
04/05/2025
মায়ের শান্তি, মেয়ের হাসি
"নাহ, আর পারছি না। অফিস, সংসার, আবার অসুস্থ মা – সব একসাথে সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে।"
রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এমনই বলতেন শারমিন আপা, একজন ব্যাংকার। তার মা কয়েক মাস ধরে অসুস্থ, চলাফেরা করতে পারেন না ঠিকমতো। কাজের বুয়া যত্ন নেয় না, আর আত্মীয়-স্বজন সবাই ব্যস্ত।
ঠিক তখনই এক বন্ধু "Take Care Limited"-এর কথা বলল। প্রথমে দ্বিধা ছিল, মায়ের যত্ন কি অপরিচিত কেউ নিতে পারবে? কিন্তু সাহস করে একটা দিন চাইলেন সেবাটি।
📅 প্রথম দিন...
আমাদের প্রশিক্ষিত কেয়ারগিভার হাসিনা আপা গিয়ে হাসিমুখে মায়ের সাথে কথা বলা শুরু করলেন। শুধু কাজ নয়, সঙ্গ দিচ্ছেন, গল্প করছেন, সময় কাটাচ্ছেন। ৩ দিন পর শারমিন আপা অফিস থেকে ফিরে দেখলেন – তার মা হাসিমুখে গল্প করছেন!
তিনি তখন বুঝলেন, সেবা শুধু দায়িত্ব নয়, ভালোবাসাও।
আজ ৩ মাস হলো তারা আমাদের সাথে আছেন। শারমিন আপা অফিস করেন নিশ্চিন্তে, আর মা পান স্নেহভরা যত্ন।
আমাদের আছে-
👉 ৩০০০+ বিশ্বস্ত হেলথকেয়ার প্রফেশনাল।
👉 ২৪ ঘন্টা সাপোর্ট টিম।
👉 দ্রুততম সময়ে সেবা প্রদানের সক্ষমতা।
👉 নিরাপত্তার নিশ্চয়তা।
সেবা পেতে ফোন করুনঃ +8801827-370397