24/11/2024
© একটি মানবিক আবেদন- প্রসঙ্গ: ' শিশু ক্যান্সার যোদ্ধা আফরাজ': ( DX-Metastatic Neuroblastoma)
------------------------------------------------------------------------------
আমাদের এই আবেদন- আমাদের প্রিয় চিকিৎসক দম্পতি, ডা: X ও Y (ছদ্মনাম) ও তাদের নিস্পাপ ২ বছরের সন্তান আফরাজ এর জন্য।
🔴 ছোট্ট আফরাজ এর বয়স, মাত্র ২ বছর পূর্ণ হলো নভেম্বর এর ১০ তারিখ। দিনটা হওয়ার কথা ছিল হাসি-আনন্দে জন্মদিনের আয়োজনের। কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। জন্মদিন নয়- বাবা-মা এখন ব্যস্ত হাসপাতালের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে , কখনো ডাক্তারের রুমে কখনো রেডিও/ কেমোথেরাপি রুমে। প্রস্তুতি চলছে , বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, ইমমুনোথেরাপি-একটার পর একটা।
যেই সময়টা ছোট্টো বাচ্চাটার হাসি আর দুষ্টামিতে বাবা-মায়ের কোলে থাকার কথা ছিল, সেই সময়টায় সে লড়ে যাচ্ছে এক ভয়ংকর অদৃশ্য শত্রু ক্যান্সার এর সাথে হাসপাতাল শয্যায়।বাবা-মায়ের চোখের পানির সাথে একমাত্র সন্তানের জন্য দেখা অজস্র স্বপ্নগুলো যেন ধুসর হয়ে যাচ্ছে অজানা শংকায়।ইতমধ্যে নিস্পাপ বাচ্চাটি ৮ টা কেমোথেরাপি নিয়ে ফেলেছে । বাবা-মা সর্বস্ব দিয়ে লড়ে যাচ্ছে মরনপণ। কিন্তু পথ যে অনেক বাকি এই যুদ্ধের। ওদের একার পক্ষে অসম্ভব।
নিজ দেশে চিকিৎসা বাবস্থার ভুল রোগ নির্ণয় এর কারনে অনেকটা অভিমান আর কষ্ট নিয়েই তারা বাধ্য হয়েছে বিদেশে যেতে। চিকিৎসকরা আশাবাদী আফরাজ এর সুস্থতায় , কিন্তু খরচ কোটির ঘর ছাড়িয়ে যাবে!!
আমার ছাত্র-ছাত্রী ২ জনই দন্ত্য চিকিৎসক (ছাত্র- একটি বেসরকারি ডেন্টাল কলেজ এর শিক্ষক)। চক্ষু লজ্জায় তারা কাউকে সাহায্যের জন্য বলতে পারছে না, কিন্তু ওদের সাহায্যের দরকার। দীর্ঘ ২ মাস ভিন দেশের হাসপাতালে সন্তান নিয়ে দিশেহারা। আপনার নাম নিজেকে একবার ভাবুন তো ওই স্থানে!! আমার চোখ জলে ভিজে আসছে।
আমরা কি পারি না এই ছোট্ট শিশুটির জন্য সহমর্মিতার হাত বাড়াতে?যে যার অবস্থান থেকে একটু এগিয়ে আসতে? আসুন না চিকিৎসক হিসাবে; ভাই-বোন হিসাবে কিংবা মানুষ হিসাবে ওদের পাশে দাড়াই সাধ্যমত, কিছু না পারলে দোয়া করি।
🟥 সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ একাউন্ট: 01988 43 88 39 ( IDA, General Secretary )
ব্যাঙ্ক একাউন্ট :
MD.Rafiul karim ( IDA, General Secretary )
Prime bank Limited
A/C : 2124212027870