22/01/2025
আধুনিক প্রযুক্তি অনেক দূরে এগিয়ে গেলেও ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কেন শুধু মিথ্যা/ধামাচাপা দিয়ে চলছে(ব্যবসায়িক উদ্দেশ্যে)।
সত্যিকার অর্থে Modern (Alopathy) চিকিৎসায় ক্যান্সার রোগীর ব্যবসায়িক সফলতা ছাড়া প্রকৃত সফলতার দেখা কেন মিলছে না।
...মূল কারণ একটাই, মাত্র একটি।
মূল কারণ হলো আমাদের (মানুষের) শরীরের সমস্ত কোষ গুলি মহান আল্লাহ কতৃক ন্যাচারালি গঠিত। আর এই ন্যাচারাল কোষ গুলি শুধুই মাত্র ন্যাচারাল উপাদানকেই চেনে বা সনাক্ত করতে পারে।
(তাই, খাদ্য সামগ্রি, ফুড সাফলিম্যান্ট, ঔষধ, থেরাপি থেকে শুরু করে সকল ন্যাচারাল উপাদান ছাড়া আমাদের বডি সেল গুলি কখনোই কেমিক্যাল বা কৃত্রিম - খাদ্য সামগ্রি, ঔষধ, থেরাপি কে ন্যাচারালী সনাক্ত করতে পারে না।
Allopathic medicine and therapy সমূহ যেহেতু কেমিক্যালী বা কৃত্রিম ভাবে প্রসেস্ করা হয়, সেহেতু আমাদের ন্যাচারাল সেল গুলি সেই উপাদান গুলিকে সঠিক ভাবে সনাক্ত করাতে পারে না।
অপরপক্ষে হোমিওপ্যাথিক মেডিসিন ও থেরাপি তৈরি হয় সম্পূর্ণ ন্যাচারালী। সুতারাং আমাদের শরীরের কোষ গুলি সঠিক ভাবেই 'তাহা' সনাক্ত করতে পারে, এবং ক্যান্সার আক্রান্ত কোষ গুলি প্রতিকূল অবস্থান থেকে দ্রুত অনুকূল অবস্থানে তাদের রুপ পরিগ্রহ
করতে সক্ষম হয়।
তবে উচ্চ শিক্ষিত, মেধাবী ও দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক দের অত্যন্ত ভালোভাবে যে বিষয় গুলি খেয়াল রাখতে হবে, তা নিন্মে পদত্ত হইল......
ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে - কোন রোগীকে প্রয়োগকৃত হোমিওপ্যাথিক মেডিসিনের সিলেকশন যদি 100% সঠিক হয় তবে সেই পদক্ষেপেই উক্ত রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমরা মাত্র (20--30)% সফলতার কথা চিন্তা করবো।
বাকী (70--80)% সফলতার দ্বার প্রান্তে পৌছার জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেই হবে। নইলে (মাত্র এক জন)ক্যান্সার রোগীর সফলতার দেখা পাওয়া আর মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করা একই বিষয় হবে।
নিচে কিছু প্রদত্ত হইল.....
1. Food management ( different patients different food management as per his/her body- cell's requirement).
2. Supplement management (different patients different essential supplements as per his/her body requirement).
3. Protection therapy (natural) (====).
4. Natural Immune enhancing therapy (===).
5. Co-activities on physical and mental health.
.....প্রফেসর ডা. আলী আজম
ক্যান্সার চিকিৎসক ও গবেষক(হোমিওপ্যাথি)
উত্তরা, ঢাকা, বাংলাদেশ।