারো যদি রক্ত লাগে আমার সাথে যোগাযোগ করেন।
01711853651

21/07/2025

ভীড় করতেসেন যেনো কনসার্ট হচ্ছে। সবাই মোবাইল দিয়ে ভিডিও করতেসেন।আপনাদের জন্য ইমার্জেন্সি বেইহাইকেল গুলো মুভ কর‍তে পারছে না।

আমরা মানুষ হবো আর কবে!!!
অসভ্য একটা জাতি🙂

17/07/2025

Emergency needed O(ve-)
Blood
01711853651

নেতার পিছনে ঘুরে সাময়িক সুবিধা , ক্ষমতার উত্তেজনা পেলেও অর্থ আর শান্তি আসবে না।সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা পোস্ট দিয়ে ...
14/07/2025

নেতার পিছনে ঘুরে সাময়িক সুবিধা , ক্ষমতার উত্তেজনা পেলেও অর্থ আর শান্তি আসবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা পোস্ট দিয়ে দু-চারটা হাহা রিঅ্যাক্ট আসবে, লাভ রিঅ্যাক্ট আসবে প্লেটে ভাত আসবে না!!

ভাই বোনেরা তোমরা IELTS দাও অথবা জার্মান, চায়নিজ, কোরিয়ান, স্প্যানিশ যেই ভাষা লাগে শেখো। দুনিয়াটা অতও ছোট না। ছড়াই ছিটাই যাও। নিজের এবং নিজের পরিবারের হাল ধরো।

02/07/2025

বসুন্ধরা রিভারভিউ ,হাসনাবাদ এ ব্লক , বড় মসজিদের আশেপাশে ফ্ল্যাট ভাড়া দরকার, ৩ রুমের ড্রইং ডাইনিং সহ,
০১৬ ১১১২১৩০০

একটা মিসাইল বানাতে কত বছর লাগতে পারে কল্পনা করতে পারেন? আপনার মনে হতে পারে গার্মেন্টস এর কাপড় সেলাইয়ের মতন বিভিন্ন পার্ট...
02/07/2025

একটা মিসাইল বানাতে কত বছর লাগতে পারে কল্পনা করতে পারেন?
আপনার মনে হতে পারে গার্মেন্টস এর কাপড় সেলাইয়ের মতন বিভিন্ন পার্টস বানাবো আর জোড়া তালি দিব ব্যস এক বছরে কাজ শেষ। মোটেও না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা একটা ডিজেল ইঞ্জিন বানাতে পারি নাই আর আপনি বানিয়ে ফেলবেন মিসাইল!
লোক তৈরি করতেই তো আপনার পাঁচ বছর লেগে যাবে। সেই দিকে মনোযোগ আছে কী? এই কথাগুলো শুনলেই মনে হয় কিনে ফেলি।
আজকে ইরান আর সৌদির পার্থক্য ঠিক এখানেই। একজন টাকা দিয়ে সব অর্জন করতে চেয়েছে আরেকজন মেধা দিয়ে। দিন শেষে সৌদির সবই আছে কিন্তু সেগুলো ব্যবহারের স্বাধীনতা নেই। নিজ দেশে সে পরাধীন। আরেকজনের তেমন টাকা নেই কিন্তু সে দুনিয়ার সবচেয়ে বড় ব্লাফ মাস্টারকে এক্সপোজ করেছে। বলা যায় ১৯৬৭ এ আমাদের লজ্জাজনক পরাজয়ের এবারেই আমরা আনন্দিত হতে পেরেছি।
তো যা বলছিলাম, একটি গাছ বড় করতে অনেক শ্রম, জায়গা, অপেক্ষা ও ঝুঁকি নিতে হয়। সেই তুলনায় বাজার থেকে ফল কিনে ফেলা সহজ। গাছ বড় করতে যে খুব বেশী খরচ তা না। তবে সেই প্রক্রিয়াটাই আলাদা এবং খুব জরুরী। কারণযেদিন আপনি স্যাংশন খাবেন সেদিন গাছ আপনার থাকলে কেউ কিছু করতে পারবে না। আর যদি অন্যের বাগানের উপর নির্ভর করতে চান টাকা আপনি কষ্ট করে ঠিকই টাকা আয় করবেন কিন্তু নিজের স্বাধীনতা থাকবে না। অন্যের কথা মতন চলতে বাধ্য থাকবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে আমাদের খুব বেশী টাকা নেই। দুর্নীতি অনেক। এখানে আসলে কেনার দিকে মন না দিয়ে বানানোর কোন বিকল্প নেই।
একদিনে সব খরচ করে পাওয়ার চাইতে ধৈর্য ধরে নিজের করে পাওয়া উত্তম। যদিও সেই রাস্তা দীর্ঘ।
কালেক্টেড।

02/07/2025

আমি আমার বাবা ও মার দোয়া ভোগ করতেছি, কোন সম্পদ না।

Tiny moments
26/06/2025

Tiny moments

15/06/2025

আজকে বাবা দিবস। বাবাদের জন্য কোন দিবস হইতে পারে না, হবেও না। বাবা মানে অস্তিত্ব জুড়ে থাকা সকাল সন্ধ্যা যখনি আপনি বিপদে পড়বেন, অনেক আনন্দে থাকবেন আপনার বাবার কথা মনে হবে। আমি যখন অনেক ছোট আমার বয়স ৬ মাস তখন আমার বাবা বিদেশে পাড়ি দেন। আব্বা যখনই সুযোগ পেয়েছে আমাকে এতোটুকু বলছে বাবা আমি যখন তোমাকে ছেড়ে বিদেশে গেলাম তখন আমি প্রায় ৩০ দিন তোমার কথা মনে হইলেই আল্লাহর ঘরের আশেপাশে দৌড়াইছি আমার অনেক কান্না পাইছে তোমার জন্য অনেক দোয়া করছি অনেক কান্না করছি কারণ প্রত্যেকদিন সকালবেলা যখন বাসায় আসতাম তখন তোমাকে কোলে নিতাম আমি যখন সৌদি আরবে গেলাম তোমাকে তোমার কথা মনে হলেই অনেক কষ্ট হতো তখন আল্লাহর কাছে অনেক সময়ই বলছি যে তোমাকে যেতে ভুলে থাকতে পারি কারন আমার অনেক কষ্ট হতো তোমাকে ছাড়া আমার আব্বা ফজর নামাজ পড়ে এসেই আমাকে নাকি কোলে নিত। আব্বা আমি আপনার জন্য কোন কিছুই করতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আল্লাহ পাক সবাইকে ভাল রাখুক এই পৃথিবীতে যত পিতা-মাতা বেঁচে আছেন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ।

Address

Fulbaria

Telephone

+8801711853651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.md.habibur rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.md.habibur rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram