Dr.Mahmud-Ur-Rahman Masud

Dr.Mahmud-Ur-Rahman Masud Urologist and andrologist
Endoscopic and Laparoscopic surgeon
(1)

Operation theatre is my favourite place as a surgeon.
26/07/2025

Operation theatre is my favourite place as a surgeon.

16/07/2025


15/07/2025

মূত্রথলির ক্যান্সার অপারেশন এর ভিডিও দেখতে পাচ্ছেন। এ অপারেশন কে আমরা বলি TURBT বা Transurethral Resection of Bladder Tumor. এ রোগীটি আমার চেম্বারে এসেছিল প্রস্রাবের সাথে রক্ত যাওয়া সমস্যা নিয়ে । আমি পরীক্ষার মাধ্যমে তার মূত্রথলির ভেতর টিউমার দেখতে পাই পরবর্তীতে তাকে আমি কাউন্সিলিং করি অপারেশনের জন্য। এ রোগিটি বেশ দেরিতে আমাদের কাছে এসেছিল তাই তার টিউমারটি বেশ বড় ছিল এবং আমরা দুটি জায়গায় টিউমার দেখতে পাই। কারো যদি প্রস্রাবের সাথে রক্ত যায় তবে দেরি না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন সম্ভব হলে একজন ইউরোলজিস্টকে দেখাবেন।

14/07/2025


প্রস্রাবের রাস্তার সংকীর্ণতার জন্য মেশিনের মাধ্যমে অপারেশন। যি ভিডিওটি আপনারা দেখছেন এ রোগীর জন্য মেশিন দিয়ে অপারেশন করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং। আল্লাহর রহমতে আমি সুন্দরভাবে অপরেশনটি সম্পন্ন করতে পেরেছিলাম।

13/07/2025

প্রস্রাবের রাস্তায় পর্দা বা Posterior Urethral Valve

12/07/2025


না কেটে ছিদ্র করে কিডনি পাথর বের করার অপারেশন।

10/07/2025

✅ বন্যা ও সাপের উপদ্রব: সবাই সতর্ক থাকুন!

বর্তমানে বন্যার কারণে বিভিন্ন এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যাচ্ছে। সবার জন্য কিছু জরুরি পরামর্শ:

🐍 ✔️ রাতে হাঁটার সময় টর্চ বা লাইট ব্যবহার করুন।
🐍 ✔️ ঘরের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন।
🐍 ✔️ মাটিতে না শুয়ে উঁচু জায়গায় ঘুমানোর চেষ্টা করুন।
🐍 ✔️ জুতো ছাড়া বাইরে যাবেন না।
🐍 ✔️ চাল, কাপড়, কাঠ বা অন্য কিছু সরানোর আগে সাবধানে দেখুন।
🐍 ✔️ ছোটদের সবসময় নজরে রাখুন।

✅ সাপে কামড় দিলে করণীয়:
⚕️ ভয় পাবেন না – নড়াচড়া কম করুন।
⚕️ কামড়ের জায়গা নাড়াচাড়া করবেন না।
⚕️ শক্ত করে বাঁধবেন না।
⚕️ যত দ্রুত সম্ভব হাসপাতালে যান।
⚕️ ওঝা বা ঝাড়ফুঁক নয় – চিকিৎসকের কাছে নিন।

✅ আসুন আমরা সচেতন হই, নিরাপদ থাকি।

Do you know that during dialysis, blood is removed from the body through the red tube, passed through the dialysis machi...
02/07/2025

Do you know that during dialysis, blood is removed from the body through the red tube, passed through the dialysis machine, and then reintroduced into the body through the blue tube.

This process is repeated for four hours while the patient remains immobile in bed.

The procedure is carried out three times a week, which results in twelve times a month, and each time it takes four hours, which results in a total of forty-eight hours a month.

For those not affected, this process of flushing your kidneys occurs automatically 36 times every day with zero effort or discomfort.

Always be grateful for what you have and take care of your kidneys.

Source: Quora

🔘মূত্রাশয়ের ক্যান্সার  (Urinary Bladder Cancer)৪৫ বছরের একজন পুরুষ প্রস্রাবে রক্ত যাওয়া সমস্যা নিয়ে আমার কাছে আসে। সে প্...
01/07/2025

🔘মূত্রাশয়ের ক্যান্সার (Urinary Bladder Cancer)

৪৫ বছরের একজন পুরুষ প্রস্রাবে রক্ত যাওয়া সমস্যা নিয়ে আমার কাছে আসে। সে প্রায় ৬ মাস যাবত এ সমস্যায় ভুগছিল। কিন্তু সে লজ্জায় / রোগটাকে গুরুত্ব দেয়নি এবং সে প্রাথমিক পর্যায়ে হাতুড়ে চিকিৎসকের/ কবিরাজের চিকিৎসা নেয় তাই সে একজন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে এত সময় নষ্ট করে। ইতিমধ্যে টিউমারটি অনেক বড় আকার ধারণ করে এবং তার প্রস্রাব ও বন্ধ হয়ে যায় এর জন্য। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় হয় এবং দ্রুত অপারেশনের ব্যবস্থা করি। কিন্তু এত বড় টিউমার এন্ডোসকপিক্যালি( না কেটে মেশিনের মাধ্যমে) করা বেশ কষ্ট ও ধৈর্য্য সাপেক্ষ। আপাতত তার টিউমারটা মেশিনের মাধ্যামে অপারেশন করতে সক্ষম হয়েছি, বাকি চিকিৎসা টিস্যু পরীক্ষার উপর নির্ভর করবে।

⛔মূত্রশয়ের ক্যান্সারের লক্ষ্মণ সমূহঃ

১. প্রস্রাবের সাথে রক্ত যাওয়া।
২. কখনও কখনও মাংস পিন্ড প্রস্রাবের সাথে যায়
৩. তাছাড়া ঘন ঘন প্রস্রাব ও প্রস্রাবের সময় ব্যথা অনুভূত হয়ে থাকে।

⛔কারণ ও ঝুঁকিপূর্ণ বিষয়সমূহঃ

১.বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ
২.ধূমপান, রেডিয়েশন, মূত্রাশয়ের পাথর তৈরি করতে পারে।
* শতকরা ৫০ ভাগেরও বেশি ক্যান্সার ঝুঁকির কারণ হচ্ছে ধূমপান।
* যারা সেলুন, টেক্সটাইল মিলে ও চামড়া শিল্পে কাজ করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।

⛔চিকিৎসার ফলাফলঃ

রোগী যদি রোগের লক্ষণ দেখা দেওয়ার পর দ্রুত আমাদের কাছে চলে আসে তখন আমরা এন্ডোসকপিক্যালি টিউমার অপারেশন করে মুত্রথলির মধ্যে কিছু থেরাপি দেই তাতে রোগী অনেক সময় ভালো থাকে। কিন্তু দেরীতে আসলে টিউমার অনেক বড় হয়ে যায় এবং ক্যান্সার বিভিন্ন অঙ্গের মধ্যে ছড়িয়ে যেতে পারে তখন চিকিৎসা করা বেশ কঠিন হয়ে পরে। কেমোথেরাপি / রেডিওথেরাপি দেওয়ার পর আমরা পেট কেটে মূত্রাশয় ফেলে দেই এবং প্রস্রাবের রাস্তা পেটে করে দেই এবং মূত্র একটি পেটে লাগানো একটি থলিতে জমা হয়। যা রোগীর স্বাভাবিক জীবন যাপন ব্যহত করে। তাই রোগের লক্ষণ দেখা দেওয়ার পর দ্রুত একজন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

⛔প্রতিরোধঃ

এটা প্রতিরোধ করা কঠিন। ধূমপান পরিহার ও ঝুঁকিপূর্ণ পেশা পরিবর্তন করে কিছুটা প্রতিরোধ করা যায়।

ডাঃমাহমুদ-উর-রহমান মাসুদ
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমএস(ইউরোলজি)

তিন বছর আগে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় এক গৃহহীন পরিবারকে ৩০ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ...
27/06/2025

তিন বছর আগে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় এক গৃহহীন পরিবারকে ৩০ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ঘর করে দিয়েছিলাম। সার্বিক সহযোগিতা করেছিল ফুলবাড়ীর ইউ এন ও বন্ধু সুমন। ওই সময় বন্যা হয়েছিল আমরা বন্যার্তদের জন্য কিছু টাকা উঠিয়েছিলাম এর ভিতর থেকে কিছু টাকা থেকে যায় সে টাকা দিয়ে আমরা এই ঘরটি করে দিয়েছিলাম। আমি তখন ৩০তম স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমার সাথে ছিল সাধারণ সম্পাদক বন্ধু সোহাগ। ৩০ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সকল সহকর্মীবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছিল।

16/06/2025

টাঙ্গাইলের ধনবাড়ী আমার এলাকার রোগীরা ল্যাপারোস্কোপিক ও এন্ডোসকোপিক সহ সকল ধরনের আধুনিক অপারেশনের সুবিধা এখন ধনবাড়ীতেই পাচ্ছেন।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 11:00 - 17:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801841257567

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mahmud-Ur-Rahman Masud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mahmud-Ur-Rahman Masud:

Share

Category