Health Tv

Health Tv 1st lifestyle based health media

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।কোন ...
18/08/2025

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।
গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।

কোন রোগী বিছানায় তো কোন রোগী ফ্লোরে যায়গা পাবে। কোন রোগী খোলা বারান্দার ফ্লোরে যায়গা পাবে।

নোংড়া বাথরুম।

ডাক্তার নার্স রাও এই ভীড়ের মাঝে ঢুকে কখনো দাড়িয়ে, কখনো হাটু গেড়ে বসে চিকিৎসা দিবে।

তার উপর অক্সিজেন নাই, ঔষধ শেষ, ডাক্তার ১ জন রোগী ২০০ জন.. এক্সরে মেশিন নষ্ট, MRI মেশিন চান্দের দেশে..🤷‍♂️

ইহার নাম "সরকারি হাসপাতাল এর সাধারন ওয়ার্ড"..

শাহরুখ খান এর Jawan ছবি তে একটা হাসপাতাল দেখেছিলেন না? ঠিক ওরকম ই..

কিন্তু আশ্চর্য্য, এই অমানবিক পরিবেশ নিয়ে কেউ কথা বলে না।

কোন নেতার গলা কাপানো বক্তব্য দেখিনাই এই পরিবেশ শোধরানো নিয়ে কোন কথা বলতে।

চিকিৎসা সেবার উন্নতি নিয়ে কোন বক্তব্যের শুরুই হয় প্রাইভেট ডাক্তারদের কত লোভ, কত টাকা, কত টেস্ট কত কিছু এগুলো দিয়ে।

এবং এই কথাগুলো মানুষ খুব খায়.. খুব লাইক শেয়ার হয়।

কারন সরকারি হাসপাতালের ভয়ংকর পরিবেশ এ টিকতে না পেরে প্রাইভেটে চিকিৎসা নেওয়া লোকটা ৫ লাখ টাকা বিল দিয়ে এসে ডাক্তারের উপর জব্বর ক্ষেপে আছে।

তখন তার কানে ঐ কথাগুলাই মধুর শোনাবে। মিষ্টি শোনাবে।

সে ভাববে,

" আরে আসলেই তো!!!
প্রাইভেট হাসপাতালে এত টাকা রাখে কেন??? এই বিল কমানো দরকার, তাইলেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে।"

কিন্তু সে কখনোই ভাবে না - "সরকার এর ঐ সরকারি হাসপাতাল এর পরিবেশ উন্নতি দরকার।"

সে বারবার ওটাই ভাবে যে প্রাইভেট প্রতিষ্ঠান টার ফিস কমানো দরকার।

যেই ব্যবসায়ী লোকটা ১০০-৫০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রাইভেট হাসপাতাল এর এতবড় বিল্ডিং, এতবড় ল্যাব, সিটি স্ক্যান এমআরআই মেশিন, বড় ডাক্তার নার্স ম্যানেজার এসব মেনটেন করছে,

সে আপনাকে সস্তায় বা ফাও চিকিৎসা দিতে ওখানে প্রতিষ্ঠান খুলে নাই।

তার সব খরচ মিটিয়ে মোটা মুনাফা করার জন্যেই প্রতিষ্ঠান খুলেছে।

----

যতদিন আপনারা সঠিক প্রশ্ন করতে না পারবেন, ততদিন এরকম ই চলবে।

"প্রাইভেট হাসপাতালের বিল এত বেশী কেন??" এটা সঠিক প্রশ্ন না।

সঠিক প্রশ্ন টি হলো- "আমার রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"

প্রাইভেটে কসাই ডাক্তার এর ভিজিট, রিপোর্ট দেখতে টাকা নেওয়া, টেস্ট, ঔষধ কোম্পানী, ICU এর বেড ভাড়া হ্যান ত্যান নিয়ে যতবার কথা উঠবে,

ততবার প্রশ্ন একটাই হবে-
"আমার এই রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"

আমি তো আমার ইনকামের ৫%-২৫% ট্যাক্স দেই, তারপরেও কেন পারছি না???

বলেন???

কেন পারছি না??? কথা বলেন না কেন?? কি হলো??
কি আজব!!

::

Dr Shahriar Parvez
17/08/2025

17/08/2025
উনার জন্যে কি ঔষধ দেয়া যায়
16/08/2025

উনার জন্যে কি ঔষধ দেয়া যায়

14/08/2025

কলেজের ইন্টারমিডিয়েট পড়া ছাত্র স্বাস্থ্য সংস্কার নিয়ে কী বোঝে- প্রশ্ন স্বাস্থ্যের ডিজির

12/08/2025

স্বাস্থ্য বীমাঃ কতদূর
ডাঃ বে-নজির
কাল রবিবার আরটিভিতে একটা আলোচনা রেকর্ড হলো দেশের স্বাস্থ্য বীমা নিয়ে। বাংলাদেশে অদূর ভবিষ্যতে স্বাস্থ্য বীমা সম্ভব নয় বলেই আমার মত। মান সম্মত, সাশ্রয়ী স্বাস্থ্য সেবার ঘাটতি এবং বীমার প্রতি মানুষের আস্থার অভাব তার অন্যতম কারন বলে আমার মনে হয়। বরং সরকারী বরাদ্দ বাড়িয়ে মানুষের বিপর্যয়কর স্বাস্থ্য খরচ কমিয়ে আনা এবং স্বাস্থ্য সেবার মান ও পরিধি বৃদ্ধির মধ্য দিয়ে তার সমাধান হতে পারে।

বাধ্যতামূলক অবসরে স্বাচিপ মহাসচিব ডা:কামরুল
10/08/2025

বাধ্যতামূলক অবসরে স্বাচিপ মহাসচিব ডা:কামরুল

09/08/2025

ড্যাবের নির্বাচন: ডা. হারুন-ডা. শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!......এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাল ফিভার দ্রুত ছড়িয়ে পড়ছে।ডেংগু...
09/08/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!......
এই মুহূর্তে একটি নতুন ধরনের ভাইরাল ফিভার দ্রুত ছড়িয়ে পড়ছে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো মারাত্মক এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন।

👶 বাচ্চাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ:

আপনার সন্তান আক্রান্ত হলে আপনি ভেঙে পড়বেন না।
আপনার শক্ত মনোবলই তার সেবা করার মূল চাবিকাঠি।
অধিকাংশ শিশুরা এই জ্বরে ভুগছে, সবসময় বলে, “মাথা ব্যথা, পা ব্যথা…”
তাকে ২০-৩০ মিনিট পরপর অল্প অল্প করে স্বাস্থ্যকর খাবার দিতে হবে

❗ খাবারের গুরুত্ব সবচেয়ে বেশি।
✖️ মেডিসিন দিয়ে রোগ সারানো যাবে না যদি শরীর ঠিকভাবে পুষ্টি না পায়।
✔️ বমি হলে প্রথমে বমি বন্ধের ওষুধ দিন (ডাক্তারের পরামর্শে)। তারপর খাবার দিন।

🛑 মূল লক্ষণগুলো:

হঠাৎ করে জ্বর (১০৩°–১০৪°F পর্যন্ত)

শরীরের বিভিন্ন স্থানে ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, মাথা)

তীব্র দুর্বলতা, মাথা ঘোরা, প্রেসার লো হয়ে যাওয়া

জ্বর চলে যাওয়ার পরও শরীরের ব্যথা ও দুর্বলতা রয়ে যায়

✅ কি করবেন? চিকিৎসা ও যত্নের টিপস:

🥣 খাবার:

1. 🍊 ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি, পেয়ারা

2. 🍌 জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পেঁপে, ডিমের কুসুম

3. 🍲 প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ

4. 💧 তরল: দিনে অন্তত ৩ লিটার পানি (স্যালাইন, লেবুর শরবত),
❌ চিনি এড়িয়ে চলুন

🧊 ব্যথা ও জ্বর কমাতে:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শে)

গরম পানির সেঁক

আদা, তুলসি ও মধুর গরম পানীয়

প্রয়োজন হলে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন

💆 জ্বরের পর দুর্বলতা ও ব্যথা কমাতে:

গরম পানিতে লবণ মিশিয়ে গা মুছানো

ম্যাসাজ: নারকেল তেল/পুদিনা তেল ব্যবহার করে

হালকা স্ট্রেচিং বা ধীরে হাঁটা শুরু করুন

ম্যাগনেসিয়াম-যুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা, কিশমিশ)

⚠️ যখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি:

বারবার উচ্চ জ্বর আসছে

রক্তচাপ খুব নিচে নেমে গেছে

পানি ও খাবার একদম নিচ্ছে না

চোখে ঝাপসা, অজ্ঞান ভাব

হৃদস্পন্দন অনিয়মিত

🧘‍♀️ মনে রাখবেন:
জ্বর চলে গেলেও শরীর দুর্বল থাকে।
👉 বিশ্রাম, পুষ্টিকর খাবার, এবং তরল পানিই দ্রুত সুস্থ হওয়ার মূল উপায়।

💌 শেষ কথা:
আপনার আশপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটি শেয়ার করুন।
একটি তথ্য, একটি যত্ন–কারও সুস্থতার কারণ হতে পারে।

❤️ আপনার পরিবার, প্রতিবেশী ও বন্ধুরা যেন নিরাপদ ও সুস্থ থাকে এই কামনাই।

এই মুদ্রাস্ফীতির যুগে, বাংলার ৮০ বছরের ঠাকুমা মাত্র ২.৫০ টাকায় বিক্রি করেন সমোসা —কিন্তু সবাই পছন্দ করবে রিলের নাচানো ম...
08/08/2025

এই মুদ্রাস্ফীতির যুগে, বাংলার ৮০ বছরের ঠাকুমা মাত্র ২.৫০ টাকায় বিক্রি করেন সমোসা —
কিন্তু সবাই পছন্দ করবে রিলের নাচানো মেয়েদের, কিন্তু এই বৃদ্ধা ঠাকুমার পরিশ্রম কেউ সম্মান জানায় না!

🔥 ঠাকুমার তেলে ভাজা বাস্তবতা, কিন্তু ভাইরাল হয় শুধুই ফিল্টার লাগানো ফ্যান্টাসি!

আশ্চর্যজনক হলেও সত্য, ৩২তম বিসিএসে (স্বাস্থ্য) মেধাতালিকায় সারা বাংলাদেশে ১ম স্থান অর্জন করলেও ইন্টার্নশীপের আগে বিসিএস ...
08/08/2025

আশ্চর্যজনক হলেও সত্য, ৩২তম বিসিএসে (স্বাস্থ্য) মেধাতালিকায় সারা বাংলাদেশে ১ম স্থান অর্জন করলেও ইন্টার্নশীপের আগে বিসিএস নিয়ে আমার তেমন কোন আগ্রহই ছিল না। ইন্টার্নশীপের সময় বিসিএস এর সার্কুলার ছাড়া হলে তখনি মূলত ভালোভাবে খোঁজখবর নিয়ে ফর্ম ফিলাপ করি। তবে একজন ইন্টার্নের ব্যস্ততা কে সামাল দিয়ে আমার মূল প্রিপারেশন শুরু হয় প্রিলিমিনারির একমাস আগে থেকে। একটি কথা স্বীকার না করলেই নয়, আমি মনে করি, হলিক্রস কলেজের হয়ে বিতর্ক ও কুইজ করা এবং বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ ও প্রাইজ জেতা এত কম সময়ের মধ্যে আমার প্রিপারেশনের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

‌একজন ডাক্তার হয়ে বিসিএস পরীক্ষায় আর অন্য সবার সাথে প্রতিযোগিতা করা একটু কঠিনই বটে। এমনটা বলছি কারণ, মেডিকেলে ৫ বছর আমাদের পড়ালেখার চাপ এত বেশি থাকে যে,বেশিরভাগ ক্ষেত্রে পড়ালেখার বাইরে অন্যান্য বিষয়ে সময় দেওয়ার সুযোগই হয়ে ওঠে না। বিসিএসের জন্য প্রিপারেশন নেওয়া তো সেক্ষেত্রে আরো দূরের ব্যাপার। ইন্টার্নশীপের ব্যস্ততার ফাঁকেই আমাকে পড়ালেখার জন্য সময় বের করে নিতে হত। হয়তো রোগী দেখার মাঝে ৩-৪মিনিট সময় পেতাম,সেই সময়ের মধ্যেই কয়েকটা অঙ্ক মিলিয়ে ফেলার চেষ্টা করতাম। প্রিলিমিনারির জন্য সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছিল বাংলা নিয়ে। দীর্ঘসময় চর্চা না থাকায় বাংলা ব্যাকরণের অনেক কিছুই ভুলে গিয়েছিলাম। সাধারণ জ্ঞান ও ইংরেজি নিয়ে আমাকে দুশ্চিন্তা করতে হয়নি কারণ কুইজের আগ্রহ ও অভিজ্ঞতা খুব কাজে লেগেছে এবং অতিরিক্ত সময়টুকু বাংলায় দিতে পেরেছিলাম। আমি খুবই ভাগ্যবান যে,বিভিন্ন সময়ে হাসপাতালের ওয়ার্ডের স্যার ম্যাডাম ও সিনিওর আপু-ভাইয়ারা নানাভাবে আমাকে সহযোগিতা করেছেন।

‌রিটেন পরীক্ষার আগে আমাকে রাত জেগে প্রস্তুতি নিতে হয়েছিল। নাইট এডমিশনে যেহেতু রোগীর চাপ একটু কম থাকে, তাই হাসপাতালেই আমি রাতে পড়াশোনা করতাম। এভাবে এক সময় ডাক এলো বিসিএস ভাইভায়। ভাইভার সাথে অন্য যেকোন পরীক্ষার পার্থক্য হল, এখানে ইন্টারভিউয়ের নির্দিষ্ট সময়ের মাঝে নিজেকে তুলে ধরতে হয়। একজন ইন্টারভিউয়ার পরীক্ষার্থীর মাঝে সবসময় এমন একজন দৃঢ়চেতা ও অাত্মবিশ্বাসী ব্যক্তিকে খোঁজে যে কিনা যেকোন মুহূর্তে যেকোন পরিস্থিতি সামাল দিতে পারে। ভাইভার প্রিপারেশনের জন্য গতানুগতিক ধারার বইগুলো পড়লেও কোন প্রশ্নের উত্তর কীভাবে দিব তা আমি নিজের মত করে মনে মনে গুছিয়ে নিতাম। ভাইভার মূলমন্ত্র হল,'You have to sell yourself - ওই সময়ের মধ্যে তোমার নিজেকে তুলে ধরতে হবে।' তাই প্রশ্নকর্তা যখন আমাকে প্রশ্ন করলেন-তুমি কি কাজী দ্বীন মোহাম্মদ স্যারকে চিনো? উনি কাজ করেছেন ঢাকা মেডিকেলে, তাহলে তুমি কেন সরকারী চাকরি করে গ্রামে যেতে চাও? তখন আমি উত্তর দিয়েছিলাম- আমাদের সৌভাগ্য যে ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ স্যার আমি আমার শিক্ষক হিসেবে পেয়েছি। স্যার ঢাকা মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে ক্লাস নিতেন আর আমরা মন্ত্রমুগ্ধের মত স্যারের কথা শুনতাম। আমি চাই সেই একই লেকচার গ্যালারিতে একদিন আমিও ক্লাস নিব আর আমার ছাত্ররাও মন্ত্রমুগ্ধের মত আমার কথা শুনবে। আর সেই লক্ষ্য পুরণের পথ এটাই।

‌যেদিন বিসিএসের রেজাল্ট দিল,সেদিনও আমি ঢাকা মেডিকেলে অনারারী ডিউটি করছিলাম। পিএসসির ওয়েবসাইটে গিয়ে যখন দেখলাম আমার রোল সবার উপরে তখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে সারা বাংলাদেশে প্রথম হয়েছি। পরবর্তীতে নানা কারণে সরকারী চাকরিতে যোগ দেওয়া হয়নি। সরকারি চাকরি না করলেও দেশের জন্য কাজ করতে চাই অন্যভাবে। ঢাকা মেডিকেলের স্ট্রোক এর রোগীদের অসহায় অবস্থা দেখে ডাক্তার হিসেবে কষ্ট পেতাম। অথচ স্বল্প খরচে সঠিক সময়ে হাসপাতালে আসা অনেক রোগীকে থ্রোমবোলাইসিস করে বাঁচিয়ে তোলা এবং দুর্ভোগ কমানো দুটোই সম্ভব। সেটা নিয়েই আমার ভবিষ্যত পরিকল্পনা।

বর্তমানে দেশের বাইরে থাকলেও স্বপ্ন আছে একদিন দেশে ফিরে আসব। বিদেশে চিকিৎসক হিসেবে কাজ করার যে অভিজ্ঞতা অর্জন করছি তা দেশের চিকিৎসাব্যবস্থায় এমনভাবে কাজে লাগাতে চাই যেন দেশের মানুষ সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবাটাই ঢাকা মেডিকেল থেকে নিয়ে যেতে পারে।


~Dr. Mahjabin Islam
DMC K-63
Member of the Royal College of Physicians,United Kingdom
Specialty Registrar, University Hospitals of Leicester

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram