
30/06/2025
আমি, রিজওয়ান হোসেন, থাকি মিরপুরে। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। বয়স ৭৫ পেরিয়েছে। স্ট্রোকের পর থেকে উনার চলাফেরা অনেক কমে গেছে। প্রতিদিন ফিজিওথেরাপি, ওষুধ আর যত্ন – সবকিছুতেই সাহায্য দরকার হয়।
আমার স্ত্রী অফিস করেন, আমি নিজেও কাজের জন্য ব্যস্ত থাকি। বাবা যেন ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন।
তখনই এক সন্ধ্যায় ফেসবুকে চোখে পড়লো Take Care Limited এর উপর।
"Book" করলাম একজন ফিজিওথেরাপিস্ট ও কেয়ারগিভার। প্রথম দিনেই আমাদের মনে হলো, “এই মানুষটা তো শুধু চাকরি করতে আসেনি, ভালোবাসা নিয়ে এসেছে।”
সকালবেলা কেয়ারগিভার আসেন, বাবাকে হাঁটতে সাহায্য করেন, কথা বলেন, ওষুধ দেন, এমনকি ছোট ছোট গল্প শুনিয়েও বাবার মুখে হাসি ফোটান।
আজ তিন মাস পর বাবা হাসিমুখে বললেন,
“আমার সন্তানরা তো আমায় ভালোবাসেই… এখন Take Care Ltd-এর ছেলেটাও আমার নিজের সন্তানের মতোই।”
Take Care Ltd শুধু সেবা দেয় না, পরিবার হয়ে ওঠে।
বিস্তারিত জানতে ক্লিক করুন: www.takecare.ltd
📞হেল্পলাইন: 01827-370397
📍 সারা বাংলাদেশে সেবা