
22/09/2023
***থানকুনিপাতার রস খেলে কি আসলেই স্মৃতি বাড়ে?***
থানকুনিপাতার রস স্মৃতিশক্তি বৃদ্ধি করে, এই ধারণার সঙ্গে আমরা সবাই পরিচিত। ধারণাটি আসলে কতটা যৌক্তিক?
চলুন থানকুনিপাতার রসের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া যাক।
**থানকুনিপাতার গুণ**
=>পায়ের ফোলা কমিয়ে রক্ত চলাচল বৃদ্ধি করে।
=>পোড়া ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে।
=>অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে।
=>স্নায়ুর প্রদাহজনিত রোগ যেমন আলঝেইমার, পারকিনসনস প্রতিরোধে সাহায্য করে।
=>চর্মরোগ যেমন ব্রণ, শ্বেতী নিরাময়ে সাহায্য করে।
=>বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে রাখে।
=>ওজন হ্রাস করে।
=>ফুসফুসের প্রদাহজনিত রোগ নিরাময়ে সাহায্য করে।
=>রক্তচাপ কমায়।
**থানকুনিপাতার রস সম্পর্কে ভ্রান্ত ধারণা**
>>স্মৃতিশক্তি বৃদ্ধি করে না।
>>আমাশয় নিরাময়ে কোনো ভূমিকা পালন করে না বরং থানকুনিপাতার রস সেবনের ফলে বমি বমি ভাব ও পেটে ব্যথা হতে পারে।
**যেসব ক্ষেত্রে থানকুনিপাতার রস নিরাপদ নয়**
>>যাঁরা লিভারজনিত জটিল রোগে ভুগছেন।
>>যাঁরা ঘুমের ওষুধ সেবন করছেন।
**সর্বোচ্চ কতটুকু খাওয়া যাবে**
>>প্রাপ্তবয়স্ক একজন মানুষ সর্বোচ্চ ৬০-১৫০ মিলিগ্রাম থানকুনিপাতার রস পান করতে পারবেন, ৪-১২ মাস পর্যন্ত।