15/06/2024
পলিপাস সমস্যার সমাধান নিয়ে আমরা আছি আপনার পাশে।
নাক বন্ধ হওয়া, বার বার হাঁচি আসা, সাইনোসাইটিস, ঘ্রাণশক্তি কমে যাওয়া, নাক দিয়ে ঘন স্রাব বা রক্ত বের হওয়া, নাক দিয়ে কথা বলা ও মুখ দিয়ে শ্বাস নেওয়া, নাকের মাংস বা হাড় বৃদ্ধি, হাড় ধ্বংসসহ যে কোনো ধরনের সমস্যা নিরাময়ের জন্য হোমিওপ্যাথিতে রয়েছে অত্যন্ত কার্যকর ওষুধ।
পলিপাস কী : :
পলিপাস হলো নাকের হাড় বা মাংস বৃদ্ধি। আমাদের মাথার খুলির মধ্যে নাকের হাড়ের আশপাশে কিছু বায়ুপূর্ণ স্থান থাকে। এদের ‘প্যারান্যাসাল সাইনাস’ বলা হয়। অবস্থান অনুযায়ী এদের বিভিন্ন নাম আছে। যেমন- ফ্রন্টাল ম্যাক্সিলারি, ইথময়ডাল, স্ফেনয়েড ইত্যাদি। পলিপাস হলো নাক এবং প্যারান্যাসাল সাইনাসের মধ্যকার মিউকাস টিস্যুর অতিরিক্ত বৃদ্ধি। এটি বড়সড় একটি বা একাধিক আঁচিলের মতো হয়ে থাকে
পলিপাস কত প্রকার : :
পলিপাসকে ধরন অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়ে থাকে-
১) মিউকাস পলিপাস : পলিপাসের মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং অ্যালার্জিজনিত কারণে এটি হয়ে থাকে
২) ফাংগাল পলিপাস : ‘রাইনো স্পোরিডিয়াম সিবেরি’ নামক একটি ফাংগাল ইনফেকশনের কারণে এ ধরনের পলিপাস হয়ে থাকে
৩) নেওপ্লাস্টিক পলিপাস : নাকের মধ্যে টিউমার বা ক্যান্সারজনিত কারণে এটি সৃষ্টি হয়ে থাকে
এই তিন ধরনের পলিপাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের হয়ে থাকে ‘মিউকাস পলিপাস’। তাই পলিপাস বলতে সাধারণত ‘মিউকাস পলিপাস’কেই বোঝানো হয়
পলিপাসের কারণ : :
পলিপাসের কারণ মূলত অ্যালার্জি। এর ফলে নাক এবং সাইনাসের মধ্যবর্তী স্থানে পানি জমে মিউকাস ফুলে ওঠে এবং নাকের মধ্যে শ্বাস চলাচলে এটি বাধার সৃষ্টি করে। অনেক সময় এই ফুলে ওঠা মিউকাসের ওপর ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হয়। এতে মিউকাসের ওপর অভিকর্ষের টান, ইনফেকশন ও নাক বন্ধ হওয়ায় নিঃশ্বাসের চাপের স্পর্শে সাইনাসের মিউকাস টিস্যুগুলো আরো স্পষ্টভাবে ফুলে ওঠে। একেই ন্যাসাল পলিপাস বা নাকের পলিপাস বলা হয়
কোনো কোনো ক্ষেত্রে পলিপাসগুলো নাকের ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে বেরিয়ে না এলে নাকের ভেতরে টর্চ ফেললে পলিপাস দেখা যায়
অনেকের সাইনাসের পলিপ আবার নাকের পেছনের দিকে বৃদ্ধি পায়
লক্ষণ ও উপসর্গ : :
# মাথাব্যথা ও মুখমণ্ডলে ব্যথা
# একটানা নাক বন্ধ
# প্রায়ই নাক অবরুদ্ধ থাকা
# নাক দিয়ে পানি বা শ্লেষ্মা ঝরা
# ঘ্রাণ-অনুভূতি চলে যাওয়া
# ঘুমের মধ্যে নাক ডাকা
# সাইনাসজনিত মাথাব্যথা
# কপাল ও মুখে চাপের অনুভূতি
# নাক থেকে রক্ত পড়া
# হাঁচি আসা
# ওপরের চোয়ালে ব্যথা
# ধুলো, রাসায়নিক পদার্থ ও ধোঁয়া
# নাকের প্রকৌষ্ঠে অস্বস্তি বা সাইনোসাইটিস
চিকিৎসা কী : :
অ্যালোপ্যাথ চিকিৎসায় রোগের প্রাথমিক পর্যায়ে নাকের স্প্রে এবং খাওয়ার ওষুধ দেয়া হয়ে থাকে। তবে পলিপাস বেড়ে গেলে তা নিরাময়ে অপারেশন করে ফেলে দেয়া হয়। কিন্তু অপারেশনের ফলে বিভিন্ন ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই নিরাপদ। তবে হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি ১ থেকে ২ মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হতে পারেন পলিপাস।
০১৭১১৯৭৬২০৫