Pavel HealthCare

Pavel HealthCare স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান।। ENT specialist Dr.Rahmat Ullah Pavel
Hot -01729385720

30/11/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি!! 🌸

আপনাদের ভালবাসা ই আমাদের অনুপ্রেরণা। একজন সেবা গ্রহিতার কমেন্ট  ইউটিউব চ্যানেলে।চিকিৎসা সেবায় আমরা আন্তরিকতা ও দক্ষতার স...
30/11/2025

আপনাদের ভালবাসা ই আমাদের অনুপ্রেরণা।

একজন সেবা গ্রহিতার কমেন্ট ইউটিউব চ্যানেলে।
চিকিৎসা সেবায় আমরা আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার চেস্টা করি।

বিস্তারিত জানতে ক্লিক করুন-

ইউটিউব -

https://youtube.com/?si=7hTPO40UArSLFTkV

❝  #তিনি_আমাদের_কাছে_এসেছিলেন, উনার বাচ্চার কানে পুজ পড়া নিয়ে।প্রায় ৫মাস যাবত অনেক নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ  এর কাছ থে...
30/11/2025

❝ #তিনি_আমাদের_কাছে_এসেছিলেন,
উনার বাচ্চার কানে পুজ পড়া নিয়ে।প্রায় ৫মাস যাবত অনেক নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ এর কাছ থেকে অনেক মেডিসিন খেয়েছেন কিন্তু ভাল হয় নি।
গত কয়েক দিন আগে তার এক আত্নীয়ের কাছে শুনে তিনি নোয়াখালী থেকে আমাদের কাছে তার বাচ্চাকে নিয়ে এসেছেন।

উনার বাচ্চার কান পচার সাথে নাকের পানি পড়া এবং নাকের পিছনের এডিনয়েড ও টনসিল ছিল যা কেউ খেয়াল করেনি।

আমরা তার টনসিল, এডিনয়েড ও কানের পুজের চিকিৎসা করেছি এবং মেশিনের ও এন্ডোস্কোপির মাধ্যমে অবলোকন করেছি।
বর্তমানে রোগী পুরোপুরি সুস্থ,আলহামদুলিল্লাহ।

আপনার সন্তান কি হা করে ঘুমায়?
অনেক দিন যাবত কান দিয়ে পুজ আসে,ভাল হচ্ছে না?
নাক বন্ধ?
নাক দিয়ে বার বার পানি আসে?

যাদের নিজের বা সন্তানের দীর্ঘদিন যাবত কান পুয়ে পুজ আসে কিন্তু ভাল হচ্ছে না তারা আমাদের ফোন নম্বরে
ফোন দিন📞 -০১৭২৯৩৮৫৭২০
অথবা 📞~০১৩১৫৮৯৮০৮৬

অথবা আমাদের চিকিৎসালয়ে যোগাযোগ করুন।

_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
(Dr.Rahmat Ullah Pavel)
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

আপনার সাফল্য নির্ভর করবে এই ১৫টি কাজের ওপর1. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করোঅনেকেই কাজ করে, কিন্তু জানে না আসলে কোথায় পৌঁছাতে...
30/11/2025

আপনার সাফল্য নির্ভর করবে এই ১৫টি কাজের ওপর

1. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো

অনেকেই কাজ করে, কিন্তু জানে না আসলে কোথায় পৌঁছাতে চায়।
স্পষ্ট লক্ষ্য মানে কী হতে চাও, কেন হতে চাও, কত দিনের মধ্যে হতে চাওএটা পরিষ্কার জানা।
স্পষ্ট লক্ষ্য থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং মন ফোকাস থাকে।

2. ছোট লক্ষ্য থেকে শুরু করো

বড় স্বপ্ন ভীতিকর লাগতে পারে।
তাই একে ছোট ছোট ধাপে ভাগ করো।
যেমন:
• ১ম সপ্তাহে একটি নতুন স্কিল শেখা
• ১ম মাসে সেই স্কিলে ছোট প্রোজেক্ট করা
এভাবে ছোট সফলতা বড় সাফল্যের ভিত্তি তৈরি করে।

3. নিয়মিত পরিকল্পনা করো

পরিকল্পনা ছাড়া মানুষ চলতে পারে, কিন্তু এগোতে পারে না।
প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসের জন্য আলাদা প্ল্যান রাখলে
অগ্রগতি ট্র্যাক করা, ভুল বুঝতে পারা, ঠিক পথে থাকা সবই সহজ হয়।

4. সময়কে সঠিকভাবে ব্যবহার করো

সফলরা ২৪ ঘণ্টা নয় ২৪ ঘণ্টার মান ব্যবহার করে।
প্রতিদিন ২–৩ ঘণ্টা নিরবচ্ছিন্ন কাজ এক মাসে অনেক এগিয়ে দেয়।
সময় কোথায় নষ্ট হচ্ছে এটা খুঁজে বের করাই প্রথম ধাপ।

5. নিজের দুর্বলতা চিনে উন্নতি করো

অনেকেই দুর্বলতা লুকাতে চায়।
কিন্তু সফলরা দুর্বলতাই শক্তিতে পরিবর্তন করে।
ভালো না জানলে শিখো, পারো না মনে হলে অনুশীলন করো
এই মনোভাবই সাফল্যের মূল।

6. প্রতিদিন নতুন কিছু শেখো

দুনিয়া বদলে যাচ্ছে।
নতুন স্কিল শিখতে না পারলে পিছিয়ে পড়তে হয়।
ইংরেজি, কম্পিউটার, মার্কেটিং, যোগাযোগ
যে স্কিলই শিখবে, তা ভবিষ্যতে বড় সুযোগ এনে দেবে।

7. শৃঙ্খলাবদ্ধ হও

ডিসিপ্লিন ছাড়া দক্ষতা অকেজো।
সফল মানুষরা দিনে ১০ ঘণ্টা নয়, নিয়মিত ২ ঘণ্টা কাজ করেও জেতে
কারণ তাদের ধারাবাহিকতা আছে।

8. ভয়কে নিয়ন্ত্রণ করো

ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, লোকে কী বলবে এসব ভয় স্বপ্নকে মেরে ফেলে।
ভয়ের কাজ তোমাকে থামানো, আর তোমার কাজ ভয়কে অতিক্রম করা।
সাহসী সিদ্ধান্তগুলোই ভবিষ্যত বদলায়।

9. ইতিবাচক পরিবেশ তৈরি করো

আমরা যেমন মানুষের সাথে থাকি, তেমনই হয়ে যাই।
নেগেটিভ পরিবেশ মনকে দুর্বল করে, হতাশা বাড়ায়।
পজিটিভ মানুষ, বই, ভিডিও, নেটওয়ার্ক
এসব মস্তিষ্ককে উন্নতির দিকে টানে।

10. কাজ ফেলে রাখার অভ্যাস বদলাও

“আগামীকাল করবো”এই কথাই অসফলদের ধ্বংস করে।
যা এখন করা যায়, এখনই করো।
দিন শেষে
কাজ এগিয়েছে, নাকি শুধু চিন্তা করেছ?
এটাই পার্থক্য তৈরি করে।

11. নিজের স্বাস্থ্যের যত্ন নাও

ঘুম কম, খাবার ঠিক নেই, শরীর দুর্বল
এই অবস্থায় জীবন বদলানোর চেষ্টা ফল দেয় না।
স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যতকে নিরাপদ করা।

12. নেটওয়ার্ক বাড়াও

একাই সব শেখা যায় না।
সঠিক মানুষদের সাথে যোগাযোগ তোমাকে দ্রুত সাফল্যের কাছে নিয়ে যায়।
নতুন মানুষ মানে নতুন সুযোগ।

13. অর্থ ব্যবস্থাপনা শিখো

অনেকেই টাকা আয় করে, কিন্তু ধরে রাখতে পারে না।
সঞ্চয়, বিনিয়োগ, খরচ
যেদিন এগুলোর ভারসাম্য শিখে যাবে, সেদিন তুমি স্বাধীনতা পাবে।

14. ব্যর্থতা থেকে শেখো

ব্যর্থতা মানে শেষ নয়।
এটা শুধু বলে দেয় এভাবে হবে না, অন্যভাবে করতে হবে।
যে ব্যর্থতাকে ভয় পায়, সে আটকে যায়;
যে ব্যর্থতা থেকে শেখে, সে এগিয়ে যায়।

15. ধৈর্য ধরো ও নিয়মিত চেষ্টা চালিয়ে যাও

এক রাতেই কেউ সফল হয় না।
সব বড় মানুষ, বড় ব্যবসা, বড় স্বপ্ন সময় নিয়ে গড়ে ওঠে।
ধৈর্য + ধারাবাহিক চেষ্টা = নিশ্চিত সফলতা।

সাফল্য কোনো ম্যাজিক নয়।
এটা শৃঙ্খলা, ধারাবাহিকতা, সাহস, এবং শেখার ওপর দাঁড়িয়ে থাকা এক দীর্ঘ পথ।
যে প্রতিদিন ১% উন্নতি করতে পারে
সে ১ বছরের শেষে পুরো জীবনটাই বদলে দিতে পারে।
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটাউন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

With Shorab Hossen – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
30/11/2025

With Shorab Hossen – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

ঘুমের সময় শিশুদের শব্দ করা — কেন হয় এবং কী করবেন?অনেক বাবা–মা লক্ষ্য করেন, তাদের শিশু ঘুমের সময় হালকা শব্দ করে, নাক ডাকা...
30/11/2025

ঘুমের সময় শিশুদের শব্দ করা — কেন হয় এবং কী করবেন?

অনেক বাবা–মা লক্ষ্য করেন, তাদের শিশু ঘুমের সময় হালকা শব্দ করে, নাক ডাকায় বা ঘন ঘন ঘুম ভেঙে যায়। বিষয়টি অনেক সময় স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে এটি শ্বাসনালীর সমস্যার ইঙ্গিত হতে পারে।

⭐ শিশুর ঘুমের সময় শব্দ করার সাধারণ কারণসমূহ:

1. নাক বন্ধ বা সর্দি: ছোট বাচ্চাদের নাকের পথ সরু থাকে, সামান্য সর্দিতেই শব্দ হতে পারে।

2. অ্যালার্জি: ধুলাবালি, মাইটস, পোষা প্রাণী বা আবহাওয়ার কারণে অ্যালার্জি হলে শ্বাসে শব্দ হয়।

3. শ্বাসনালীর সামান্য অবরোধ: অ্যাডিনয়েড বা টনসিল বড় হলে শ্বাস নিতে সমস্যা হয় এবং শব্দ হতে পারে।

4. রিফ্লাক্স সমস্যা: খাবার উপরে উঠে এলে শিশুর শ্বাসে অস্বস্তি তৈরি করে, ফলে ঘুম বারবার ভেঙে যায়।

5. স্বাভাবিক গ্রোয়িং নইজ: নবজাতকের শ্বাসনালী নরম থাকায় স্বাভাবিকভাবেই কিছু শব্দ হতে পারে।

⭐ কখন চিন্তা করবেন?

যদি আপনার শিশুর—
✔ বারবার ঘুম ভেঙে যায়
✔ শ্বাস নিতে কষ্ট হয় বা বুক দুলে ওঠে
✔ নাক ডাকায় বা শ্বাসের শব্দ খুব জোরে শোনা যায়
✔ খেতে সমস্যা হয়
✔ দীর্ঘদিন ধরে সর্দি–কাশি লেগে থাকে

👉 তাহলে একজন শিশু বিশেষজ্ঞ বা ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

⭐ শিশুর আরামদায়ক ঘুমের জন্য করণীয়:

✔ ঘরের ধুলাবালি পরিষ্কার রাখুন
✔ নাক বন্ধ থাকলে স্যালাইন ড্রপ ব্যবহার করতে পারেন
✔ শিশুর মাথা সামান্য উঁচু করে শোয়ান
✔ ঘুমানোর আগে গরম পানিতে গোসল করালে আরাম পায়
✔ শীতকালে ঘরের আর্দ্রতা বজায় রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন
✔ অ্যালার্জি থাকলে কারণগুলো দূরে রাখুন

পাভেল হেলথকেয়ার পরামর্শ:

আপনার শিশুর ঘুমের মান তার বিকাশের সাথে সরাসরি সম্পর্কিত। তাই ঘুমের সময় অস্বাভাবিক শব্দ, শ্বাসকষ্ট বা বারবার ঘুম ভেঙে গেলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার সন্তানের সুস্থতা–ই আমাদের অগ্রাধিকার।


_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটাউন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

30/11/2025

আসসালামু আলাইকুম
"আজকের শীতের সকাল আপনার জীবনে আনুক উষ্ণতা, প্রেম, সফলতা আর প্রশান্তি।
শুভ সকাল!"🌸

❝  #তিনি_আমাদের_কাছে_এসেছিলেন, থাপ্পড় লেগে কানের পর্দা ছিড়া নিয়ে।আমরা চিকিৎসা করে দেওয়ার পর ইনার পর্দা এখন জোড়া লেগেছে এ...
29/11/2025

❝ #তিনি_আমাদের_কাছে_এসেছিলেন,
থাপ্পড় লেগে কানের পর্দা ছিড়া নিয়ে।
আমরা চিকিৎসা করে দেওয়ার পর ইনার পর্দা এখন জোড়া লেগেছে এবং ভাল শুনতে পাচ্ছেন ❞

🟥কানের পর্দা ছিড়ে গেলে বা
ফুটা হয়ে গেলে বা কানে কোন কিছু দিয়ে পর্দায় আঘাত প্রাপ্ত হলে কি করবেন?

✅শুধু একটা কাজ করবেন না-
সেটা কি❓

🤔কানে কোন ড্রপ,পানি,তেল বা কোন মেডিসিন দিবেন না।
তারপর কি করবেন?
নিজে নিজে ডাক্তারি করবেন না তাতে পর্দা স্থায়ী ভাবে ছিদ্র হয়ে কানে কম শোনা,
পুজ পড়া,
কানে শো শো শব্দ করা সহ অনেক জটিল সমস্যা হতে পারে।

🟩এই ধরনের সমস্যা হলে শুধু আমাদের একটা ফোন দিবেন -০১৭২৯৩৮৫৭২০ অথবা ~০১৩১৫৮৯৮০৮৬
অথবা আমাদের চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন।

_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
(Dr.Rahmat Ullah Pavel)
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣ নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পাভেল ইএনটি সেন্টার,
(পদ্মা হাসপাতাল)নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)
fans
Pavel HealthCare

নাক, কান ও গলার যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ ও চিকিৎসা নিতে আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন।ন...
29/11/2025

নাক, কান ও গলার যেকোনো ধরনের সমস্যায় পরামর্শ ও চিকিৎসা নিতে আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন।

নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডা.পাভেল -Dr.Pavel স্যার, এখন শুক্রবার ছাড়া নিয়মিত রোগী দেখবেন Platinum Hospital Ltd. পান্থপথ এবং প্রতি শুক্রবার রোগী দেখবেন পদ্মা হাসপাতাল ভৈরব।

আমাদের হটলাইন
✆ ০১৭২৯৩৮৫৭২০
✆ ০১৩১৫৮৯৮০৮৬

_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr. Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

28/11/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি!🌸

শিশুদের কানে ময়লা বা খোল জমার সমস্যা সাধারণ হলেও এর সমাধানে সতর্ক থাকা জরুরি। সাধারণত কানের ময়লা নিজে থেকেই বেরিয়ে আস...
28/11/2025

শিশুদের কানে ময়লা বা খোল জমার সমস্যা সাধারণ হলেও এর সমাধানে সতর্ক থাকা জরুরি। সাধারণত কানের ময়লা নিজে থেকেই বেরিয়ে আসে, তাই এক্ষেত্রে অযথা ঘাঁটাঘাঁটি না করাই ভালো কেননা তাতে পর্দা ছিড়ে জটিলতা হতে পারে।

বাচ্চাদের কানে ময়লা হলে যা করবেন:
🟥চিকিৎসকের পরামর্শ নিন: কানে ময়লা জমেছে মনে হলে প্রথমেই একজন নাক, কান ও গলা (ENT) বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ফোন -০১৭২৯৩৮৫৭২০
ডাক্তার ইয়ার ওয়াক্স (ear wax) অপসারণের সঠিক ও নিরাপদ পদ্ধতি জানেন।

🟥কান পরিষ্কারক ড্রপ ব্যবহার: অনেক ক্ষেত্রে ডাক্তাররা কানের ময়লা নরম করার জন্য বিশেষ ধরণের ইয়ার ড্রপ ব্যবহারের পরামর্শ দেন। এই ড্রপগুলো ব্যবহারের ফলে ময়লা নরম হয়ে আপনা আপনি বেরিয়ে আসে বা ডাক্তার সহজেই তা বের করতে পারেন।

✅যা কখনোই করবেন না:
কটন বাড ব্যবহার: কটন বাড (earbuds) বা অন্য কোনো বস্তু (যেমন: সেফটি পিন, চুলের কাঁটা) দিয়ে শিশুর কান পরিষ্কার করার চেষ্টা করবেন না। এতে কানের ভেতরের সংবেদনশীল পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ময়লা আরও ভেতরে চলে যেতে পারে।

অলিভ অয়েল বা অন্য তেল ব্যবহার: চিকিৎসকের পরামর্শ ছাড়া কানে কোনো ধরনের তেল বা ঘরোয়া উপাদান ব্যবহার করা থেকে বিরত থাকুন।

ক্যান্ডলিং পদ্ধতি: 'ইয়ার ক্যান্ডলিং' (ear candling) নামে প্রচলিত পদ্ধতিটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং এটি কানের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

যদি আপনার শিশু কানে ব্যথা অনুভব করে, কম শোনে, কান থেকে কোনো তরল বের হয় বা অস্বস্তি বোধ করে, তবে দেরি না করে দ্রুত আমাদের শরণাপন্ন হোন।
ফোন -০১৭২৯৩৮৫৭২০
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
Dr.Rahmat Ullah Pavel
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটাউন, ভৈরব(প্রতি শুক্রবার)

( Admin)

ছেলেটা আমাদের কাছে, এসেছিল কানের পলিপাস বা রক্ত পড়া,গলার টনসিল এবং নাকের পিছিনের এডিনয়েড নিয়ে।তার যে সকল সমস্যা ছিল-✔️কা...
28/11/2025

ছেলেটা আমাদের কাছে,
এসেছিল কানের পলিপাস বা রক্ত পড়া,গলার টনসিল এবং নাকের পিছিনের এডিনয়েড নিয়ে।

তার যে সকল সমস্যা ছিল-
✔️কান দিয়ে সব সময় পুজ পড়ত,
✔️সব সময় গলা ব্যথা করত
✔️নাক বন্ধ থাকতো
✔️মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নি তো
✔️নাক দিয়ে ময়লা আসতো
✔️কান দিয়ে রক্ত আসতো
✔️নাক ডাকার সমস্যা ছিল

🔴আমরা তার অপারেশন সফলভাবে করেছি এবং আজকে সে সুস্থ হয়ে বাড়ি ফিরল।

✅ছেলেটার জন্য দোয়া করবেন এবং আপনার সন্তানের এই ধরনের সমস্যা হলে লম্বা সময় ধরে চিকিৎসা না নিয়ে থাকবেন না।
তাতে জটিলতা হতে পারে।

ফোন -০১৭২৯৩৮৫৭২০
_______________________________________________
বিনীত,
1️⃣ ডা.মো:রহমত উল্লাহ পাভেল
(Dr.Rahmat Ullah Pavel)
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য), এমপিএইচ (পাবলিক হেলথ),ডিএলও(ইএনটি),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএমইউ),ঢাকা।
2️⃣সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইএনটি)
ডিসিএমসি (এক্স)
3️⃣রেজিস্ট্রার ইএনটি,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
4️⃣শিশু নাক,কান ও গলায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(মালয়েশিয়া)
5️⃣নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন (ENT Specialist & HN Surgeon)
◼️স্বাস্থ্য বিষয়ক লেখক।
6️⃣ফোন-০১৭২৯৩৮৫৭২০
০১৩১৫৮৯৮০৮৬

🟥চেম্বার-
✅প্লাটিনাম হাসপাতাল, পান্থপথ, ঢাকা(প্রতিদিন)
(Platinum Hospital, Panthapath, Dhaka)
✅পদ্মা হাসপাতাল,নিউটন, ভৈরব(প্রতি শুক্রবার)

Address

Dhaka
1000

Telephone

+8801729385720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pavel HealthCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pavel HealthCare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram