
03/08/2025
কুকুর কামড়ালে অবশ্যই ভ্যাকসিন নিবেন !
কারণ র্যাবিস বা জলাতঙ্ক হলে নিশ্চিত মৃত্যু|
এর এখনো কোন চিকিৎসা নাই এবং চিকিৎসা করে খুব একটা লাভ হয় না |
শুধু কুকুর কামড়ালেই হবেনা অবশ্যই সেই কুকুরের জলাতঙ্ক থাকতে হবে |
কিন্তু কামড়ানোর পরে কুকুরটিকে খুঁজে পাওয়া নাও যেতে পারে |
সুতরাং সেই কুকুরের জলাতংক ছিল কিনা সেটা নিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না |
কুকুর কামড়ালে অবশ্যই ভ্যাকসিন দিতেই হবে|
অনেক সময় সরকারি হাসপাতালে সাপ্লাই থাকে| দ্রুত ডাক্তার দেখাবেন |
আর সাপ্লাই না পেলে অবশ্যই কিনে সেটা দিতে হবে |
যেহেতু মৃত্যু শতভাগ তাই প্রতিরোধ করাই উত্তম!
লিখেছেন:
ডা. জিএম আব্দুস সালাম
রেজিস্ট্রার, ও অনকো সার্জন
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা