রহমতী বনাজী চিকিৎসালয় Rohmoti Bonaji Chikitsaloy

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • রহমতী বনাজী চিকিৎসালয় Rohmoti Bonaji Chikitsaloy

রহমতী বনাজী চিকিৎসালয় Rohmoti Bonaji Chikitsaloy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রহমতী বনাজী চিকিৎসালয় Rohmoti Bonaji Chikitsaloy, Medical and health, Kamrangir Char, dhaka, Dhaka.

রহমতী বনাজী একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান যা দীর্ঘ ২০ বছর ধরে গাছড়া ও বনাজী ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে মানুষকে সুস্থ করে তুলছে কোন প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই।

প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সুরক্ষা: কেন ভেষজ চিকিৎসাকে উপেক্ষা করব?বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের নির্ভরত...
26/02/2025

প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সুরক্ষা: কেন ভেষজ চিকিৎসাকে উপেক্ষা করব?
বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের নির্ভরতা বেড়েছে অত্যন্ত। সামান্য অসুস্থতাতেই আমরা ছুটে যাই ডাক্তারের কাছে, ভরে নিই ব্যথানাশক ওষুধের পর্চা। কয়েকদিন সুস্থ থাকার পর আবারও নতুন সমস্যা, আবারও নতুন চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শও একই রকম—"এই ওষুধে কাজ না হলে পরের সপ্তাহে অন্য অপশন দেখব।"

এত ওষুধ সেবন করে কি শরীর টিকে থাকে? কখনো ভেবে দেখেছেন, শৈশব থেকে এ পর্যন্ত যত গুলি বড়ি খেয়েছি, সেগুলো জমা করলে হয়তো একটি ফার্মেসি খোলা যেত! কিন্তু অসুখে পড়লে ওষুধ তো খেতেই হয়—এটাই নিয়ম।

কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই রাসায়নিক দ্রব্যগুলো আসলে কী? কিংবা কোন উপাদান কীভাবে রোগ সারায়? কারোই সম্ভবত এত ভাবার সময় নেই। সবাই ব্যস্ত। ওষুধ খেয়ে সুস্থ হচ্ছি, তাহলে আর ভাবনা কিসের?

এসব আলোচনা বাদ দিলেও, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নামক শব্দটি কি আমাদের আতঙ্কিত করে না? প্রতিবার ওষুধ খাওয়ার আগেই আমরা গুগলে সার্চ করি—"এটার সাইড ইফেক্ট কী?" কিন্তু কেনই বা তৈরি হয় এই ঝুঁকি? প্রকৃতিতে এমন কোন ভেষজ কি নেই যার কোন ক্ষতিকর প্রভাব নেই?

অনেকে পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে হোমিওপ্যাথির শরণাপন্ন হন। কখনো কখনো ভাল ফলও মেলে। কিন্তু যদি উভয় পদ্ধতিই ব্যর্থ হয়, তখন কী করবেন?

চলুন ইতিহাসের পাতায় ফিরে যাই। প্রাচীনকালে মানুষ প্রকৃতির সান্নিধ্যেই রোগমুক্ত হতো। উদাহরণ হিসেবে বলি: শৈশবে গ্রামের পথে হাঁটতে গিয়ে এক বিষাক্ত লতার সংস্পর্শে এসে হাত ফুলে গিয়েছিল। এক বৃদ্ধা তখন সেই লতার রসই ব্যবহার করে জ্বালা কমিয়েছিলেন। এটি ছিল প্রকৃতিরই অলৌকিক চিকিৎসা!

বিজ্ঞানের যুগে এসে আমরা গাছের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করি। ধরুন, জ্বর কমানোর জন্য ব্যবহৃত একটি গাছের পাতায় ১০০টি উপাদান পাওয়া গেল। গবেষণায় দেখা গেল মাত্র ৫টি উপাদান জ্বর কমায়। বাকিগুলো? সেগুলো মূল উপাদানগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ করে! কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো শুধু কার্যকরী উপাদান আলাদা করে বড়ি বানায়। ফলে পার্শ্বপ্রতিক্রিয়া অনিবার্য হয়ে ওঠে।

একই ওষুধ দীর্ঘদিন সেবনে নতুন রোগের সৃষ্টি হয়। যেমন—মাথাব্যথার ওষুধে সর্দি, তারপর সর্দির ওষুধে বুকে জ্বালা। এভাবেই চক্র চলতে থাকে। সমাধান? প্রকৃতির পথে ফেরা।

কিন্তু সমস্যা কোথায়? অসাধু বিক্রেতারা মেডিসিনের নামে নিম্নমানের পণ্য বিক্রি করে জনবিশ্বাস নষ্ট করেছে। অথচ আদা-মধুর মতো সাধারণ উপাদানই অ্যাসিডিটি কমাতে পারে ওষুধের চেয়ে ভালোভাবে!

পরিশেষে বলব—জরুরি অবস্থায় আধুনিক চিকিৎসা নিন, কিন্তু দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যায় প্রকৃতির শরণাপন্ন হোন। আপনার অবহেলিত গাছগাছড়াই হয়তো ফিরিয়ে দিতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি।

কিছু কিছু ফল বা সবজি রয়েছে, যেগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়বেই। তবে একটু সচেতন হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ইউরিক অ্যাসি...
14/11/2023

কিছু কিছু ফল বা সবজি রয়েছে, যেগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়বেই। তবে একটু সচেতন হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ইউরিক অ্যাসিড অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। যেমন বেশি চর্বিযুক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে—গরু, খাসি, ভেড়া মহিষ ইত্যাদি প্রাণীর মাংস। সব রকমের ডাল, বাদাম, মটরশুঁটি, শিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি পরিহার করতে হবে। কিছু কিছু শাকসবজি খাওয়া যাবে না। যেমন: পালংশাক, পুঁইশাক, ফুলকপি, মিষ্টিকুমড়া, ঢ্যাঁড়স, পাকা টমেটো।

18/09/2023

🛑 ব্যথার জন্য অনেক তো ঔষধ খেলেন, এবার প্রাকৃতিক ঔষধ খেয়েই দেখুন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। ❤️

🎄🎄গাছ লাগান, গাছের তৈরি ঔষধ সেবনে অভ্যস্ত হোন!

আমাদের ঔষধ সম্পর্কে একজন নিয়মিত গ্রাহকের অভিব্যক্তি...
যাচাই বাছাই করে ঔষধ খেয়ে উপকৃত হোন।

সারাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা ঔষধ পাঠিয়ে থাকি, বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন 01747522100 অথবা 01728270518 নাম্বারে (সকাল ১০ টা থেকে রাত ১০ টা)

ডেইজিসদৃশ ফুলের অধিকারী এই উদ্ভিদটি চাষ করলে কেবল এর ওষধি উপকারই নয়, সেইসঙ্গে আপনি পাবেন ফুলের মনমাতানো সৌন্দর্যও। হজমে ...
18/09/2023

ডেইজিসদৃশ ফুলের অধিকারী এই উদ্ভিদটি চাষ করলে কেবল এর ওষধি উপকারই নয়, সেইসঙ্গে আপনি পাবেন ফুলের মনমাতানো সৌন্দর্যও। হজমে সমস্যা,ত্বকে সংক্রমণ ক্যামোলিন সহজেই সমাধান করে দিতে পারে ছোটখাটো সমস্যা।

করোনা ভাইরাস, ক্যানসার, ডায়াবিটিস, হৃদরোগ, স্থূলতা ইত্যাদির মতো মারাত্মক রোগ সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। WHO-এর মত...
29/08/2023

করোনা ভাইরাস, ক্যানসার, ডায়াবিটিস, হৃদরোগ, স্থূলতা ইত্যাদির মতো মারাত্মক রোগ সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। WHO-এর মতে, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসতন্ত্র ও ফুসফুসের রোগ এবং ডায়াবিটিস বিশ্বে মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে এই বিপজ্জনক রোগের লক্ষণ শনাক্ত করে যদি প্রতিরোধ করা যায় তাহলে বিপদ কেটে যায় অনেকটাই। তার মধ্যে রয়েছে ভেষজ (Ayurveda) চিকিৎসা । এই চিকিৎসায় ব্যবহৃত কিছু পাতা যে কোনও রোগের চিকিৎসা করতে সাহায্য করে এবং বিজ্ঞান সেটিকে প্রমাণ করে।

আমাদের প্রতিদিনকার জীবনপ্রণালী এবং অনিয়ন্ত্রিত মাত্রায় চলাফেরা ও খাদ্যে বিভিন্নরকম উপাদানের অভাব ইত্যাদির কারণে আমরা হরহ...
01/08/2023

আমাদের প্রতিদিনকার জীবনপ্রণালী এবং অনিয়ন্ত্রিত মাত্রায় চলাফেরা ও খাদ্যে বিভিন্নরকম উপাদানের অভাব ইত্যাদির কারণে আমরা হরহামেশাই ব্যথায় ভুগছি। শরীরের ব্যথা বা বাতের ব্যথা যেটাই বলুন না কেন ব্যথা আমাদের নিত্যসঙ্গী। এই ব্যথা উপশম করার জন্য ওষুধ একটা কার্যকরী উপায়। আমাদের একটা বাজে অভ্যাস গড়ে উঠেছে শরীরে কোন ব্যথা হলেই পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খাই। ব্যথায় পেইন কিলার খাওয়া অবশ্যই ক্ষতিকর। এই সব ওষুধের প্রতিক্রিয়া এতটাই মারাত্নক যে তা কিডনি বা লিভারের ক্ষতি করে। তাই অসুস্থতা বা আঘাত থেকে ব্যথায় আর ওষুধ নয়, দারস্থ হোন কিছু প্রাকৃতিক উপায়ের। তাহলে ক্ষতিকর কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া হবে না, আবার ব্যথা থেকে মুক্তিও মিলবে।

বিশেষজ্ঞরা বলেন, প্রাকৃতিক ব্যথানাশক ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এতে একদিকে যেমন ব্যথা সেরে যায়, তেমনি স্বাস্থ্য থাকে ভালো।

গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছের তৈরি ঔষধ সেবনে অভ্যস্ত হোন ♥️
18/06/2023

গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছের তৈরি ঔষধ সেবনে অভ্যস্ত হোন ♥️

সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভেষজ ওষুধ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশসহ পৃথিবীর প্র...
13/06/2023

সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভেষজ ওষুধ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সর্বত্রই যুগ যুগ ধরে বিভিন্নরূপে ও বিভিন্ন নামে মানুষের স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ ওষুধ ব্যবহৃত হচ্ছে। ফলিত ও প্রযুক্তি বিজ্ঞানের চরম উৎকর্ষতার কারণে বর্তমানে ভেষজ ওষুধের উপযোগিতা শেষ হয়েছে বলে অনেকে মনে করলেও সে ধারণা দিনে দিনে ভুল প্রমাণিত হচ্ছে। নব নব বৈজ্ঞানিক আবিষ্কারে ভেষজ ওষুধ প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। ভেষজ ওষুধ অবশ্যই বিজ্ঞানসম্মত ও কার্যকরী। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। ভেষজ ওষুধের গুণাগুণ ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপিত সামগ্রিকভাবে ঔষধ বিজ্ঞান তথা আধুনিক অ্যালোপ্যাথিক ওষুধও সমভাবে প্রশ্নের সম্মুখীন হবে। কারণ এসব ওষুধের আদি ও মূল ভিত্তিও ভেষজ উদ্ভিদ এবং এখনো অসংখ্য আধুনিক অ্যালোপ্যাথিক ওষুধ সরাসরি উদ্ভিজ্জ দ্রব্য এবং সেগুলোর নিষ্কাশিত রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত মানুষ ভেষজ ওষুধের বদৌলতে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। পৃথিবীর সার্বিক জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ ভেষজ ওষুধের ওপর নির্ভর করে তাদের রোগব্যাধির চিকিৎসা করে থাকেন। অর্থাৎ ভেষজ ওষুধ না থাকলে এই বিরাট জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতো।

৩. ভাট ফুল বা বনজুঁইকৃমিনাশক এবং ডায়রিয়ার জন্য কাজ করে। কাঁচা হলুদের সঙ্গে পাতার রস মিশিয়ে খাওয়ানো হয়। যাদের চর্ম র...
11/06/2023

৩. ভাট ফুল বা বনজুঁই

কৃমিনাশক এবং ডায়রিয়ার জন্য কাজ করে। কাঁচা হলুদের সঙ্গে পাতার রস মিশিয়ে খাওয়ানো হয়। যাদের চর্ম রোগ রয়েছে, তারা এই ফুলের রস মালিশ করে উপকার পেয়েছেন।

আস সালামু আলাইকুম, আমাদের সম্মানিত রোগী, খুচরা ও পাইকারি ক্রেতাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক জানানো হচ্ছে যে, দ্...
31/05/2023

আস সালামু আলাইকুম,
আমাদের সম্মানিত রোগী, খুচরা ও পাইকারি ক্রেতাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক জানানো হচ্ছে যে, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির কারণে আমাদের ঔষধ প্রণালী প্রস্তুতকরণে ব্যয়ভার অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আগামী ১ই জুন থেকে ঔষধের মূল্য বেড়ে যাচ্ছে।
সুতরাং আপনারা যারা পূর্বের মূল্যে ঔষধ নিতে ইচ্ছুক আজকের ভেতর অর্ডার করার অনুরোধ করা হচ্ছে।

সকলের প্রতি শুভ কামনায়
—রহমতী বনাজী চিকিৎসালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিবিসি বাংলাকে বলছেন, ''পৃথিবীজুড়ে ৫০ হাজা...
28/05/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিবিসি বাংলাকে বলছেন, ''পৃথিবীজুড়ে ৫০ হাজারের ওপর এমন গাছ ও উদ্ভিদ রয়েছে, যা মানুষ নানা কাজে ওষুধ হিসাবে ব্যবহার করে। বাংলাদেশেও এরকম প্রায় ১৫০০ প্রজাতির তথ্য রয়েছে। এর মধ্যে অন্তত ৮০০ প্রজাতির গাছ ও উদ্ভিদের ঔষধি ক্ষমতার প্রমাণ আমরা পেয়েছি।''

এর অনেক গাছই আমাদের ঘরের আশেপাশে, অযত্নে, অবহেলায় বড় হয়ে ওঠে। আবার সংরক্ষণের অভাবে অনেক গাছ ও উদ্ভিদ এখন হারিয়ে যেতেও বসেছে।

Address

Kamrangir Char, Dhaka
Dhaka
1211

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801747522100

Alerts

Be the first to know and let us send you an email when রহমতী বনাজী চিকিৎসালয় Rohmoti Bonaji Chikitsaloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share