ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা।

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা। Islamia Hospitals Bangladesh is one of the reputed hospitals in Dhaka City.

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সকল শ্রেণী পেশার মানুষের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচলিত শ্রেষ্ঠ দশটি হাসপাতালে সমমানের বা কোন কোন ক্ষেত্রে আরও উচ্চ মান সম্পন্ন টেকনোলজির সমন্বয়ে ইসলামিয়া জেনারেল হাসপাতালে এর চারটি শাখা সফলতার সাথে সম্পন্ন করার পর এবার প্রাথমিক 150 কোটি টাকা বাজেট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্রকল্প
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।

স্বাস্থ্যসেবা

মানুষের মৌলিক চাহিদা সমূহের মধ্যে অন্যতম। এই সেক্টরের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ সকল শ্রেণী পেশার মানুষের সেবায় অংশগ্রহণের সাথে, সততার ভিত্তিতে, নিরাপদ সেবা কার্যক্রম পরিচালনা করার মহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে,
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ
ঢাকা শহরের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ রাজধানী ঢাকা শহর সহ রায়েরবাগের আশেপাশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদাকে বিবেচনা করে এবং
উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে ঢাকা শহরে - যেমন - সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম , নোয়াখালী, ফেনী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে আসা উন্নত চিকিৎসা প্রত্যাশীদের চাহিদার আলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশদ্বারে, ঢাকা শহরের ভয়াবহ যানজটের মধ্যে না গিয়ে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, অত্যান্ত গুরুত্বপূর্ণ লোকেশন রায়েরবাগে
দুইটি প্রশস্ত ভবন নিয়ে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ খুব শীঘ্রই যাত্রা শুরু করবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসা অবকাঠামো অপ্রতুল, কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও তারা কাঙ্খিত মান সংরক্ষণ ও দায়িত্বশীলতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারছে না। অন্যদিকে মানসম্মত প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা ব্যয় বহন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে অসংখ্য মানুষ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। তাই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর জনসাধারণের আস্থাহীনতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যা কোভিড19 পরিস্থিতিতে আরো পরিষ্কার ভাবে প্রমানিত হয়েছে।

তাই সকল স্তরের মানুষের জন্য সর্বোন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করার মহান প্রত্যয় নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠাসহ আমাদের সক্ষমতার আলোকে দেশের স্বাস্থ্য খাতে সম্ভাব্য অবদান রাখতে চাই। ইতোমধ্যে আমাদের তত্ত্বাবধানে ঢাকার সায়েদাবাদ, খিলগাঁও এবং ডেমরায় তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। তাই আমরা আধুনিক চিকিৎসার প্রতিটি স্তরে নিজেদেরকে সন্নিবেশিত করার প্রত্যয় নিয়ে নতুন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছি। উক্ত সিদ্ধান্ত ও প্রত্যাশার বাস্তবায়নে সমাজের কিছু উদ্যমী, মানবতাবাদী ব্যক্তিবর্গের সম্পৃক্ততা প্রয়োজন।
অত্যাধুনিক চিকিৎসা সেবার কাঙ্খিত আয়োজনের মাধ্যমে আমরা পার্থিব ও পরোলৌকিক জীবনকে আলোকময় করতে চাই। এক্ষেত্রে আমরা সর্বসাধারণের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রকল্পের নাম ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মিশন অ্যান্ড ভিশন-
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তুলনামূলক কম খরচে, সর্বোচ্চ মান সংরক্ষণ করে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কাঙ্খিত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজে সম্ভাব্য অবদান রাখা।

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ভিশন।
স্বাস্থ্যখাতে আর্ত মানবতার সেবার জন্য কাঙ্ক্ষিত সেবা সুনিশ্চিতকরণ এর মাধ্যমে পার্থিব ও পরোলৌকিক জীবনে মহান রবের সন্তোষ অর্জন।

হাসপাতালে যে সকল বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে-
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এ থাকবে ডায়াগনস্টিক সেবা, ইমেজিং সেবা, কনসালটেশন এবং হাসপাতাল ইনডোর সেবা।

ডায়াগনস্টিক সেবা যেমন-
Pathology, biochemistry, immunology, serology hematology microbiology, clinical pathology, histopathology, Cytology.

ইমেজিং সেবার মধ্যে রয়েছে-
MRI, CT SCAN, 1000/500MA DIGITAL X RAY, DIGITAL X RAY OPG, 4D ultrasonogram, ETT, EEG, VIDEO ENDOSCOPY, COLONOSCOPY, BRONCHOCOPY, ECHO CARDIOGRAM, COLOR DOPPLER, ECG, VASCULAR DOPPLER, SPIROMETRY.
কন্সেন্ট্রেশন এবং হাসপাতাল ইনডোর সেবা
OBSTETRICS & GYNECOLOGY, PEDIATRICS MEDICINE, GENERAL SURGERY, NEURO SURGERY, INTERNAL MEDICINE, NEURO MEDICINE, NEUROLOGY, PAIN CURE AND REHABILITATION CENTRE, NAPHROLOGY, GASTRO ENTEROLOGY, RESPIRATORY MEDICINE, SKIN VD, EYE CENTRE, DENTAL, DEPARTMENT OF ONCOLOGY, CARDIOLOGY, ORTHOPEDICS, HEMATOLOGY, HEPATOLOGY, DIABETOLOGY, ENT, INFERTILITY CENTRE, PHYSICAL MEDICINE
বিশেষায়িত হাসপাতালের ইনডোর সেবা
INTENSIVE CARE IMAGE ICU,
CORONARY CARE UNIT, NICU, KIDNEY DIALYSIS UNIT, MATERNAL AND NEONATAL HEALTH CARE, SPECIALISED SURGERY SUCH AS UROLOGY, ORTHOPEDICS, NEUROSURGERY, VASCULAR SURGERY, ENT, PLASTIC SURGERY, PAEDIATRIC SURGERY, PHACO SURGERY, ALL TYPE OF LAPAROSCOPIC SURGERY, OPERATION THEATRE WITH ALL UPDATED MACHINERIES SUCH AS CRM, PCNL, UROLOGY, G ANESTHESIA ETC
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ইমারজেন্সি সেবা

24 hour emergency medical officer,
Vaccination centre, 24 hour allergy services,
24 hours ambulance service
এছাড়াও থাকছে হাছানা হেলথ কার্ড । এই হেলথ কার্ড টি একটি যুগান্তকারী চিন্তা, বিশেষ এই কার্ডটি যারা সংগ্রহ করবেন এই কার্ডধারীদের জন্য রয়েছে স্বাস্থ্যসেবায় বিশাল সুযোগ সুবিধা সমূহ।
সব মিলিয়ে স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী ভূমিকা নিয়ে আসছে ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ।

অর্থাৎ ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ মানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হচ্ছেনা, মানবকল্যাণের ব্রত নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান, সর্বোপরি এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, আপনিও এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, আপনিও এই হাসপাতালে উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে পারেন।
সম্ভাব্য সকলের সহযোগিতা কামনা করছি।
আল্লাহ হাফেজ

উত্তরা মাইলস্টোন স্কুলের এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা গভীর ভাবে শোকাহত, মর্মাহত।
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা গভীর ভাবে শোকাহত, মর্মাহত।

07/07/2025

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

দারস উপস্থাপন করেন তামিরুল মিল্লাত মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান।

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকর্...
06/07/2025

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের কর্পোরেট অফিসে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল হাসনাত মোঃ মোরতাজা। তিনি হাসপাতালের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বিষয়ে গুরুত্ব আরোপ করে স্বাস্থ্য সেবাকে এবাদত হিসেবে নিতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ মোঃ খলিল উল্লাহ, দারস উপস্থাপন করেন তামিরুল মিল্লাত মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি মিজানুর রহমান। আলোচনা করেন ইসলামি ব্যাংক হাসপাতাল, কাকরাইল শাখার প্রশাসনিক ইনচার্জ আব্দুল আজিজ রিয়াদ, হাসপাতাল ইনচার্জ জনাব আবু জাফর মোঃ সালেহ এবং লিগ্যাল ইনচার্জ জনাব আবুল বারাকাত সহ অনেকে।

তথ্য ও প্রচার বিভাগ
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ

28/06/2025

সবার জন্য সেবা
Service for All

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ-এ সম্প্রতি পরিদর্শন করেছেন বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ Dr. Ejajul Islam, MBBS, DNM (DU)।

🔍 তিনি ঘুরে দেখেন হাসপাতালের চলমান ১ ও ২ নং ভবন এবং নির্মাণাধীন ৩ নং ভবনের অবকাঠামো ও অগ্রগতি।

তিনি হাসপাতালের পরিবেশ, রোগীসেবার মান, স্বাস্থ্যসেবা অবকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন।

🎤 পরিদর্শন শেষে তিনি হাসপাতাল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা দেন, যেখানে তিনি তুলে ধরেন হাসপাতালের
✅ রোগীসেবা
✅ টিমওয়ার্ক ও পেশাদারিত্ব
✅ উন্নয়নধর্মী দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাঁর মতামত।

Islamia Hospitals Bangladesh
Hotline: 09610 995555
Website: www.ihbdl.com

Membership CardGuidelines..সবার জন্য সেবাService for AllIslamia Hospitals Bangladesh Hotline: 09610 995555Website: www.i...
28/06/2025

Membership Card
Guidelines..

সবার জন্য সেবা
Service for All

Islamia Hospitals Bangladesh
Hotline: 09610 995555
Website: www.ihbdl.com

সার্জিক্যালসেবা মাস ২০২৫(১৫ জুলাই - ১৫ আগস্ট)সবার জন্য সেবাService for AllIslamia Hospitals Bangladesh Hotline: 09610 99...
28/06/2025

সার্জিক্যাল
সেবা মাস ২০২৫
(১৫ জুলাই - ১৫ আগস্ট)

সবার জন্য সেবা
Service for All

Islamia Hospitals Bangladesh
Hotline: 09610 995555
Website: www.ihbdl.com

ইসলামিয়া  হাসপাতাল  বাংলাদেশ,রায়েরবাগ, ঢাকা স্বাস্থ্য সেবায় এক নতুন,ব্যতিক্রমী এবং মানসম্মত পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা ...
27/05/2025

ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ,রায়েরবাগ, ঢাকা স্বাস্থ্য সেবায় এক নতুন,ব্যতিক্রমী এবং মানসম্মত পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা নিয়ে খুব শিগগিরই "service for all (সকলের জন্য সেবা) স্লোগান নিয়ে আনুষ্ঠানিক যাত্রার অপেক্ষায়...তিনটি ভবনের সমন্বয়ে বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাসপাতালটি বাংলাদেশের প্রথম শারিয়া ভিত্তিক হাসপাতাল হিসেবে স্বাস্থ্য সেবায় আলো ছড়াবে, ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন তৈরীর অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার ইজাজ সাহেবের সাথে আজকের কিছু খন্ড চিত্র

21/05/2025

কাতার প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা

প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোঃ মোরতাজা।

সভাপতি ছিলেন হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন।

সৌজন্যে: NTV

21/05/2025

কাতার প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মতবিনিময়

কাতারে প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ইসলামিয়া হাসপাতাল, বাংলাদেশের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দোহার একটি রেস্টুরেন্টে।

প্রধান অতিথি ছিলেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোঃ মোরতাজা।
সভাপতি ছিলেন – হাসপাতালের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন।

সৌজন্যে: DBC NEWS Daily
https://www.facebook.com/watch/?v=675028255316313

07/05/2025

মেডিসিন ও ডায়বেটিস রোগ বিশেষজ্ঞ
ডাঃ এস.এম. নাজমুল হক
Islamia Hospitals Bangladesh
Hotline: 09610 995555
Website: www.ihbdl.com

04/05/2025

ইসলামিয়া হাসপাতাল, বাংলাদেশ 🏥
টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন ✅
সফল! 🌟
ডাঃ রিয়াজ মাহমুদ
তারিখ: ২৪.০৪.২০২৫
Islamia Hospitals Bangladesh
Hotline: 09610 995555
Website: www.ihbdl.com

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন আন্তর্জাতিক শ্রমিক ...
30/04/2025

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অদ্য ৩০ এপ্রিল বুধবার বিকাল ৫:০০ টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোঃ মোরতাজা ।
উক্ত ফ্রি ক্যাম্পে ০১লা মে সকাল ৮:০০ টা থেকে দিনব্যাপী ইমার্জেন্সি, ডেন্টাল ও ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে ফ্রি তে রোগী দেখা হবে এবং ফ্রি তে ব্লাড গ্রুপিং করা হবে। এছাড়াও সকল বিশেষজ্ঞ ডাক্তারগন ১লা মে বিশেষ ছাড়ে রোগী দেখবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার খলিল উল্লাহ ও কোয়ালিটি এডুকেশন কলেজ এর সভাপতি জনাব কবির আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক যথাক্রমে জনাব মুস্তাফিজুর রহমান, জনাব আবুল বারাকাত, জনাব আবু জাফর মোঃ সালেহ, জনাব গাজী মোঃ আব্দুস শাকুর, জনাব কামাল হোসেন, জনাব মুহিব্বুল্লাহ, কর্পোরেট অফিস ইনচার্জ দিদার উল আলম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদের তাদের কাজের ন্যায্য মজুরি নির্ধারন, একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করনে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রমিকগন হচ্ছে হাদিসের ভাষায় আল্লাহর বন্ধু, তাই শ্রমিকদের অধিকার সংরক্ষনে মালিকগনকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি শ্রমিক দিবসে মেডিকেল ক্যাম্প আয়োজন করায় ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে মোবারকবাদ জানান।

তথ্য ও প্রচার বিভাগ
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ, ঢাকা।:

Share

Category