IUBAT Blood Bank

IUBAT Blood Bank ""Save a Life Give Blood""

Keeping this slogan in mind, "IUBAT BLOOD BANK" is moving forward.

Let's bring blood to the sick person every four months and put a smile on the face of their family members.

একটি মানবিক আবেদনের 🙏 💁রোগীর সমস্যা:  emergency  blood lagbe🔴রক্তের গ্রুপ: AB+💉রক্তের পরিমাণ: 1 ব্যাগ📆রক্তদানের তারিখ: 🏥...
08/02/2023

একটি মানবিক আবেদনের 🙏

💁রোগীর সমস্যা: emergency blood lagbe
🔴রক্তের গ্রুপ: AB+
💉রক্তের পরিমাণ: 1 ব্যাগ
📆রক্তদানের তারিখ:
🏥রক্তদানের স্থান: Kurmitola General Hospital
যোগাযোগ নম্বর -01612698899(Rasel)

27/11/2022

‼️ জরুরী A (-ve) NEGATIVE মায়ের জন্য রক্ত প্রয়োজন ‼️

💁 রোগীর সমস্যাঃ Heart Angiogram প্রসঙ্গে।
🩸 রক্তের গ্রুপঃ এ নেগেটিভ (A-)
💉 রক্তের পরিমাণ/ডোনারঃ ৩~৪ জন জোনার!
📆 রক্তদানের তারিখঃ ২৮ নভেম্বর (সোমবার), ২০২২।
🏥 রক্তদানের স্থানঃ National Heart Foundation, মিরপুর-২, ঢাকা।
⌚ রক্তদানের সময়ঃ যে কোন সময়
👭 রোগী সর্ম্পকে কি হয়ঃ "মা"
☎ যোগাযোগ: 01676713369_[রোগীর ছেলেঃ]

👉 নিজে দিতে না পারলে পোষ্ট শেয়ার করে সহযোগীতা করবেন, প্লিজ।

21/11/2022

জরুরী রক্তের প্রয়োজন
"রক্ত দিন জীবন বাঁচাতে সাহায্য করুন"
💁রোগীর সমস্যাঃ- ICU
🔴রক্তের গ্রুপঃ-AB (-)
💉রক্তের পরিমাণঃ-2 bag
রক্তদানের স্থানঃ Square Hospital, 18/F, Bir Uttam
Qazi Nuruzzaman Sarak,
West Panthapath,Dhaka
যোগাযোগ নাম্বারঃ 01641-992080

16/11/2022

💖জরুরী রক্তের প্রয়োজন💖
"রক্ত দিন জীবন বাঁচাতে সাহায্য করুন"
💁রোগীর সমস্যাঃ-ডেঙ্গু পজিটিভ
🔴রক্তের গ্রুপঃ-বি (+)
🛑হিমোগ্লোবিনঃ-
💉রক্তের পরিমাণঃ-
📆রক্তদানের তারিখঃ-16/11/2022
⌚রক্তদানের সময়ঃ-
🏥রক্তদানের স্থানঃ-কে সি হাসপাতাল, কি সি প্লাজা, নওয়াপাড়া, দক্ষিণখান, উত্তরা, ঢাকা।
☎যোগাযোগ নাম্বারঃ-01935678158,
01822712294
👤রেফারেন্স নাম্বারঃ-01928516101
🚨 ডেঙ্গু হলে রক্তের প্লাটিলেটঃ১৭০০০

15/11/2022

খুব আর্জেন্ট অপারেশন রোগীর জন্য A+ রক্ত প্রয়োজন। আজ রাতে জুরুরিভাবে এনাম মেডিকেল, সাভারে অপারেশন করা হবে। ডোনার এবং অন্য কেউ যদি পরিচিত থাকে দয়া করে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোবাইলঃ ০১৯১৮৪৯৫৬৮১

10/11/2022

💢জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন💢
💁রোগীর সমস্যাঃ ডেংগু জর। ICU তে আছে।
🔴রক্তের গ্রুপ % O+
💊হিমোগ্লোবিনঃজানা নেই
💉রক্তের পরিমাণঃ ১ব্যাগ
📆রক্তদানের তারিখঃ /১১/১১/২০২২

⌚রক্তদানের সময়ঃ বিস্তারিত ফোনে জানানো হবে।
🏥রক্তদানের স্থানঃ Delta hospital, Mirpur 1, Technical এর পাশে।
☎যোগাযোগঃ +8801793621883
💝রেফারেন্সঃ-আমি নিজেই

আপনার এক ব্যাগ রক্তদানে
শান্তি মিলবে অন্যের প্রাণে

02/11/2022

💖জরুরী রক্তের প্রয়োজন💖
"রক্ত দিন, জীবন বাঁচাতে সাহায্য করুন"
💁রোগীর সমস্যাঃ-ডেঙ্গু
🔴রক্তের গ্রুপঃ- AB+
💉রক্তের পরিমাণঃ-৪ব্যাগ
📆রক্তদানের তারিখঃ-যেকোনো সময়
⌚রক্তদানের সময়ঃ-যেকোনো সময়
🏥রক্তদানের স্থানঃ-শফিপুর মর্ডান হসপিটাল ;গাজীপুর
☎যোগাযোগ নাম্বারঃ-০১৭৪১৫৬০৫২০
👤রেফারেন্স নাম্বারঃ-০১৭৪১৫৬০৫২০

29/10/2022

#আমাদের_কয়েকজন_ভলেনটিয়ার_প্রয়োজন।

যদি কেও নিঃস্বার্থ ভাবে রক্ত সংগ্রহের মাধ্যমে মানুষের চোখের পানি মুছে মুখে হাসি ফোটাতে চান তাহলে মেসেঞ্জারে নক করতে পারেন।

আপনার ও আমার এক ব্যাগ রক্ত সংগ্রহ করে দেওয়ার মাধ্যমে বাঁচাতে পারে একটি জীবন। একটি পরিবারের সারা জীবনের কান্না কে হাসিতে বদলে দিতে পারে আপনার ও আমার এই সামান্য প্রচেষ্টা। আসুন এই সুন্দর পৃথিবী থেকে একটি ফুলকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করি।

28/10/2022

আপনারা যেভাবে সহযোগীতা করছে তার প্রশংসা করে ছোট করতে চাই না।আল্লাহ আপনাদের এসকল মহাত কাজের উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আমরা চেষ্টা করছি যে কোন পরিস্থিতিতে দ্রুতো রক্ত খুজে দিতে। কিন্তু বর্তমান সময়ে ডেঙ্গু অনেক বৃদ্ধি পাওয়াতে আমরা রক্ত সংগ্রহ করতে হিমসিম খাচ্ছি। এমন অবস্থাতে আমরা আপনাদের সহযোগীতা কামনা করছি। আপনাদের প্রতি অনুরোধ ৫/১০ মিনিট সময় দিয়ে হলেও কিছু মেম্বার অ্যাড করুন।

আপনার ও আমার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন,একটি পরিবারের সারা জীবনের কান্না কে হাসিতে বদলে দিতে পারে। আসুন এই সুন্দর পৃথিবী থেকে একটি ফুলকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করি।

আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সকল ফ্রেন্ডকে এই গ্রুপে এড দিন। হতে পারে আজকে আপনি যাকে এড দিচ্ছেন হয়ত কোনো একদিন সেই মানুষ টি আপনার অথবা আপনার পরিবারের কাউকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে এসেছে। আপনার আর আমার সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টা পারে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে।

https://www.facebook.com/profile.php?id=100064862285596

""Save a Life Give Blood""

Keeping this slogan in mind, "IUBAT BLOOD BANK" is moving forward.

Let

26/10/2022

হেল্প প্লিজ!!
এবি পজিটিভ ( AB+) ব্লাড দরকার!!!

আমি Asjad Hasan Jim। আমার স্টুডেন্ট এর মায়ের ডেংগু পজিটিভ। প্লাটিলেট খুব কম। ক্রিটিকাল অবস্থা। ইমার্জেন্সি AB+ ব্লাড লাগবে।

স্থানঃ ডেল্টা হাসপাতাল, মিরপুর-১, টোলারবাগ।
মোবাইলঃ 01761441667 ( আমার নিজের)।

19/10/2022

💁 রোগীর সমস্যা: Cancer
🔴রক্তের গ্রুপ:A+ (Apheretice Platelet)
📆রক্তদানের তারিখ: 19/10/22
⌚রক্তদানের সময়: Emergency
🏥রক্তদানের স্থান: Ahsania Mission Cancer General Hospital. Uttora
☎যোগাযোগঃ 01771168349

রক্তের জন্য আবেদন করার নিয়ম দেয়া হলো ও গুরুত্বপূর্ণ  কিছু কথা আপনাদের উদ্দেশ্য বলা হলো সবাই ২ মিনিট সময় নিয়ে অবশ্যই পড়বে...
11/10/2022

রক্তের জন্য আবেদন করার নিয়ম দেয়া হলো ও গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্য বলা হলো সবাই ২ মিনিট সময় নিয়ে অবশ্যই পড়বেন। কে জানে এই ২ মিনিট এর পড়া একদিন আপনার খারাপ সময়ে বা বিপদে কাজে লেগে যেতে পারে...!!!!

১.রুগির সমস্যা কি?
২.রুগির রক্তের গ্রুপ কি?
৩.কখন লাগবে? (দিন,সময় উল্লেখ করতে হবে)
৪.কয় ব্যাগ রক্ত লাগবে?
৫.কোন মেডিকেল লাগবে?[কত তালা,ওয়ার্ড নাম্বার,বেড নাম্বার]
৬.রুগির আত্নীয়ের নাম্বার অবশ্যয় যিনি রুগির পাশে আছেন তার নাম্বার হতে হবে যেন যে কোনো সময় রুগির ব্লাড ম্যানেজ হয়েছে কিনা তা আপডেট জানা যায়।
৭. রক্তের Hemoglobin কতো??

IUBAT Blood Bank যে কোনো আর্থিক লেনদেন থেকে মুক্ত। এই গ্রুপে যে কোনো প্রকার আর্থিক সহায়তা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ নিজেদের সহায়তায় IUBAT এর ছাত্রছাত্রী গ্রুপটি পরিচালনা করে থাকেন এবং এই গ্রুপে যারা রক্ত দিবে/দেয় তারা স্বেচ্ছায় এবং প্রতিদান ছাড়া রক্ত দান করবে/করে।

কেউ যদি ফোনে বা বিকাশ করে কোনো টাকা দাবি বা সহযোগীতা চায় তাহলে কর্মী অথবা মোডারেটরদের জানানোর জন্য অনুরোধ করা হলো। কোনো প্রকার প্রতারণায় পা দিবেন না।

আপনার ও আমার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন,একটি পরিবারের সারা জীবনের কান্না কে হাসিতে বদলে দিতে পারে। আসুন এই সুন্দর পৃথিবী থেকে একটি ফুলকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করি।

আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সকল ফ্রেন্ডকে এই গ্রুপে এড দিন। হতে পারে আজকে আপনি যাকে এড দিচ্ছেন হয়ত কোনো একদিন সেই মানুষ টি আপনার অথবা আপনার পরিবারের কাউকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে এসেছে। আপনার আর আমার সকলের এই ক্ষুদ্র প্রচেষ্টা পারে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে।

"রক্ত হলো স্রষ্টার দান,
বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ।"

IUBAT Blood Bank গ্রুপের লিংক...https://facebook.com/groups/2230386913909924/

IUBAT Blood Bank পেজ লিংক....https://www.facebook.com/profile.php?id=100064862285596

বিঃদ্রঃ - কিছু সমস্যার কারনে অনেক সময় রক্ত সংগ্রহ করে দিতে পারিনি বলে দুঃখিত। এখন থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব রক্ত সংগ্রহ করে দিতে।।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when IUBAT Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category