
18/08/2025
জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।
গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।
কোন রোগী বিছানায় তো কোন রোগী ফ্লোরে যায়গা পাবে। কোন রোগী খোলা বারান্দার ফ্লোরে যায়গা পাবে।
নোংড়া বাথরুম।
ডাক্তার নার্স রাও এই ভীড়ের মাঝে ঢুকে কখনো দাড়িয়ে, কখনো হাটু গেড়ে বসে চিকিৎসা দিবে।
তার উপর অক্সিজেন নাই, ঔষধ শেষ, ডাক্তার ১ জন রোগী ২০০ জন.. এক্সরে মেশিন নষ্ট, MRI মেশিন চান্দের দেশে..🤷♂️
ইহার নাম "সরকারি হাসপাতাল এর সাধারন ওয়ার্ড"..
শাহরুখ খান এর Jawan ছবি তে একটা হাসপাতাল দেখেছিলেন না? ঠিক ওরকম ই..
কিন্তু আশ্চর্য্য, এই অমানবিক পরিবেশ নিয়ে কেউ কথা বলে না।
কোন নেতার গলা কাপানো বক্তব্য দেখিনাই এই পরিবেশ শোধরানো নিয়ে কোন কথা বলতে।
চিকিৎসা সেবার উন্নতি নিয়ে কোন বক্তব্যের শুরুই হয় প্রাইভেট ডাক্তারদের কত লোভ, কত টাকা, কত টেস্ট কত কিছু এগুলো দিয়ে।
এবং এই কথাগুলো মানুষ খুব খায়.. খুব লাইক শেয়ার হয়।
কারন সরকারি হাসপাতালের ভয়ংকর পরিবেশ এ টিকতে না পেরে প্রাইভেটে চিকিৎসা নেওয়া লোকটা ৫ লাখ টাকা বিল দিয়ে এসে ডাক্তারের উপর জব্বর ক্ষেপে আছে।
তখন তার কানে ঐ কথাগুলাই মধুর শোনাবে। মিষ্টি শোনাবে।
সে ভাববে,
" আরে আসলেই তো!!!
প্রাইভেট হাসপাতালে এত টাকা রাখে কেন??? এই বিল কমানো দরকার, তাইলেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে।"
কিন্তু সে কখনোই ভাবে না - "সরকার এর ঐ সরকারি হাসপাতাল এর পরিবেশ উন্নতি দরকার।"
সে বারবার ওটাই ভাবে যে প্রাইভেট প্রতিষ্ঠান টার ফিস কমানো দরকার।
যেই ব্যবসায়ী লোকটা ১০০-৫০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রাইভেট হাসপাতাল এর এতবড় বিল্ডিং, এতবড় ল্যাব, সিটি স্ক্যান এমআরআই মেশিন, বড় ডাক্তার নার্স ম্যানেজার এসব মেনটেন করছে,
সে আপনাকে সস্তায় বা ফাও চিকিৎসা দিতে ওখানে প্রতিষ্ঠান খুলে নাই।
তার সব খরচ মিটিয়ে মোটা মুনাফা করার জন্যেই প্রতিষ্ঠান খুলেছে।
----
যতদিন আপনারা সঠিক প্রশ্ন করতে না পারবেন, ততদিন এরকম ই চলবে।
"প্রাইভেট হাসপাতালের বিল এত বেশী কেন??" এটা সঠিক প্রশ্ন না।
সঠিক প্রশ্ন টি হলো- "আমার রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"
প্রাইভেটে কসাই ডাক্তার এর ভিজিট, রিপোর্ট দেখতে টাকা নেওয়া, টেস্ট, ঔষধ কোম্পানী, ICU এর বেড ভাড়া হ্যান ত্যান নিয়ে যতবার কথা উঠবে,
ততবার প্রশ্ন একটাই হবে-
"আমার এই রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"
আমি তো আমার ইনকামের ৫%-২৫% ট্যাক্স দেই, তারপরেও কেন পারছি না???
বলেন???
কেন পারছি না??? কথা বলেন না কেন?? কি হলো??
কি আজব!!
::
Dr Shahriar Parvez
17/08/2025