ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা Islamia Hospitals Bangladesh is one of the reputed hospitals in Dhaka City.

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সকল শ্রেণী পেশার মানুষের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচলিত শ্রেষ্ঠ দশটি হাসপাতালে সমমানের বা কোন কোন ক্ষেত্রে আরও উচ্চ মান সম্পন্ন টেকনোলজির সমন্বয়ে ইসলামিয়া জেনারেল হাসপাতালে এর চারটি শাখা সফলতার সাথে সম্পন্ন করার পর এবার প্রাথমিক 150 কোটি টাকা বাজেট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্রকল্প
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদা সমূহের মধ্যে অন্যতম। এই সেক্টরের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ সকল শ্রেণী পেশার মানুষের সেবায় অংশগ্রহণের সাথে, সততার ভিত্তিতে, নিরাপদ সেবা কার্যক্রম পরিচালনা করার মহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে,
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ
ঢাকা শহরের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ রাজধানী ঢাকা শহর সহ রায়েরবাগের আশেপাশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদাকে বিবেচনা করে এবং
উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে ঢাকা শহরে - যেমন - সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম , নোয়াখালী, ফেনী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে আসা উন্নত চিকিৎসা প্রত্যাশীদের চাহিদার আলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশদ্বারে, ঢাকা শহরের ভয়াবহ যানজটের মধ্যে না গিয়ে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, অত্যান্ত গুরুত্বপূর্ণ লোকেশন রায়েরবাগে
দুইটি প্রশস্ত ভবন নিয়ে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ খুব শীঘ্রই যাত্রা শুরু করবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসা অবকাঠামো অপ্রতুল, কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও তারা কাঙ্খিত মান সংরক্ষণ ও দায়িত্বশীলতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারছে না। অন্যদিকে মানসম্মত প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা ব্যয় বহন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে অসংখ্য মানুষ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। তাই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর জনসাধারণের আস্থাহীনতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যা কোভিড19 পরিস্থিতিতে আরো পরিষ্কার ভাবে প্রমানিত হয়েছে।

তাই সকল স্তরের মানুষের জন্য সর্বোন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করার মহান প্রত্যয় নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠাসহ আমাদের সক্ষমতার আলোকে দেশের স্বাস্থ্য খাতে সম্ভাব্য অবদান রাখতে চাই। ইতোমধ্যে আমাদের তত্ত্বাবধানে ঢাকার সায়েদাবাদ, খিলগাঁও এবং ডেমরায় তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। তাই আমরা আধুনিক চিকিৎসার প্রতিটি স্তরে নিজেদেরকে সন্নিবেশিত করার প্রত্যয় নিয়ে নতুন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছি। উক্ত সিদ্ধান্ত ও প্রত্যাশার বাস্তবায়নে সমাজের কিছু উদ্যমী, মানবতাবাদী ব্যক্তিবর্গের সম্পৃক্ততা প্রয়োজন।
অত্যাধুনিক চিকিৎসা সেবার কাঙ্খিত আয়োজনের মাধ্যমে আমরা পার্থিব ও পরোলৌকিক জীবনকে আলোকময় করতে চাই। এক্ষেত্রে আমরা সর্বসাধারণের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রকল্পের নাম ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মিশন অ্যান্ড ভিশন-
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তুলনামূলক কম খরচে, সর্বোচ্চ মান সংরক্ষণ করে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কাঙ্খিত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজে সম্ভাব্য অবদান রাখা।

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ভিশন।
স্বাস্থ্যখাতে আর্ত মানবতার সেবার জন্য কাঙ্ক্ষিত সেবা সুনিশ্চিতকরণ এর মাধ্যমে পার্থিব ও পরোলৌকিক জীবনে মহান রবের সন্তোষ অর্জন।

হাসপাতালে যে সকল বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে-
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এ থাকবে ডায়াগনস্টিক সেবা, ইমেজিং সেবা, কনসালটেশন এবং হাসপাতাল ইনডোর সেবা।

ডায়াগনস্টিক সেবা যেমন-
Pathology, biochemistry, immunology, serology hematology microbiology, clinical pathology, histopathology, Cytology.

ইমেজিং সেবার মধ্যে রয়েছে-
MRI, CT SCAN, 1000/500MA DIGITAL X RAY, DIGITAL X RAY OPG, 4D ultrasonogram, ETT, EEG, VIDEO ENDOSCOPY, COLONOSCOPY, BRONCHOCOPY, ECHO CARDIOGRAM, COLOR DOPPLER, ECG, VASCULAR DOPPLER, SPIROMETRY.
কন্সেন্ট্রেশন এবং হাসপাতাল ইনডোর সেবা
OBSTETRICS & GYNECOLOGY, PEDIATRICS MEDICINE, GENERAL SURGERY, NEURO SURGERY, INTERNAL MEDICINE, NEURO MEDICINE, NEUROLOGY, PAIN CURE AND REHABILITATION CENTRE, NAPHROLOGY, GASTRO ENTEROLOGY, RESPIRATORY MEDICINE, SKIN VD, EYE CENTRE, DENTAL, DEPARTMENT OF ONCOLOGY, CARDIOLOGY, ORTHOPEDICS, HEMATOLOGY, HEPATOLOGY, DIABETOLOGY, ENT, INFERTILITY CENTRE, PHYSICAL MEDICINE
বিশেষায়িত হাসপাতালের ইনডোর সেবা
INTENSIVE CARE IMAGE ICU,
CORONARY CARE UNIT, NICU, KIDNEY DIALYSIS UNIT, MATERNAL AND NEONATAL HEALTH CARE, SPECIALISED SURGERY SUCH AS UROLOGY, ORTHOPEDICS, NEUROSURGERY, VASCULAR SURGERY, ENT, PLASTIC SURGERY, PAEDIATRIC SURGERY, PHACO SURGERY, ALL TYPE OF LAPAROSCOPIC SURGERY, OPERATION THEATRE WITH ALL UPDATED MACHINERIES SUCH AS CRM, PCNL, UROLOGY, G ANESTHESIA ETC
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ইমারজেন্সি সেবা

24 hour emergency medical officer,
Vaccination centre, 24 hour allergy services,
24 hours ambulance service
এছাড়াও থাকছে হাছানা হেলথ কার্ড । এই হেলথ কার্ড টি একটি যুগান্তকারী চিন্তা, বিশেষ এই কার্ডটি যারা সংগ্রহ করবেন এই কার্ডধারীদের জন্য রয়েছে স্বাস্থ্যসেবায় বিশাল সুযোগ সুবিধা সমূহ।
সব মিলিয়ে স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী ভূমিকা নিয়ে আসছে ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ।

অর্থাৎ ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ মানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হচ্ছেনা, মানবকল্যাণের ব্রত নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান, সর্বোপরি এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, আপনিও এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, আপনিও এই হাসপাতালে উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে পারেন।
সম্ভাব্য সকলের সহযোগিতা কামনা করছি।
আল্লাহ হাফেজ

25/11/2025
মরহুম মাওলানা আব্দুল হাই (রহ.) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল ২০২৫১৪ ই নভেম্বর, শুক্রবার বা'দ আসর...
13/11/2025

মরহুম মাওলানা আব্দুল হাই (রহ.) মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে সীরাতুন্নবী (সা:) মাহফিল ২০২৫

১৪ ই নভেম্বর, শুক্রবার বা'দ আসর থেকে
স্থান: হালিমা দিঘীরপাড় জামে মসজিদ প্রাঙ্গন
চাটখিল, নোয়াখালী।

প্রধান আলোচক
মাওলানা মুহাম্মদ ইসমাইল
উপাধ্যক্ষ, লক্ষীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, লক্ষীপুর

বিশেষ মেহমান
সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন
সাবেক সহকারী শিক্ষক, চাটখিল কামিল মাদ্রাসা

মাওলানা কবির আহমেদ
খতিব, হালিমা দিঘীর পাড় জামে মসজিদ

ইঞ্জি: মো: মুরাদ হোসেন
সভাপতি, হালিমা দিঘীর পাড় জামে মসজিদ

সভাপতি
আবুল হাসনাত মোঃ মোরতাজা
পিএইচডি ফেলো (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)
ব্যবস্থাপনা পরিচালক, ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা

সার্বিক ব্যবস্থাপনায়:
মাওলানা আব্দুল হাই (রহ.) মেমোরিয়াল ট্রাস্ট

28/10/2025

Job vacancy.
Vacancy - 04
Post - Physiotherapist
Gender - Male - 02, Female - 02
Requirements - Diploma in health technology (Physiotherapy) with minimum one year work experience
salary- Negotiable
Contact - 01404018831, 01811760807
email: career.ihbd@gmail.com
or
https://ihbdl.com/career

Location :
Islamia Hospitals Bangladesh, Dhaka

Islamia Hospitals Bangladesh is one of the reputed hospitals in Dhaka City.

25/10/2025

আসসালামু আলাইকুম।
এই ভিডিওতে পরিচিত হোন ডাঃ মাহমুদুর রহমান ইমরুল – অভিজ্ঞ অর্থোপেডিক ও ট্রমা সার্জন, যিনি দীর্ঘদিন ধরে হাড়, জয়েন্ট ও মেরুদণ্ডের সমস্যার উন্নত চিকিৎসা দিয়ে আসছেন।

📘 যোগ্যতা:

এম.বি.বি.এস

ডি-অর্থো (বিএসএমএমইউ)

এম.এস (অর্থোপেডিক সার্জারি), জাতীয় পঙ্গু হাসপাতাল, ঢাকা

🏥 বর্তমান পদ:
সহকারী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগ
বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

💡 চিকিৎসার বিশেষ ক্ষেত্র:
✔ মেরুদণ্ডের ব্যথা ও সমস্যা
✔ হাড় ভাঙা ও জোড়া লাগানো
✔ বাত ও হাঁটুর ব্যথা
✔ আঘাতজনিত হাড়ের জটিলতা
✔ জয়েন্ট রিপ্লেসমেন্ট ও ট্রমা ম্যানেজমেন্ট

🚑 চেম্বার: ইসলামিয়া হাসপাতাল, রায়েরবাগ, ঢাকা

বর্তমান সময়ে দুর্ঘটনা বা ছোট আঘাত থেকেও বড় সমস্যা হতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা নিন এবং থাকুন সুস্থ, সক্রিয় ও ব্যথামুক্ত।

🩺 সুস্থ চলাফেরা, ব্যথামুক্ত জীবন – এটাই আমাদের লক্ষ্য।
📞 আরও তথ্য ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন ইসলামিয়া হাসপাতাল, রায়েরবাগ।

11/10/2025

মৌসুমি পরিবর্তনের সময় হাঁপানি (Asthma) রোগীদের জন্য আবহাওয়ার পরিবর্তন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় — বিশেষ করে শীত আসা বা ...
05/10/2025

মৌসুমি পরিবর্তনের সময় হাঁপানি (Asthma) রোগীদের জন্য আবহাওয়ার পরিবর্তন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় — বিশেষ করে শীত আসা বা বর্ষা শুরু হলে। নিচে মৌসুমি পরিবর্তনে হাঁপানি নিয়ন্ত্রণে কার্যকর কিছু পরামর্শ দেওয়া হলো 👇

🌦️ ১. আবহাওয়ার পরিবর্তনে সতর্ক থাকুন

হঠাৎ ঠান্ডা বা গরম বাতাসে বের হওয়ার আগে মাস্ক বা স্কার্ফ ব্যবহার করুন।

সকালে কুয়াশা বা ধুলাবালি বেশি থাকলে বাইরে যাওয়া এড়িয়ে চলুন।

ঘরের তাপমাত্রা হঠাৎ পরিবর্তন না করে ধীরে ধীরে সামঞ্জস্য করুন।

🏡 ২. পরিবেশ পরিষ্কার ও ধুলামুক্ত রাখুন

ঘরের ধুলো, পরাগ (pollen), ছত্রাক (mold), ও ধোঁয়া হাঁপানির বড় ট্রিগার।

নিয়মিত বিছানার চাদর, বালিশ, পর্দা পরিষ্কার করুন।

ঘরে কার্পেট ব্যবহার না করাই ভালো, কারণ এতে ধুলা জমে।

ধূপ, মোমবাতি বা সুগন্ধি স্প্রে পরিহার করুন।

💊 ৩. নিয়মিত ইনহেলার ব্যবহার করুন

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কন্ট্রোলার ইনহেলার নিয়মিত ব্যবহার করুন।

হঠাৎ শ্বাসকষ্ট বা হাঁপানি অ্যাটাকের সময় রিলিভার ইনহেলার (যেমন Salbutamol) ব্যবহার করুন।

ইনহেলারের সঠিক পদ্ধতি নিশ্চিত করুন — প্রয়োজনে চিকিৎসকের কাছ থেকে আবার শিখে নিন।

🍎 ৪. খাদ্যাভ্যাস ও শারীরিক যত্ন

গরম, ঠান্ডা বা ধুলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

প্রচুর পানি পান করুন এবং সুষম খাবার খান।

হাঁপানি ট্রিগার করে এমন খাবার (যেমন ঠান্ডা পানীয়, অতিরিক্ত মশলাদার খাবার, বা সংরক্ষিত খাবার) পরিহার করুন।

🧘 ৫. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

মানসিক চাপ ও উদ্বেগ হাঁপানিকে বাড়াতে পারে।

হালকা ব্যায়াম, যোগব্যায়াম, বা মেডিটেশন করতে পারেন (চিকিৎসকের পরামর্শে)।

🚑 ৬. প্রয়োজনে চিকিৎসা গ্রহণ

মৌসুমি পরিবর্তনের সময় হাঁপানি বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন।

নিয়মিত ফলোআপ করে ওষুধের ডোজ প্রয়োজন অনুযায়ী সমন্বয় করুন।

ঘরে হাঁপানি নিয়ন্ত্রণের পরিকল্পনা (Asthma Action Plan) রাখুন।

10/09/2025

তারিখ: ১০ই সেপ্টেম্বর, ২০২৫, ২৬শে ভাদ্র, ১৪৩২, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালকের চায়না সফর

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল হাসনাত মোঃ মোরতাজা এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি Mindray Bio-Medical Electronics Co., Ltd. এর আমন্ত্রণে চায়না সফর করেন।
সফরকালে প্রতিনিধি দল Mindray Bio-Medical Electronics Co., Ltd. এর প্রধান কার্যালয় এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ভিজিট করেন। তারা কোম্পানির মেডিকেল প্রযুক্তি, আধুনিক উদ্ভাবন ও স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া, প্রতিনিধি দল BatterGo (SHANGHAI) TECH. CO., LTD এর সাথে চায়না ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা ও সেবা বিনিময় বিষয়ে গঠনমূলক দ্বিপাক্ষিক আলোচনা করেন। আলোচনার ধারাবাহিকতায় শীঘ্রই BatterGo (SHANGHAI) TECH. CO., LTD এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক Mr. Harold Geng ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ সফর করবেন।
মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের সফরসঙ্গী ছিলেন হাসপাতালের পরিচালক তৌহিদুল ইসলাম , Mindray বাংলাদেশ প্রতিনিধি জনাব রাসেল রানা , TEX PROMOTION INC (H.K) LIMITED এর CEO জি কে সিদ্দিকী প্রমুখ।

তথ্য ও প্রচার বিভাগ
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ

Islamia Hospitals Bangladesh is one of the reputed hospitals in Dhaka City.

25/08/2025

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শরী'আহ কমপ্লায়েন্স ধারণার প্রয়োগ : একটি পর্যালোচনা- শীর্ষক পিএইচডি সেমিনারে প্রবন্ধ উপস্থাপন

https://www.facebook.com/share/v/14Lkxe15ZLh

03/08/2025

Meet Dr. Merazul Alam – Chest, Medicine & Diabetes Specialist | Islamia Hospital Rayerbag

আসসালামু আলাইকুম।
এই ভিডিওতে আমরা পরিচিত হব ডাঃ মেরাজুল আলম স্যারের সঙ্গে – যিনি একজন অভিজ্ঞ বক্ষ্যব্যাধি, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ।

🎓 যোগ্যতা:
MBBS, BCS (Health), DTCD (Chest Diseases), FCPS (Medicine – FP), FCCP, CCD (Diabetes - BIRDEM)
বর্তমানে তিনি জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সঙ্গে যুক্ত।

🩺 চিকিৎসাসেবার আওতায় রয়েছে:

হাঁপানি, সিওপিডি, ব্রংকাইটিস

যক্ষ্মা ও অন্যান্য ফুসফুসের সংক্রমণ

দীর্ঘমেয়াদি কাশি ও শ্বাসকষ্ট

ডায়াবেটিস ও হাইপারটেনশন

জ্বর, দুর্বলতা, মাথাব্যথাসহ অন্যান্য মেডিসিন সমস্যা

🏥 চেম্বার:
রায়েরবাগ ইসলামিয়া হাসপাতাল, যেখানে রয়েছে আধুনিক ল্যাব, এক্স-রে, ইসিজি ও অন্যান্য সুবিধা।

🫁 আপনার সুস্থ শ্বাস-প্রশ্বাসই আমাদের অঙ্গীকার।

📞 যোগাযোগ ও অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই কল করুন।

Islamia Hospitals Bangladesh
Hotline: 09610 995555
Website: www.ihbdl.com

Address

Madinabag, Rayerbag, Kadamtali
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category