28/10/2019
ছোট শিশুরা অনেক সময় অসাবধান বশতঃ মুখে অনেক কিছু দিয়ে খেলতে পারে যেমন কয়েন, বোতাম, সেফটি পিন, মার্বেল ইত্যাদি। ঠিক তেমনি এক বিপত্তি হলো আমার এক জন ক্লায়েন্ট এর। মেয়েটির বয়স ৭, একদিন ৫ টাকার কয়েন মুখের ভিতর নিয়ে খেলা করছিলো, মনের অজান্তেই সেই কয়েন গিলে ফেললো। কাউকে কিছু বললো
না, বাবা মা জানতে পারলো ৪ দিন পরে যখন দেখলো তাদের মেয়েটি খাবার খেতে গেলে বুকে ব্যথার কথা বলছে। নিকটস্থ চিকিৎসক এক্স রে করানোর পর বেপারটি পরিবারের নজরে আসে। আমাদের কাছে আসে ৭ দিন পরে। আমরা এন্ডোস্কোপির মাধ্যমে কোনো ধরণের পার্শ প্রতীকিরিয়া ছাড়াই বের করে আনি। যদিও এই কাজটি খুব চ্যালেঞ্জিং। সুতরাং আপনারা আপনাদের শিশুদের খেলার সময় খেয়াল রাখুন মুখে কিছু দিচ্ছে কিনা।
A 7 years old girl accidentally swallow a 5-taka coin. The patient came to us 3 days later with the complain of dysphagia. Her coin was extracted Endoscopically without any events.