11/12/2025
🌟 আমাদের প্রিয় বড় ভাই মোহাম্মদ শাহীন মিয়া
সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক (৫ম গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি বর্তমানে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে কর্মরত আছেন।
এটি সত্যিই আমাদের সবার জন্য এক গর্বের অর্জন। 🎉🌿
📚 শিক্ষাজীবন:
➡️ রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় — ১৯৯৫, স্টার মার্কসহ এসএসসি
➡️ অধ্যাপক আব্দুল মজিদ কলেজ — ১৯৯৭, স্টার মার্কসহ এইচএসসি
➡️ ঢাকা বিশ্ববিদ্যালয় — রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স
🎓 পেশাজীবন:
২০০৬ সালে ২৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন।
এরপর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন—
🏫 নোয়াখালী সরকারি কলেজ
🏫 কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
🏫 ফেনী সরকারি কলেজসহ আরও অনেক প্রতিষ্ঠানে।
🤲 তিনি সকলের দোয়া প্রার্থী।
✨ প্রিয় ভাইকে অন্তরের গভীর থেকে অভিনন্দন ও শুভকামনা।
আপনার অগ্রগতি আমাদের পরম গর্ব ও অনুপ্রেরণা। 💐💖