Professor Dr. Ali Azam

  • Home
  • Professor Dr. Ali Azam

Professor Dr. Ali Azam An international statured safer health care centre which is directed by Professor Dr. Ali Azam, a reputed Homoeopathic cancer physician and researcher.

The latest generation of Homoeopathic medicine of America and German are securely preserved here.

30/01/2025

Real point of Diabetes should be detected within 10.5 to 14.5 as per person.
.. but connecting with International Drug Mafia, it's point is turning gradually into 8+, 7+, 6+ and now it's 5+ which is based on conspiracy of the international drug policy. Because 8 to 10 times Medicines are being sold at this policy.

+ So, this policy would be adopted for the greater benefits of themselves (Drug Mafia council).

+ But in this concern, innocent human being all over the world are costing much at this frightening occurrence.

Professor Dr. Ali Azam
Physician and Researcher of Cancer

22/01/2025

আধুনিক প্রযুক্তি অনেক দূরে এগিয়ে গেলেও ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কেন শুধু মিথ্যা/ধামাচাপা দিয়ে চলছে(ব্যবসায়িক উদ্দেশ্যে)।
সত্যিকার অর্থে Modern (Alopathy) চিকিৎসায় ক্যান্সার রোগীর ব্যবসায়িক সফলতা ছাড়া প্রকৃত সফলতার দেখা কেন মিলছে না।

...মূল কারণ একটাই, মাত্র একটি।

মূল কারণ হলো আমাদের (মানুষের) শরীরের সমস্ত কোষ গুলি মহান আল্লাহ কতৃক ন্যাচারালি গঠিত। আর এই ন্যাচারাল কোষ গুলি শুধুই মাত্র ন্যাচারাল উপাদানকেই চেনে বা সনাক্ত করতে পারে।
(তাই, খাদ্য সামগ্রি, ফুড সাফলিম্যান্ট, ঔষধ, থেরাপি থেকে শুরু করে সকল ন্যাচারাল উপাদান ছাড়া আমাদের বডি সেল গুলি কখনোই কেমিক্যাল বা কৃত্রিম - খাদ্য সামগ্রি, ঔষধ, থেরাপি কে ন্যাচারালী সনাক্ত করতে পারে না।

Allopathic medicine and therapy সমূহ যেহেতু কেমিক্যালী বা কৃত্রিম ভাবে প্রসেস্ করা হয়, সেহেতু আমাদের ন্যাচারাল সেল গুলি সেই উপাদান গুলিকে সঠিক ভাবে সনাক্ত করাতে পারে না।
অপরপক্ষে হোমিওপ্যাথিক মেডিসিন ও থেরাপি তৈরি হয় সম্পূর্ণ ন্যাচারালী। সুতারাং আমাদের শরীরের কোষ গুলি সঠিক ভাবেই 'তাহা' সনাক্ত করতে পারে, এবং ক্যান্সার আক্রান্ত কোষ গুলি প্রতিকূল অবস্থান থেকে দ্রুত অনুকূল অবস্থানে তাদের রুপ পরিগ্রহ
করতে সক্ষম হয়।

তবে উচ্চ শিক্ষিত, মেধাবী ও দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক দের অত্যন্ত ভালোভাবে যে বিষয় গুলি খেয়াল রাখতে হবে, তা নিন্মে পদত্ত হইল......

ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে - কোন রোগীকে প্রয়োগকৃত হোমিওপ্যাথিক মেডিসিনের সিলেকশন যদি 100% সঠিক হয় তবে সেই পদক্ষেপেই উক্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমরা মাত্র (20--30)% সফলতার কথা চিন্তা করবো।
বাকী (70--80)% সফলতার দ্বার প্রান্তে পৌছার জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেই হবে। নইলে (মাত্র এক জন)ক্যান্সার রোগীর সফলতার দেখা পাওয়া আর মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করা একই বিষয় হবে।
নিচে কিছু প্রদত্ত হইল.....
1. Food management ( different patients different food management as per his/her body- cell's requirement).
2. Supplement management (different patients different essential supplements as per his/her body requirement).
3. Protection therapy (natural) (====).
4. Natural Immune enhancing therapy (===).
5. Co-activities on physical and mental health.

.....প্রফেসর ডা. আলী আজম
ক্যান্সার চিকিৎসক ও গবেষক(হোমিওপ্যাথি)
উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

18/10/2024

Our body's cells are formed naturally by Allah. So these natural cells identify only the natural foods, but not the artificial or genetically modified foods .

13/07/2024

Food and Eating habits may lead your health proportionately.

16/05/2024

Amazing personality, her videos are much helpful

27/04/2024

Sound health depends on your balanced feeding, proper physical activities and peaceful thinking.

26/04/2024

Success depends on your proper activities and peaceful thinking.

21/04/2024

জীবন যাপনের অব্যাবস্থাপনা ও ভুল খাদ্যাভাসের কারনে আমাদের শরীরের কোষ কলা সমূহের ধংসযোগ্য সাধিত হচ্ছে। এতে করে Body এর Cell Receptor সমূহের Activity, Inactive হয়ে পড়ছে এবং সে ক্ষেত্রে প্রয়োজনীয় সৢসম খাদ্যের Nutrients, phyto-chemicals, vitamins, minerals, etc. গুরুত্বপূর্ণ উপাদান সমূহ আমাদের body cell এর পাওয়ার হাউজ(Mitochondria) এর মধ্যে সঠিক ভাবে প্রবেশ কবতে পারছে না। ফলশ্রুতিতে Mitochondria যথাযথ শক্তি উৎপন্ন করতে ব্যর্থ হচ্ছে এবং body এর electricity circulation এর সমতা অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে।
ঠিক এই ভাবে চলতে চলতে এক সময় body এর প্রয়োজনীয় Hormonal channel গুলোর মধ্যে বিচ্যুতি সংঘটিত হচ্ছে এবং কার্যত বড় ধরনের Hormonal imbalance তৈরি হচ্ছে।

As a result, বিভিন্ন সময়ের ব্যবধানে আমারা জটিল ও কঠিন অসুখ বিসুখে suffer করছি।

29/10/2023

'অর্থ-বৈভব', প্রভাব প্রতিপত্তি অপেক্ষাও 'সুস্থতা' কি মহান আল্লাহ তায়ালার উত্তম নিয়ামত না!!

20/10/2023

সুস্থ-সবল বা নিরোগ দেহে বেঁচে থাকার জন্য Quality Sleep (মানসম্পন্ন ঘুম) এর কোন বিকল্প নেই।

আজ ঘুম নিয়ে একটুখানি ভিতর থেকে আলোচনা করতে চাই।

আমাদের শরীর টি মূলত 30 to 70 Trillions Cell দ্বারা গঠিত। এই সেল গুলি সজীব রাখতে এদের মধ্যে প্রয়োজনীয় Nutrients পাঠাতে হয়। নইলে Cell গুলি বেচে থাকবে না। আর Cell গুলি বেচে না থাকলে আমরাও বেচে থাকব না।

আমরা যে খাদ্য খাই, তার প্রয়োজনীয় অংশ রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আমাদের Body এর Cell এ প্রবেশ করে। আর Cell এর মধ্যে যে Mitochondria আছে, তা খাদ্য থেকে প্রয়োজনীয় Phyto-Nutrients গ্রহণ করে সুষম শক্তি উৎপাদন করে।

অর্থাৎ Cell এর মধ্যকার এই Powerhouse (Mitochondria) দ্বারা যে শক্তি উৎপাদিত হয়, সেই শক্তির সাহায্যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজ, কর্ম, চলা, ফেরা, চিন্তা-ভাবনা ইত্যাদি সম্পন্ন করে থাকি।

তবে এই সমস্ত Metabolic কাজ সম্পন্ন করতে গিয়ে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমাদের Cell গুলির কিছু অংশ বা আংশিক damage(ক্ষয়) হয় এবং সেখানে এক ধরনের byproduct বা toxin তৈরী হয়।
এই byproduct বা toxin থেকে আবার কিছু Free-radicals ও কিছু Garbage (বর্জ্য পদার্থ) তৈরী হয়।

কিন্তু শরীরে যদি একটুখানি বেশি মাত্রায় garbage and Free-radicals জমে যায় তখনই হয় বিপদ। অর্থাৎ সে ক্ষেত্রে আমরা নিজেদের অজান্তেই শরীরে ভয়ানক ভয়ানক রোগ বেঁধে ফেলি।

তাই যতো দ্রুত সম্ভব ঐ সমস্ত toxin কে neutralize করে অবশ্যই আমাদের body এর cell থেকে বের করতেই হবে।
.. মাত্র ২/৩ টি পদ্ধতির মাধ্যমে আমাদের Cell এ জমে থাকা garbage and toxin গুলোকে শরীর থেকে বের করে ফেলতে পারি। এর মধ্যে অন্যতম হলো "ঘুম"।

হ্যাঁ, "ঘুম" ই হলো সেই মোক্ষম অস্ত্র যার মাধ্যমে আমাদের শরীরে জমে থাকা Toxin~Garbage ~Free-radicals গুলিকে বের করে দিয়ে নিজ দেহটিকে বিষ মুক্ত করি। অর্থাৎ সঠিক ও মানসম্পন্ন ঘুমের মধ্যে দিয়ে আমরা আমাদের সুস্থ শরীর Repair (গঠন) করে থাকি।

... (সময় সংকটের কারণে আজ 30/35% লিখলাম।
মহান আল্লাহ তায়ালা যদি সুযোগ দেন তবে
ঘুম নিয়ে পরবর্তীতে বাকী টা লিখবো, ইনশাআল্লাহ।

Address

House 10, Road 10, Sector 11, Uttara

1230

Telephone

+8801920856585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professor Dr. Ali Azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Professor Dr. Ali Azam:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram