14/08/2025
মেরুদণ্ডের ডিস্কের সমস্যা যেমন ডিস্ক হার্নিয়েশন বা ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ (DDD) এখন বেশ প্রচলিত। এই ধরনের সমস্যায় প্রচলিত চিকিৎসা পদ্ধতির পাশাপাশি নতুন কিছু চিকিৎসা পদ্ধতিও এসেছে। এর মধ্যে একটি হলো প্লেটলেট-রিচ প্লাজমা বা PRP থেরাপি। PRP এমন একটি পদ্ধতি যেখানে রোগীর নিজের রক্ত থেকে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করে তা ক্ষতিগ্রস্ত স্থানে দেওয়া হয়।এই পদ্ধতিতে প্রথমেই রোগীর শরীর থেকে সামান্য পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়। এরপর সেন্ট্রিফিউজ নামক একটি যন্ত্রের সাহায্যে এই রক্তকে প্রক্রিয়াজাত করে প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা আলাদা করা হয়। প্লেটলেটগুলোতে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর এবং প্রোটিন থাকে, যা টিস্যুর মেরামত এবং নতুন টিস্যু গঠনে সহায়তা করে। এই PRP প্লাজমা তখন ফ্লোরোস্কোপি মেশিন এর সাহায্যে দেখে সরাসরি ক্ষতিগ্রস্ত ডিস্কে প্রবেশ করানো হয়।মেরুদণ্ডের ডিস্কে PRP প্রয়োগের মূল উদ্দেশ্য হলো ডিস্কের অভ্যন্তরে প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে দ্রুত করা। এর ফলে ব্যথা কমার পাশাপাশি ডিস্কের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এবং এর কার্যকারিতা উন্নত হয়। এর মাধ্যমে অপারেশনের ঝুঁকি এড়ানো যায়। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হালকা ব্যথা বা ফোলাভাব দেখা যেতে পারে, যা সাধারণত দ্রুত সেরে যায়।PRP থেরাপি ডিস্কের ভেতরের ফাইব্রোকার্টিলেজকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এবং নতুন কোলাজেন তন্তু তৈরি করে। এর ফলে ডিস্কের ভেতরের চাপ কমে এবং ব্যথা হ্রাস পায়। এটি বিশেষ করে সেইসব রোগীদের জন্য কার্যকর, যাদের ব্যথার কারণ হলো ডিস্কের সামান্য ফাটল বা ডিজেনারেশন।
ডাক্তার মোঃ আনিসুর রহমান এমবিবিএস (রাজ) এমডি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এফ আই পিএম (ইন্ডিয়া) ফেলো ইন্টারভেনশনাল পেইন মেডিসিন (মালয়েশিয়া) ফ্লোরোস্কপিক ও আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেনশনাল পেইন প্রসিডিউর (আমেরিকা)
চেম্বার
ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার রোড নাম্বার 17 ,বাসা 35, ব্লক ই, 19 নাম্বার ওয়ার্ড কাউন্সিলর অফিসের উল্টাদিকে ,বনানী কাঁচাবাজার ঢাকা।
সিরিয়াল
01712099333
01733888388