Pavel HealthCare

Pavel HealthCare স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান।। ENT specialist Dr.Rahmat Ullah Pavel
Hot -01729385720

07/10/2025

আসসালামু আলাইকুম
রাত হলো প্রশান্তির সময়, সব চিন্তা দূরে রেখে শান্তিতে ঘুমাও। শুভরাত্রি। 🌙

এই মানুষটি শুধু সিঁড়ি থেকে পিছলে পড়েছিলেন…কিন্তু সেই একবারের পড়ে যাওয়া বদলে দিয়েছে তার পুরো জীবন।তার মেরুদণ্ড (spine) ভে...
07/10/2025

এই মানুষটি শুধু সিঁড়ি থেকে পিছলে পড়েছিলেন…
কিন্তু সেই একবারের পড়ে যাওয়া বদলে দিয়েছে তার পুরো জীবন।
তার মেরুদণ্ড (spine) ভেঙে গেছে এখন হাঁটাচলা, বসা, এমনকি নিজের শরীর নাড়ানোও কষ্টকর।

আমরা প্রতিদিন সিঁড়ি দিয়ে উঠি-নামি, তাড়াহুড়ো করি,
হাতে ফোন, পা’য়ে চপ্পল, আলো জ্বালাই না
আর সেই এক সেকেন্ডের ভুলেই ঘটে যেতে পারে এমন ভয়াবহ দুর্ঘটনা।

সতর্ক থাকুন:
– ভেজা সিঁড়ি বা মার্বেল ফ্লোরে দৌড়াবেন না
– রাতে আলো নিভিয়ে সিঁড়ি ব্যবহার করবেন না
– বয়স্ক বা শিশুকে সাপোর্ট দিন
– রেলিং ধরুন, ফোনে মনোযোগ দেবেন না

জীবন অনেক মূল্যবান
একটু সাবধানতা আপনার হাঁটতে পারা, হাসতে পারা, বাঁচার আনন্দটুকু বাঁচিয়ে রাখতে পারে।

চলুন সচেতন হই, শেয়ার করে সচেতন করি, বিশেষ করে আমাদের৷ বৃদ্ধ বাবা-মাদের সচেতন করি, পেইজটি ফলো করতে ভুলবেন না
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

 #স্টোইসিজম (Stoicism) কি জানেন? এটা "Short rules for a better life"  অর্থাৎ একটি উন্নত জীবনের জন্য সংক্ষিপ্ত নিয়মাবলী ...
07/10/2025

#স্টোইসিজম (Stoicism) কি জানেন?
এটা "Short rules for a better life" অর্থাৎ একটি উন্নত জীবনের জন্য সংক্ষিপ্ত নিয়মাবলী লেখা আছে।এটি হলো প্রাচীন গ্রিক ও রোমান দর্শন যা মানুষকে জীবনের প্রতিকূলতা এবং আবেগের মধ্যেও শান্ত, যুক্তিবাদী এবং নৈতিক থাকতে শেখায়। এর মূল কথা হলো:

১. যা আপনার নিয়ন্ত্রণে আছে, শুধু তার উপরই মনোযোগ দিন (Dichotomy of Control)

ছাত্রজীবনে সবচেয়ে বড় মানসিক চাপ আসে ফলাফলের দুশ্চিন্তা থেকে। স্টোইসিজম এই চাপ কমাতে শেখায়।
√ নিয়ন্ত্রণে আছে:
-দৈনিক রুটিন ও অধ্যবসায়: আপনি দিনে কতক্ষণ পড়ছেন এবং কতটা মনোযোগ দিয়ে পড়ছেন।
- পরীক্ষার প্রস্তুতি: আপনি কতটা ভালোভাবে নোট তৈরি করছেন এবং প্রশ্ন অনুশীলন করছেন।
-নিজের মানসিকতা: কঠিন বিষয় বা খারাপ গ্রেডের মুখে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
√ নিয়ন্ত্রণে নেই:
- পরীক্ষার প্রশ্ন কেমন হবে।
-খাতা দেখার মান বা শিক্ষকের ব্যক্তিগত পছন্দ।
-অন্যান্য সহপাঠীদের ফল বা তাদের প্রস্তুতি।

২. সদ্‌গুণই একমাত্র ভালো (Virtue is the only good)
একজন ছাত্র/ছাত্রীর জীবনে এই সদ্‌গুণগুলো সাফল্যের ভিত্তি তৈরি করে:

√ প্রজ্ঞা (Wisdom): কোন বিষয়টিকে আগে পড়তে হবে বা কোন বিষয়ের উপর বেশি সময় দিতে হবে, সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া; ভুল শেখার পদ্ধতি ত্যাগ করে নতুন পদ্ধতি গ্রহণ করা।
√ ন্যায় (Justice): পরীক্ষার সময় সৎ থাকা এবং নকল না করা; সহপাঠীদের প্রয়োজনে নোট বা সাহায্য দিয়ে সহযোগিতা করা।
√সাহস (Courage): কঠিন গণিত বা বিজ্ঞানকে ভয় না পেয়ে তার মোকাবিলা করা; জনসমক্ষে কোনো প্রশ্ন করার বা নিজের ভুল স্বীকার করার সাহস রাখা।
√সংযম (Temperance): পড়া ফেলে অতিরিক্ত সামাজিক মাধ্যমে সময় কাটানো বা গেমিং-এ আসক্ত হওয়া থেকে নিজেকে বিরত রাখা; নিজের খাওয়াদাওয়া ও ঘুমের সময় নিয়ন্ত্রণে রাখা।

উদাহরণ: আপনি দেখছেন আপনার বন্ধু নকল করছে। ন্যায় আপনাকে বলবে—আপনি নিজে সেটা করবেন না, কারণ পরীক্ষায় ভালো গ্রেড পাওয়া আপনার নৈতিকতার চেয়ে গুরুত্বপূর্ণ নয়। আপনার নৈতিক সদ্‌গুণই আপনার একমাত্র আসল সম্পদ।

৩. ভাগ্যকে ভালোবাসুন (Amor Fati)
শিক্ষাজীবনে অপ্রত্যাশিত ব্যর্থতা বা বাধা এলে এই নীতিটি সহায়ক।

উদাহরণ: আপনি পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন না, যা আপনার জন্য খুব কষ্টকর। 'Amor Fati' আপনাকে বলবে: "এটিই মহাবিশ্বের বিধান। হয়তো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো পথে আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী ও স্থিতিস্থাপক করে তুলবে।" এই ঘটনাটিকে তিক্ততা বা হতাশা দিয়ে নয়, বরং শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা।

৪. মৃত্যুর কথা মনে রাখুন (Memento Mori)
এই নীতি ছাত্র-ছাত্রীদের অলসতা ত্যাগ করতে এবং সময়কে মূল্য দিতে শেখায়।

উদাহরণ: আপনার পড়ার সময় সীমিত। জীবন ক্ষণস্থায়ী, এবং ছাত্রজীবনও। এই চিন্তা আপনাকে বলবে, "আজকের দিনটি আমি কি অলসতা করে নষ্ট করব, না কি আমার লক্ষ্য পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাব?" এটি আপনাকে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা (procrastination) থেকে বিরত থাকতে সাহায্য করে।

৫. নিজের প্রতি কঠোর এবং অন্যের প্রতি সহনশীল হোন

√ নিজের প্রতি কঠোর হোন: নিজের তৈরি করা রুটিন বা অধ্যয়নের মান বজায় রাখতে আপস করবেন না। পড়া শেষ না হলে কঠোরভাবে মোবাইল বা অন্যান্য বিনোদন এড়িয়ে চলুন।
√ অন্যের প্রতি সহনশীল হোন: যদি আপনার কোনো বন্ধু পড়াশোনায় খারাপ ফল করে বা পিছিয়ে পড়ে, তাকে নিয়ে সমালোচনা না করে সহানুভূতি দেখান। মনে রাখবেন, প্রত্যেকে তার নিজস্ব গতিতে শেখে এবং প্রত্যেকেরই ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। তাকে সাহায্য করার চেষ্টা করুন, কিন্তু তার ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন হবেন না (কারণ তার ফল আপনার নিয়ন্ত্রণে নেই)।

স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শ নিতে যখন তখন ফোন দিন -০১৭২৯৩৮৫৭২০
অথবা
_০১৩১৫৮৯৮০৮৬

১৯/২০,,,,?🤔
07/10/2025

১৯/২০,,,,?🤔

07/10/2025
07/10/2025

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, নতুন সকাল শুরু হলো। আল্লাহ আপনার দিনটি কল্যাণময় করুন। 🌸
শুভ সকাল 🌸

06/10/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি! 🌸

মুখস্থ রাখার সহজ উপায়।বাদল সৈয়দ মুখস্থ বিদ্যা ভালো নয়। তবে এটাও ঠিক, অনিবার্য কারণে বিভিন্ন বিষয় আমাদের মনে রাখতে হয়। যে...
06/10/2025

মুখস্থ রাখার সহজ উপায়।
বাদল সৈয়দ

মুখস্থ বিদ্যা ভালো নয়। তবে এটাও ঠিক, অনিবার্য কারণে বিভিন্ন বিষয় আমাদের মনে রাখতে হয়। যেমন, পরীক্ষা, ইন্টারভিউ, প্রেজেন্টেশন , এমনকি আড্ডায় জমানোর জন্যও আমাদের অনেক কিছু মুখস্থ রাখতে হয়। কিন্ত আমরা অনেকেই মনে রাখতে পারি না। যা পড়ি তা দ্রুত ভুলে যাই। সেটা যাতে না হয় সেজন্য মুখস্থ রাখার কিছু সহজ টেকনিক তুলে ধরলাম।

১। লিখুন (হাতে লেখা)।

যা পড়বেন তা লিখুন। লিখলে অনেক বেশি মনে থাকে। তবে লিখতে হবে হাতে। কম্পিউটারে নয়। আমার নিজের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয়

২। রিপিটেশন

মুখস্থ রাখার জন্য রিপিটেশনের বিকল্প নেই। যা পড়বেন তা বার বার পুনরাবৃত্তি করুন।

৩। গ্রুপ ডিসকাস।

ব্যক্তিগতভাবে আমার মনে হয় গ্রুপ ডিসকাস করলে অনেক বেশি মনে থাকে। যে ব্যাপারটি নিজে পড়লে মনে রাখতে পারি না, তা অন্যের মুখে শুনলে মস্তিষ্ক ধরে রাখেন

৪। চাংক বা গ্রুপ করে পড়া।

বড় বিষয় মনে রাখার সহজ উপায় হলো অনুচ্ছেদ ভাগ করে পড়া। বিষয়টিকে কয়েকটি চাংক বা গ্রুপে ভাগ করে পড়লে তা স্মৃতি সহজে ধরে রাখে। একসাথে পড়লে তালগোল পাকিয়ে যায়।আমরা অনেকেই গ্রুপ করে টেলিফোন নাম্বার মনে রাখি। যেমন 01456778943 এ নম্বরটিকে তিনটি গ্রুপে ভাগ করা যায়। (014) (5677) (8943). ঠিক একইভাবে বড় বিষয় হলে প্যারা বা অনুচ্ছেদ ভিত্তিক গ্রুপ বা চাংক করে পড়লে সহজে মুখস্থ থাকবে।

৫। ঘুম।

এটি খুবই জরুরি। ক্লান্ত মস্তিষ্ক কোনো কিছু ভালোভাবে ধারণ করতে পারে না। তাই বিশেষ করে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত ঘুমানো উচিত। বৈজ্ঞানিকভাবেও পর্যাপ্ত ঘুমকে স্মৃতিশক্তি বাড়ানোর অন্যতম টনিক বলে বিবেচনা করা হয়। আইনাস্টাইন এত ব্যস্ততার মধ্যেও দিনে দশ ঘণ্টা ঘুমাতেন।

৬। খাবার।

সুষম খাবারও মুখস্থ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে পুষ্টি না থাকলে শরীরের কোনো অঙ্গই ঠিকভাবে কাজ করে না। ব্রেইনও এর ব্যতিক্রম নয়। এজন্যই ছোটোবেলায় মহিউদ্দিন স্যার আমাকে প্রায় বলতেন, 'বাদলা, ব্যাটা, খাওয়াদাওয়া ঠিকমতো করবি। পরীক্ষায় ভালো করার অন্যতম শর্ত হলো খানাখাদ্য।'

৭। নো জাংক ফুড।

বিজ্ঞান বলে ভাজাপোড়া, জাংকফুড এগুলো মগজের সক্ষমতা কমিয়ে দেয়। স্মৃতিশক্তিরও বারোটা বাজায়।

৮। খালি পেটে না পড়া।
ক্ষুধার্ত অবস্থায় মগজে কিছু ঢুকে না। তাই খালি পেটে পড়লে মুখস্থ থাকে না।

৯। শৃঙ্খলা।
যেকোনো সাফল্যের পূর্বশর্ত হচ্ছে শৃঙ্খলা। পড়ার ব্যাপারেও তাই। ডিসিপ্লিন মেনে চললে স্মৃতিশক্তি ভালো কাজ করে। রুটিন করে প্রতিদিন একই সময়ে পড়লে বডি ক্লক ওই সময় পড়ার জন্য সেট হয়ে যায়। এটি নির্ধারিত সময়টিকে 'মনোযোগের সময়' বলে ধরে নেয়। তাই যা পড়ি তা বেশি মনে থাকে। এলোমেলো টাইমে পড়লে তা হয় না। মনে রাখবেন, বডি ক্লক একটি রিদমে চলে। আপনার কাজ হলো শৃঙ্খলার মাধ্যমে তা সেট করা।

১০।মার্কার ব্যবহার।

পড়ার সময় কঠিন অংশ মার্কার দিয়ে দাগালে তা মনে গেঁথে যায়। আমি এতে উপকার পেয়েছি। অনেককে উপকার পেতে দেখেছি।

১১। মার্জিনে নোট।

পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মার্জিনে নোট রাখলে তা পড়ে মুখস্ত রাখতে ভালো ভূমিকা রাখে।

১২। পড়ার সময় মোবাইল দূরে রাখা।

পড়ার সময় হাতের কাছে মোবাইল রাখলে তা বারবার ডিস্টার্ব করে। খানিকটা পড়ে মোবাইল দেখতে ইচ্ছা করে। তাই পুর্ণ মনোযোগ দিয়ে পড়তে হলে মোবাইল দূরে রাখা জরুরি। আরো ভালো হয় বন্ধ বা সাইলেন্ট রাখলে।

১৩। নিরিবিলি পরিবেশ।

নিরিবিলি পরিবেশে পড়লে পড়ায় মনও বসে। মনেও থাকে। তাই পড়ার সময় যাতে আশেপাশে জোরে শব্দ, যেমন টিভির সাউন্ড, গান-গান-বাজনা এগুলো যাতে না হয়, কেউ অযথা বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখা উচিত।

উপরের কৌশলগুলো মুখস্থ রাখতে সাহায্য করবে। তবে সবচে ভালো হলো, ব্যাসিক বিষয়টি বুঝে নিজের মতো মনে রাখা। তাহলে কখনোই ভুলবেন না। মজার ব্যাপার হলো, সেটা করার জন্যও বর্ণিত কৌশলগুলো খুবই কার্যকরী।
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

ন্যূনতম স্বাস্থ্যসেবাও পাচ্ছে না কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের মানুষ। চিকিৎসা সেবা নিতে যখন তখন ফোন দিন --০১৭২৯৩৮৫৭২০
06/10/2025

ন্যূনতম স্বাস্থ্যসেবাও পাচ্ছে না কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের মানুষ।

চিকিৎসা সেবা নিতে যখন তখন ফোন দিন -

-০১৭২৯৩৮৫৭২০

06/10/2025

Address

Dhaka
1000

Telephone

+8801729385720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pavel HealthCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pavel HealthCare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram