30/07/2021
ACL অপারেশনের পর একজন রোগীকে অপারেশনের হাঁটুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অর্থাৎ রোগী যেন খেলাধুলা করতে পারে তার জন্য তাকে অপারেশনের দিন থেকে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট-এর তত্ত্বাবধায়নে রিহ্যাবিলিটেশন প্রটোকল অনুসরণ করতে হয়। এই রিহ্যাবিলিটেশন প্রটোকল সম্পন্ন করতে ৩ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে। রিহ্যাবিলিটেশন প্রটোকল অনুসরণ না করলে অপারেশন পরবর্তী বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। আমাদের দেশের অধিকাংশ অর্থপেডিক ডাক্তার-রা এই রিহ্যাবিলিটেশন প্রটোকল অনুসরণ করেন না বা করতে আগ্রহী না। যার কারনে আমাদের রোগীদের অপারেশন পরবর্তী বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়।
ACL অপারেশন পরবর্তী জটিলতাঃ
১। হাঁটুর ব্যথা দীর্ঘস্থায়ী হওয়া
২। হাঁটু ফুলে থাকা
৩। হাঁটু সম্পূর্ণভাবে ভাঁজ করতে না পারা
৪। হাঁটু সম্পূর্ণভাবে সোজা করতে না পারা
৫। হাঁটুর উপরের বা রানের মাংসপেশী শুকিয়ে যাওয়া
৬। দৌড়ানো বা খেলাধুলা করতে না পারা
কেন হয় এই জটিলতাঃ
১। ACL ছিঁড়ে যাওয়ার দীর্ঘদিন পর অপারেশান করলে
২। অপারেশনের পর হাঁটুতে প্লাস্টার ব্যবহার করলে
৩। অপারেশনের দিন থেকে নির্দিষ্ট কিছু ব্যায়াম না করলে
৪। সেলাই কাঁটার পর বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা রিহ্যাবিলিটেশন না করলে
৫। রিহ্যাবিলিটেশন প্রটোকল অনুসরণ না করলে
Mahmud Mahmi
MSc in Physiotherapy (UK)
ACL Rehabilitation Specialist