18/12/2022
আমাদের সবার মাঝে আবার ফিরে আসলেন আরোহী ম্যাডাম ৷
তিনি মাঝখান দিতে চলে গিয়েছিলেন কিছু কারণে ৷ তিনি এখন ফিরে এসেছেন আজ থেকে তিনি আবার জয়েন দিয়েছেন আমাদের গ্রুপে ৷ তিনি আগে আমাদের গ্রুপে ডিরেক্টর ম্যাডাম ছিলেন কিন্তু তিনি চলে যাওয়ার পরে আমাদের গ্রুপের উনার এবং সিইও স্যার সিফাত সিদ্ধান্ত নিয়েছিলেন যে আরোহী ম্যাডামের বদলে অনামিকা ম্যাডামকে নিবেন৷কিন্তু আরোহী ম্যাডাম এখন ফিরে এসেছেন কিন্তু ওই আগের জায়গায় তিনি আর নেই ৷ আরোহী ম্যাডাম এখন থেকে এই গ্রুপের এজিএম হিসাবে কাজ করবে ৷