বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সকল শ্রেণী পেশার মানুষের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচলিত শ্রেষ্ঠ দশটি হাসপাতালে সমমানের বা কোন কোন ক্ষেত্রে আরও উচ্চ মান সম্পন্ন টেকনোলজির সমন্বয়ে ইসলামিয়া জেনারেল হাসপাতালে এর চারটি শাখা সফলতার সাথে সম্পন্ন করার পর এবার প্রাথমিক 150 কোটি টাকা বাজেট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্রকল্প
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
স্বাস্থ্যসেবা
মানুষের মৌলিক চাহিদা সমূহের মধ্যে অন্যতম। এই সেক্টরের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ সকল শ্রেণী পেশার মানুষের সেবায় অংশগ্রহণের সাথে, সততার ভিত্তিতে, নিরাপদ সেবা কার্যক্রম পরিচালনা করার মহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে,
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ
ঢাকা শহরের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ রাজধানী ঢাকা শহর সহ রায়েরবাগের আশেপাশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদাকে বিবেচনা করে এবং
উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে ঢাকা শহরে - যেমন - সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম , নোয়াখালী, ফেনী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে আসা উন্নত চিকিৎসা প্রত্যাশীদের চাহিদার আলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশদ্বারে, ঢাকা শহরের ভয়াবহ যানজটের মধ্যে না গিয়ে স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, অত্যান্ত গুরুত্বপূর্ণ লোকেশন রায়েরবাগে
দুইটি প্রশস্ত ভবন নিয়ে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ খুব শীঘ্রই যাত্রা শুরু করবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসা অবকাঠামো অপ্রতুল, কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও তারা কাঙ্খিত মান সংরক্ষণ ও দায়িত্বশীলতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারছে না। অন্যদিকে মানসম্মত প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা ব্যয় বহন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে অসংখ্য মানুষ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। তাই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর জনসাধারণের আস্থাহীনতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যা কোভিড19 পরিস্থিতিতে আরো পরিষ্কার ভাবে প্রমানিত হয়েছে।
তাই সকল স্তরের মানুষের জন্য সর্বোন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করার মহান প্রত্যয় নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠাসহ আমাদের সক্ষমতার আলোকে দেশের স্বাস্থ্য খাতে সম্ভাব্য অবদান রাখতে চাই। ইতোমধ্যে আমাদের তত্ত্বাবধানে ঢাকার সায়েদাবাদ, খিলগাঁও এবং ডেমরায় তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। তাই আমরা আধুনিক চিকিৎসার প্রতিটি স্তরে নিজেদেরকে সন্নিবেশিত করার প্রত্যয় নিয়ে নতুন একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছি। উক্ত সিদ্ধান্ত ও প্রত্যাশার বাস্তবায়নে সমাজের কিছু উদ্যমী, মানবতাবাদী ব্যক্তিবর্গের সম্পৃক্ততা প্রয়োজন।
অত্যাধুনিক চিকিৎসা সেবার কাঙ্খিত আয়োজনের মাধ্যমে আমরা পার্থিব ও পরোলৌকিক জীবনকে আলোকময় করতে চাই। এক্ষেত্রে আমরা সর্বসাধারণের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।
প্রকল্পের নাম ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এর মিশন অ্যান্ড ভিশন-
বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তুলনামূলক কম খরচে, সর্বোচ্চ মান সংরক্ষণ করে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য কাঙ্খিত চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজে সম্ভাব্য অবদান রাখা।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ভিশন।
স্বাস্থ্যখাতে আর্ত মানবতার সেবার জন্য কাঙ্ক্ষিত সেবা সুনিশ্চিতকরণ এর মাধ্যমে পার্থিব ও পরোলৌকিক জীবনে মহান রবের সন্তোষ অর্জন।
হাসপাতালে যে সকল বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে-
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ এ থাকবে ডায়াগনস্টিক সেবা, ইমেজিং সেবা, কনসালটেশন এবং হাসপাতাল ইনডোর সেবা।
ডায়াগনস্টিক সেবা যেমন-
Pathology, biochemistry, immunology, serology hematology microbiology, clinical pathology, histopathology, Cytology.
ইমেজিং সেবার মধ্যে রয়েছে-
MRI, CT SCAN, 1000/500MA DIGITAL X RAY, DIGITAL X RAY OPG, 4D ultrasonogram, ETT, EEG, VIDEO ENDOSCOPY, COLONOSCOPY, BRONCHOCOPY, ECHO CARDIOGRAM, COLOR DOPPLER, ECG, VASCULAR DOPPLER, SPIROMETRY.
কন্সেন্ট্রেশন এবং হাসপাতাল ইনডোর সেবা
OBSTETRICS & GYNECOLOGY, PEDIATRICS MEDICINE, GENERAL SURGERY, NEURO SURGERY, INTERNAL MEDICINE, NEURO MEDICINE, NEUROLOGY, PAIN CURE AND REHABILITATION CENTRE, NAPHROLOGY, GASTRO ENTEROLOGY, RESPIRATORY MEDICINE, SKIN VD, EYE CENTRE, DENTAL, DEPARTMENT OF ONCOLOGY, CARDIOLOGY, ORTHOPEDICS, HEMATOLOGY, HEPATOLOGY, DIABETOLOGY, ENT, INFERTILITY CENTRE, PHYSICAL MEDICINE
বিশেষায়িত হাসপাতালের ইনডোর সেবা
INTENSIVE CARE IMAGE ICU,
CORONARY CARE UNIT, NICU, KIDNEY DIALYSIS UNIT, MATERNAL AND NEONATAL HEALTH CARE, SPECIALISED SURGERY SUCH AS UROLOGY, ORTHOPEDICS, NEUROSURGERY, VASCULAR SURGERY, ENT, PLASTIC SURGERY, PAEDIATRIC SURGERY, PHACO SURGERY, ALL TYPE OF LAPAROSCOPIC SURGERY, OPERATION THEATRE WITH ALL UPDATED MACHINERIES SUCH AS CRM, PCNL, UROLOGY, G ANESTHESIA ETC
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের ইমারজেন্সি সেবা
24 hour emergency medical officer,
Vaccination centre, 24 hour allergy services,
24 hours ambulance service
এছাড়াও থাকছে হাছানা হেলথ কার্ড । এই হেলথ কার্ড টি একটি যুগান্তকারী চিন্তা, বিশেষ এই কার্ডটি যারা সংগ্রহ করবেন এই কার্ডধারীদের জন্য রয়েছে স্বাস্থ্যসেবায় বিশাল সুযোগ সুবিধা সমূহ।
সব মিলিয়ে স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী ভূমিকা নিয়ে আসছে ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ।
অর্থাৎ ইসলামিয়া হসপিটাল বাংলাদেশ মানে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হচ্ছেনা, মানবকল্যাণের ব্রত নিয়ে কাজ করবে এই প্রতিষ্ঠান, সর্বোপরি এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, আপনিও এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, আপনিও এই হাসপাতালে উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে পারেন।
সম্ভাব্য সকলের সহযোগিতা কামনা করছি।
আল্লাহ হাফেজ