23/01/2023
📌খুসখুসে কাশি এবং বুকে কফ হলে কি করবেন?
❇️ শীতকালে গলাব্যথা, খুসখুসে কাশি সাধারণ সমস্যা। অনেকে দীর্ঘদিন ধরে এ ধরনের কাশির সমস্যায় ভুগছেন। অ্যালার্জির ওষুধ, কাশির ওষুধ খাচ্ছেন, কিন্তু পুরোপুরি সারছে না। দীর্ঘদিনের খুসখুসে কাশি একটি বিরক্তিকর সমস্যা। দীর্ঘস্থায়ী কাশি থেকে ঘুম ব্যাহত হতে পারে, ক্লান্তিবোধ থাকতে পারে। এ ছাড়া গুরুতর ক্ষেত্রে বমি, হালকা মাথাব্যথা এবং বুকে ব্যথা হতে পারে।🚨
👉 তাই কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আসুন জেনে নেই।
🎯 খুসখুসে কাশি এবং বুকে কফ হলে করনীয়ঃ
🔘 দীর্ঘদিনের কাশি নিরাময়ে
প্রচুর পানি বা জুস পান করতে হবে। অতিরিক্ত তরল সেবনে শ্লেষ্মা পাতলা হবে, যা কাশি কমাতে সাহায্য করবে। চা, স্যুপ, কুসুম গরম পানি খেলে আরাম পাওয়া যায়।
যদি অ্যাসিড রিফ্লাক্স থাকে, তবে ঘুমানোর দু–তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা ভাল। অতিরিক্ত ভোজন, ভাজাপোড়া এড়িয়ে চলুন। ওজন কমানো গেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা অনেক কমে যায়।
ধূমপান এবং তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে।
ধুলাবালুতে কাশি হলে ঘর ঝাড়ু দেওয়া, ঝুল ঝাড়া ইত্যাদি না করাই ভাল। রাস্তায় চলার সময় মাস্ক ব্যবহার করলে ধুলাবালির সমস্যা থেকে অনেকখানি দূরে থাকা যাবে।
ঠান্ডায় সমস্যা হলে গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করা উচিত। খুব ঠান্ডা পানি না খাওয়া ভাল।
নানা রঙের ফল এবং ফাইবার, ফ্ল্যাভোনয়েড–সমৃদ্ধ খাবার দীর্ঘস্থায়ী কাশি প্রতিরোধে সাহায্য করে।✅
👩⚕️ ডাঃ আবুল ফজল মোহাম্মদ হেলাল উদ্দীন
🔸 সহযোগী অধ্যাপক (মেডিসিন), এসএসএমসি
🔸 এক্স রেজিষ্ট্রারঃ গ্যাস্ট্রোএন্টেরোলজি
🔸 ফেলো আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস
🏥 চেম্বারঃ গ্রীন লাইফ হসপিটাল লিঃ
♦ রুম নং - ২০১, ৩২, গ্রীন রােড (বীর উত্তম কে এম শফিউল্লাহ সড়ক), ঢাকা-১২০৫
⌚ রোগী দেখার সময়ঃ বিকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত (বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারী ছুটির দিন বন্ধ)
📞 এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন ০১৬৮১০০৬৪১২, ০১৮৪৭১৯৯১৯০, ০১৯১৬৬৫৮৫২৫ অথবা, ৯৬১২৩৪৫-৫৪