Dr. Yousuf Miah

Dr. Yousuf Miah ডা:মো:ইউসুফ মিয়া (স্বর্ণপদক)
(স্বাস্থ্য সেবায় ৩৩ বছর)
স্বনামধণ্য প্রভাষক -মানিকগঞ্জ হো: মেডিকেল কলেজ
(1)

Services are available in Health issues
Chambers -

Chamber 01 -
636 Ashkona, New airport road, Dakkhin Khan, Dhaka - 1230

Chamber 02 -
Rajuk Commercial Complex, 2nd floor, Uttara # 07, Dhaka - 1230

Chamber 03 -
DNCC Market, Nilkhet, Newmarket, Dhaka- 1205

Health Queries
Health Complexities
Treatment
Counselling
Support Centre for common health queries
Medicines and Delivery

23/05/2025

💥ক্যান্সার ও কিডনি সমস্যায় ডাঃ ইউসুফ স্যারের চিকিৎসার বিকল্প নেই, তার ব্যবস্থাই সর্বক্ষেত্রে চিকিৎসা পার্থক্য গড়ে দেয়।

ট্রান্সপ্লান্ট বা ডায়ালাইসিস কোনটাই স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান রয়েছে বিজ্ঞ হোমিওপ্যাথের চিকিৎসায়।

❤️ ফ্রি কাউন্সেলিং ও সিরিয়ালের জন্য - (সকাল ১১টা হতে রাত ১০ টা)

১। আশকোনা শাখা -
01734 440 444
01816-848 171

২। উত্তরা শাখা -
01734 440 400
01816 533 280

৩। ফার্মগেট শাখা -
01400 69 80 80
01816 848 171

ধন্যবাদ

https://youtu.be/HrZFSNX52cg
18/05/2025

https://youtu.be/HrZFSNX52cg

কিডনি ক্ষতির জন্য চিকিত্সা হোমিওপ্যাথি ছাড়া সমস্ত চিকিত্সা পদ্ধতিতে অত্যন্ত ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং। কিডন.....

একজন ডাক্তার কতটা আন্তরিক হতে পারে, সেটা আমাদের স্যার ডা:ইউসুফ মিয়া কে না দেখলে এবং না বুজলে মাথায় ধরবে না। স্যার শেখা...
05/05/2025

একজন ডাক্তার কতটা আন্তরিক হতে পারে, সেটা আমাদের স্যার ডা:ইউসুফ মিয়া কে না দেখলে এবং না বুজলে মাথায় ধরবে না। স্যার শেখানোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক।
✓ বাচ্চা আর শিশু ডাক্তার আর মুখ চালানো ডাক্তার যখন কামড়া কামড়িতে ব্যস্ত তখন আমাদের স্যার তার প্রত্যেকটা ভিডিওতে মেডিসিন বলে দিয়েছেন, কিভাবে কোথায় প্রয়োগ সেটাও বলে দেন, দিয়েছেন, দিচ্ছেন এবং দিবেন বলে আশ্বস্ত করেছেন। কোন রাখ ঢাক রাখেন না।
✓ কেউ স্যারের সান্নিধ্যে আসলে বুজতে পারেন যে আসলে উনি কতটা হৃদয় খোলা মানুষ।
আর আমজনতা বা রোগী তো রোগীই, এরা অনেকটা শিশুর মত। যখন শরীর আক্রান্ত হয় তখন মস্তিষ্ক কাজ করে না। বিকারগ্রস্থ হয়ে পরা মানুষের বক্তব্য কখনোই শুদ্ধ নয়।

সুস্থ মানুষের বক্তব্য ধর্তব্য বা বিবেচ্য।

💥 ডাঃ ইউসুফ মিয়া স্যার একজনই - আর হবে না। উনার আগেও কেউ নাই আর পরেও কেউ নাই। যারা মৃত্যু পথ যাত্রী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন,তারা জানেন, উনি কেমন মানুষ।

ধন্যবাদ

অটিজম একটি মারাত্মক ব্যাধি যা অধিকাংশ ক্ষেত্রেই জন্মগত হয়ে থাকে। তাছাড়া অটিজমের সাথে -- ফিজিক্যাল ডিজেবেলিটি বা শারীরি...
20/04/2025

অটিজম একটি মারাত্মক ব্যাধি যা অধিকাংশ ক্ষেত্রেই জন্মগত হয়ে থাকে।
তাছাড়া অটিজমের সাথে -

- ফিজিক্যাল ডিজেবেলিটি বা শারীরিক বিকলাঙ্গতা,
- হাইপার অ্যাক্টিভিটি বা অতি চঞ্চলতা
- এগ্রেসিভ বিহেভিয়ার বা আক্রমণাত্মক আচরণ
- সামাজিক যোগাযোগে অক্ষমতা,
- ডিলেইড স্পিচ বা দেরিতে কথা বলা,
- অস্বাভাবিক শব্দ উচ্চারণ
- কথা আটকে যাওয়া অথবা কথা একেবারেই বলতে না পারা
- বোন ডিফারমেটি অথবা হাড়ের বৈকল্যতা

নতুন মাত্রা যোগ করে যা বিষয়টাকে আরো জটিল করে তোলে।

💥যেখানে তথাকথিত মেডিকেল থেরাপি স্পিচ থেরাপি এবং অন্যান্য থেরাপির মাধ্যমে অটিজম অথবা হাইপার একটিভ চিলড্রেনদের সারিয়ে তোলার অসংখ্য বিফল চেষ্টা প্রতিয়মান হয়েছে-

🔥সেখানে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত বলতে চাই যে বিগত ৩৬ বছর ধরে আমাদের স্বনামধন্য ডাক্তার, ডা: মোঃ ইউসুফ মিয়া স্যারের চিকিৎসায় এ ধরনের অসংখ্য রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন।

♥️ সময়োপযোগী পদক্ষেপ এবং সঠিক হোমিওপ্যাথি চিকিৎসায় অটিজমে আক্রান্ত যেকোনো শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে অবদান রাখতে পারে এবং অসংখ্য ক্ষেত্রে সেটা আমরা প্রমাণ করেছি।

✓ আমাদের মাত্র ২-৩ মাসের চিকিৎসায় সেটা স্পষ্ট হবে ইনশাল্লাহ।

❤️ সিরিয়াল নেয়া হয় সকাল ১১টা হতে রাত ১১টা নাগাদ।

💥ঠিকানা - দেশ বাংলা হোমিও হল

১। আশকোনা শাখা -৬৩৬ আশকোনা, হাজী ক্যাম্প রোড, দক্ষিনখান, ঢাকা ১২৩০।
ফোন - 01734440444

২। উত্তরা শাখা -রাজউক কমা: কমপ্লেক্স (৩য় তলা), উত্তরা ৭, ঢাকা
ফোন - 01734440400

৩। ফার্মগেট শাখা - গ্রীন সুপার মার্কেট, (২য় তলা) ফার্মগেট, ঢাকা
ফোন - 01711478586

❤️ সময়সূচি :
1) উত্তরা শাখা
শনি,সোম, বৃহস্পতি - ১টা - ৫ টা

2) এয়ারপোর্ট শাখা -প্রতিদিন সন্ধ্যা ৮ টা-রাত ১১টা
(বুধবার বন্ধ)

3) ফার্মগেইট শাখা -
রবি,মঙ্গল, শুক্র - ১টা - ৫টা

❤️ সিরিয়ালের জন্যে -

১।আশকোনা শাখা-01816848171
২।উত্তরা শাখা-01816533280
৩।ফার্মগেট শাখা-01400698080

ধন্যবাদ

নববর্ষ - ১৪৩২ শুভ হোক, বয়ে আনুক নতুন আলো ও আশার বারতা।
14/04/2025

নববর্ষ - ১৪৩২ শুভ হোক, বয়ে আনুক নতুন আলো ও আশার বারতা।

দেশের বিভিন্ন জেলার প্রান্তে পৌঁছে যাবে ঔষধ - নিরাপদে এবং অক্ষত।সৌজন্যে - দেশ বাংলা হোমিও হলহাজারো রোগীর কাছে মেডিসিন পৌ...
11/04/2025

দেশের বিভিন্ন জেলার প্রান্তে পৌঁছে যাবে ঔষধ - নিরাপদে এবং অক্ষত।

সৌজন্যে -
দেশ বাংলা হোমিও হল
হাজারো রোগীর কাছে মেডিসিন পৌঁছে দেয়ায় যারা অগ্রদূত।

❤️ সিরিয়াল নেয়া হয় সকাল ১১টা হতে রাত ১১টা নাগাদ।

❤️সিরিয়ালের জন্যে -

১।আশকোনা শাখা-01816848171
২।উত্তরা শাখা-01816533280
৩।ফার্মগেট শাখা-01400698080

ধন্যবাদ

08/04/2025

🔥ক্যান্সারের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মেটাস্টেসিস পর্যন্ত যে কোন ধরনের ক্যান্সার আরোগ্যযোগ্য।

🔥সুতরাং যারা দেশ বিদেশ ঘুরে এই থেরাপি সেই থেরাপি দিয়ে ক্লান্ত ও হতাশ তাদের প্রতি অনুরোধ আমাদের স্যার ডা:মো:ইউসুফ মিয়া স্যারের ২-৩ মাসের চিকিৎসা আপনার প্রচলিত ধারনা ও বিশ্বাসের উপর আনতে পারে বিরাট পরিবর্তন।

🔥ডা:ইউসুফ মিয়া যিনি শুধু মাত্র ডাক্তারীই করছেন ৩৮ বছর ধরে এবং যার চিকিৎসায় হাজার হাজার ক্যান্সার ও কিডনি রোগী সুস্থ হয়েছেন।
আপনার একটু বিশ্বাসেই হতে পারে অনেক পরিবর্তন।

ধন্যবাদ -

❤️ সিরিয়াল নেয়া হয় সকাল ১১টা হতে রাত ১১টা নাগাদ।
💥ঠিকানা - দেশ বাংলা হোমিও হল
১। আশকোনা শাখা -৬৩৬ আশকোনা, হাজী ক্যাম্প রোড, দক্ষিনখান, ঢাকা ১২৩০।
ফোন - 01734440444
২। উত্তরা শাখা -রাজউক কমা: কমপ্লেক্স (৩য় তলা), উত্তরা ৭, ঢাকা
ফোন - 01734440400
৩। ফার্মগেট শাখা - গ্রীন সুপার মার্কেট, (২য় তলা) ফার্মগেট, ঢাকা
ফোন - 01711478586
❤️ সময়সূচি :
1) উত্তরা শাখা
শনি,সোম, বৃহস্পতি - ১টা - ৫ টা
2) এয়ারপোর্ট শাখা -প্রতিদিন সন্ধ্যা ৮ টা-রাত ১১টা
(বুধবার বন্ধ)
3) ফার্মগেইট শাখা -
রবি,মঙ্গল, শুক্র - ১টা - ৫টা
❤️ সিরিয়ালের জন্যে -
১।আশকোনা শাখা-01816848171
২।উত্তরা শাখা-01816533280
৩।ফার্মগেট শাখা-01400698080
ধন্যবাদ

21/03/2025

✓ দেশবাংলা হোমিও হলের সম্মানিত সেবা গ্রহণকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৩০ মার্চ ২০২৫ রোজ রবিবার থেকে ৪ এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার পর্যন্ত দেশবাংলা হোমিও হলের ৩টি শাখায় পবিত্র ঈদুল ফিতরের ছুটি কার্যকর থাকবে।

✓ সম্মানিত সেবা গ্রহণকারীদের অনুরোধ করছি মেডিসিন পার্সেল বা সরাসরি গ্রহণ সংক্রান্ত সকল প্রকার বিষয়াদি ছুটি কার্যকরের পূর্বে বুঝে নেবার জন্য।

ধন্যবাদান্তে
এডমিন -
দেশবাংলা হোমিও হল

✓একটা মজার কেইস হিস্ট্রী শেয়ার করি আপনাদের সাথে - ∆ রোগীর বর্ণনা হুবহু তুলে ধরলাম - (রোগীর বয়স 38)স্যার আমার মুখের নাক...
15/03/2025

✓একটা মজার কেইস হিস্ট্রী শেয়ার করি আপনাদের সাথে -
∆ রোগীর বর্ণনা হুবহু তুলে ধরলাম - (রোগীর বয়স 38)
স্যার আমার মুখের নাকি অনেক বাজে গন্ধ। সবাই পায় তবে আমি পাই না। তো সেটার জন্যে একজন এমবিবিএস দেখালাম - উনি বললেন আপনার টনসিল ইনফেকশন হয়েছে, অপারেশন করালে ঠিক হয়ে যাবে। স্যার ইচ্ছে ছিল না - তবু অপারেশন করালাম। তারপর থেকে নাকের গন্ধ শক্তি আগের মত পাচ্ছি তো না - ই উল্টো মুখের গন্ধ আগের মতোই আর একটু বেড়ে গেছে।
তো আবার একজন এমবিবিএস দেখালাম, এই সব বিষয় গুলো খুলে বললাম। এবার উনি বললেন আপনার টনসিলে প্রবলেম ছিল না।
আপনার লিভার ফাংশন আর গ্যাস্ট্রিক তীব্র হয়েছে। কিছু টেস্ট করেন, ধরা পড়বে নিশ্চয়ই। করালাম টেস্ট এক গাদা। আলট্রাসনোগ্রাম, কলোনোস্কোপি এন্ডোস্কোপি সব করালাম। ধরা পড়ল না কিছুই - ধরা পড়ল পেটের গ্যাস। Huge bowel gas - impression।
২ মাসের ঔষধ দিলেন প্রায় ২০ হাজার নেমে গেলো টেস্ট ডাক্তার দৌড়া দৌড়ি মেডিসিন সহ। তার আগে করিয়েছিলাম অপারেশন, সেটাতে তো গেছেই আরো ৫০ হাজার সব মিলিয়ে। কিন্তু লাভ হলো না কিছুতেই। এখন নাকের গন্ধ আর পাই না। আরেক এমবিবিএস দেখাতে উনি বললেন অপারেশন পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া। এখন স্যার আমার গ্যাস ও যায় না, সাথে টনসিল রিমুভ করার পর আমার সর্দি ঠান্ডা লেগেই থাকে আর সাথে ঘ্রাণ শক্তি চলে গেছে। কিন্তু আমার মূল সমস্যা মুখের দুর্গন্ধ রয়েই গেছে।

সেই রোগী কে আমাদের স্যার ডা: ইউসুফ মিয়া,মাত্র ৩টা ডোজ দিলেন merc sol 30'র । সমস্যা উধাও কর্পূরের মত। উনার ছিল মূলত পায়োরিয়ার প্রবলেম😁 আর সেটার জন্যে কত টানা হেঁচড়া 😁 আহারে😁

হোমিওপ্যাথি তে খুবই সামান্য বিষয় অথচ দেখেন বেচারার জীবনের প্রায় ১২টা বেজে গেছে। টনসিল গুলো তো আর ফেরত পাবেন না উনি। টনসিল গ্ল্যান্ড কি কাজ করে সেটা একটু দেখে নেবেন। তাহলে এর গুরুত্ব নিশ্চিত ভাবে অনুধাবন করতে পারবেন।

✋আকালমান্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়।

অতঃপর যত চুলকানি আর খাউজানি হোমিওপ্যাথি তে আসলে শুরু হয়ে যায়। আর অন্য জায়গায় টাকা ও দিবেন আর সাথে ধরা, *--রাঁ সব খাবেন সেটাও ভালো তাই তো?😁 আচ্ছা আচ্ছা আমরা তো শেষেই পাই আপনাদের।

🥱এখন হোমিওপ্যাথি তে এসে কতিপয় ভদ্র লোক মাত্র একটি ডোজ খেয়ে দাঁত খিঁচিয়ে খিস্তি খেউড় দিতে চান (যাদের একটু দেরিতে ধরে কারণ বস্তায় বস্তায় ট্যাবলেট আর ক্যাপসুল খেয়ে তো আর শরীরে কিছু রাখে নাই) - আহারে জ্ঞ্যান। আর অন্য প্যাথিতে সব খুইয়ে নিঃস্ব হয়ে যান, আর রোগ তো রোগের জায়গায় থাকেই, মাঝখান থেকে টনসিল গ্ল্যান্ডের মত অনেক গ্ল্যান্ড শরীর থেকে হারিয়ে যায়।
বোনাস হিসেবে অনেক রোগ ও শরীরে বাসা বাঁধে।

সৌজন্যে -
দেশবাংলা হোমিও হল

14/03/2025

💥শিশু সারামনি যখন চেম্বারে আসে তখন তার চোখে শুধু মাত্র শূণ্য দৃষ্টি ছাড়া কিছুই ছিলো না। তার বাবা মা ইন্ডিয়ার বড় বড় সব ডাক্তারের কাছ থেকে ব্যার্থ হয়ে দেশ বাংলার প্রখ্যাত ডাক্তার ডা:মো:ইউসুফ মিয়া স্যারের কাছে আসেন।
☑️সারামনি হাটতে পারতো না এবং তার সাড়া প্রদান বা যোগাযোগ করার কোন সক্ষমতা ছিলো না। কোন বিষয়ে সে রেসপন্ড করতে পারতো না। তার বয়স অনুযায়ী তার শারিরীক বৃদ্ধি, নড়াচড়া বা হাটা বা হামাগুরি দেয়ার পর্যন্ত উন্নতি হয় নি।
ইন্ডিয়ার বড় বড় সব হসপিটাল এবং ডাক্তারের কাছে যাওয়া চিকিৎসা নেয়া শেষে ফলাফল শূণ্য।
☑️শেষ পর্যন্ত আমাদের স্যার ডা:ইউসুফ মিয়া - এর চিকিৎসার উসিলায় আল্লাহর পরম রহমতে সারা হাটা চলা থেকে শুরু করে সারা প্রদান, হাসি কান্না সব কিছুতে সে স্বাভাবিকতা লাভ করে।
☑️সারা মনির মায়ের আনন্দে আমরা ও আনন্দিত। ভালো থাকুক সকল সারামনিরা।
🔥এমন অসংখ্য সারামনিরা আমাদের স্যারের চিকিৎসায় আল্লাহর অশেষ রহমের বরকতে সাভাবিক জীবনে ফিরতে পেরেছে এবং পারছে।

❤সকল শিশুদের সুস্থতা কামনা করছি।

📞সিরিয়ালের জন্য/যোগাযোগ –
১। 01816848171 (আশকোনা শাখা)
২। 01816533280 (উত্তরা শাখা)
৩। 01400698080 (ফার্মগেট শাখা)

লোকেশন বা সিরিয়াল সংক্রান্ত পরামর্শের জন্য -
📞01734440444
📞01734440400
📞01711478586

সমস্যা সংক্রান্ত পরামর্শে -
📞01881933935
📞01677121920
ধন্যবাদ

07/03/2025

"ক্যান্সার মানেই মৃত্যু নয়!!"
💥যারা রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে হতাশায় আচ্ছন্ন অথবা মৃত্যুর দিন গুনছেন তাদের উদ্দেশ্যে বলছি - ক্যান্সারের যে কোন পর্যায়ে একমাত্র একজন বিজ্ঞ হোমিওপ্যাথ আল্লাহর রহমতে আপনার জন্য মুক্তির উসিলা হয়ে যেতে পারেন।

🔥আপনি যদি তেমন একজন বিজ্ঞ হোমিওপ্যাথর সন্ধান পেতে চান তবে আজই যোগাযোগ করুন।

💥যে কোন ধরনের ক্যান্সার এবং যে কোন পর্যায়ের ক্যান্সার চিকিৎসায় মাত্র ১-২ ডোজে ফলাফল বা ইতিবাচক পরিবর্তন স্পষ্ট হয়।

📞সিরিয়ালের জন্য –
১। 01816848171 (আশকোনা শাখা)
২। 01816533280 (উত্তরা শাখা)
৩। 01400698080 (ফার্মগেট শাখা)

লোকেশন বা সিরিয়াল সংক্রান্ত পরামর্শের জন্য -
📞01734440444
📞01734440400
📞01711478586

সমস্যা সংক্রান্ত পরামর্শে -
📞01881933935
📞01677121920

ধন্যবাদ

Address

Chamber 01/636 Askona, Newairport, Chamber 02/Rajuk Commercial Complex, Floor/3, Shop/01, Uttara Chamber 03/Green Supermarket 1st Floor, Farmgate, Tejgaon Dhaka
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Yousuf Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Yousuf Miah:

Share

Category