11/10/2025
#আমরাহাসিছড়াই
স্মাইল ট্রেন এর সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারী করা হয়।
ঠোঁট কাটা রোগীর অস্ত্রোপচারঃ
জন্মগত ঠোঁট কাটা রোগীদের ৩ থেকে ৬ মাস বয়সে অস্ত্রোপচার করাতে হয়। শিশুর শরীরের ওজন বয়স অনুযায়ী ভাল অবস্থায় হওয়া চাই। এ বয়সের বড় যে কোন রোগীর অস্ত্রোপচার করা হয়।
তালু কাটা রোগীর অস্ত্রোপচারঃ
শিশু কথা বলা শুরু করার আগেই তালু কাটা রোগীর অস্ত্রোপচার করাতে হয়। শিশুর যদি অন্য কোন সমস্যা না থাকে তাহলে ৯ মাস থেকে ১৮ মাস বয়সে তালু কাটা অপারেশন করানো উচিত। যত দেরীতে অপারেশন করা হবে, শিশুর স্বাভাবিক কথা বলার সম্ভবনা ততই কমতে থাকবে।
মনে রাখতে হবে সঠিক সময়ে সঠিকভাবে অপারেশন করার উপর নির্ভর করছে শিশুর স্পষ্ট কথা বলা।
সেন্ট্রাল হাসপাতাল
গ্রীনরোড, ধানমন্ডি, ঢাকা।
০১৫৫৬ ৩০৪১৫৩
#তালুকাটা #ঠোঁটকাটা