01/12/2023
প্রচলিত ভুল ধারনা :
ড্রাগ Vs সাপলিমেন্টস ফুড :
♦ GENUINE GLOBAL 'র ঔষধ দেখা যায় কোন রকম প্রেসক্রিপশন ছাড়ায় মানুষ খেয়ে থাকে এতে করে জনস্বাস্থ্যের ক্ষতিও হতে পারে..!!
♻ Excuse me sir
প্রথমত বলে রাখা ভাল যে আমাদের কোন পণ্যই সরাসরি ঔষধ বা ড্রাগ নয় বরং ঔষধি গুন সম্পন্ন খাদ্য পরিপূরক R খাবার খেতে কি প্রেসক্রিপশন খুব একটা জরুরি মনে বলে করেন.. :)
আচ্ছা বিতর্কের উর্ধ্বে গিয়ে ভাবুনতো..
🔄বিখ্যাত পণ্য হরলিক্স খাওয়ার জন্য কি আপনি কখনো ডাক্তারের পরামর্শ জরুরি মনে করছেন ..?
হরলিক্স যেমন তাদের প্রচারিত তথ্যমতে জব, গম সহ বিভিন্ন খাদ্য উপাদনের কম্বিনেশনে তৈরী এক জাতীয় মেডিসিনাল ফুড সাপ্লিমেন্ট যা সুস্থ্য সবল শরীর গঠনের জন্য সহায়ক.. তেমনি GENUINE GLOBAL 'র পণ্যও, এ্যলোভেরা তুলসী, মাশরুম,সয়া,যষ্টি মুধু ভেরিয়াস টাইপ অব বিনস, ডমুর, মেথি, অর্জুন আমলকি হরতকি বহেড়া কালোজিরা ইত্যাদির কম্বিনেশনে তৈরী সুষম খাদ্য।
যার সবক'টিই খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইন্সটিটিউট ও খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদ(ঢাবি)
থেকে পরীক্ষিত ও স্বীকৃত যে মানবদেহের সুস্থ্যতার জন্য অত্যন্ত কার্যকরী। ✅
🔄 নিম তুলসী সজিনা এ্যলোভেরা মাশরুম কিংবা কালোজিরা বা মধুর বেলায় কি ইন জেনারেলি দরকার পড়ে ডাক্তারি পরামর্শের ...?
নাহ... দরকার পড়েনা বলবেন জানি। কারন এগুলো ঔষধ নয় বরং ঔষধি গুন সম্পন্ন খাদ্য যা খাবার হিসেবে নিয়মিত খাদ্য তালিকায় রাখলে যেমন সকল রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তোলে তেমনি সঠিক মাত্রা ও প্রোপার কম্বিনেশনে খেলে বহু রোগ থেকে পরিত্রাণও পাওয়া যায় প্রাকৃতিক নিয়মেই।
✅ আশা করছি বুঝাতে পেরেছি :)