20/04/2025
অটিজম একটি মারাত্মক ব্যাধি যা অধিকাংশ ক্ষেত্রেই জন্মগত হয়ে থাকে।
তাছাড়া অটিজমের সাথে -
- ফিজিক্যাল ডিজেবেলিটি বা শারীরিক বিকলাঙ্গতা,
- হাইপার অ্যাক্টিভিটি বা অতি চঞ্চলতা
- এগ্রেসিভ বিহেভিয়ার বা আক্রমণাত্মক আচরণ
- সামাজিক যোগাযোগে অক্ষমতা,
- ডিলেইড স্পিচ বা দেরিতে কথা বলা,
- অস্বাভাবিক শব্দ উচ্চারণ
- কথা আটকে যাওয়া অথবা কথা একেবারেই বলতে না পারা
- বোন ডিফারমেটি অথবা হাড়ের বৈকল্যতা
নতুন মাত্রা যোগ করে যা বিষয়টাকে আরো জটিল করে তোলে।
💥যেখানে তথাকথিত মেডিকেল থেরাপি স্পিচ থেরাপি এবং অন্যান্য থেরাপির মাধ্যমে অটিজম অথবা হাইপার একটিভ চিলড্রেনদের সারিয়ে তোলার অসংখ্য বিফল চেষ্টা প্রতিয়মান হয়েছে-
🔥সেখানে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত বলতে চাই যে বিগত ৩৬ বছর ধরে আমাদের স্বনামধন্য ডাক্তার, ডা: মোঃ ইউসুফ মিয়া স্যারের চিকিৎসায় এ ধরনের অসংখ্য রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন।
♥️ সময়োপযোগী পদক্ষেপ এবং সঠিক হোমিওপ্যাথি চিকিৎসায় অটিজমে আক্রান্ত যেকোনো শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে অবদান রাখতে পারে এবং অসংখ্য ক্ষেত্রে সেটা আমরা প্রমাণ করেছি।
✓ আমাদের মাত্র ২-৩ মাসের চিকিৎসায় সেটা স্পষ্ট হবে ইনশাল্লাহ।
❤️ সিরিয়াল নেয়া হয় সকাল ১১টা হতে রাত ১১টা নাগাদ।
💥ঠিকানা - দেশ বাংলা হোমিও হল
১। আশকোনা শাখা -৬৩৬ আশকোনা, হাজী ক্যাম্প রোড, দক্ষিনখান, ঢাকা ১২৩০।
ফোন - 01734440444
২। উত্তরা শাখা -রাজউক কমা: কমপ্লেক্স (৩য় তলা), উত্তরা ৭, ঢাকা
ফোন - 01734440400
৩। ফার্মগেট শাখা - গ্রীন সুপার মার্কেট, (২য় তলা) ফার্মগেট, ঢাকা
ফোন - 01711478586
❤️ সময়সূচি :
1) উত্তরা শাখা
শনি,সোম, বৃহস্পতি - ১টা - ৫ টা
2) এয়ারপোর্ট শাখা -প্রতিদিন সন্ধ্যা ৮ টা-রাত ১১টা
(বুধবার বন্ধ)
3) ফার্মগেইট শাখা -
রবি,মঙ্গল, শুক্র - ১টা - ৫টা
❤️ সিরিয়ালের জন্যে -
১।আশকোনা শাখা-01816848171
২।উত্তরা শাখা-01816533280
৩।ফার্মগেট শাখা-01400698080
ধন্যবাদ